আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক|Aadhaar Link With Mobile Number|জানুন বিস্তারিত

Spread the love

Aadhaar Link With Mobile Number: এখন বর্তমানে আধার কার্ড আমাদের দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ড প্রয়োজন হয়। তবে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা, আধার কার্ড ডাউনলোড, বিভিন্ন প্রকল্পে অনলাইন আবেদন, ইত্যাদি বহু প্রয়োজনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে বিভিন্ন অসুবিধা হয়। তাই আজকের এই পোস্টে আলোচনা করবো – কিভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন?

সম্পর্কিত পোস্ট পড়ুন

জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন? জানুন বিস্তারিত তথ্য

Aadhaar Link With Mobile Number

আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা থাকলে আপনি খুব সহজেই বিভিন্ন প্রয়োজনীয় কাজ গুলি করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে, আধার কার্ডে কোন কিছু কাজ করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। তাই আপনার স্থায়ী মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন।

Aadhaar Link With Mobile Number (সঠিক পদ্ধতি)

এখন বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার দুটি সঠিক পদ্ধতি রয়েছে।

১) আধার সেবা কেন্দ্র: আপনি আপনার নিজের এলাকার আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিংক করাতে পারেন।

২) Appointment Book: আপনি বাড়িতে বসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে, আধার সেবা কেন্দ্রে লাইনে না দাঁড়িয়ে সরাসরি গিয়ে মোবাইল লিঙ্ক করতে পারেন।

৩) পোস্ট অফিসে: বিভিন্ন জায়গায় পোস্ট অফিসে এই মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়।

কিভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন?

আজকের এই পোস্টে কিভাবে আপনি বাড়িতে বসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তা নিয়ে আলোচনা করবো।

১) প্রথমত আপনাদের UIDAI Official Website এ ভিজিট করতে হবে

২) তারপর, Get Aadhaar এর নিচে Book an Appointment অপশন এ ক্লিক করুন।

৩) এবার Select City/Location এর জায়গায় আপনার শহরের নাম সিলেক্ট করুন। এবং Proceed To Book Appointment অপশনে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে, Aadhaar Update অপশন সিলেক্ট করা থাকবে। নিচের দিকে এসে মোবাইল নাম্বার ও Captcha code দিয়ে Generate OTP অপশনে ক্লিক করুন। এবং OTP দিয়ে ভেরিফাই করুন ।

৫) এবার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য চারটি ধাপে Appointment বুক করতে হবে।

৬) প্রথম ধাপে, আপনার নাম, আপনার আধার কার্ড, রাজ্যের নাম, জন্ম তারিখ, আধার সেন্টারের নাম, ইত্যাদি সিলেক্ট করার পর Next অপশনে ক্লিক করুন।

৭) পরবর্তী পেজে, আপনি আধার কার্ডে কি আপডেট করতে চান ওইটা সিলেক্ট করতে হবে। এখানে New Mobile No এর বামদিকে চেকবক্সে চেক করুন। এবং নিচে মোবাইল নাম্বার বসান। তারপর Next অপশনে ক্লিক করুন।

৮) এবার আপনাকে ক্যালেন্ডার থেকে তারিখ সিলেক্ট করতে হবে, আপনি কোন তারিখে আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান। তারিখ সিলেক্ট করার পর Next অপশনে ক্লিক করুন।

৯) পরবর্তী প্রিভিউ পেজ খুলবে, যেখানে আপনি সমস্ত কিছু তথ্য একবার দেখে নেবেন। সমস্ত তথ্য দেখে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন।

১০) submit করার পর, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ৭৫ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর Receipt বের করুন, যেটা নিয়ে আপনাকে আধার সেন্টারে যেতে হবে।

Appointment Book আপনি যে তারিখে করেছেন ওই তারিখে সমস্ত ডকুমেন্টস এবং ওই Receipt নিয়ে যাবেন। ওই সেন্টারে যাওয়ার পর আপনার আঁধার ঘরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেওয়া হবে। ওখানে গিয়ে আপনাকে কোনরকম লাইনে দাঁড়াতে হবে না।

যে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আধার কার্ডের সঙ্গে ওই মোবাইল আপনি সঙ্গে নিয়ে যাবেন।

আধার সেন্টারে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন?

Appointment Book করার পর, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যেতে হবে আধার সেন্টারে। যেমন –

  • আধার কার্ড
  • Appointment Book Receipt
  • মোবাইল নাম্বার
  • পেমেন্ট স্লিপ

Frequently Asked Questions

আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে কত টাকা লাগবে?

যদি আধার কার্ডের সঙ্গে শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে ৭৫ টাকা লাগবে। যেটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক অনলাইনে সম্ভব?

না, আপনাকে আধার সেন্টারে গিয়ে লিংক করতে হবে। অথবা বাড়িতে বসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে লাইনে না দাঁড়িয়ে সরাসরি আধার সেন্টারে গিয়ে লিংক করাতে পারেন। তবে পরবর্তীতে আধার কার্ডের নতুন অ্যাপ বের হবে, যার মধ্য দিয়ে আপনি বাড়িতে বসে লিংক করতে পারবেন।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলে কত দিনের মধ্যে লিংক হয়ে যাবে?

মিনিমাম ৪৮ ঘন্টা। তবে কোনো সময় তিন- চার দিনও লাগতে পারে।

তাই আপনাদের যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এই পদ্ধতি ফলো করে লিংক করতে পারেন।

▪️UIDAI Official Website: Visit Here

▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন

▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: এখানে পড়ুন


Spread the love

Leave a Comment