আমরা প্রায় প্রত্যেকেই IPS অফিসার কথাটা শুনেছি। এবং এটাও জানি যে এই অফিসার হলে অনেক সম্মান এবং অনেক ক্ষমতা। কিন্তু আপনি কি জানেন এই IPS অফিসার কিভাবে হওয়া যায়? কিংবা এই IPS Officer হতে গেলে কি কি করতে হয়?। যদি না জেনে থাকেন এবং এই স্বপ্নের চাকরিটা করতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। এখানে সম্পূর্ণ সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
IPS অফিসার সম্বন্ধে জানুন
পোস্টটি শুরু করার আগে IPS officer সম্বন্ধে জেনে নিন। IPS এর পুরো মানে হল : Indian Police Service. অনেকের স্বপ্ন থাকে এই চাকরি পাওয়া। তার জন্য প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এর জন্য পরীক্ষা দিয়ে থাকেন। সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে এই অফিসার পদে নিযুক্ত হওয়া যায়। এই IPS অফিসার হওয়ার পর আপনার হাতে অনেক ক্ষমতা থাকবে। আপনার অধীনে কয়েকশো ,কয়েক হাজার পুলিশ কর্মী থাকবে। এবং আপনার প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। IPS Service এর মধ্যে বিভিন্ন পোস্ট রয়েছে – ASP, DSP, SP, DIG, IG, DGP, etc
তাই এই স্বপ্নের চাকরি পাওয়ার জন্য -কি কি যোগ্যতা দরকার? কোন পরীক্ষায় বসতে হয়? কিভাবে পড়াশোনা করতে হয় ?এবং বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো।
একটু আগে আপনাদের বললাম যে এই অফিসার হওয়ার জন্য সিভিল সার্ভিস(Civil Service Exam)পরীক্ষা দিতে হয়। তার জন্য আমাদের সবার প্রথম জানতে হবে, এই সিভিল সার্ভিস পরীক্ষায়(Civil Service Exam) বসতে হলে কি কি যোগ্যতা দরকার।
যোগ্যতা (Eligibility Criteria)
Civil Services Exam এর জন্য বিস্তারিত যোগ্যতা নিয়ে আলোচনা করা হলো।

More Information: Visit Civil Service Exam Wikipedia
শিক্ষাগত যোগ্যতা(Education Qualification)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করতে হবে। যেকোনো শাখা থেকে পাশ করলে হবে। এর সাথে আপনাদের বলে দিই এখানে কোনো নাম্বার পার্সেন্টেজ (%) এর ব্যাপার নেই। আপনি মিনিমাম পাশ নাম্বার পেয়ে যেকোনো শাখা থেকে Graduation Pass করলেই এই পরীক্ষায় বসতে পারবেন।
আপনি যদি কোনো স্বীকৃত (Recognised) মুক্ত বিশ্ববিদ্যালয় ( Open University) থেকে গ্রাজুয়েশন পাশ করেন, তবুও আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আপনার বয়স সাধারণত (২১- ৩২) বছর হতে হবে।
তবে নিচের ক্যাটাগরি অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন।
- SC/ST= 5 Year
- OBC= 3 Year8
নাগরিকত্ব
আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
Attempt Limit
আপনাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই Civil Service পরীক্ষা দেওয়ার কিছু লিমিট আছে ক্যাটাগরি অনুযায়ী। এটি নিয়ে নিজে আলোচনা করা হয়েছে।
General/EWS= 6 Attempt
OBC= 9 Attempt
SC/ST = Unlimited Attempt
অর্থাৎ, যারা জেনারেল এবং EWS ক্যাটাগরি তারা এই পরীক্ষা 6 বার দিতে পারবে। আবার যারা OBC ক্যাটাগরি তারা এই পরীক্ষায় ৯ বার মোট বসতে পারবে। আর যারা SC/ST Category তারা যতবার খুশি এই পরীক্ষায় বসতে পারে। আশা করি বোঝাতে পারলাম।
অন্যান্য পোষ্টের তালিকা
এই UPSC Civil Service পরীক্ষা দিয়ে আপনারা IAS এর মতো অন্যান্য পোস্টে চাকরি পেতে পারেন।
তবে এটি নির্ভর করে পরীক্ষার রেজাল্টের Rank এর উপর। আপনি পরীক্ষায় ভালো Rank করলে তবেই IPS Service টি পাবেন। তাই IPS অফিসার হওয়ার জন্য আপনাকে পরীক্ষায় খুব ভালো Rank করতে হবে।
CSE All Post List
- Indian Administrative Service
- Indian Police Service
- Indian Foreign Service
- Indian Audit and Accounts Service, Group ‘A’
- Indian Civil Accounts Service, Group ‘A’
- Indian Corporate Law Service, Group ‘A’
- Indian Defence Accounts Service, Group ‘A’
