দেশের নাগরিকদের বিভিন্ন কাজের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে চালু করা হয়েছে। দেশের সকল নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহযোগিতা যেমন – বাড়ি তৈরি করার জন্য, কৃষিকাজ করার জন্য, ফ্রিতে ব্যাংক একাউন্ট খোলার জন্য, যুবক যুবতীদের ফ্রিতে ট্রেনিং দেওয়ার জন্য, বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে চালু করা সেরা ৫টি প্রকল্প(top 5 Pradhan Mantri Yojana)নিয়ে যেগুলো সবার জন্য খুবই উপকারী।
1. Pradhan Mantri Jan Dhan Yojana
Jan Dhan Yojana হল ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার লক্ষ্য দেশের সকল নাগরিককে ব্যাংকিং পরিষেবা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে যে কেউ সহজে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে যা তাদের আর্থিক সুরক্ষা ও সেবার জন্য দরকারি। এটি সামাজিক নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের জন্য বিশেষভাবে উপকারী।
জন ধন যোজনা একটি প্রকল্প যা ২০১৪ সালের ২৮ শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা চালু করা হয়েছিল। যে সমস্ত গরিব মানুষজন একাউন্টে বেশি টাকা রাখতে পারেনা তাদের কথা ভেবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই Jan Dhan Yojana Account চালু করা হয়।
এই অ্যাকাউন্ট খোলার পর একাউন্ট এর সাথে গ্রুপে ডেবিট কার্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমার সুবিধা পাওয়া যায়।
প্রয়োজনীয় নথি পত্র/Required Documents:
- Aadhaar Card
- Pan Card (যদি থাকে)
- Passport size Photograph
- Voter ID Card (যদি প্রাপ্ত বয়স্ক হয়)
- Mobile Number
কারা আবেদন করতে পারবে?
দেশের যেকোনো নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারে যদি তার বয়স ১০ বছর কিংবা তার বেশি হয়ে থাকে।
কিভাবে আবেদন করতে হবে?
- আপনার নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যান।
- Jan Dhan Yojana আবেদন ফর্ম সংগ্রহ করুন।(অনলাইন থেকে ও এই ফর্ম ডাউনলোড করতে পারবেন)
- আবেদন পত্র টি সঠিকভাবে ফিলাপ করুন। আপনার সমস্ত ডকুমেন্টস অনুযায়ী ভালো ভাবে ফর্ম টি ফিলাপ করতে হবে।
- ফর্মটি ব্যাঙ্কের শাখায় জমা করুন।
- আপনার আবেদন ফর্মটি Verification করে দেখা হবে।
- Successful Verification হওয়ার পর আপনার Jan Dhan Account খোলা হবে।
2. Pradhan Mantri Awas Yojana
এই প্রকল্পের মধ্য দিয়ে গরিব পরিবারগুলোকে তাদের নিজস্ব বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ২০১৫ সালের ২৫ জুন চালু করা হয়। এবং এই যোজনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য শহর ও গ্রাম এলাকা দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়।
- প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G)
- প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে (PMAY-U)
এই প্রকল্পের মধ্য দিয়ে গ্রামীণ ও শহর এলাকায় বিভিন্ন স্কিমের অধীনে টাকা প্রদান করা হয় বাড়ি তৈরি করার জন্য।
যেমন – কেন্দ্র সমতল একাই ৭০০০০ টাকা থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত এবং পার্বত্য এবং বহু কঠিন অঞ্চল গুলিতে ৭৫০০০ টাকা থেকে 1 লক্ষ 30 হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।
কারা আবেদন করতে পারবে?
PMAY বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারত সরকারের এমন একটি প্রকল্প ,যে প্রকল্পটির মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেনীর নাগরিকদের বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হয়।
যোগ্যতার মানদন্ড/PMAY Eligibility Criteria:
- PMAY সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ (EWS), LIG(নিম্ন আয়ের গ্রুপ), MIG-I( মধ্যম আয়ের গ্রুপ I), MIG-II(মধ্যম আয়ের গ্রুপ-II) বিভিন্ন বিভাগ অনুযায়ী সহায়তা প্রদান করা হয়।
- আবেদনকারী কোন বিভাগের অন্তর্গত এবং আবেদনকারীর বার্ষিক আয় কত এই সমস্ত শর্ত অনুযায়ী আবেদনকারীকে ভর্তুকির পরিমাণ দেওয়া হয়ে থাকে।
- স্বামী, স্ত্রী এবং অবিবাহিত কন্যা/ পুত্র যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
- আপনার যদি আগে থেকে কোন পাকা বাড়ি থাকে তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
কিভাবে আবেদন করতে হবে?
এই প্রকল্পের জন্য অনলাইনে এবং অফলাইনে দুইভাবে আবেদন করা যায়।
- অনলাইন আবেদন পদ্ধতি: অনলাইনে এই প্রকল্পের আবেদন করার জন্য অবশ্যই আপনাকে PMAY এর অফিশিয়াল ওয়েবসাইট PMAY.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে।
- অফলাইন আবেদন পদ্ধতি: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অফলাইন আবেদন করার জন্য আপনার কাছাকাছি CSC অফিসে যান এবং আবেদন পত্রটি সংগ্রহ করুন এবং ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ সেখানেই ফর্মটি জমা করুন।
প্রয়োজনীয় নথি পত্র:
- Identity Proof: Aadhaar Card, Pan Card, Voter ID card, Driving license, Passport, etc
- Address Proof: Voter ID card, Passport, Utility bill
- Income Proof/আয়ের সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজ ছবি
- PMAY আবেদন পত্র
- Bank Account
- দলিল/রেকর্ড
- ইত্যাদি
3. Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। যা তিনটি ধাপে কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
এই প্রকল্পের মধ্য দিয়ে শুধুমাত্র কৃষকদের, যাদের চাষযোগ্য জমি আছে তাদের বছরে 6000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে।
এই প্রকল্পের টাকা কৃষকের ব্যাংক একাউন্টে সরাসরি দেওয়া হয়ে থাকে।
কারা আবেদন করতে পারবে?
