OBC Certificate Revalidation| OBC সার্টিফিকেট ক্যাটাগরি পরিবর্তন|কিভাবে আবেদন করবেন?

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন OBC তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে মোট ১৪০ টি ক্যাটাগরি(OBC A- 49 এবং OBC B – 91) উল্লেখ রয়েছে। এই তালিকায় অনেকের সার্টিফিকেট এর ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। আগে অনেকের OBC-A Category সার্টিফিকেট ছিল এখন OBC-B ক্যাটাগরি হয়েছে। আবার অনেকের OBC-B ক্যাটাগরির সার্টিফিকেট ছিল এখন OBC-A ক্যাটাগরি হয়েছে। তাই সবাইকে নতুন সার্টিফিকেট বানাতে হবে অর্থাৎ OBC Certificate Revalidation করতে হবে।

তাই কিভাবে নতুন তালিকা চেক করবেন, আপনার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা? এবং যদি পরিবর্তন হয় কিভাবে নতুন সার্টিফিকেট তৈরি করবেন? অনলাইন আবেদন করার সময় কি ডকুমেন্টস লাগবে? এবং ফর্ম কোথায় জমা করবেন? যাবতীয় তথ্য নিয়ে এই পোস্টে আলোচনা করবো।

সম্পর্কিত পোস্ট পড়ুন

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন| WB Birth certificate online apply

কেন এই ক্যাটাগরি পরিবর্তন করতে হচ্ছে?

আমাদের রাজ্যে অনেকদিন ধরে OBC নিয়ে কোর্ট কেস চলছিল। কোর্টের শুনানির পর রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি ক্যাটাগরি নিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। এই নতুন তালিকায় অনেকের ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেছে, তাই ঘোষণা অনুযায়ী সবাইকে পুরনো সার্টিফিকেট নাম্বার দিয়ে নতুন সার্টিফিকেট বানাতে হবে। যার জন্য বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। OBC Certificate Revalidation করার জন্য Caste Certificate এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

কিভাবে নতুন OBC লিস্ট চেক করবেন?

আপনাদের যাদের আগে থেকেই ডিজিটাল অথবা মেনুয়াল ওবিসি সার্টিফিকেট রয়েছে, আপনাদের সবাইকে নতুন লিস্ট চেক করতে হবে। কিভাবে চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

Category Wise New OBC List West Bengal

১) প্রথমেই, Caste Certificate Official Website এ ভিজিট করতে হবে।

২) ওয়েবসাইটে ভিজিট করার পর প্রথমেই একটি Pop-up নোটিশ দেখতে পাবেন। এখানে List অপশনে ক্লিক করুন।

৩) List অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, OBC New List PDF আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

এবার, আপনার OBC Category নতুন লিস্টে চেক করুন আপনার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা। যদি আপনার ক্যাটাগরি পরিবর্তন হয় আপনাকে OBC Certificate Revalidate/Reissue করতে হবে। আবার যে সমস্ত ক্যাটাগরি ২০১০ সালের পর যুক্ত হয়েছে ওই ক্যাটাগরির সার্টিফিকেট থাকলে আপনাকে reissue/Revalidate করতে হবে।

👉 OBC List Pdf : এখানে ডাউনলোড করুন

কিভাবে OBC Certificate Revalidation করবেন?

OBC Certificate Revalidate/Reissue কিভাবে করতে হবে নিজে আলোচনা করা হয়েছে।

১) প্রথমেই, আপনাদের Caste Certificate Official Website এ ভিজিট করতে হবে।

২) তারপর, Apply For OBC অপশনে ক্লিক করতে হবে।

৩) এবার পুরো আবেদন ফর্মটি খুলে যাবে। এখানে প্রথম অপশন Do you have any digitized caste certificate: এখানে সবাইকে Yes অপশন সিলেক্ট করতে হবে।

