বর্তমান সময়ে Data Entry Jobs খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এই কাজটা যে কোনো ব্যক্তি খুব সহজে বাড়িতে বসে করতে পারবে। তাছাড়াও অন্য কোনো কাজের পাশাপাশি এই ডাটা এন্ট্রি কাজ Part-time Job হিসাবে করা যেতে পারে।
তাই আপনি যদি ভাবছেন যে, যেকোনো কাজ বা চাকরির পাশাপাশি বাড়িতে বসে অনলাইনে কোনো কাজ করে ইনকাম করতে তাহলে এই Data Entry Job আপনার জন্য।

এবার এই Data Entry কাজ সমন্ধে আরো ভালোভাবে বোঝার জন্য নিচে দেওয়া তথ্যগুলো পড়ুন।
Captcha Filling Job
Captcha এন্ট্রি হলো সবথেকে সহজ কাজ যা আপনি Company এর Captcha Filling করে কাজ করতে পারেন। যেখানে শুধুমাত্র Task অনুযায়ী Captcha পূরণ করতে হয়।
কোথায় কাজ শিখবেন?: এই কাজের জন্য বিশেষ কোনো কোর্স করার দরকার নেই ।কারণ শুধুমাত্র এখানে আপনাকে ক্যাপচা পূরণ করে টাক্স পূরণ করতে হয়।
কাজের উৎস: আপনি সরাসরি কাজ শুরু করতে পারেন নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে –
- 2 Captcha
- Kolotibablo
- Megatypers
- Captchatypers
- VirtualBee
ইনকাম (Income Per Month): প্রতি মাসে আপনি যদি সঠিকভাবে Task অনুযায়ী কাজ করতে পারেন ,তাহলে আপনি এই Captcha ফিলিং করে প্রতি মাসে এখান থেকে 10000 টাকা ইনকাম করতে পারবেন।
Online Form Filling
অনলাইন ফর্ম পূরণের কাজটি ডাটা এন্ট্রি কাজের মধ্যে একটি খুব সহজ এবং সরল কাজ। ইংরেজি ভাষা মোটামুটি জানলে এই কাজটি করতে পারবেন। সাধারণত এই কাজের মধ্যে বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়।
কোথায় কাজ শিখবেন?: আপনি YouTube থেকে এবং Udemy এর মতো বিভিন্ন জায়গা থেকে এই অনলাইন ফর্ম ফিলাপ ডাটা এন্ট্রি কাজের কোর্স করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তাছাড়াও Google থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন।
কাজের উৎস: Uppwork , Fiver, Freelancing , Naukri, Etc. এই সমস্ত জায়গায় আপনি কাজ করতে পারেন। সবার প্রথম এই ওয়েবসাইট গুলোতে Account Create করতে হবে এবং তারপর ভালো ভাবে নিজের Profile Complete করতে হবে।
ইনকাম/Salary: কোম্পানির টাক্স অনুযায়ী সঠিকভাবে সময়ের মধ্যে টাচ পূরণ করলে অর্থাৎ ফরম ফিল্ডিং ডাটা এন্ট্রি করে দিতে পারলেই আপনি টাকা পেয়ে যাবেন। এই কাজ করলে আপনি প্রতি মাসে ১০-২০ হাজার টাকা ইনকাম করতে পারেন
Data Processing Job
বাড়িতে বসে ডাটা এন্ট্রি কাজগুলোর মধ্যে ডাটা প্রসেসিং Job তাদের মধ্যে একটি। তবে এই কাজ করার জন্য আপনার বিভিন্ন Software ও Excel সমন্ধে দক্ষতা থাকা দরকার।
কোথায় কাজ শিখবেন?: এই Data Processing Job করার জন্য আপনাকে Google Sheets এবং Microsoft Excel এর মতো কোর্স গুলো করতে হবে যা আপনি YouTube এ সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারেন। তাছাড়াও Basic Data Processing Course লিখে Google এ সার্চ করলে অনেক Website পেয়ে যাবেন যেখানে সম্পূর্ণ ফ্রিতে কোর্সগুলো করতে পারবেন।
