আধার কার্ডের ID নিয়ে কাজ করতে হলে কিংবা আধার কার্ডের সুপারভাইজার/ অপারেটর পদে চাকরি পেতে হলে আধার অপারেটর সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে Aadhaar Oparator Certificate থাকলে তবেই আপনি আধার কার্ডের কাজ করতে পারবেন। তাই কিভাবে এই আধার অপারেটরের সার্টিফিকেট বানাতে হয়? কিংবা এর জন্য আবেদন করতে হয় সম্পূর্ণ পদ্ধতি জানবো এই পোষ্টের মাধ্যমে। তাই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।
Aadhaar Oparator Certificate কি?
বর্তমানে আধার সেন্টারে যে সমস্ত ব্যক্তি আধার কার্ডের কাজ করে থাকেন তাদের সবার কাছে এই আধার অপারেটর সার্টিফিকেট রয়েছে। Aadhaar Oparator Certificate ছাড়া আধার কার্ডের কোনো কাজ করা যাবে না। তাই আপনি যদি আধার কার্ডের কাজ করতে চান কিংবা aadhar Oparator হতে চান, অবশ্যই আপনাদের আধার অপারেটর সার্টিফিকেট থাকতেই হবে। এই সার্টিফিকেট থাকলে আপনি যোগ্য হবেন আধার কার্ডের সমস্ত কাজ করার জন্য।
সম্পর্কিত পোস্ট পড়ুন
কি কি ডকুমেন্টস লাগবে?
এই Aadhaar Supervisor Oparator Certificate তৈরি করতে হলে গুরুত্বপূর্ণ কয়েকটি ডকুমেন্টস দরকার। যা নিয়ে নিচে আলোচনা করা হলো।
১) Aadhaar XML File
এই সার্টিফিকেট তৈরি করার জন্য aadhar XML file দরকার। এই XML file পাওয়ার জন্য my aadhar official website এ যেতে হবে। তারপর Aadhaar Number ও Aadhar OTP দিয়ে Login করতে হবে।
তারপর, Offline E-Kyc অপশনে ক্লিক করুন। নিজের মতো ৪ সংখ্যার Share Code তৈরি করুন। এবং নিচে Download অপশনে ক্লিক করুন। তাহলে আধার তাহলে আপনার আধার কার্ডের XML ফাইল আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে সেভ হয়ে যাবে।
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
সার্টিফিকেট তৈরি করার সময় আপনার যে যোগ্যতা সিলেকশন করবেন ওই যোগ্যতার সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে।
৩) LMS সার্টিফিকেট
এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী, এই আধার অপারেটর সার্টিফিকেট তৈরি করার জন্য LMS সার্টিফিকেট দরকার। আগে Authorization Latter লাগতো, কিন্তু এখন বর্তমানে LMS সার্টিফিকেট লাগবে। এই LMS সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি যার Under এ CSC নিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন।
৪) আধার কার্ড ( Aadhaar Card)
যে আবেদন করছে অর্থাৎ যে আবেদনকারী তার আধার কার্ড লাগবে। তবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকাটা বাধ্যতামূলক।
Aadhaar Oparator Certificate কিভাবে আবেদন করবেন?
এই সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হলে আপনাদের কয়েকটি ধাপে ধাপে আবেদন করতে হবে। প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে ধাপ গুলি ফলো করুন।
১) প্রথমত, আপনাদের NSEIT Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর Create New User অপশন এ ক্লিক করতে হবে।
৩) আপনার Aadhaar XML File আপলোড করুন এবং share code দিয়ে extract অপশনে ক্লিক করুন। এবং মোবাইল ওটিপি দিয়ে সাবমিট করুন। তারপর আপনার XML file অনুযায়ী ছবি দেখে Submit করুন।
আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডিতে User ID এবং Password পাঠানো হবে।
৪) User ID এবং Password দিয়ে Login করুন। তারপর Registration অপশনে ক্লিক করুন।
৫) প্রথমে, Basic Details সঠিকভাবে ফিলাপ করুন। যেমন – আপনার যোগ্যতা, পরীক্ষার ভাষা, রেজিস্ট্রেশন কোড, ইত্যাদি।
৬) তারপর, Personal Details দিতে হবে। যেমন – Email id, mobile no, gender, নাম, ইত্যাদি।
৭) এরপর, LMS Certificate Details যেখানে, সার্টিফিকেট নাম্বার, এবং issue date দিতে হবে। তারপর Continue অপশনে ক্লিক করতে হবে।
৮) তারপর, Educational Certificate এবং LMS Certificate আপলোড করতে হবে।
৯) আপনার বাড়ির কাছাকাছি Regional Office সিলেকশন করে continue অপশনে ক্লিক করতে হবে।
১০) তারপর, পুরো আবেদন ফর্মের Preview চেক করে Submit অপশনে ক্লিক করতে হবে।
১১) এবার Payment করতে হবে। A TEST fee of Rs.510.94 (Rs.433 + 18% GST), টাকা।
১২) Payment Successful হওয়ার পর, Centre Details ক্লিক করে পরীক্ষার তারিখ ও সিট বুক করতে হবে।
এবার যে তারিখ আপনি বুক করবেন ওই তারিখে গিয়ে ওই পরীক্ষার সেন্টারে আপনাদের পরীক্ষা দিতে হবে।
এবার পরীক্ষা সংক্রান্ত তথ্য আরো বিস্তারিত জানার জন্য NSEIT Official Website এর Mock Test অপশনে ক্লিক করে জানতে পারেন।
আরো পোস্ট পড়ুন
অবিবাহিত সার্টিফিকেট| Unmarried Certificate এর জন্য কিভাবে আবেদন করবেন?
Aadhaar Oparator Certificate Application Status Check
অনলাইন আবেদন করার পর, application history অপশন এ ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার এপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস , পরীক্ষা দেওয়ার পর পাস করেছেন কিনা সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। তাছাড়াও পরীক্ষায় পাশ করার পর application history অপশন এ ক্লিক করে Action অপশনের নিচে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষা দেওয়ার পর NSEIT Official Website এ লগইন করার পর My Score Card চেক করতে পারেন। এখানে আপনার রেজাল্ট দেখতে পারবেন।
তাই আপনারা যারা আধার কার্ডের কাজ করতে চান অবশ্যই এই অপারেটর সার্টিফিকেট বানাতে পারেন। তবে সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করার পর আপনাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাস করলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। ওই সার্টিফিকেট পাওয়ার পর আপনি আধার সেন্টারের জন্য আবেদন করতে পারেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোন প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারেন।
▪️NSEIT Official Website: Visit Here
▪️My Aadhaar: Official Website
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।