আজকাল ছোট বড়ো সব জায়গায় মাল্টি সার্ভিস দোকান গুলির চাহিদা বাড়ছে। যেকোনো মানুষ এক জায়গা থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে চায়। এবং সময় বাঁচাতে চায়। উদাহরণস্বরূপ, একজন কাস্টমার দোকানে ফটো তুলতে এসে, জেরক্স করতে পারে, ফর্ম ফিলাপ করতে পারে, ইত্যাদি। ফলে এইরকম দোকান গুলির বিক্রি বেশি হয়ে থাকে। এবং এই কারণেই এই মাল্টি সার্ভিস দোকান লাভজনক ব্যবসার মধ্যে একটি। তাই সঠিকভাবে দোকানটি পরিচালনা করলে প্রতি মাসে এই দোকান থেকে ২৫০০০ টাকা ইনকাম করা সম্ভব।
আমার নিজস্ব অভিজ্ঞতা (Personal Experience)

২০১৯ সাল থেকে আমার এইরকম একটি মাল্টি সার্ভিস দোকান রয়েছে। যেখানে আমি প্রতিমাসে খুব ভালো টাকা ইনকাম করছি। তাই আমি ভাবলাম আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করলে যদি কেউ এই ব্যবসাটি করতে পারে। তাহলে খুব ভালো হবে। তাই আমার এই পোষ্টের মাধ্যমে আমার নিজস্ব সম্পূর্ণ ৬ বছরের অভিজ্ঞতা শেয়ার করছি। যেমন – আমি কিভাবে ব্যবসা করেছি? কত টাকা খরচ হয়েছে?কোন কোন সার্ভিস রেখেছিলাম? কিভাবে ব্যবসাটি Grow করলাম ইত্যাদি। এই সমস্ত কিছু এই পোস্টটিতে আমি শেয়ার করেছি, যাতে আপনাদের সমস্ত কিছু সহজভাবে বুঝতে সুবিধা হয়।
মাল্টি সার্ভিস দোকান কি?
Multi Services দোকান মানে, যেখানে বিভিন্ন ধরনের সার্ভিস রাখতে পারেন। এক জায়গায় অনেক ধরনের কাজ হয়ে যায় তাই গ্রাহক বেশি আসবে। যেমন – জেরক্স করা যাবে, ফটো তোলা যাবে। আবার বিভিন্ন প্রকল্প এবং চাকরির জন্য ফর্ম ফিলাপ করা যাবে। বিভিন্ন বই, খাতা, পেন ইত্যাদি স্টেশনারি Products বিক্রি করা যাবে। মোবাইলের Headphones, Charger, Glass, Back Cover, Flip cover ইত্যাদি রাখা যাবে। আপনি যদি দোকানে সমস্ত কিছু ভালোভাবে সাজাতে পারেন এবং ভালোভাবে পরিষেবা দিতে পারেন আপনি অবশ্যই প্রতিমাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
- কিভাবে ব্যবসাটি শুরু করবেন?
- কি কি সার্ভিস রাখবেন?
- কি কি সরঞ্জাম কিনতে হবে?
- কি লাইসেন্স দরকার?
- দোকানের প্রচার কিভাবে করবেন?
- ব্যবসার Strategy
- এই সমস্ত কিছু নিয়ে ব্যবসা শুরু করতে হলে কত টাকা খরচ হবে?
- কোথা থেকে এই সমস্ত কিছু কিনবেন?
সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করেছি।।
কি কি সার্ভিস রাখবেন?(Service List)
চলুন সবার প্রথমেই আমরা জেনে নিই, এইরকম মাল্টি সার্ভিস দোকান ব্যবসা করতে হলে আপনার দোকানের মধ্যে কি কি সার্ভিস রাখবেন।

সাদা কালো জেরক্স এবং Colour Xerox
এইরকম দোকানে বেশিরভাগ মানুষজন জেরক্স করতে আসবে। তার জন্য আপনি একটি জেরক্স মেশিন কিনে জেরক্স করতে পারেন। তবে আপনার যদি বাজেট কম থাকে এখন বর্তমানে বাজারে মিনি জেরক্স মেশিন পাওয়া যায়, যেগুলোর দাম ২০-২৫ হাজার টাকা। ওইগুলো নিয়ে আপনি জেরক্স শুরু করতে পারেন।
এবার শুধুমাত্র সাদাকালো জেরক্স না করে, আপনি কালার জেরক্স করুন। যার জন্য আপনি একটি ভালো প্রিন্টার রাখতে পারেন। যেখানে Colour ফটো প্রিন্ট থেকে শুরু করে কালার জেরক্স উভয়ই করা যাবে এবং এখানে লাভ ও বেশি।
Tips-1: গ্রাহকদের ভালো পরিষেবা দেওয়ার জন্য ভালো মানের জেরক্স পেপার ব্যবহার করুন। এবং ভালো মানের ফটো পেপার ব্যবহার করুন।
Tips -2: অন্যান্য দোকানদারের তুলনায় একটু কম টাকায় সমস্ত কাজগুলি করুন। যাতে পরিষেবা ও ভালো পায় এবং কম দামে কাজ হয়। তাহলে আপনি কম দিনে অনেক Customer পেয়ে যাবেন। এবং বেশি গ্রাহক আপনার দোকানে আসবে।
ফটো তোলা এবং প্রিন্ট করা
সবার প্রথম আমার কথা বলি, এই ফটো তুলে, ফটো প্রিন্ট করে আমার দোকানে সব থেকে বেশি লাভ করে থাকি। তাই আপনার এই দোকানের মধ্যে অবশ্যই ফটো তোলার সার্ভিসটা রাখবেন। যদি আপনার শুরুতে বাজেট কম থাকে, তাহলে শুধুমাত্র পাসপোর্ট সাইজের ফটো তুলে প্রিন্ট করুন। বড় ছবি তোলার দরকার নেই। পাসপোর্ট ফটো তোলার জন্য একটি Green Screen, Light, এবং ক্যামেরা না কিনেও মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন।
তবে এই ফটো তুলে ফটো প্রিন্ট করার জন্য আপনাকে Adobe Photoshop এর কিছু জ্ঞান থাকতে হবে।
স্কুল স্টেশনারি Products
আমি যখন ২০১৯ সালে এই দোকান ব্যবসাটা শুরু করেছিলাম, তার ঠিক এক বছর পরে এইরকম স্কুল স্টেশনারি সমস্ত জিনিসপত্র রেখেছিলাম। তবে আপনি চাইলে আপনি ব্যবসার শুরু থেকেই এই সমস্ত কিছু জিনিসপত্র রাখতে পারেন। যেমন – বাঁধানো খাতা, প্রাকটিক্যাল খাতা, পেন ,পেন্সিল, ইরেজার, ছবি আঁকা খাতা, বাচ্চাদের সমস্ত ধরনের খাতা,Art পেপার, জ্যামিতি বক্স, চ্যানেল ফাইল, বিভিন্ন ধরনের রং পেন্সিল, thermocol,Gum, রঙিন কাগজ, Covering roll, পিচ বোর্ড,স্কেল, স্ট্যাপলার ও পিন, Graph Paper, etc
Tips: উপরের দেওয়া সমস্ত কিছু জিনিসপত্র গুলি সুন্দরভাবে দোকানের মধ্যে সাজিয়ে রাখুন। যেন গ্রাহক এলে সমস্ত কিছু এক ঝলকে দেখতে পায়। তাহলে কেনার সম্ভাবনাটা বেড়ে যাবে।
Mobile Accessories
মোবাইল এর Accessories আপনার দোকানে রাখলে আপনার ইনকাম 2x হয়ে যাবে। এবার শুরুর দিকে বেশি কোনো High Price এর জিনিসপত্র রাখার দরকার নেই। যেগুলি সাধারণত সবার কাজে আসে, সব সময় লাগে ওইগুলো রাখুন। যেমন-সব ধরনের মোবাইল চার্জার, হেডফোন, Keypad মোবাইলের ব্যাটারি, Mobile Back Cover, Mobile Flip Cover, Tempered glass, keypad mobile Screen Paper,etc
