WBSSC Group C and D Recruitment 2025: জানুন যোগ্যতা, সিলেবাস ও আবেদন প্রক্রিয়া

Spread the love

প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে WBSSC Group C and D Recruitment Short Notification প্রকাশ হয়েছে। তবে এই চাকরিতে আবেদন করার আগে আপনাকে এই সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হবে। যা নিয়ে এই পোস্টটিতে বিস্তারিত আলোচনা করবো। যাতে আপনারা এই চাকরি সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারেন।

WBSSC Group C and D Recruitment 2025 (সংক্ষিপ্ত বিবরণ)

এই WBSSC Group C and D Recruitment এর জন্য পরীক্ষা আয়োজিত করে WBSSC বোর্ড। WBSSC মানে West Bengal School Service Commission. যা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি Recruitment Board. এই চাকরিতে আবেদন করলে Non-teaching Staff বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়। যেমন – Group C(ক্লার্ক, লাইব্রেরিয়ান), এবং  Group D পোস্ট। কোন পোস্টে আবেদন করতে হলে কি যোগ্যতা লাগবে নিচে আলোচনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সেরা পাঁচটি অ্যাপ

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates – WB group c and d form fill up date)

  • Indicative Notice: 29/08/2025
  • Application Start: 16/09/2025(But Not Started)
  • Application Last date: 31/09/2025(Apply Not Started)
সবসময় অফিসিয়াল সাইটে (www.westbengalssc.com) সর্বশেষ আপডেট ও নির্দেশিকা দেখবেন।

শূন্যপদের বিবরণ (WBSSC Group C and D New Vacancy)

২০২৫ এর WBSSC Group C and D New vacancy Short Notification অনুযায়ী কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে নিচে আলোচনা করা হলো।

WBSSC Group C and D notification pdf
WBSSC Group C and D Short Notification

Indicative Number of Vacancies

  • Group C (ক্লার্ক) = ২৯৮৯ টি
  • Group D= ৫৪৮৮ টি

অর্থাৎ এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৮৪৭৭ টি। যার জন্য রাজ্যের ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে।

প্রয়োজনীয় যোগ্যতা (WB group c and d eligibility)

এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আবেদন কারা কারা করতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা (গ্রুপ C ও D)

১) Group C (ক্লার্ক) : তোমরা যারা এই ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের মাধ্যমিক পাশ করতে হবে।(Madhyamik Pass)

২) Group C (লাইব্রেরীয়ান): মিনিমাম গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। যেকোনো শাখা ( Arts, Commerce, Science) থেকে পাশ করলেই হবে।

৩) Group-D Staff: শুধুমাত্র অষ্টম শ্রেণী (Viii Pass) পাশ করলেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা ও বয়সের ছাড়

এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী Age Limit ভিন্ন রয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

Librarian: (২০-৪০) বছর

Group C (ক্লার্ক) : (১৮-৪০) বছর

Group D Staff: (১৮-৪০) বছর

তবে যারা SC/ST তাদের Upper Age Limit এ ৫ বছর ছাড় দেওয়া হয়। এবং OBC দের বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়া হয়।

অনলাইন আবেদন প্রক্রিয়া (wbssc group c d form fill up 2025)

আপনারা যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে  আবেদন করতে চান অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইন আবেদন করতে হবে নিচে আলোচনা করা হলো।

WBSSC Group C and D form fill up 2025
WBSSC Official Website Homepage
  • প্রথমত, WBSSC Official Website এ যান। এবং Apply Now অপশনে ক্লিক করুন।
  • এবার নিচে থাকা Register Here অপশনে ক্লিক করুন। এবং সম্পূর্ণ রেজিস্ট্রেশন করুন আপনারা যাবতীয় তথ্য দিয়ে। যেমন – আপনার নাম, বাবার নাম, জন্মতারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা, ইত্যাদি।
  • After Registration, Login করুন Candidate Id, Mobile no, এবং password দিয়ে। যা আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনার মোবাইলে পেয়ে যাবেন।
  • আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করুন যাবতীয় তথ্য দিয়ে। যেমন – পোষ্টের নাম, ক্যাটাগরি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, experience, ইত্যাদি।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। যেমন – শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, সার্টিফিকেট আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড, রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, ইত্যাদি।
  • ফরম ফিলাপের শেষ পর্যায়ে অনলাইনে পেমেন্ট করুন আপনার ক্যাটাগরি অনুযায়ী।
  • সাবমিট করার আগে প্রিভিউ চেক করুন এবং তারপর ফরমটি সাবমিট করুন।
  • Form সাবমিট করার পর Application Form এর একটি প্রিন্ট আউট বের করুন যেটা পরবর্তীতে আপনার কাজে লাগবে।

নিয়োগ প্রক্রিয়া ও সিলেবাস (Selection Process & Syllabus)