৪) নিচে আসার পর, আপনার পুরনো সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। এবং Date of issue সিলেক্ট করতে হবে।

৫) এবং তারপর, Verify অপশনে ক্লিক করতে হবে।

৬) এবার পুরনো সার্টিফিকেট অনুযায়ী কিছু কিছু তথ্য পূরণ হয়ে যাবে। আর বাদবাকি সমস্ত তথ্যগুলি সঠিকভাবে ফিলাপ করতে হবে। যেমন – ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, আধার নম্বর, ভোটার নম্বর, ইনকাম সার্টিফিকেট, ইত্যাদি।

৭) যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করার পর, নিচের দিকে এসে Submit অপশনে ক্লিক করতে হবে।

৮) Submit ক্লিক করলে, আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবং Application Form, Service Details, Acknowledgments Copy প্রিন্ট করার অপশন আসবে। এখানে সমস্ত কিছু প্রিন্ট আউট করে বের করতে হবে।

ফর্ম ফিলাপ করার পর কি করবেন?

Application এর Hard copy এর সাথে যাবতীয় সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী BDO অথবা SDO অফিসে জমা করতে হবে। ফর্ম জমা নেওয়ার সময় ওইখানে original সমস্ত ডকুমেন্টস চেক করা হতে পারে। তাই সঙ্গে করে সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল কপি নিয়ে যাবেন।

কি কি ডকুমেন্টস লাগবে?

OBC Certificate Revalidation অনলাইন আবেদন করার পর ফর্ম BDO/SDO Office এ জমা দেওয়ার সময় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস লাগবে। ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস Attached করে জমা করবেন নিচে আলোচনা করা হলো।

  • Old OBC সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • আবেদনকারীর ফটো
  • ইত্যাদি

আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই তিনটি ডকুমেন্টস আবেদনকারী, তার বাবা ও মায়ের লাগবে।

OBC Certificate Revalidation Application Status Check

অনলাইনে OBC certificate revalidation এর অনলাইন আবেদন করার পর এপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন। আপনার আবেদন ফর্মটি Accept করা হয়েছে নাকি Reject করা হয়েছে, তা অনলাইনে চেক করতে পারবেন। কিভাবে Application Status চেক করবেন নিচে আলোচনা করা হলো।

  • প্রথমে Caste Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর OBC অপশনে ক্লিক করুন। নিচের দিকে Application Check অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে, আপনার Application Number দিয়ে Search অপশনে ক্লিক করুন।
  • আবেদন ফর্মের স্থিতি (Status) কি রয়েছে আপনি এখানে চেক করতে পারবেন।

আরো পোস্ট পড়ুন

ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড| কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন?

OBC Certificate Download Online

সার্টিফিকেট স্ট্যাটাস চেক করার পর যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কিভাবে অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করবেন নিচে আলোচনা করা হলো।

১) Caste Certificate এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। এবং OBC অপশনে ক্লিক করুন।

২) তারপর, নিচের দিকে Download Certificate অপশনে ক্লিক করুন।

৩) এবার, আপনার Application Number/Certificate number দিন এবং আপনার নাম বসিয়ে Download অপশনে ক্লিক করুন।

৪) নতুন Renewal OBC Certificate Download হয়ে যাবে আপনার ডিভাইসে। ওই সার্টিফিকেটে যেকোনো জেরক্স দোকান থেকে ভালো পেজে প্রিন্ট করে লেমিনেশন করে কাছে রাখতে পারেন।

তাই এখনো পর্যন্ত যারা পুরনো ও OBC সার্টিফিকেট Reissue/Revalidate করার নি, সবাই তাড়াতাড়ি সার্টিফিকেট বানিয়ে নিন। এই নতুন OBC certificate না তৈরি করলে পুরনো সার্টিফিকেট কোথাও গ্রাহ্য করা হবে না। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন।

▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন

▪️Latest Jobs: Read More


Spread the love

Leave a Comment