প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ|WB Primary Teacher Recruitment 2025

Spread the love

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড রাজ্যের সরকারি ও সহায়তাপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১৩,৪২১টি সহকারী শিক্ষকের(Assistant Teacher)শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যার জন্য ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে আগ্রহী হন, তাহলে এই নোটিফিকেশনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পোস্টের মাধ্যমে এই WB Primary Teacher Recruitment সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। যা আপনি খুব সহজেই সমস্ত কিছু বুঝতে পারবেন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

WB Primary TET: কিভাবে মাইক্রো টিচিং শিখবেন? জানুন বিস্তারিত তথ্য

নিচে সহজ ভাষায় পুরো প্রক্রিয়াটি বোঝানো হলো:

পোস্টের নাম

সহকারী শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) অর্থাৎ Assistant Teacher

WB Primary Teacher Recruitment 2025 Eligibility Criteria

▪️আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।

নিচের যেকোনো একটি যোগ্যতা আপনার থাকতে হবে:

১) উচ্চমাধ্যমিক (বা সমতুল্য) ৫০% নম্বর + ২ বছরের প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা (Diploma in Elementary Education)

২) উচ্চমাধ্যমিক (বা সমতুল্য) ৪৫% নম্বর + ২ বছরের প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা

৩) উচ্চমাধ্যমিক (বা সমতুল্য) ৫০% নম্বর + ৪ বছরের বি.এল.এড (B.El.Ed.)

৪) উচ্চমাধ্যমিক (বা সমতুল্য) ৫০% নম্বর + ২ বছরের বিশেষ শিক্ষায় ডিপ্লোমা (Diploma in Education – Special Education)

৫) স্নাতক ডিগ্রি + ২ বছরের প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা

Other Eligibility Criteria

এবং অবশ্যই WBBPE পরিচালিত শিক্ষক যোগ্যতা পরীক্ষার (TET) উত্তীর্ণ হতে হবে। TET উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

তবে SC, ST, OBC-A, OBC-B, EC, PwD এবং সৈনিক প্রার্থীদের উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় নম্বরের ক্ষেত্রে ৫% পর্যন্ত ছাড় দেওয়া হবে।

Medium of Instruction

আপনি যে ভাষায় (যেমন: বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, সাঁওতালি) পড়াতে চান, সেই ভাষাটি আপনাকে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে পাশ করতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলা ভাষায় পড়াতে চান, তাহলে উচ্চমাধ্যমিকে প্রথম এবং দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা আপনাকে পড়তে হবে। এবং যেটা আপনার মার্কশিট এ উল্লেখ থাকবে।

WB Primary Teacher Age Limit

সাধারণ প্রার্থীদের জন্য(UR): ১লা জানুয়ারি, ২০২৫ তারিখের হিসাবে ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর।

এবার SC, ST, OBC, PwD, EC, ex-servicemen এবং Para-Teacher  প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

WB Primary Teacher Vacancy Selection Procedure

মোট ৫০ নম্বরের ভিত্তিতে নির্বাচন হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১ মাধ্যমিক (বা সমতুল্য) পরীক্ষার নম্বর= ৫

২ উচ্চমাধ্যমিক (বা সমতুল্য) পরীক্ষার নম্বর= ১০

৩ NCTE অনুমোদিত প্রশিক্ষণ (ডিপ্লোমা/বি.এল.এড)=  ১৫

৪ TET (শিক্ষক যোগ্যতা পরীক্ষা)=  ৫

৫ সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম = ৫

৬ ইন্টারভিউ (Viva)=  ৫

৭ দক্ষতা পরীক্ষা / প্যারা শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকতা অভিজ্ঞতা=  ৫ নাম্বার

 মোট ৫০ নাম্বার। এই ৫০ নাম্বার অনুযায়ী সিলেকশন করা হবে। তাই ওপরে দেওয়া বিষয়গুলি ভালোভাবে অনুশীলন করবেন।

আবেদন করার সময় আপনাকে আপনার পছন্দের জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ (DPSC/PSC) নির্বাচন করতে হবে, যেখানে আপনি নিয়োগ পেতে চান।

WB Primary Teacher Recruitment Application Fees

· General /UR =৬০০ টাকা

· OBC (A ও B) বিভাগ= ৫০০ টাকা

· SC/ST/EWS/PwD বিভাগ= ৩০০ টাকা

এই আবেদন মূল্য অনলাইন আবেদন করার সময় পেমেন্ট করতে হবে।

কিভাবে আবেদন করবেন?

প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ এর জন্য আবেদন শুধুমাত্র অনলাইন mode-ই করা যাবে।

অনলাইন আবেদন ওয়েবসাইট খোলার তারিখ এবং শেষ তারিখ পরবর্তীতে আলাদাভাবে জানানো হবে। তাই বোর্ডের ওয়েবসাইট (https://wbbpe.wb.gov.in) নিয়মিত চেক করতে থাকুন।

তাই এখনও বর্তমানে সবার জন্য দারুন খুশির খবর। তোমরা যারা প্রাথমিক স্কুলের শিক্ষক হতে চাও অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারো। তবে এখানে আবেদন করতে হলে আপনাদের TET Qualified সার্টিফিকেট থাকতে হবে। এখন বর্তমানে যেহেতু আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়নি, তবে অনলাইন আবেদন শুরু হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া এই সম্বন্ধে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে নিচে আমাকে কমেন্ট করতে পারেন।

▪️ Official Website: Visit Here

▪️CTET VS TET: বিস্তারিত পড়ুন এখানে


Spread the love

Leave a Comment