- Indian Defence Estates Service, Group ‘A’
- Indian Information Service, Group ‘A’
- Indian Postal Service, Group ‘A’
- Indian Post & Telecommunication Accounts and Finance Service, Group ‘A’
- Indian Railway Management Service (Traffic), Group ‘A’
- Indian Railway Management Service (Personnel), Group ‘A’
- Indian Railway Management Service (Accounts), Group ‘A’
- Indian Railway Protection Force Service, Group ‘A’
- Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’
- Indian Revenue Service (Income Tax) Group ‘A’
- Indian Trade Service, Group ‘A’ (Grade III)
- Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)
- Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
- Civil Service (DANICS), Group ‘B’
- Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
- Police Service (DANIPS), Group ‘B’
- Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’
- Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’
UPSC Civil Service Exam
IPS অফিসার হওয়ার জন্য আপনাদের Civil Service Examination পাশ করতে হবে। Civil services exam Conducted করে থাকে UPSC Board অর্থাৎ Union Public Service Commission. এই UPSC Civil Service পরীক্ষা দিয়ে IAS, IPS, IFS ইত্যাদি অফিসার হওয়া যায়।
UPSC বোর্ড প্রতিবছর Civil Service পরীক্ষার আয়োজন করে থাকে। যে পরীক্ষায় পাশ করে প্রতিবছর কয়েকশো IAS, IPS, IFS ইত্যাদি অফিসার নিয়োগ হয়। তাই UPSC Civil Service Exam পাশ করলেই আপনার স্বপ্নের চাকরি IPS অফিসার হতে পারবেন।
তাই এই পরীক্ষায় পাশ করার জন্য সঠিকভাবে পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস সম্বন্ধে জানতে হবে। এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তাই নিচে ধাপে ধাপে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হলো।
সম্পর্কিত পোস্ট
কিভাবে অনলাইন আবেদন করবেন?
যেহেতু UPSC বোর্ড এই Civil Service পরীক্ষাটি আয়োজিত করে। তার জন্য UPSC Official Website এ গিয়ে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। UPSC Official Website For Application
যখন অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ হবে, তখন আপনাদের আবেদন করতে হবে। সবার প্রথম আপনাদের ওই official ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। তারপরে লগইন করে Apply করতে হবে Civil Service Exam এর জন্য।
Application Fees
অনলাইন আবেদন করার সময় ক্যাটাগরি অনুযায়ী এখানে আবেদন ফি পেমেন্ট করে আবেদন করতে হয়। যেমন –
General/EWS/OBC= 100 Rupees
SC/ST/Female= No Fees
Net Banking/ Debit card/ UPI /Credit card যেকোনো একটি মাধ্যম সিলেক্ট করে আপনারা এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবেন।
IPS সিলেকশন পদ্ধতি
এই পরীক্ষায় পাশ করার জন্য আপনাদের তিনটি ধাপ Complete করতে হবে।

- Preliminary Exam
- Mains Exam
- Interview/ Personality Test
Civil Service Prelims Exam
এই পরীক্ষায় দুটি পেপার থাকে:
- A) General Studies -I = 200 Number
- B) General Studies – II(CSAT) = 200 Number
তবে এই পরীক্ষায় শুধুমাত্র আপনাদের পাশ করতে হবে। এই নাম্বার ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না।
এই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই আপনারা Mains পরীক্ষায় বসতে পারবেন। তাই Preliminary পরীক্ষার পাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ।
Civil Service Mains Exam
সিভিল সার্ভিস Prelims পরীক্ষায় পাশ করতেই হবে। তাহলেই আপনাকে Mains পরীক্ষায় বসতে দেওয়া হবে।
Mains পরীক্ষা মোট ৯টি পেপার নিয়ে হয়ে থাকে। যার মধ্যে প্রথম দুটি পেপার শুধুমাত্র আপনাদের Qualify করতে হবে। এবং বাদবাকি সাতটি পেপার এর নাম্বার অনুযায়ী আপনাদের মেরিট লিস্টে নাম আসবে।
