এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। যার জন্য BLO বাড়িতে বাড়িতে এসে Enumeration Form এর মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করবেন। এবার যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ভেরিফিকেশন করার জন্য কোন ডকুমেন্টস লাগবে না। তাই আপনার কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে কিনা চেক করুন। কিভাবে WB 2002 Voter List Download করবেন? কিভাবে আপনার নাম চেক করবেন? বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো এই পোষ্টের মাধ্যমে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
আধার অপারেটর সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন? Aadhaar Supervisor Certificate
কিভাবে WB 2002 Voter List Download করবেন?
১) প্রথমে, Voter Card Official Website এ ভিজিট করুন। এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নাম দেখতে পাবেন।
২) আপনার জেলার নামের ওপর ক্লিক করুন।
৩) তারপর আপনার Assembly Constituency অর্থাৎ বিধানসভা কেন্দ্র নামের ওপরে ক্লিক করুন।
৪) এবার আপনার বিধানসভা কেন্দ্রের নাম অনুযায়ী, সমস্ত ভোট কেন্দ্রের নামগুলি দেখতে পাবেন। এবার আপনি যে ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন ওই ভোট কেন্দ্রের ডানদিকে Final Roll অপশন এ ক্লিক করুন।
৫) Final Roll অপশনে ক্লিক করার পর, Captcha code দেখে দেখে লেখার পর Verify অপশনে ক্লিক করুন।
৬) Verify অপশন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে WB 2002 Voter PDF Download হয়ে যাবে।
২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম কিভাবে চেক করবেন?
ভোটার লিস্টের PDF ডাউনলোড করার পর, আপনি খুব সহজেই আপনার নামটা আছে কিনা চেক করতে পারবেন। যদি আপনার নাম নাও থাকে, আপনার বাবার কিংবা মায়ের কিংবা কোন আত্মীয়স্বজনের নাম রয়েছে কিনা চেক করুন। কারণ ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম না থাকলেও আপনার আত্মীয়র নাম থাকলে আপনার ভেরিফিকেশনটা কোন ডকুমেন্ট ছাড়াই হয়ে যাবে।
২০০০ সালের ভোটার লিস্টে ক্রমিক নম্বর, ভোটার নাম, পিতার নাম, লিঙ্গ, বয়স, ভোটার কার্ড নম্বর রয়েছে। এখানে আপনার কিংবা আপনার পরিবারে কোন ব্যক্তির নাম থাকলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যেমন – ভোটার কার্ড নম্বর, ক্রমিক নম্বর, বয়স, পিতার নাম ইত্যাদি।
যদি ২০০২ ভোটার লিস্টে নাম না থাকে কি করবেন?
আপনার নাম কিংবা আপনার পরিবারের কোনো ব্যক্তির নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকমেন্টস আগে থেকে গুছিয়ে রাখুন। কারণ ভোটার ভেরিফিকেশন শুরু হয়েছে আপনাকে ডকুমেন্টস গুলি দেখাতে হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে মোট ১১ টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে। এই ১১ টি Documents এর মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস থাকলে হবে।
১১ টি কি কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হলো।
1. Birth Certificate – জন্মতারিখ প্রমাণের জন্য।
2. Passport – নাগরিকত্ব ও জন্মতারিখ যাচাইয়ের জন্য।
3. Matriculation বা School Certificate – যেখানে জন্মতারিখ উল্লেখ আছে।
4. Identity Card / Pension Payment Order – সরকার বা PSU কর্মচারীদের জন্য।
5. Government / Local Authority / PSU / Bank / Post Office / LIC-এর ডকুমেন্ট – যদি ১ জুলাই ১৯৮৭-এর আগে ইস্যু হয়ে থাকে এবং জন্মতারিখ থাকে।
6. Permanent Residence Certificate – রাজ্য সরকারের দ্বারা ইস্যু করা স্থায়ী ঠিকানার সনদ।
7. Forest Rights Certificate – বন অধিকার আইনের অধীনে প্রদত্ত সনদ।
8. SC / ST / OBC Caste Certificate – জাতি নির্ভর প্রমাণ হিসেবে।
9. Family Register – স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকারের রেজিস্টার।
10. Land বা House Allotment Certificate – সরকারি বরাদ্দপত্র।
11. Other Documentary Evidence as accepted by ERO – প্রয়োজনে ERO অন্য কাগজ গ্রহণ করতে পারেন।
উপরের দেওয়া ১১ টি ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি থাকলে আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে।
তাই আপনারা যারা ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান অবশ্যই নিজের মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করতে হবে? কিভাবে নাম চেক করতে হবে? আপনাদের বলে দিলাম। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Voter Official Website: Visit Here
▪️Voter ECI : Official Website
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন
▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।