অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করুন খুব সহজেই, তবে কিছু নিয়ম মেনে ছবি আপলোড করতে হবে।(How To Sell Phone Online)
অনলাইনে ছবি বিক্রি করা এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ফটোগ্রাফার বা ক্রিয়েটার তাদের তোলা ছবি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে আপলোড করে এবং সেই ছবি বিক্রি করার পর আয় করতে পারে।
My Experience with Shutterstock
আমি নিজে Shutterstock Contributor Website এ আমার গ্রামের ছবি আপলোড করে টাকা ইনকাম করেছি। তাই আপনাদের এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা শেয়ার করছি যাতে আপনারাও এই ছবি বিক্রি করে ইনকাম শুরু করতে পারেন।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করবো কিভাবে Photo অনলাইন এ সেল করতে হবে? তাই আপনি যদি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে বাড়িতে বসে খুবই বিক্রি করে ইনকাম করতে যান খুব সহজে অবশ্যই নিচে দেওয়া সমস্ত স্টেপগুলো ফলো করুন এবং ভালোভাবে পোস্টটিকে পড়ুন।
অনলাইনে ছবি বিক্রি ?
এবার আপনি হয়তো ভাবছেন যে আপনার ছবি কে বা কারা কিনবে? এবং কিভাবে বিক্রি হবে? আর আপনার ছবি কেনই বা কেউ কিনবে?
দেখুন, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন ক্ষেত্রে প্রেজেন্টেশন তৈরি করার জন্য, পত্রপত্রিকায় ছবি লাগানোর জন্য, Documentory Article তৈরি করার জন্য ছবির প্রয়োজন হয়।

বিশেষ করে এটি খুবই কাজ করে বাইরের দেশ গুলিতে (US) যেখানে কপিরাইট খুবই কার্যকর অর্থাৎ বাইরের দেশ গুলিতে কোন কিছু কাজের ক্ষেত্রে তারা ছবি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টাকা দিয়ে কিনে ওয়েবসাইট, নিউজ পেপার ,বিভিন্ন Article-এ প্রকাশ করে তার ফলে তাদের কোনরকম কপিরাইট এর সমস্যা হয় না।
তাই অবশ্যই আপনি আপনার মোবাইল কিংবা আপনার যদি ক্যামেরা থেকে থাকে তাহলে আপনার এলাকার আশেপাশের বিভিন্ন ধরনের ছবি যেমন- প্রাকৃতিক ছবি, বিভিন্ন পশুপাখির ছবি, ফল ফুলের ছবি, কীটপতঙ্গের ছবি, ধর্মীয় স্থান, পূজা, ইত্যাদি বিভিন্ন ধরনের ছবি আপনি তুলে বিক্রি করতে পারবেন।
এবার শুধুমাত্র ছবি নয়, আপনি বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন , গ্রাফিক্স তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারেন।

কোথায় ছবি বিক্রি করবেন ?
এখন বর্তমানে দেখতে গেলে Photo Sell করার প্রচুর প্লাটফর্ম রয়েছে । তবে আপনাকে সঠিক প্ল্যাটফর্ম বেছে নিতে হবে । কারণ এখন বর্তমানে প্রতিযোগিতার যুগে আপনাকে সঠিক প্লাটফর্মে সঠিক ফটো আপলোড করতে হবে, তবেই আপনার সেল হবে অর্থাৎ আপনার ছবি বিক্রি হবে এবং আপনি টাকা ইনকাম করতে পারবেন।

তাই বর্তমানে Photo Sell করার যে সমস্ত জনপ্রিয় Website কিংবা প্ল্যাটফর্ম রয়েছে সেগুলির নাম নিচে দেওয়া হল-
Top 7 Photo Selling Website
- Shutterstock
- Adobe Stock
- iStock by Getty Images
- Alamy
- Etsy
- 500px
- Freepik
অনলাইনে ছবি বিক্রির সুবিধা
১) আপনি যে কোনো ছবি উপরের দেওয়া ওয়েবসাইট কিংবা App -এ আপলোড করার পর, আপনার ওই ছবিটি যতবার যতজন ডাউনলোড করবে আপনি ততবার টাকা পাবেন অর্থাৎ আপনি এই ছবিগুলো থেকে আপনি সারাজীবন Passive ইনকাম তৈরি করতে পারবেন।

