যে সমস্ত শিক্ষার্থীরা রেলের Group D পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল সবাই পরীক্ষার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা জানি যে এখন বর্তমানে এই RRB Group D Court Case চলছে। তবে আজ ৩০ শে অক্টোবর ২০২৫ তারিখ এর Final শুনানি ছিল। তাই আজ কি শুনানি দেওয়া হয়েছে? কবে পরীক্ষা হবে? সমস্ত আপডেট নিয়ে আলোচনা করব এই পোষ্টের মাধ্যমে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
রেলের ক্লার্ক নিয়োগ চলছে| RRB NTPC Undergraduate Online Apply 2025
RRB Group D Court Case
রেলের Group D পরীক্ষার 10th ও ITI নিয়ে অনেকদিন ধরে কোর্টে কেস চলছে। RRB Group D পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ হওয়ার আগে এবং Short Notification দেওয়ার পর বলা হয়েছিল শুধুমাত্র ITI পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন আসার পর দেখা গেল মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে এবং ITI পাস যোগ্যতায় ও আবেদন করা যাবে। এবং এই থেকে শুরু হয় সমস্যা। এর জন্যই কোর্ট কেস করা হয়।
Group D Court Case in Delhi High court
এই রেলের Group D Exam নিয়ে Delhi High court এ কেস করা হয়। এবং কেস চলছে 05/03/2025 তারিখ থেকে। তারপর থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত বিভিন্ন আপডেট আসে এবং RRB Group D পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে এই কেস Trasfer করা হয় Central Administrative Tribunal অর্থাৎ CAT কে।
Railway Group D Court Case Update
CAT এ এই মামলা আসার পর, শুনানির তারিখ দেওয়া হয় ৩০ অক্টোবর ২০২৫ । বলা হয় যে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে শুনানি দেওয়া হবে এবং সেই অনুযায়ী রেলওয়ে বোর্ড রেলের গ্রুপ-ডি পরীক্ষা নিতে পারবে। এবং এর জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী অপেক্ষা করে রয়েছে।
- 3i Atlas News: তাহলে কি ভিনগ্রহের প্রাণী আসছে? 3i Atlas Latest Update
- রেলের Group D পরীক্ষার কোর্ট কেস আপডেট|RRB Group D Court Case Update Today
- PSC Clerkship OMR Sheet Download|কিভাবে ডাউনলোড করবেন?
- ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন|WB Voter List Download|WB SIR 2025
- রেলের TC/TTE নিয়োগ ২০২৫|RRB NTPC Undergraduate Vacancy 2025| Apply Now!
RRB Group D Court Case Update Today
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আজ ৩০ শে অক্টোবর ২০২৫ তারিখে সকালের দিকে RRB Group D Court Case শুনানি হওয়ার কথা। কিন্তু আগে থেকে pending কিছু কেস থাকার কারণে বিকেল ৩ টায় সময় টাইম দেওয়া হয়। বর্তমানে যে আপডেট এখন বর্তমানে কোর্টে কেস চলছে। এবং আজ শুনানি হয়নি, আগামী ৪ নভেম্বর ২০২৫ তারিখে পুনরায় শুনানি দেওয়া হবে।
তাই পরবর্তী RRB Group D Court Case Latest সবকিছু আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করে রাখুন।
▪️Examrasta: Official Website
▪️সরকারি চাকরির খবর: এখানে পড়ুন
▪️Delhi High Court: Official Website

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
 
					