যে সমস্ত শিক্ষার্থীরা ক্লার্কশিপ ২০২৩ এর জন্য Part -I এর পরীক্ষা দিয়েছিল তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত পরীক্ষার্থীরা তাদের PSC Clerkship OMR Sheet Download করতে পারবে। আজ WBPSC বোর্ডের তরফ থেকে নতুন লিংক দেওয়া হয়েছে OMR Sheet Download করার জন্য। তাই কিভাবে OMR Sheet ডাউনলোড করতে হবে বিস্তারিত জানবো এই পোষ্টের মাধ্যমে।
PSC Clerkship OMR Sheet Download
Public Service Commission এর তরফে গত কয়েকদিন আগে ক্লার্কশিপ (Part I) পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যেখানে প্রায় ৯০ হাজার পরীক্ষার্থী পাশ করেছে। এখন বর্তমানে ওই সমস্ত পরীক্ষার্থী তাদের পরীক্ষার OMR Sheet ডাউনলোড করতে পারবে। Clerkship OMR Sheet ডাউনলোড করার জন্য বর্তমানে লিংক দেওয়া হয়েছে।
কিভাবে Clerkship OMR Sheet Download করতে হবে?
PSC Clerkship OMR Sheet Download করার জন্য গুরুত্বপূর্ণ ধাপ গুলি অনুসরণ করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১) প্রথমে, WBPSC Official Website এ ভিজিট করতে হবে।
২) তারপর, Candidates Corner Section এ নিচের দিকে VIEW OMR FOR CLERKSHIP EXAMINATION (PART-I), 2023 অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার, Clerkship Examination 2023 এর ডানদিকে Click Here অপশনে ক্লিক করতে হবে।
৪) তারপর আপনার, Clerkship এর Roll No এবং মাধ্যমিক পরীক্ষা কত সালে পাশ করেছেন ওই সাল সিলেকশন করতে হবে। এবং Send OTP অপশনে ক্লিক করতে হবে।
৫) আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে।ওই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনারা খুব সহজেই Clerkship OMR Sheet Download করতে পারবেন।
▪️WBPSC: Official Website
▪️আরো চাকরির খবর: এখানে পড়ুন
▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: এখানে ক্লিক করুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।