২) আপনি এই সমস্ত প্লাটফর্মে আপনার ফটো বা Image কিংবা ভিডিও আপলোড করলে তা বিশ্বের সমস্ত জায়গায় দেখা যাবে তার জন্য আপনার ছবি কিংবা ভিডিও বিক্রি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
৩) এবার আপনি চাইলে আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার ছবি কিংবা ভিডিওগুলি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।
৪) তাছাড়া যারা পেশায় ফটোগ্রাফার বা যারা ভিডিওগ্রাফি করে তাদের একটা পার্টটাইম ইনকাম করার সুযোগ রয়েছে।
কিভাবে ছবি বিক্রি শুরু করবেন?
সবার প্রথম আপনি যেকোনো একটি প্লাটফর্ম বেছে নিন অর্থাৎ আপনি কোন ওয়েবসাইট কিংবা কোন অ্যাপটির মধ্যে আপনার ছবিগুলি বিক্রি করতে চাইছেন?
তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি চান আপনি এক সঙ্গে দুইটি কিংবা তিনটি প্লাটফর্মে আপনার ছবিগুলি আপলোড করতে পারেন। তবে একটি কথা মাথায় রাখতে হবে শুধুমাত্র নন- এক্সক্লুসিভ প্লাটফর্ম গুলোতে(Shutterstock , adobe stock,etc)আপনি চাইলে একের বেশি ছবি আপলোড করতে পারবেন।
ছবি আপলোড করুন
আপনি যে প্ল্যাটফর্ম কিংবা যে ওয়েবসাইটে আপনি ছবিগুলো আপলোড করবেন ভাবছেন , সবার প্রথম ওই ওয়েবসাইটে যাওয়ার পর, আপনি রেজিস্ট্রেশন করুন- আপনার নাম, জন্মতারিখ, Email Id, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে।

যে ওয়েবসাইটে আপনি ছবিগুলো আপলোড করবেন অবশ্যই ওই ওয়েবসাইটে যাওয়ার পর তাদের নিয়ম কানুন এবং Policy যাচাই করুন যাতে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন ছবির ফরম্যাট কি হবে(JPG, PNG )কত MB এর মধ্যে ছবি আপলোড করতে হবে
যেকোনো ছবি আপলোড করার আগেই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার যেন ছবিটি কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে। কারণ আপনার ওই ছবিটি কেউ একজন কিনবে এবং যদি আপনার ছবি ভালো না হয় তাহলে কিন্তু ওই ছবিটা কিনবে না তার জন্য যতটা পারেন চেষ্টা করবেন আপনার ছবির কোয়ালিটি সম্পন্ন হয়।
এবার ছবি আপলোড করার জন্য আপনি যে ওয়েবসাইট কিংবা যে অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন ওইখানে লগইন করার পর আপলোড image এবং আপলোড ভিডিওতে ক্লিক করে আপনার Memory Card থেকে আপনার ছবি ও ভিডিওগুলি এখানে আপলোড করতে পারবেন।
ছবি আপলোড করার পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার ছবিটি Verify করে Approved করা হবে । ছবি Aproval হওয়ার পর আপনার ছবিগুলি ওই ওয়েবসাইটের হোমপেজে অর্থাৎ যেখানে মানুষজন ছবি কেনে ওই পেজে দেখাবে।

