পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে SIR Draft Voter List Download প্রকাশ করা হয়েছে। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ১৬ ই ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হলো খসড়া ভোটার লিস্ট। যেখানে প্রত্যেক ভোটারকে তার নাম খসড়া ভোটার তালিকায় চেক করতে হবে। ২০২৬ খসড়া ভোটার লিস্টে প্রায় ৫৮ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে।
তাই আপনার নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে কিনা কিভাবে চেক করবেন? নাম না থাকলে কি করবেন? কিভাবে SIR Draft Roll 2026 Download করবেন? সমস্ত কিছু নিয়ে এই পোস্টে আলোচনা করবো।
সম্পর্কিত পোস্ট পড়ুন
নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন| New Voter ID Card Online Apply
SIR Draft Voter List Download
বর্তমানে, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এবং ১৬ ই ডিসেম্বর ২০২৫ তারিখে খসড়া ভোটার লিস্ট/ SIR Draft Roll 2026 প্রকাশ করা হয়েছে। এই লিস্ট চেক করা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই খসড়া তালিকায় নাম না থাকলে পরবর্তীতে Final Voter List এ আপনার নাম থাকবে না। এই 2026 SIR Draft Voter List আপনি খুব সহজেই ভোটার পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন।
কিভাবে SIR Draft Voter List Download করবেন?
SIR Draft Voter List কিভাবে ডাউনলোড করবেন নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত, CEO West Bengal এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর, SIR Draft Roll 2026 অপশন এ ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজ খুলবে, যেখানে আপনার জেলার নাম ও বিধানসভা কেন্দ্রের নাম, এবং Language সিলেকশন করুন।
৪) এবার নিচের দিকে, আপনার বিধানসভা কেন্দ্রের নাম অনুযায়ী পার্ট নম্বর ও ভোটদান কেন্দ্রের নাম গুলি দেখতে পাবেন।
৫) নিচের লিস্ট থেকে আপনার ভোটদান কেন্দ্রের নাম সিলেকশন করুন, এবং উপরের দিকে CAPTCHA code লিখে Download Selected PDF অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার ভোটদান কেন্দ্রের Draft Voter List/ খসড়া ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে PDF ফরম্যাটে। এবং যেখানে আপনার নাম আছে কিনা খুব সহজেই চেক করতে পারবেন।
- SSC CGL 2025 Tier-1 Result Update: Tier-2 Exam Date, Cut-Off| বিস্তারিত তথ্য
- মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি| DSSSB MTS Recruitment 2025
- কম পুঁজিতে মোবাইল রিপেয়ারিং ব্যবসা | Mobile Repairing Business Low Investment|কিভাবে শুরু করবেন?
- SIR Draft Voter List Download| কিভাবে খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন?|SIR Draft Roll 2026
- SIR 2026| খসড়া ভোটার লিস্ট ডাউনলোড| Draft Voter List Download
কিভাবে আপনার নাম চেক করবেন?
SIR Draft Roll 2026 ডাউনলোড করার পর, আপনার নাম খুব সহজেই মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে চেক করতে পারবেন।
এখানে আপনার নাম, অথবা ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে চেক করতে পারবেন না। আপনাদের Manually নামটা চেক করতে হবে। তবে আপনি চাইলে আপনার পার্ট সিরিয়াল নম্বর(Part SL No) অনুযায়ী চেক খুব সহজেই করতে পারেন।
কিভাবে Part SL No পাবেন?
১) প্রথমত, Voter ECI Official Website এ ভিজিট করুন।
২) তারপর নিজের দিকে এসে Search Your Name in Voter List এই অপশনে ক্লিক করুন।
৩) এবার আপনার ২০২৫ এর ভোটার কার্ড নং এবং রাজ্যের নাম সিলেক্ট করে Search অপশনে ক্লিক করুন।
৪) তারপর নিচের দিকে View Details অপশনে ক্লিক করুন।
তাহলে SIR 2026 নতুন লিস্ট অনুযায়ী আপনার তথ্য গুলো চেক করতে পারবেন। যেখান থেকে আপনি খুব সহজেই Part SL No পেয়ে যাবেন।
খসড়া ভোটার লিস্টে নাম না থাকলে কি করবেন?
যদি আপনার নাম SIR Draft Voter List এ না থাকে, তাহলে আপনার BLO এর সঙ্গে যোগাযোগ করুন। এবং আপনি নতুন ভোটার কার্ডের জন্য Form No 6 ফিলাপ করতে পারেন এবং কোনো তথ্য সংশোধন করার জন্য Form No 8 অনলাইনে জমা করতে পারেন।
তাই প্রত্যেক ভোটারের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। সবাইকে বর্তমানে খসড়া ভোটার লিস্ট চেক করতে হবে। এবং যদি Draft Voter List এ নাম না থাকে আপনার BLO এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
▪️Voter ECI: অফিশিয়াল ওয়েবসাইট
▪️2026 SIR Draft Roll: Download Now
▪️ Find Part SL No: Check Now

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।