SIR Form Status Check| BLO অ্যাপে আপনার ফর্ম আপলোড হয়েছে কিনা চেক করুন!

Spread the love

বর্তমানে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার প্রক্রিয়া। যার শেষ তারিখ রয়েছে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ। বর্তমানে BLO বাড়ি বাড়ি এসে প্রত্যেক ভোটারকে দুটি করে গণনার ফর্ম দিয়ে যাচ্ছে। যে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে BLO কে জমা করতে হবে। ফর্ম জমা দেওয়ার পর, BLO আপনার ফোনটি অ্যাপে আপলোড করেছে কিনা স্ট্যাটাস চেক করতে পারেন। তাই আজকের এই পোস্টে আলোচনা করব কিভাবে আপনি SIR Form Status Check করবেন? যদি আপনার ফর্ম আপলোড না হয় আপনি কি করবেন?

West Bengal SIR Form Fill Up

ফর্ম জমা দেওয়ার আগে সঠিকভাবে ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার জন্য ২০০২ ও ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। এবং ফর্মে বাবার নাম, মায়ের নাম, ভোটার নম্বর আধার নম্বর মোবাইল নম্বর, রিলেশন, বিধানসভা ক্ষেত্রের নম্বর, নাম, অংশ নম্বর, কমিক সংখ্যা এভাবে দিয়ে SIR Form Fill Up করতে হবে।

সম্পর্কিত পোস্ট পড়ুন

SIR ফর্ম ফিলাপ সঠিক পদ্ধতি ২০২৫| কিভাবে ফর্ম ফিলাপ করবেন? জানুন বিস্তারিত

SIR Form Status Check কিভাবে করবেন?

এবার BLO কে ফর্ম জমা দেওয়ার পর, আপনার ফর্মটি BLO APP এ আপলোড হয়েছে কিনা কিভাবে স্ট্যাটাস চেক করবেন নিচে আলোচনা করা হলো।

১) প্রথমত, Voter ECI Official Website এ ভিজিট করুন।

২) যদি আপনার Sign up করা না থাকে, আপনার মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ভোটার কার্ডের নাম্বার ও ওটিপি দিয়ে সাইন আপ করুন।

৩) তারপর, রেজিস্টার মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে লগইন করুন।

৪) এবার, Dashboard এ ডানদিকে Service সেকশনের নিচে Fill Enumeration Form অপশন এ ক্লিক করুন।

৫) তারপর, SIR 2026- Online Form Submission By Elector অপশন দেখা যাবে। এখানে প্রথমে আপনার রাজ্য সিলেক্ট করুন।

৬) তারপর আপনার ভোটার কার্ডের নাম্বার দিন এবং ডানদিকে Search অপশনে ক্লিক করুন।

সার্চ অপশনে ক্লিক করার পর যদি দেখায় Your Form Has Already Been Submitted With Mobile Number “90x87778xx” , তাহলে বুঝবেন আপনার ফর্ম BLO তার অ্যাপে আপলোড করে দিয়েছে।

কিন্তু, সার্চ অপশনে ক্লিক করার পর যদি অনলাইনে Enumeration Form খুলে যায়, এবং ফর্ম ফিলাপ করতে হয়, তাহলে বুঝবেন আপনার ফর্মটি এখনও পর্যন্ত BLO তার অ্যাপে আপলোড করেননি।

সম্পর্কিত পোস্ট পড়ুন

২০০২ ও ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন খুব সহজেই নিজের মোবাইল দিয়ে

SIR ফর্ম BLO App এ আপলোড না করলেকি করবেন?

আপনাকে অপেক্ষা করতে হবে। এখন যে বর্তমানে ভোটার ভেরিফিকেশন চলছে যার শেষ তারিখ রয়েছে আগামী ৪ ই ডিসেম্বর ২০২৫ তারিখ। তাই BLO কে ফর্ম জমা দেওয়ার ৭ থেকে ১০ দিন অপেক্ষা করুন। তারপর অনলাইনে চেক করবেন আপনার ফর্মটি আপলোড হয়েছে কিনা। যদি না আপলোড হয় তাহলে BLO সঙ্গে যোগাযোগ করতে পারেন। অযথা কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই।

তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোটার SIR ফর্ম ফিলাপ করেছেন কিংবা করবেন সঠিকভাবে ফর্ম ফিলাপ করুন এবং BLO কে জমা দিন। তাছাড়াও আপনি চাইলে এই ফর্ম অনলাইনে জমা করতে পারেন। তবে BLO কে ফর্ম জমা দেওয়ার ৭ থেকে ১০ দিন পর অবশ্যই অনলাইনে স্ট্যাটাস চেক করে নেবেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️Voter ECI: Official Website

▪️Enumeration Online: Fill Here

▪️২০০২ ভোটার তালিকা: ডাউনলোড করুন

▪️২০২৫ ভোটার তালিকা: ডাউনলোড করুন

▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন


Spread the love

Leave a Comment