এখানে যে তিনটি পোস্ট রয়েছে, এই তিনটি পোস্ট অনুযায়ী সিলেকশন পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। যেমন –

Group C পোস্টগুলিতে আবেদন করলে, আপনাদের সিলেকশন তিনটি ধাপে হয়ে থাকে।

  • Written Test ( লিখিত পরীক্ষা)
  • Skill test/ Typing Test ( ক্লার্ক পদের জন্য)
  • Interview

তবে আপনি যদি Group D পোস্টে আবেদন করেন, আপনাদের দুটি ধাপে সিলেকশন হবে।

  • Written Test ( লিখিত পরীক্ষা)
  • Interview

Exam Syllabus: এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করলে আপনাদের নিচের বিষয়গুলি পড়তে হবে।

General knowledge, Current affairs, Arithmetic, General english.

তবে অফিশিয়াল full Notification প্রকাশ হলে আপনি বিস্তারিত সিলেবাস চেক করতে পারেন।

WBSSC Salary 2025

Group C: ২২৭০০ টাকা – ২৬০০০ টাকা (প্রায়)

Group D: ২০০৫০ টাকা (প্রায়)

তবে এই বেতনের সঙ্গে আপনি অন্যান্য সুবিধা পাবেন।

প্রস্তুতির জন্য কিছু জরুরি টিপস


1. নোটিফিকেশন পাঠে প্রথমেই সব শর্ত মনোযোগে পড়ুন — যোগ্যতা, ডকুমেন্ট তালিকা, ফি, সংরক্ষণ, এবং শূন্যপদ ইত্যাদি।

2. স্টাডি প্ল্যান বানান — প্রতিদিন Quant/Reasoning/Language ও Current Affairs-এর জন্য নির্দিষ্ট সময় রাখুন।

3. পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র (Previous Year Papers) সংগ্রহ করুন এবং সমাধান করুন — প্রশ্ন প্যাটার্ন বোঝার ভালো উপায়।

4. মক টেস্ট ও টেস্ট সিরিজ — সময় ব্যবস্থাপনা ও চাপ সামলাতে নিয়মিত মক দিন।

5. ক্লার্ক পদের জন্য কম্পিউটার প্র্যাকটিস — Word/Excel/Typing দক্ষতা বাড়ান।

6. ডকুমেন্ট প্রস্তুত রাখুন — স্ক্যান কপি, জেরক্স ও self-attest করা কপি প্রস্তুত রাখুন।

7. নিয়মিত অফিসিয়াল সাইট চেক করুন — প্রত্যেক আপডেট অফিসিয়াল সাইটে পাবেন।

সাধারণ প্রশ্ন (FAQ)

WBSSC Group C এবং D-এর নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে?

এখন বর্তমানে Short Notification প্রকাশ করা হয়েছে(29/08/2025)। খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন আসবে।

গ্রুপ D পদের জন্য ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে? (group d form fill up 2025)

Official Notification অনুযায়ী 16/09/2025 তারিখ থেকে online আবেদন শুরু হওয়ার কথা কিন্তু তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আবেদন শুরু হলে https://westbengalssc.com এ জানতে পারবেন।

What is WBSSC Group C and D Recruitment Age Limit ?

For Librarian (20-40) Year, For Clerk & Group D (18-40) Year.

WBSSC Group C and D Notification PDF Download?

অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হলে https://westbengalssc.com ওয়েবসাইট থেকে  PDF ডাউনলোড করতে পারবেন।

Conclusion

WBSSC Group C & D Recruitment 2025-এর নোটিফিকেশন অনুযায়ী আবেদন করা সহজ—কিন্তু সফল হতে হলে নিয়মিত স্টাডি, মক টেস্ট, ডকুমেন্ট প্রস্তুতি ও অফিসিয়াল আপডেট মনিটরিং জরুরি। শুরুতেই নোটিফিকেশন ডাউনলোড করে শর্তগুলো ভালভাবে পড়ে নিন, সকল ডকুমেন্ট প্রস্তুত রাখুন এবং সময়মত আবেদন করুন। এবং আমার মতে যেকোনো পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করার জন্য আপনাকে সঠিক টাইম টেবিল ব্যবহার করতে হবে। সঠিকভাবে, সঠিক নিয়মে পড়াশোনা করলে অবশ্যই আপনি চাকরি পেতে পারেন।

▪️WBSSC Official Website: Visit Here

▪️সরকারি চাকরির পরীক্ষা : বিস্তারিত পড়ুন

Desclaimer: অফিসিয়াল ওয়েবসাইটে নিজে গিয়ে ভেরিফাই করুন। নোটিফিকেশন এলে নোটিফিকেশন চেক করুন। ভালোভাবে চেক করার পর আপনি eligible হলে আবেদন করতে পারেন।


Spread the love

Leave a Comment