voter list 2025 west bengal pdf download with photo: দেশের নাগরিক হিসেবে ১৮+ বয়স হলেই ভোটার কার্ড থাকা অতি আবশ্যক। কারণ ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া যায় না, তাছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ভোটার কার্ড জরুরী। তবে যদি আপনি অনলাইনে চেক করতে চান ২০২৫ নতুন ভোটার লিস্ট, তাহলে খুব সহজে ডাউনলোড করে চেক করতে পারবেন। নতুন ভোটার কার্ডের আবেদন কিংবা ভোটার কার্ডের কোন কিছু সংশোধন করে থাকলে আপনাকে অবশ্যই নতুন ভোটার লিস্ট চেক করতে হবে। নতুন ভোটার লিস্টে আপনার তথ্য গুলি আপডেট হয়েছে কিনা অবশ্যই দেখা দরকার। এই কাজটি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে জানাবো কিভাবে ২০২৫ নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন? কিভাবে চেক করবেন?
সম্পর্কিত পোস্ট পড়ুন
আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক খুব সহজেই হবে! নতুন পদ্ধতি চালু | কিভাবে লিঙ্ক করবেন?
২০২৫ সালের ভোটার লিস্ট কেন জরুরি?
বর্তমানে ভোটার লিস্টে অনেক তথ্য পরিবর্তন হয়েছে, যেমন – বুথ নং, ভোটার কার্ড নং, অংশ নং, ইত্যাদি। তাই নতুন সমস্ত তথ্য পাওয়ার জন্য এই লিস্ট চেক করতে হবে। তাছাড়াও, নতুন ভোটার কার্ড, ভোটার কার্ডের সংশোধন, ফটো পরিবর্তন ইত্যাদি তথ্যগুলি নতুন ভোটার লিস্টে আপলোড হয়েছে কিনা ওটা দেখার জন্য অবশ্যই আপনাকে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করেছে করতে হবে।
ভোটার লিস্ট 2025 পশ্চিমবঙ্গ ডাউনলোড
১) প্রথমে আপনাদের, CEO West Bengal Official Website (New) ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) এবার নিচের দিকে আসার পর, Electors অপশনে ক্লিক করুন।
৩) তারপর Download Electoral Roll অপশনে ক্লিক করুন।
৪) এবার পরবর্তী পেজে সঠিকভাবে অপশন গুলো সিলেক্ট করতে হবে। যেমন – আপনার জেলার নাম, বিধানসভা কেন্দ্রের নাম, ভাষা এবং Roll Type.
Roll Type এখানে Final Roll অপশন সিলেক্ট করবেন।
৫) তারপর, Captcha code টা বসিয়ে, নিচে পার্ট নং এবং নাম সিলেক্ট করুন। মানে আপনি কোন স্কুলে ভোট দিয়ে থাকেন ওই নাম সিলেক্ট করুন।
৬) এবং তারপর, Download Selected PDF অপশনে ক্লিক করুন। তাহলে 2025 Voter List Pdf আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে।
- ১৯ বছরের দেবব্রত মহেশ রেখে: ২০০ বছর পর সম্পন্ন করলেন ঐতিহাসিক Dandakrama Parayanam|Who is Devavrat Mahesh Rekhe?
- ভোটার লিস্ট 2025 পশ্চিমবঙ্গ ডাউনলোড|voter list 2025 west bengal pdf download with photo
- কম পড়াশোনা করেও এই ৭টি স্কিল শিখে চাকরি ছাড়াও আয় করুন|Best 7 Skills To Earn Money
- Kolkata Police Constable/Lady Constable Admit Card Download| KP Constable Admit Card 2025
- ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক| Mobile Number Link With Voter ID Card
কিভাবে ২০২৫ ভোটার লিস্টে আপনার নাম চেক করবেন?
2025 Voter List Download করার পর আপনাকে নাম চেক করতে হবে। এই লিস্টে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম চেক করবেন।
এবার এখানে আপনি সার্চ করে চেক করতে পারবেন না। আপনাকে আপনার পদবী অনুযায়ী একটি একটি পৃষ্ঠা চেক করতে হবে।
তবে, এক নাম দুজনের থাকতে পারে, তাই নামের পাশে ভোটার কার্ডের নং দিয়ে মিলিয়ে নেবেন।
কিভাবে বিধানসভা কেন্দ্রের নাম, ভোট কেন্দ্রের নাম, অংশ নং চেক করবেন?
২০২৫ নতুন ভোটার লিস্ট অনুযায়ী আপনার নাম, আপনার বাবার নাম, ভোটার কার্ডের নম্বর, বাড়ির নম্বর, চেক করে নেবেন। এবং তার সাথে আপনার নতুন বিধানসভা কেন্দ্রের নাম, ভোটকেন্দ্রের নাম, অংশ নম্বর, চেক করবেন। এবার এইসমস্ত কিছু তথ্য আপনি ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন।
ভোটার লিস্ট ডাউনলোড করার পর, প্রথম পৃষ্ঠায় এই যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
তাই আপনি আপনার মোবাইল থেকে এই ২০২৫ এর ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। এবং আপনার নাম, পরিবারের সদস্যের নাম চেক করতে পারেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন।
voter list 2025 west bengal pdf download with photo
নতুন ভোটার লিস্ট 2025 অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। কিন্তু অনলাইন থেকে ফটো সহ লিস্ট ডাউনলোড হবে না। কারণ অনলাইন থেকে ফটো সহ ভোটার তালিকা ডাউনলোড করা যাবে না।
কিভাবে ফটো সহ ভোটার লিস্ট পাবেন?
আপনার এলাকার বুথ মেম্বার, গ্রাম পঞ্চায়েত অফিস, কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধান এর কাছ থেকে এই লিস্ট সংগ্রহ করতে পারেন। যেখানে প্রত্যেক ভোটারের ছবি উপলব্ধ রয়েছে। তাছাড়াও এখন যে বর্তমানে BLO এর তরফ থেকে SIR ফর্ম দেওয়া হচ্ছে ওই ফর্মে প্রত্যেক ভোটারের ছবি থাকবে।
তাই যদি আপনি ২০২৫ সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে চান অবশ্যই আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারেন। এবং সমস্ত কিছু তথ্য একবার যাচাই করতে পারেন।
▪️2025 Voter List: এখানে Download করুন
▪️CEO West Bengal: Official Website
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।