আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ Swami Vivekananda Merit Cum Means Scholarship. এই স্কলারশিপের জন্য রাজ্যের ছেলে ও মেয়ের আবেদন করতে পারবে। যার জন্য ২৮ শে নভেম্বর ২০২৫ তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। যারা মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী তারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপের জন্য আবেদন করলে টাকা পাওয়া যায়। তবে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। যে সমস্ত শর্তগুলি নিয়ে এই পোষ্টের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই SVMCM Scholarship এর জন্য আবেদন করতে চাও পোস্টটি শেষ পর্যন্ত পড়ে নাও।
আজকের এই পোষ্টের মাধ্যমে যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো –
১) এই SVMCM Scholarship কি?
২) কত % নাম্বার থাকলে টাকা পাওয়া যাবে?
৩) কারা আবেদন করতে পারবে?
৪) কিভাবে আবেদন করতে হবে?
৫) আবেদন করার শেষ তারিখ কি রয়েছে? ইত্যাদি
SVMCM Scholarship কি?
এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তার স্কিম। যারা ভালো রেজাল্ট করে কিন্তু টাকার অভাবে পড়াশোনা চালাতে সমস্যায় পড়ে, তাদের জন্য এই বৃত্তি একটি বড় সাহায্য। আবেদন করলে যোগ্যতার ভিত্তিতে মাসিক বৃত্তির টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হয়। তাই বিশেষভাবে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ।
কোন কোন লেভেলে স্কলারশিপ দেওয়া হয়?
১) Higher Secondary (Class 11–12)
২) UG Courses (BA/BSc/BCom/BBA/BCA ইত্যাদি)
৩) PG Courses (MA/MSc/MCom ইত্যাদি)
৪) Professional Courses (Engineering, Medical, Pharmacy)
৫) Polytechnic / Diploma
৬) M.Phil / Ph.D গবেষণা কাজ
স্কলারশিপে কত টাকা দেওয়া হয়? (Scholarship Amount)
কোন ক্লাসে পড়লে, কিংবা কোন কোর্স নিয়ে পড়াশোনা করলে প্রতি মাসে কত টাকা পাওয়া যায় এই স্কলারশিপে তা নিয়ে নিচে আলোচনা করা হলো।
- Higher Secondary (Class 11–12) – ₹1,000
- UG Arts/Commerce – ₹1,000
- UG Science – ₹1,500
- UG Professional Courses – ₹5,000
- Diploma/Polytechnic – ₹1,500
- PG Arts/Commerce – ₹2,000
- PG Science – ₹2,500
- PG Professional Courses – ₹5,000
- M.Phil – ₹5,000
- Ph.D – ₹8,000
Swami Vivekananda Merit Cum Means Scholarship Eligibility Criteria
Swami Vivekananda Scholarship পেতে হলে:
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
২) পরিবারের বার্ষিক আয় ₹ 2.5 লক্ষের মধ্যে হতে হবে
৩) আগের পরীক্ষায় ভালো রেজাল্ট থাকতে হবে (সাধারণত 60% বা তার বেশি)
৪) স্বীকৃত স্কুল–কলেজ–ইউনিভার্সিটিতে ভর্তি থাকা বাধ্যতামূলক
৫) একই সময়ে অন্য বড় সরকারি স্কলারশিপ নিলে আবেদন করা যাবে না।
SVMCM Scholarship Benefits
১) পড়াশোনার খরচ হিসেবে এককালীন টাকা পাওয়া যায়। ফলে টিউশন ফি, বই–খাতা, হোস্টেল–খরচে বড় সাহায্য হয়ে থাকে।
২) এই স্কলারশিপের জন্য সম্পূর্ণ অনলাইন আবেদন করা যায়। তবে অনলাইন আবেদন করার পর Hard copy আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে জমা করতে হবে।
৩) যোগ্য শিক্ষার্থীদের স্কলারশিপের টাকা সরাসরি ছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে যায়।
৪) যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে তাদের পড়াশোনা চালাতে সুবিধা হয়।
SVMCM Scholarship Required Documents (কি ডকুমেন্টস লাগবে?)
এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফর্ম জমা দেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হলো-
- Madhyamik / HS / UG-এর Marksheet
- Aadhaar / Voter ID
- Income Certificate (B.D.O / S.D.O বা Gazetted Officer)
- Recent Passport Size Photo
- ভর্তি প্রমাণ (Admission receipt)
- Bank Passbook
- Domicile প্রমাণপত্র
SVMCM Scholarship Online Apply (কিভাবে আবেদন করতে হবে?)
১) অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://svmcm.wb.gov.in/
২) নতুন আবেদন (Fresh Application) নির্বাচন করুন। এখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, ঠিকানা ইত্যাদি দিন।
৩) কোর্স নির্বাচন করুন। আপনি কোন লেভেলের ছাত্র—HS/UG/PG/Engineering সেটা নির্বাচন করতে হবে।
৪) প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৫) আবেদন সাবমিট করুন এবং Application ID নোট করে রাখুন।
৬) আপনার আবেদন করার পর আবেদন পত্রের প্রিন্ট আউট বের করে রাখুন। যেটা আপনাকে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে জমা করতে হবে।
SVMCM Scholarship Renewal কিভাবে করবেন?
১) পরের বছরের মার্কশিট আপলোড করতে হবে।
২) আপনি নিয়মিত পড়াশোনায় আছেন তা প্রমাণ দিতে হবে।
৩) একই ওয়েবসাইটে গিয়ে Renewal Form পূরণ করতে হয়।
SVMCM Scholarship Apply Last Date 2025
আবেদন শুরু হয়েছে ২৮ শে নভেম্বর ২০২৫ তারিখ থেকে। এখন বর্তমানে Fresh Application, Renewal Application করা যাবে। তবে আবেদন করার শেষ তারিখ ঘোষণা করা হয়নি। অনেকদিন ধরে আবেদন নেওয়া হবে।
▪️SVMCM Official Website: Visit Here
▪️SVMCM: Fresh Registration
▪️অন্যান্য স্কলারশিপ : আরো পোস্ট পড়ুন
▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।