SSC GD Constable Notification 2025| কেন্দ্র সরকারের চাকরি|SSC GD New Vacancy 2025

Spread the love

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে SSC GD Constable Notification প্রকাশ করা হয়েছে। SSC GD অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ২৫৪৮৭ শূন্যপদের জন্য। আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। যার জন্য ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই SSC GD কনস্টেবল নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো।

SSC GD Notification PDF details

এখন বর্তমানে Staff Selection Commission এর তরফ থেকে GD Constable এর জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। SSC GD Constable Notification PDF আপনি SSC Official Website থেকে ডাউনলোড করতে পারেন। নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে BSF, CRPF, CISF, SSB, ITBP, AR, SSF বাহিনীর জন্য।

গুরুত্বপূর্ণ তারিখ

এই SSC GD Constable Notification সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে নিচে আলোচনা করা হলো।

  • Apply Start: 01/12/2025
  • Last Date: 31/12/2025
  • Edit Window: 08/01/2025 – 10/01/2025
  • Tentative Exam Date: Feb- April 2025

পোস্টের নাম

GD Constable এর নোটিফিকেশন ভিন্ন ভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

  • BSF = Border Security Force
  • CRPF= Central Reserve Police Force
  • CISF= Central Industrial Security Force
  • SSB= Sashastra Seema Bal
  • ITBP = Indo-Tibetan Border Police
  • AR = Assam Rifles
  • SSF = Secretariat Security Force

মোট শূন্যপদ (SSC GD Total Vacancy)

  • BSF = ৬১৬ টি
  • CISF = ১৪৫৯৫ টি
  • CRPF = ৫৪৯০ টি
  • SSB = ১৭৬৪ টি
  • ITBP = ১২৯৩ টি
  • AR = ১৭০৬ টি
  • SSF = ২০২০ টি

সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২৫৪৮৭ টি।

শিক্ষাগত যোগ্যতা

এই চাকরির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।

বয়সসীমা ( 01-01-2026)

(১৮-২৩) বছর। মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে এবং ২৩ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে।

তবে SC, ST, OBC , ex-servicemen হলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (SSC GD Constable Online Apply 2025)

সমস্ত ইচ্ছুক প্রার্থীরা SSC Official Website এ গিয়ে অনলাইন আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত, SSC Official Website এ ভিজিট করুন।

২) যদি Login Id and password না থাকে তাহলে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। SSC New Registration করার জন্য Register Now অপশনে ক্লিক করুন। এবং সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) তারপর Login করতে হবে, ID and password দিয়ে।

৪) এবার, SSC GD Constable এর Application করার জন্য Apply অপশনে ক্লিক করুন।

৫) যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। যেমন- ক্যাটাগরি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, experience, পরীক্ষার সেন্টার, ইত্যাদি।

৬) তারপর শেষ পর্যায়ে নির্দিষ্ট সাইজের ফটো, সিগনেচার আপলোড করতে হবে।

৭) সমস্ত কিছু তথ্য ঠিকঠাক ফিলাপ করার পর Form Submit করুন। এবং ফর্মের Preview চেক করুন।

৮) তারপর, ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে পেমেন্ট করুন।

৯) পেমেন্ট করার পর, Application Form এর প্রিন্ট আউট বের করে রাখুন পরবর্তীতে কাজে লাগবে।

সিলেকশন পদ্ধতি

এখানে মোট চারটি ধাপে সিলেকশন করা হবে।

১) Computer Based exam

২) PET & PST

৩) Medical

৪) Documents Verification

SSC GD Salary

Pay Level – 3 (₹21,700/- to ₹ 69,100/-) for all the posts.

তাই যেসমস্ত ছাত্র ছাত্রীরা কেন্দ্র সরকারের চাকরি করতে চায় এবং দেশসেবার জন্য নিজেকে নিয়োজিত করতে এই SSC GD Constable এর জন্য আবেদন করতে পারে। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️SSC GD Constable Notification: Download Now

▪️SSC GD: Online Apply Link

▪️চাকরির আরো পোস্ট: এখানে পড়ুন


Spread the love

Leave a Comment