পুরোনো ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড|E-Epic Card Download Online|

Spread the love

এখন বর্তমানে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। এবং যার জন্য BLO রা বাড়িতে এসে SIR ফর্ম দিয়ে যাচ্ছে। এই ফর্ম ফিলাপ করার জন্য সবার কাছে নতুন ভোটার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। এখনও অনেক মানুষজন রয়েছে, তাদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে, তাদের সবাইকে নতুন ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তাই পুরোনো ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড কিভাবে তৈরি করবেন? কিংবা কিভাবে E-Epic Card Download করবেন? সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই পোষ্টের মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট পড়ুন

নতুন জব কার্ড আবেদন| WB New Job Card Online Apply| কি কি ডকুমেন্টস লাগবে?

পুরোনো ভোটার কার্ড বাতিল

যে সমস্ত ভোটার কার্ড অনেক আগের কিংবা পুরনো হয়ে গেছে, যে সমস্ত ভোটার কার্ড WB দিয়ে শুরু, ওই সমস্ত ভোটার কার্ড আর চলবে না। আপনাকে নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে হবে যদি আপনাকে পোষ্ট অফিসের মাধ্যমে নতুন কার্ড দেওয়া না হয়।

পুরনো সমস্ত ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে নতুন নাম্বার দেওয়া হয়েছে। তাই আপনাদের নতুন নাম্বারের ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হবে অনলাইন থেকে।

আপনার নতুন ভোটার কার্ড নং কোথায় পাবেন?

অনলাইন থেকে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার আগে আপনাকে সবার প্রথম আপনার নতুন ভোটার আইডি কার্ডের নাম্বারটি খুঁজতে হবে। আপনার নামে জারি হওয়া নতুন ভোটার কার্ডের নম্বর তিনটি পদ্ধতিতে পেতে পারেন-

১) ২০২৫ নতুন ভোটার তালিকা থেকে: অনলাইন থেকে নতুন ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে আপনার নামটি খুঁজুন এবং আপনার নামের পাশে নতুন ভোটার কার্ডের নাম্বার পাবেন।

২) অনলাইনে নাম সার্চ করুন: Voter ECI অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Search Your Name in Voter List অপশন এ ক্লিক করুন। এখানে আপনি আপনার নাম, বাবার নাম, জন্মতারিখ, বিধানসভা, রাজ্যের নাম, দিয়ে সার্চ করতে পারেন। তাছাড়াও এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার,  Captcha code দিয়ে সার্চ করলেই নতুন ভোটার আইডি কার্ডের নাম্বার পেয়ে যাবেন।

৩) BLO SIR আবেদন ফর্ম: এখন যে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার ভেরিফিকেশন চলছে যার জন্য BLO বাড়ি বাড়ি এসে গণনার ফর্ম দিচ্ছে। ওই গণনার ফর্মে আপনার নতুন ভোটার আইডি কার্ডের নাম্বার পেয়ে যাবেন।

এবার আপনার নতুন ভোটার কার্ডের নাম্বার পাওয়ার পর আপনাকে অনলাইন থেকে New Voter ID Card Download করতে হবে।

কিভাবে নতুন ভোটার কার্ড ডাউনলোড করবেন?

নতুন E-Epic Card Download করার সম্পূর্ণ সঠিক পদ্ধতি নিচে আলোচনা করা হলো।

WB_new_voter_id_card_download_online
New Latest E-Epic Card/New Voter ID Card

১) প্রথমত Voter ECI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর, Sign up অপশনে ক্লিক করে আপনাকে Sign up করতে হবে। সাইন আপ করার জন্য, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি লাগবে।

৩) যদি আপনার আগে থেকে সাইন-আপ করা থাকে আপনি মোবাইল নাম্বার এবং OTP দিয়ে লগইন করুন।

৪) Login করার পর, Service সেকশনের নিচের দিকে E-EPIC Download অপশনে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজ খুলবে, যেখানে Enter Epic No এর জায়গায় আপনার নতুন ভোটার কার্ডের নাম্বার এবং নিচে আপনার রাজ্যের নামটা সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করুন।

৬) সার্চ অপশনে ক্লিক করার পর, আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য দেখতে পাবেন। যেমন – আপনার নতুন ভোটার কার্ডের নম্বর, আপনার নাম, পিতার নাম, বিধানসভা কেন্দ্রের নাম, ভোটার লিংক মোবাইল নাম্বার, ইত্যাদি।

৭) তারপর, নিচের দিকে আসার পর, Send OTP অপশনে ক্লিক করুন, ওই OTP বসিয়ে Verify করুন।

৮) Verify করার সাথে সাথে Download E-Epic এ ক্লিক করে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিন।

নতুন ভোটার কার্ড ডাউনলোড করার পর, যেকোনো জেরক্স দোকানে গিয়ে ভালো পেজে Print out করে লেমিনেশন করতে পারেন। যে ভোটার কার্ডটি পরবর্তীতে আপনি সমস্ত কাজে লাগাতে পারবেন।

অনলাইন থেকে নতুন ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক অবশ্যই থাকতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না।

তাই উপরের দেওয়া পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই পুরোনো ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড তৈরি করতে পারবেন। এবং আপনি খুব সহজেই আপনার নতুন ভোটার কার্ডের নাম্বার খুঁজে নিতে পারবেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোন প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারেন।

▪️Voter ECI: Official Website

▪️ভোটার মোবাইল লিঙ্ক: এখানে ভিডিও দেখুন

▪️২০২৫ Voter List: Download Now

▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন


Spread the love

Leave a Comment