প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিম কি? Pradhan Mantri ujjala yojana Benifit?

Spread the love

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হল কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ যোজনা  যা শুরু করা হয়েছিল ২০১৬ সালের ১লা মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। এই যোজনার মূল উদ্দেশ্য হলো দরিদ্র পরিবারের মহিলাদের  রান্নার জন্য সম্পূর্ণ ফ্রিতে এলপিজি(LPG )গ্যাসের সংযোগ প্রদান করা।

তাই আজকের এই গুরুত্বপূর্ণ পোষ্টের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কি ?এই যোজনা কিংবা এই ফ্রি উজ্জ্বলা যোজনা গ্যাস সংযোগ পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয়?  কি কি ডকুমেন্টস লাগবে? এবং কারা কারা এই যোজনার সুযোগ সুবিধা পাবেন?

এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা(Pradhan Mantri ujjala yojana)কেন্দ্র সরকারের একটি যোজনা, যার মধ্য দিয়ে দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করা হয় যাতে তারা কাঠ বা অন্যান্য পদ্ধতিতে রান্না না করে এলপিজি ব্যবহার করতে পারেন। এবং এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মধ্যে দিয়ে সুবিধাভোগীদের ডিপোজিট ফি এর সাথে প্রথম LPG গ্যাস সিলিন্ডার ও উনুন/চুলা উভয়ই বিনামূল্যে পাবেন। এছাড়াও বছরে মোট ১২টি সিলিন্ডার Refill করানোর জন্য প্রতি সিলিন্ডার প্রতি ৩০০ টাকা সাবসিডি বা ছাড় পেয়ে যাবেন।

Pradhan Mantri ujjala yojana Aim:

  • ২০১৯ সালের ৭ই সেপ্টেম্বর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে  ৮ কোটি এলপিজি সংযোগটি হস্তান্তরিত করেন।
  • এই যোজনার লক্ষ্যমাত্রা ছিল ২০২০ সালের মার্চ মাসের মধ্যে বঞ্চিত পরিবার গুলির মধ্যে ৮ কোটি এলপিজি সংযোগ দেওয়া।
  • আবার পুনরায় উজ্জ্বলা ২.০ এর অধীনে নতুন করে ১.৬ কোটি এলপিজি সংযোগের জন্য অনুমোদন দেওয়া হয়।
  • তারপর ভারত সরকার PMUY স্কিমের অধীনে অতিরিক্ত ৭৫ লক্ষ সংযোগ প্রকাশের অনুমোদন দিয়েছে। প্রকল্পের অধীনে সামগ্রিক লক্ষ্য এখন বর্তমানে ১০.৩৫ কোটি।

যোগ্যতা/Eligibility Criteria

  • আবেদনকারীর (কেবলমাত্র মহিলা)বয়স ১৮ বছর বা তার ঊর্ধ্বে হতে হবে।
  • পরিবারের মধ্যে যদি আগে কোন LPG Connection নেওয়া থাকে ,তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
  • নিম্নবর্ণিত যেকোনো শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাপ্তবয়স্ক মহিলা যেমন – তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা ভোগী বা অন্তর্দ্বয় অন্ন যোজনার অংশগ্রহণকারী হতে হবে। BPL অন্তর্ভুক্ত পরিবারের মহিলারা আবেদন করতে পারেন। ২০১১ সালের SECC অনুযায়ী দরিদ্র তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন তারা আবেদন করতে পারেন।

How To Apply:

এই ফ্রি উজ্জ্বলা যোজনার জন্য অনলাইনে ও অফলাইনে দুইভাবে আবেদন করা যায়।

অফলাইনে আবেদন করার জন্য, আপনার নিকটবর্তী গ্যাস Distributor এর কাছে গিয়ে ফর্ম সংগ্রহ করুন এবং ওই ফর্মটি ফিলাপ করে জমা দিন। এবং ফর্মের সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস Attached করে দিতে হবে। যদি আপনার সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনাকে ফ্রিতে গ্যাস সিলিন্ডার ও দেওয়া হবে।

এবং অনলাইনে খুব সহজে এই উজ্জ্বলা ২.০(PMUY ujjala 2.0)এর জন্য আবেদন করতে পারেন।

  • প্রথমে PMUY এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • উজ্জ্বলা ২.০ তে ক্লিক করুন।
  • যে কোম্পানির গ্যাস নেবেন তার ডানদিকে Apply অপশনে ক্লিক করুন।
  • সম্পূর্ণ তথ্য দিয়ে সঠিকভাবে ফর্ম ফিলাপ করুন।
  • ফর্ম ফিলাপ করার সময় আপনার কাছাকাছি যে গ্যাস ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে কানেকশন নেবেন ওই ডিস্ট্রিবিউটার-এর নাম সঠিকভাবে সিলেকশন করবেন।
  • প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস আপলোড করুন।
  • সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর ফর্মটি সাবমিট করুন।
  • ফর্ম সাবমিট হলে আপনার নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর এর কাছেই যোগাযোগ করুন।
  • আপনার আবেদন ফর্মটি এবং আপনার সমস্ত রকম ডকুমেন্টস ঠিক থাকলে আপনাকে নির্ধারিত সময়ে ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।

কি কি নথি পত্র লাগবে?/Required Documents

  • আধার কার্ড
  • ব্যাংক একাউন্ট নাম্বার
  • PMUY Kyc ফর্ম
  • ভোটার ID কার্ড
  • বাসস্থানের প্রমাণ (Electricity bill, Bank statement,Etc)
  • রেশন কার্ড, ইত্যাদি।

ফ্রি উজ্জ্বলা যোজনায় গ্রাহকরা কি কি পাবেন?

উজ্জ্বলা ২.০  এর অধীনে গ্রাহকরা বিনামূল্যে LPG চুলা এবং প্রথম রিফিল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। সুতরাং উজ্জ্বলা ২.০ এর অধীনে LPG সংযোগ নেওয়ার সময় গ্রাহককে কিছু দিতে হবে না।

Frequently Asked Questions:

1. এই স্কিমের অধীনে কত কেজি গ্যাস সিলিন্ডার ফ্রিতে নেওয়া যায়?

আবেদনকারীরা ১৪.২ কেজি একটি সিলিন্ডার বা ৫ কেজি একটি সিলিন্ডার বা ৫ কেজি দুটি সিলিন্ডার সংযোগের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। তবে অনলাইন আবেদন করার সময় কিংবা অফলাইন আবেদন করার সময় এটি আপনাকে সঠিকভাবে সিলেকশন করে নিতে হবে।

2. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ও এর জন্য কিভাবে আবেদন করা যায়?

অনলাইন ও অফলাইন দুটি উপায়ে আবেদন করা যায়। কিভাবে আবেদন করতে হবে এই পোস্টটি ভালোভাবে পড়ুন।

 


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top