SSC MTS Slot Selection 2025|SSC MTS Admit Card Download 2025|

Spread the love

যে সমস্ত পরীক্ষার্থী SSC MTS 2025 এর জন্য অনলাইন আবেদন করেছিলো, তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। SSC বোর্ডের তরফ থেকে SSC MTS Exam Date 2025 সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হবে খুব শীঘ্রই, এবং SSC MTS Slot Selection 2025 সংক্রান্ত একটি নোটিশ ও দেওয়া হবে। যার জন্য সমস্ত শিক্ষার্থীরা  SSC MTS এর Slot Selection করতে পারবে। অর্থাৎ পরীক্ষার তারিখ, পরীক্ষার সেন্টার এবং পরীক্ষার Shift নিজে থেকে সিলেকশন করা যাবে। যার জন্য পরীক্ষা শুরু হবে এই ডিসেম্বর মাস থেকে(Expected)।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই SSC MTS 2025 সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো, তাই অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

SSC MTS 2025 Overview

আমরা প্রত্যেকেই জানি SSC বোর্ডের তরফ থেকে SSC MTS 2025 এর নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল ২৬ শে জুন ২০২৫ তারিখে। যার জন্য আবেদন শুরু হয়েছিল ২৬ শে জুন থেকে। এবং অনলাইন আবেদন চলেছিল ২৪ শেষ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত।

পোস্টের নাম

১) MTS (Multi Tasking Staff)

২) Havaldar(CBIC & CBN)

মোট শূন্যপদ

SSC বোর্ডের তরফ থেকে পরবর্তীতে শূন্যপদ বাড়ানো হয়েছে। এখন বর্তমানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৮০২১ টি। (MTS= ৬৮১০ টি এবং Havaldar= ১২১১ টি)

যোগ্যতা

এখানে এই MTS & Havaldar পোষ্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যায়।

বয়সসীমা

১৮-২৫ বছর (UR)। তবে SC/ST/OBC ক্যাটাগরির ছেলেমেয়ের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে।

এখন প্রশ্ন হচ্ছে এই SSC MTS Slot Selection এবং SSC MTS পরীক্ষার তারিখ নিয়ে। এই SSC MTS এর জন্য প্রায় ৩৬ লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিলাপ করেছেন। তাই সবাই অপেক্ষা করছে পরীক্ষার জন্য, কবে পরীক্ষা হবে ? কবে নোটিফিকেশন দেওয়া হবে স্লট সিলেকশন করার জন্য। নিচে সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

SSC MTS Slot Selection

এখন বর্তমানে SSC বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটা পরীক্ষার আগে ওই পরীক্ষার Slot Selection করতে হবে। মানে পরীক্ষার্থীরা নিজে থেকে পরীক্ষার সেন্টার, পরীক্ষার তারিখ এবং পরীক্ষার shift সিলেকশন করতে পারবে। তবে পরীক্ষার তারিখ সিলেকশন করার জন্য Table থেকে Available Slot Selection করা যাবে।

তাই SSC MTS Slot Selection করার সময় দেখেশুনে সঠিকভাবে slot selection করবেন। আপনার দেওয়া সিলেকশন গুলি অনুযায়ী আপনি পরীক্ষা দিতে পারবেন। তবে স্লট সিলেকশন করার পর পরবর্তীতে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। কারণ সিলেকশন করার পর কিছু পরিবর্তন হতে পারে। যেমন – পরীক্ষার তারিখ, পরীক্ষার সেন্টার ও পরীক্ষার Shift.

SSC MTS Slot Selection করার জন্য আপনাকে SSC Official Website এ ভিজিট করতে হবে। এবং  লগইন করার পর আপনি Slot সিলেকশন করতে পারবেন।

SSC MTS Exam Date 2025

এখন বর্তমানে SSC বোর্ডের তরফ থেকে কোনো পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে খুব শীগ্রই নোটিফিকেশন আসবে। আশা করা যায় সম্ভবত পরীক্ষা ডিসেম্বর মাস থেকে শুরু হবে এবং পরীক্ষা চলবে জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।

তবে নোটিফিকেশন এলে সমস্ত কিছু সঠিকভাবে বলা যাবে। তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।

SSC MTS Admit Card Download 2025

এবার দেখে নিন কিভাবে আপনি SSC MTS Admit Card Download করবেন। নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।

১) প্রথমত SSC Official Website এ ভিজিট করতে হবে।

২) তারপর আপনার Registration ID & Password বসিয়ে Login করুন।

৩) পরবর্তী Dashboard খুলবে। এখানে নিচের দিকে আসার পর, Admission Certificate অপশনে ক্লিক করুন।

৪) তারপর, Examination Name এর জায়গায় MTS Exam সিলেকশন করুন ও Examination Year এর জায়গায় ২০২৫ সিলেকশন করুন। এবং Check Status অপশনে ক্লিক করুন।

৫) আপনার পরীক্ষার তারিখ, পরীক্ষার সেন্টার এবং পরীক্ষার Shift দেখতে পাবেন।

৬) আপনার পরীক্ষার তারিখের ঠিক ৪ দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। Admission Certificate এ ক্লিক করে Admit card Download করতে পারবেন।

পরীক্ষার সেন্টারে কি ডকুমেন্টস লাগবে?

SSC MTS পরীক্ষা দেওয়ার আগে আপনাদের জানতে হবে পরীক্ষার সেন্টারে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। কারণ সঠিক ডকুমেন্টস না নিয়ে গেলে পরীক্ষার সেন্টারে বসতে দেওয়া হবে না। নিচে যাবতীয় ডকুমেন্টস গুলি নিয়ে আলোচনা করা হলো।

১) Admit Card (কালার প্রিন্ট আউট)

২) আধার কার্ড

৩) যেকোনো একটি পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড)

৪) পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি

তাই যে সমস্ত পরীক্ষার্থীরা SSC MTS 2025 এর পরীক্ষা দেবে তাদের সবার প্রথমেই Slot Selection করতে হবে। তারপর অনলাইনে Exam City চেক করতে হবে এবং SSC MTS Admit Card Download করতে হবে। এই সমস্ত কিছু আপনি SSC এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️SSC MTS Admit Card: coming soon

▪️SSC Official Website: Visit Here

▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: এখানে পড়ুন

▪️সরকারি চাকরির খবর: এখানে পড়ুন


Spread the love

Leave a Comment