যেকোনো ছবি কিংবা ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ছবি যেন আপনার নিজের হয়ে থাকে, অন্যের ছবি আপলোড করবেন না।
প্রতিটি ছবি এবং ভিডিও আপলোড করার সময় সঠিকভাবে Title, Description, এবং keyword দিয়ে পাবলিশ করবেন তাহলে আপনার ছবিগুলি গুগল সার্চে আসার সম্ভাবনা বেড়ে যাবে।
প্রতিনিয়ত ছবি আপলোড করুন এবং একটি সময় নির্ধারণ করুন এবং ওই সময়ে প্রতিদিন ছবি আপলোড করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ- আপনি প্রতিদিন সকাল ১০:০০ টায় দুটি ছবি এবং একটি ভিডিও আপলোড করলেন, তার পরের দিন আবার সকাল দশটায় দুটি ছবি একটি ভিডিও আপলোড করতে পারেন, এইভাবে আপনি Constancy মেনে ছবি আপলোড করলে Photo Rank করার সম্ভাবনা বেড়ে যায়।
Important Tips
ছবি আপলোড করার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাকে মানতে হবে যেমন –
১)কোন ব্যক্তি কিংবা কোন শিশুর ফটো তাদের অনুমতি ছাড়া তোলা যাবে না, ছবি তুলতে হলে তাদের কাছ থেকে স্বাক্ষর করতে হবে Model Release Form -এ।
২)কোন অনুমতি ছাড়া হোটেল, বিল্ডিং, কোন ব্যক্তির বাড়ির ফটো তোলা যাবে না, তুলতে হলে Property Release Form স্বাক্ষর করে নিতে হবে।
তাই অবশেষে আপনাদের বলবো ,আপনি যদি সঠিক নিয়ম মেনে সঠিক ভাবে কোয়ালিটি ছবি এবং ভিডিও আপলোড করতে পারেন উপরের দেওয়া ওই সমস্ত প্লাটফর্ম কিংবা ওয়েবসাইট গুলোতে তাহলে, অবশ্যই আপনার ছবিগুলো বিক্রি হবে এবং আপনি টাকা ইনকাম করতে পারবেন।
নিচে সমস্ত ছবি বিক্রি করার প্ল্যাটফর্ম গুলির লিংক দেওয়া হলো –
- Shutterstock: ছবি বিক্রি করুন
- Adobe Stock: ছবি বিক্রি করুন
- Freepik: ছবি বিক্রি করুন
- 500x : ছবি বিক্রি করুন
- iStock by Getty Images:ছবি বিক্রি করুন
- Alamy: ছবি বিক্রি করুন
Frequently Asked Questions
আমি কি মোবাইল দিয়ে তোলা ছবি অনলাইনে বিক্রি করতে পারি?
হ্যাঁ, অবশ্যই। যদি ছবির কোয়ালিটি ভালো হয় (ভালো আলো, পরিষ্কার ফোকাস ও কম্পোজিশন ঠিক থাকে), তাহলে মোবাইল দিয়ে তোলা ছবিও Shutterstock, Adobe Stock, iStock-এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করা যায়।
ছবি বিক্রির জন্য কেমন ধরনের ছবি বেশি চাহিদাসম্পন্ন?
সবচেয়ে বেশি চাহিদা থাকে—
গ্রামবাংলার জীবনধারা (village life)
কৃষিকাজ ও কৃষক সম্পর্কিত ছবি
বাচ্চাদের খেলা, পরিবার, উৎসব
খাদ্য (food photography)
ডেইলি অ্যাক্টিভিটি ও ট্র্যাভেল
এই ধরণের ছবি বেশি সেল হয় আন্তর্জাতিক মার্কেটে।
Conclusion
তবে অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। আপনাকে সেই রকম Dedication দিয়ে ছবিগুলো প্রতিনিয়ত আপলোড করতে হবে এবং আপনার যে ছবিগুলো বিক্রি হচ্ছে ওই ধরনের ছবিগুলো বেশি আপলোড করতে হবে।
But, এখন Competition এর যুগে সেই কোয়ালিটির ছবি আপলোড না করলে কেউ আপনার ছবি ডাউনলোড করবে না। তার জন্য আপনি যতটা পারেন ইউনিক এবং আকর্ষণীয় ছবি আপলোড করুন যেগুলো মানুষের প্রয়োজনে লাগবে।
আপনাদের এই পোস্ট টি পড়ার পর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন,আর যদি এইরকম কোনো টপিকে পোস্ট চান অবশ্যই সাজেশন দিতে পারেন।

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
1 thought on “How To Sell Photo Online? ছবি বিক্রি করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম!”