যেকোনো কৃষক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে যদি তাঁর চাষযোগ্য জমি থাকে।
কিভাবে আবেদন করতে হবে?
এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে হয়। সঠিকভাবে অনলাইন আবেদন করার পর যদি আপনার ফর্ম Accept হয় তাহলে আপনি প্রতিবছর এই প্রকল্পের আওতায় 6000 টাকা পাবেন।
কিভাবে অনলাইনে আবেদন করতে হবে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিচে দেওয়া হল-
- প্রথমে Pm Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
- New Farmer Registration অপশনে ক্লিক করুন।
- আধার নাম্বার, মোবাইল নাম্বার, রাজ্যের নাম সিলেক্ট করুন।
- OTP Verify করুন।
- ফর্মটি সঠিকভাবে ফিলাপ করুন, আপনার সমস্ত তথ্য দিয়ে।(যেমন – জমির তথ্য, Bank account Number, ঠিকানা, রেশন কার্ডের নাম্বার, ইত্যাদি।)
- সঠিকভাবে ডকুমেন্টস আপলোড করুন।(যেমন – Bank Account, Land Record, Aadhaar)
- ফর্মটি চেক করুন এবং Submit করুন।
কি কি ডকুমেন্টস লাগবে ?
- আধার কার্ড(Mobile Linked)
- রেশন কার্ড
- ব্যাংক একাউন্ট
- জমির রেকর্ড
- মোবাইল নাম্বার
Important: যদি আপনার কোনো কারনে কোনো কিস্তির টাকা একাউন্টে না আসে তাহলে অবশ্যই PM kisan এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে e-Kyc করুন।
কিভাবে e-kyc করবেন?
- Pm kisan এর অফিসিয়াল ওয়েবসাইট এ যান।
- e-kyc অপশনে ক্লিক করুন।
- আপনার Aadhaar Number লিখুন এবং Search অপশনে ক্লিক করুন।
- আধার কার্ডের OTP Verify করুন এবং Submit করুন।
4. Pradhan Mantri Ujjala Yojana
মহিলাদের জন্য বিনামূল্যে গ্যাস সংযোগ প্রদান করা হয় এই প্রকল্পের মধ্য দিয়ে যাতে তারা রান্নার কাজে পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করতে পারেন।
কারা আবেদন করতে পারবে?
পরিবারের মধ্যে শুধুমাত্র মহিলারা এই প্রকল্পের জন্য কিংবা ফ্রি উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই SECC 2011 দরিদ্র তালিকা অন্তর্ভুক্ত সুবিধাভোগীদের এই প্রকল্পের মধ্য দিয়ে ফ্রি উজ্জ্বলা গ্যাস দেওয়া হয়।
এই যোজনার মধ্য দিয়ে পরিবারকে প্রথমবারের জন্য ফ্রিতে গ্যাস সিলিন্ডার ও গ্যাস স্টোভ দেওয়া হয়ে থাকে।
কিভাবে আবেদন করতে হবে?
আপনার নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর এর থেকে PMUY ফর্মটি সংগ্রহ করুন এবং ফর্মটি ফিলাপ করে যাবতীয় সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে ফর্মটি জমা করুন।
যদি আপনার দেওয়া সমস্ত কিছু ডকুমেন্টস সঠিক থাকে এবং সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তাহলে আপনাকে LPG সংযোগ প্রদান করা হবে।
কি নথিপত্র লাগবে?/Required Documents
- আধার কার্ড
- PMUY kyc ফর্ম
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- ব্যাংক পাশবই
- বাসস্থানের প্রমাণ (Electricity bill, Account statement,etc)
অফলাইনে আবেদন ছাড়াও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন PMUY এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে। তবে অনলাইন আবেদন করার সময়ও আপনাকে আপনার নিকটবর্তী ডিস্ট্রিবিউটর এর নাম সিলেট করতে হবে এবং আবেদন করার পর আপনার ওই ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
5. Pradhan Mantri Koushal Vikas Yojana
বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা হয় এই প্রকল্পের মধ্য দিয়ে যাতে তারা স্বনির্ভর হতে পারে।
এই যোজনা চালু করা হয় ২০১৫ সালের ১৬ই জুলাই।
এই যোজনার মধ্য দিয়ে দেশের যুবক যুবতীদের ট্রেনিং দেওয়া হয়। দেশের ভিন্ন ভিন্ন রাজ্যের মধ্যে ট্রেনিং সেন্টার রয়েছে যার মধ্য দিয়ে ট্রেনিং দেওয়া হয়ে থাকে।
আপনাদের সুবিধার্থে নিচে সমস্ত যোজনা কিংবা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে আপনারা ওই লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে Visit করতে পারেন।
- PMJDY Official Website: Visit Here
- PMAY Official website: Visit Here
- PM Kisan Official Website: Visit Here
- PMUY Official Website: Visit Here
- PMKVY Official Website: Visit Here
Our Official Website: Click Here