কাজের উৎস: আপনি এই Data Processing কোর্স করে Data Entry Oparetor, Data analyst, Back office executive, Data Processor, Data Engineer, Devloper হতে পারেন এবং Uppwork, Fiver, Freelancer এর মতো Website এ নিজেকে Register করে প্রচুর কাজ পেতে পারেন।
ইনকাম: Freelancing ওয়েবসাইট গুলোতে Client এইসমস্ত কাজের জন্য Beginner Level এ min $5- $25 টাকা দিয়ে থাকে। আপনি সঠিকভাবে কাজ করতে পারলে প্রতি মাসে আপনি ১৫ হাজার – ২০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। যা পরবর্তীতে আরো বাড়বে।
Data Conversion Jobs
Data Conversion Jobs হলো বিভিন্ন ধরনের Data File গুলোকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাট-এ রুপান্তরিত করা। যেমন – PDF File থেকে Excel File তৈরি করা, Word file থেকে PDF তৈরি করা, ইত্যাদি। বিভিন্ন কোম্পানির এই ধরনের কাজের প্রয়োজন।
কোথায় কাজ শিখবেন?: আপনার যদি Computer এর বিভিন্ন Tools যেমন – Excel, power point, Word, Etc সমন্ধে Knowledge থাকে আপনি এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া এই Field এ Experts হওয়ার জন্য বিভিন্ন Short Time Duration এর Course করতে পারেন। এই ধরনের কোর্স YouTube এ ফ্রিতে শিখতে পারেন।
কাজের উৎস: Data Entry এর এই Data Conversion শেখা থাকলে বিভিন্ন কোম্পানির অধীনে কাজের সুযোগ থাকে। তার সঙ্গে সঙ্গে আপনি নিজেই Freelancing করেও ইনকাম করতে পারবেন।
ইনকাম: প্রতিটি কাজের ক্ষেত্রে নির্ভর করে আপনি কি ধরনের এবং কি কাজ করছেন? কোন Level এ কাজ করছেন? তাই যদি এই Field এ ভালোভাবে কাজ করতে পারেন তাহলে প্রতি মাসে ১০০০০-১৫০০০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
Typing Jobs
Typing Career এখন Trending চলছে। কারণ যেকোনো Data Entry Job এর জন্য নির্ভুল Type Writers দরকার। এই কাজের জন্য নির্ভুল Typing এবং Type করার Speed দরকার। এই কাজের Demand খুব ভালো রয়েছে।
কোথায় কাজ শিখবেন?: খুব ভালো Type করার জন্য লাগবে খুব ভালো Practice. আপনি যেকোনো Short Time এর Computer Typing এর কোর্স করতে পারেন। প্রতিদিন কম্পিউটার এ Practice করতে পারেন। এই Typing এর Practice বিভিন্ন Website এ ফ্রিতে শিখতে পারেন যেমন – Typing Master, Typing.com , ইত্যাদি।
কাজের উৎস: আপনি বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করতে পারেন কিংবা বিভিন্ন Freelancing Platform যেমন – Fiverr, Uppwork, Naukri.com, ইত্যাদি Website এ কাজ করতে পারেন।
ইনকাম: এই Typing এর জন্য আপনি আপনার কাজ অনুযায়ী Charges বা Fees নিতে পারেন। মিনিমাম হলেও প্রতি মাসে 12000-15000 টাকা ইনকাম করতে পারবেন।
Survey Data Entry Jobs
অনলাইনে বিভিন্ন ধরনের সার্ভেতে অংশগ্রহণ করে ইনকাম করা যায়। সার্ভে চলাকালীন তথ্য Entry করতে হয়। Survey তে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় ওই প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিতে হয়।