প্রথম দুটি পেপার:
- Paper A= 300
- Paper B = 300
বাকি ৭ টি পেপার যার ভিত্তিতে রেজাল্ট প্রকাশ হবে। তাই আপনাদের প্রধান লক্ষ্য এই ৭টি Paper-এ ভালো রেজাল্ট করা।
৭ টি পেপার:
- Essay = 250 Number
- GS Paper I = 250 Number
- GS Paper II = 250 Number
- GS Paper III= 250 Number
- GS Paper IV: = 250 Number
- Optional Subject Paper I= 250 Number
- Optional Subject Paper II= 250 Number
Mains পরীক্ষায় যে নয়টি পেপার এর কথা বললাম, তার মধ্যে প্রথম দুটি পেপার ৩০০ করে ৬০০ নম্বরের।
বাদবাকি ৭টা টি পেপার প্রতিটি পেপারের জন্য ২৫০ করে নাম্বার থাকে।
অর্থাৎ Qualifying পেপার গুলি বাদে Mains পরীক্ষা হবে ২৫০*৭ = ১৭৫০ নাম্বারের।
Interview/ Personality Test
এবার মেইন্স পরীক্ষায় পাশ করলে আপনাদের ডাকা হবে ইন্টারভিউ এর জন্য। এখানে সাধারণভাবে আপনার মধ্যে Personlity কিরকম? , আপনার নৈতিকতা জ্ঞান, বিচারবুদ্ধি, communication skills এগুলি যাচাই করা হয়। এই Interview এর নাম্বার রয়েছে ২৭৫ নাম্বার।
তাহলে ফাইনাল রেজাল্ট প্রকাশ হবে Mains পরীক্ষার ৭ টি পেপার+ Interview এর মোট নাম্বারের ভিত্তিতে। অর্থাৎ ১৭৫০+ ২৭৫ = ২০২৫ নাম্বার অনুযায়ী আপনাদের রেজাল্ট প্রকাশ হবে।
এবার IPS অফিসার হওয়ার জন্য আপনাকে ভালো Rank করতে হবে। কম Rank হলে IPS Service পাওয়া যায় না।
Desclaimer: যেকোনো চাকরির পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সময়ের সাথে পরিবর্তনও হতে পারে। তাই আপনি যে বছর আবেদন করছেন ওই বছরের Official Notification দেখে তার Exam Pattern, পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেবেন। অফিসের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নেবেন। UPSC Official Website
IPS Physical Requirements
আপনি যদি আই.পি.এস অফিসার হতে চান তাহলে Physical কিছু Requirement রয়েছে।
For Men(ছেলেদের জন্য)
- Height= 165 Cm
- Minimum Chest= 84 Cm( 5 CM Expansion)
For Female (মেয়েদের জন্য)
- Height= 150 CM
- Chest= 79 CM(5 CM Expansion)
Medical এ Eyesight সম্বন্ধে নিচে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। তার সঙ্গে আপনাদের বলে রাখি, এখানে IPS হতে গেলে আপনাকে physically fit থাকতে হবে।

- পশ্চিমবঙ্গে BDO অফিসার কিভাবে হবেন? বিস্তারিত জানুন
- লোন কয় প্রকার ও কি কি? Type of Loan?
- অবিবাহিত সার্টিফিকেট| Unmarried Certificate – কিভাবে আবেদন করবেন?
কিভাবে প্রস্তুতি নেবেন?
এখন যেহেতু Competition এর বাজার, তাই আপনাকে সঠিকভাবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নেবেন ওই সম্বন্ধে নিচে ধারণা দেওয়া হলো।
১. সিলেবাস ডাউনলোড করুন এবং দেখুন: যেকোনো চাকরির পরীক্ষায় সফল হতে গেলে সবার প্রথমেই আপনাদের ওই পরীক্ষার সিলেবাস সম্বন্ধে জানতে হবে। তাই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন এবং সিলেবাস ডাউনলোড করে ভালোভাবে চেক করুন।
২. একটি টাইম টেবিল তৈরি করুন: কথায় আছে Time is Money. আপনি সময়কে সম্মান দিলে সময় আপনাকে সম্মান দেবে। তাই আপনার প্রতিদিনের 24 ঘন্টা কিভাবে কাজে লাগাবেন, কোন কাজে লাগাবেন তার জন্য অবশ্যই সঠিক একটি Time Table তৈরি করুন। প্রতিদিন মিনিমাম হলেও ৭-৮ ঘন্টা পড়াশোনার কাজে লাগান।
৩. আগে থেকে টার্গেটে নিন: অনেক পরীক্ষার্থী এমন রয়েছে, যারা মাধ্যমিক পাসের পর থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তাই আপনার নিজের মধ্যে বেসিক ধারণা এবং কিছু knowledge অবশ্যই আগে থেকে সংগ্রহ করুন। এবং আগে থেকে প্রস্তুতি নিন। যেটা আপনাকে পরবর্তীতে কাজে দেবে।
৪. বেসিক বই পড়ুন: আগে থেকে এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বেসিক কিছু বইগুলি ফলো করুন। যেমন- NCERT Books.
