WBP Constable Admit Card Download|পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করুন

Spread the love

যে সমস্ত পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিল ২০২৪ সালে, তাদের সবার জন্য পরীক্ষার এডমিট কার্ড দেওয়া হচ্ছে। WBP constable admit card download শুরু হয়েছে ৯ নভেম্বর ২০২৫ তারিখ থেকে। এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী নতুন পদ্ধতিতে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তাই কিভাবে আপনি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।

WBP Constable Admit Card Download

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার এডমিট কার্ড কিভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে হবে নিচে আলোচনা করা হলো।

১) প্রথমত , WBPRB Official Website এ ভিজিট করতে হবে।

২) তারপর, WBP Constable Admit Card Download 2024 অপশন এ ক্লিক করতে হবে।

৩) পরবর্তী পেজ খুলবে, যেখানে WBP Constable এর Application Number এবং Date of birth দিয়ে Submit অপশন এ ক্লিক করতে হবে।

৪) তারপর, Application Details দেখা যাবে। যেমন – পরীক্ষার্থীর নাম, এপ্লিকেশন নম্বর, রাজ্যের নাম, জেলার নাম, জন্মতারিখ, ইত্যাদি।

এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। এবং যদি আপনি OBC ক্যাটাগরি হয়ে থাকেন ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন।

সমস্ত কিছু বসানোর পর, নিচে Submit অপশনে ক্লিক করুন।

৫) আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ও ইমেইল আইডিতে ওটিপি যাবে। ওটিপি দিয়ে Verify OTP অপশনে ক্লিক করতে হবে।

ভেরিফাই করলে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

WBP Constable Application No হারিয়ে গেছে?

যে সমস্ত পরীক্ষার্থীর WBP কনস্টেবল এর Application Number হারিয়ে গেছে, তাদের কি করতে হবে? কিভাবে তারা নাম্বারটি পাবে নিচে আলোচনা করা হলো।

WBP constable application number find
WBP Constable Application No Check

১) প্রথমত WBPRB Apply Online ওয়েবসাইটে ভিজিট করুন।

২) আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে Submit অপশন এ ক্লিক করুন।

৩) নিচের দিকে যাবতীয় তথ্যগুলি দেখতে পাবেন। যেমন – আপনার Application Number, নাম, বাবার নাম, ইমেইল আইডি।

এই পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই আপনার Application Number টি পেতে পারেন।

▪️WBP Constable Admit Card: Download

▪️WBPRB: Official Website

▪️Admit Card: Download Link


Spread the love

Leave a Comment