কোথায় কাজ শিখবেন?: এই কাজের জন্য বিশেষ কোনো কোর্স করার দরকার নেই কিংবা কোনো Extra Skills শেখার প্রয়োজন নেই। কারণ এখানে শুধুমাত্র সঠিক তথ্য উত্তর হিসেবে Entry করতে হয়। যেকোনো ব্যক্তি এই কাজ করতে পারেন। শুধুমাত্র সাধারণ জ্ঞান থাকলে হবে।
কাজের উৎস: অনলাইন সার্ভে এখন ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে করতে পারেন। কিন্তু কিছু বিশ্বাসযোগ্য ওয়েবসাইট বা online Platform এর নাম নিচে দেওয়া হলো –
- Swagbucks
- Inboxdollers
- MyPoints
- Etc
Copy Paste Job
কপি পেস্ট কাজ ডাটা এন্ট্রি কাজের মধ্যে একটি খুব সহজ কাজ। নির্দিষ্ট Task অনুযায়ী কোনো Information অথবা Data এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে হয়। যেমন Physical Data থেকে Digital Data Entry করা, ওয়েবসাইট থেকে তথ্য স্প্রেডশীট এ কপি করা, ইত্যাদি।
কোথায় কাজ শিখবেন?: এটি যেহেতু তুলনামূলক সহজ সরল কাজ তাই এই কাজ শেখার জন্য আলাদা কোনো কোর্স করার দরকার নেই। আপনি চাইলে Google থেকে কিংবা YouTube থেকে ভালো ভাবে শিখতে পারেন, ফ্রি টিউটোরিয়াল দেখে।
কাজের উৎস: Copy paste job করার জন্য আপনি কিছু বিশ্বাসযোগ্য ওয়েবসাইট এ ভিসিট করতে পারেন, যেমন –
- Click India
- Fiverr
- Uppwork
- Guru
- Freelancer
- Google Career
ইনকাম (Per Month): ডাটা এন্ট্রি অন্যান্য কাজের মতো এই Copy Paste Job করে Part time ইনকাম হিসাবে প্রতি মাসে মিনিমাম ৮০০০-১০০০০ টাকা ইনকাম করতে পারবেন।
তবে যেকোনো Data Entry কোর্স করার পূর্বে কিংবা কোনো Data Entry Job করার আগে সমস্ত কিছু যাচাই করে নেবেন কারন, এখন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে শুধুমাত্র আপনাদের সময় নষ্ট হবে, টাকা ইনকাম হবে না। তাই সমস্ত কিছু যাচাই করে নামি দামি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট এ কাজ করুন।
নিচে কয়েকটি ওয়েবসাইট এর নাম দেওয়া হয়েছে যেখান থেকে আপনি যেকোনো Data Entry কোর্স ফ্রিতে শিখতে পারবেন এবং কিছু কোর্স খুব স্বল্প খরচে করতে পারবেন।
- YouTube: এই প্লাটফর্ম থেকে আপনি বিভিন্ন ধরনের Data Entry Course এর টিউটোরিয়াল সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন।
- Coursera & Udemy: এখানে কিছু কোর্স বিনামূল্যে পাওয়া যায় আবার কিছু কোর্স কম টাকায় শেখা যায়।
- Google Digital Garage: Google এই প্লাটফর্ম থেকে আপনি ভিন্ন ভিন্ন ধরনের কোর্স করতে পারবেন ফ্রিতে।
উপরের দেওয়া ৭টি Data Entry কাজের মধ্যে আপনার যেটা ভালো মনে হবে ওই Related আপনাকে কাজ শিখতে হবে, জানতে হবে, নিজের মধ্যে Skills Devloped করতে হবে, এবং সঠিক প্লাটফর্ম বাছাই করে কাজ শুরু করতে হবে। যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে আপনি অন্যান্য কাজের পাশাপাশি এই Data Entry এর মতো Part time কাজ করে প্রতি মাসে ৮০০০- ১০০০০ টাকা ইনকাম করতে পারবেন।
Our Official Website: Click Here
Govt Scheme: Visit Here