৫. Current Affairs: সিভিল সার্ভিস পরীক্ষার মধ্যে এই কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ Topic। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর Part কভার করার জন্য আপনি আগে থেকে প্রস্তুতি নিতে পারেন। যেমন- বিভিন্ন ম্যাগাজিন পড়া, সংবাদপত্র পড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরা-খবর দেখা যা আপনার knowledge টা আরো বাড়াবে।
৬. প্রচুর প্র্যাকটিস করুন: কথায় আছে, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তাই আপনাকে পড়াশোনার জন্য কষ্ট করতে হবে, প্রচুর প্র্যাকটিস ও করতে হবে। আপনি বেশি বেশি মক টেস্ট দিন। বিগত বছরের প্রশ্নপত্র গুলি Solved করুন। আপনি নিজেই বুঝতে পারবেন কোন সাবজেক্ট থেকে, কোন টপিক থেকে বেশি প্রশ্ন বার বার আসছে। কিভাবে নাম্বার Pattern রয়েছে,ইত্যাদি।
৭. সঠিক বই এবং কোর্স নির্বাচন: পরীক্ষা সিলেবাস অনুযায়ী বই কিনুন। এবং চাইলে আপনি অনলাইন বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রস্তুতি নিতে পারেন।
Short Recap For Applying To Selection
- প্রথমত এই UPSC Civil Service পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করুন। এর ফর্ম বছরের শুরুতেই বের হয়।
- নির্দিষ্ট সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।
- প্রিলিমিনারি পরীক্ষা দিন। শুধু পাশ করলেই হবে।
- Mains পরীক্ষা দিন। এই পরীক্ষার নাম্বার Merit লিস্টে যুক্ত হবে।
- ইন্টারভিউ / Personality Test দিন। এর নাম্বারও Final Result এ যুক্ত হবে।
- ট্রেনিং এ অংশগ্রহণ করুন। ট্রেনিং হবে Sardar Vallabhbhai Patel National Police Academy (SVPNPA)-তে।
- Rank ভালো হলে IPS অফিসার পোস্টে পোস্টিং হবে। আপনার স্বপ্নের চাকরি হাতের মুঠোয়।
IPS Officer Salary
এই পোস্টে চাকরি পেলে প্রতি মাসে আপনার বেতন হবে ৫৬১০০/- টাকা থেকে শুরু। এবার যখন ধীরে ধীরে আপনার প্রমোশন হবে আরো উচ্চতর পোস্টে আপনি promotion হবেন আপনার বেতন গিয়ে পৌঁছাবে ২২৫০০০ টাকা ।
বেতন পাওয়ার সাথে সাথে আপনি এখানে বিভিন্ন ধরনের allowance পাবেন যেমন: Dearness Allowances, House Rent Allowance, travel allowance, Medical benifits, Sequrity & Personal Staff. Etc
Basic salary এবং সমস্ত Allowance নিয়ে প্রতি মাসে আপনি Approx ৬৫-৬৭ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
Frequently Asked Questions
IPS এর Full Form কি?
IPS মানে Indian Police Service.
আই.পি.এস হওয়ার জন্য যোগ্যতা কি দরকার?
IPS হওয়ার জন্য আপনাকে Civil Service Exam দিতে হবে। এবার এই Civil Service পরীক্ষায় বলার জন্য আপনাকে মিনিমাম Graduation পাশ করতে হবে।
How to Crack Civil Service Exam?
সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুন। মক টেস্ট দিন। ভালো বইগুলো থেকে Preparation নিন। এবং উপরের দেওয়া টিপসগুলি ফলো করুন।
How To Prepare For Civil Service Exams?
প্রথমে যোগ্যতা যাচাই করুন। তারপরে প্রস্তুতি নিন, টাইম টেবিল তৈরি করুন। Basic Concepts ক্লিয়ার রাখুন। সিলেবাস অনুযায়ী বইগুলি পড়ুন। এবং লেখা প্র্যাকটিস করুন বার বার।
Conclusion
তাই এত বড় লেভেলের অফিসার হতে চাকরি হতে গেলে তো, আপনাদের অবশ্যই সেই ভাবে প্রিপারেশন নিতেই হবে। একবার এই IPS অফিসার পোস্টে চাকরি পেলে, আপনার পদমর্যাদা, বেতন এবং তার সঙ্গে সঙ্গে আপনার Popularity সমাজে বেড়ে যাবে। এই IPS অফিসার হওয়ার জন্য আপনাকে Civil Service Exam দিতে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে। সঠিক লক্ষ্য রেখে এগিয়ে যান অবশ্যই সফল হবেন। ধন্যবাদ।।
▪️আরো পোস্ট: পড়ুন এখানে
▪️ Career Releted: পোস্ট পড়ুন
▪️ UPSC Official Website: Visit Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।