রেলের Group D পরীক্ষার কোর্ট কেস আপডেট|RRB Group D Court Case Update Today

Spread the love

যে সমস্ত শিক্ষার্থীরা রেলের Group D পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল সবাই পরীক্ষার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা জানি যে এখন বর্তমানে এই RRB Group D Court Case চলছে। তবে ৩০ শে অক্টোবর ২০২৫ তারিখ এর Final শুনানি ছিল। কিন্তু পরবর্তীতে আবার ৪ নভেম্বর কোর্ট কেসের Final শুনানি ছিল। তারপর আবার পুনরায় নতুন তারিখ দেওয়া হয়েছিল 12 ই নভেম্বর ২০২৫ তারিখ। তাই আজ কি শুনানি দেওয়া হয়েছে? কবে পরীক্ষা হবে? সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব এই পোষ্টের মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট পড়ুন

রেলের ক্লার্ক নিয়োগ চলছে| RRB NTPC Undergraduate Online Apply 2025

RRB Group D Court Case

রেলের Group D পরীক্ষার 10th ও ITI নিয়ে অনেকদিন ধরে কোর্টে কেস চলছে। RRB Group D পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ হওয়ার আগে এবং Short Notification দেওয়ার পর বলা হয়েছিল শুধুমাত্র ITI পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন আসার পর দেখা গেল মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে এবং ITI পাস যোগ্যতায় ও আবেদন করা যাবে। এবং এই থেকে শুরু হয় সমস্যা। এর জন্যই কোর্ট কেস করা হয়।

Group D Court Case in Delhi High court

এই রেলের Group D Exam নিয়ে Delhi High court এ কেস করা হয়। এবং কেস চলছে 05/03/2025 তারিখ থেকে। তারপর থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত বিভিন্ন আপডেট আসে এবং RRB Group D পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে এই কেস Trasfer করা হয়  Central Administrative Tribunal অর্থাৎ CAT কে।

Railway Group D Court Case Update

CAT এ এই মামলা আসার পর, শুনানির তারিখ দেওয়া হয় ৩০ অক্টোবর ২০২৫ । বলা হয় যে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে শুনানি দেওয়া হবে এবং সেই অনুযায়ী রেলওয়ে বোর্ড রেলের গ্রুপ-ডি পরীক্ষা নিতে পারবে। এবং এর জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী অপেক্ষা করে রয়েছে।

৩০ অক্টোবর কোর্টে কেস চলার পর নতুন তারিখ দেওয়া হয় ৪ই নভেম্বর ২০২৫ তারিখ। আবার পুনরায় ৪ নভেম্বর কোর্ট কেস চলার পর নতুন তারিখ দেওয়া হয়, আগামী ১২ ই নভেম্বর ২০২৫ তারিখ।

RRB Group D Court Case Update Today

পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আজ ৩০ শে অক্টোবর ২০২৫ তারিখে সকালের দিকে RRB Group D Court Case শুনানি হওয়ার কথা। কিন্তু আগে থেকে pending কিছু কেস থাকার কারণে বিকেল ৩ টায়  সময় টাইম দেওয়া হয়। বর্তমানে যে আপডেট এখন বর্তমানে কোর্টে কেস চলছে। এবং আজ শুনানি হয়নি, আগামী ৪ নভেম্বর ২০২৫ তারিখে পুনরায় শুনানি দেওয়া হবে।

৪ নভেম্বর ২০২৫ তারিখে CAT এর তরফ থেকে নতুন তারিখ দেওয়া হয় ১২ নভেম্বর ২০২৫ তারিখ।

১২ নভেম্বর ২০২৫ RRB Group D Court Case শুনানি

এখন বর্তমানে CAT এর তরফ থেকে ফাইনাল শুনানি দেওয়া হয়েছে। ৪ নভেম্বর ২০২৫ তারিখ এর পর Order Reserved ছিল। এবং তারপর পরবর্তীতে নতুন তারিখ দেয়া হয়েছিল ১২ ই নভেম্বর ২০২৫ তারিখ। তাই ১২ ই নভেম্বর ফাইনালে শুনানি দেওয়া হয় RRB Group D Court Case Dismissed. মানে রেলের গ্রুপ ডি পরীক্ষার কোর্ট কেস খারিজ করা হয়। বর্তমানে আপডেট অনুযায়ী RRB গ্রুপ-ডি পরীক্ষা মাধ্যমিক পাস ও ITI পাশ সবাই পরীক্ষায় বসতে পারবে।

তাই পরবর্তী RRB Group D Court Case Latest সবকিছু আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করে রাখুন।

▪️সরকারি চাকরির খবর: এখানে পড়ুন 

▪️Examrasta: Official Website

▪️Delhi High Court: Official Website


Spread the love

Leave a Comment