Tips: আপনার বাজেট কম হলে মোবাইলের ব্যাক কভার এবং ফ্লিপ কভার এবং গ্লাস এইগুলি রাখার দরকার নেই। কারণ এখন বর্তমানে এত পরিমাণ মোবাইলের মডেল চেঞ্জ হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন মোবাইল লঞ্চ হচ্ছে আপনার দোকানে এত পরিমাণ জিনিসপত্র রাখা দরকার নেই।
অনলাইনে যাবতীয় কাজ
একদম কম খরচে বেশি টাকা ইনকাম করতে হলে আপনার দোকানে অনলাইনে সমস্ত রকম ফর্ম ফিলাপ করুন। তবে অনলাইনে ফর্ম ফিলাপ করার জন্য অবশ্যই আপনাকে আগে এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আপনার মাল্টি সার্ভিস দোকানে বিভিন্ন ধরনের ফর্ম ফিলাপ করতে পারেন। যেমন – বিভিন্ন চাকরির Form Filling, সরকারি যোজনার ফর্ম ফিলাপ, কলেজের ফর্ম ফিলাপ, বিভিন্ন সার্টিফিকেটের আবেদন, ভোটার কার্ড সংশোধন, aadhaar Print ইত্যাদি
রিচার্জ এবং বিল পেমেন্ট
আপনার এই মাল্টি সার্ভিস দোকান-এ মোবাইল রিচার্জ করুন। Airtel, Vodafone, Jio Lapu SIM নিয়ে নতুন SIM দিতে পারেন এবং রিচার্জ করতে পারেন। এ সমস্ত সিমের আইডি নেওয়ার জন্য আপনার নিকটবর্তী Distributor এর সঙ্গে যোগাযোগ করুন।
শুধু রিচার্জ নয়, বিভিন্ন Bill Payment করতে পারেন। যেমন -Current Bill, DTH Recharge, Loan Repayment,EMI Payment, Rent Bill, Water Bill, ইত্যাদি।
Documents Lamination
বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস সবাই লেমিনেশন করে রাখে। তার জন্য আপনি আপনার দোকানে লেমিনেশন মেশিন কিনে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি লেমিনেশন করতে পারেন। তবে Lamination করাটা খুব সাবধানের কাজ সাবধানে করবেন। আর না হলে ডকুমেন্টস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
Season অনুযায়ী ব্যবসা
বিভিন্ন সিজন অনুযায়ী আপনার দোকানে কিছু জিনিসপত্র রাখতে পারেন তাহলে সেল বাড়বে। যেমন-
১) বর্ষার সময় বিভিন্ন ধরনের ছোট বড়ো টর্চ লাইট রাখতে পারেন এবং ছাতা ও রাখতে পারেন।
২) আপনার দোকানে যেহেতু মোবাইলের Accessories রয়েছে, তাই আপনি কালীপুজোর সময় যে ধরনের লাইট গুলো লাগে, আপনি ওই সমস্ত Colouring লাইট গুলি রাখতে পারেন।
৩) প্রতিবছর স্বাধীনতা দিবসের সময় বিভিন্ন ছোট বড় পতাকা রাখতে পারেন🇮🇳, স্টিকার, Batch, টুপি রাখতে পারেন।
এই ধরনের জিনিসপত্র আপনাকে বুদ্ধি করে রাখতে হবে। আপনার এলাকা অনুযায়ী বিভিন্ন প্রোডাক্টস আপনার দোকানে রাখতে হবে। যাতে আপনার সেল বাড়ে। এবার আপনি চাইলে এই সমস্ত জিনিসপত্র আপনার নিকটবর্তী Wholesaler দের কাছ থেকে কম দামে কিনতে পারেন।
আমি আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী এই সমস্ত সার্ভিস গুলোর কথা বললাম। এবার আপনি চাইলে আপনার ইচ্ছেমতো আপনার দোকানে আরো অন্যান্য কিছু জিনিসপত্র রাখতেও পারেন।
সম্পর্কিত পোস্ট
কম খরচে লাভজনক গ্রামীণ ব্যবসা: গ্রামে বসেই শুরু করুন এই ৫টি ডিজিটাল সেন্টার (2025 গাইড)
প্রয়োজনীয় সরঞ্জাম(Equipment) এবং খরচ
এইরকম মাল্টি সার্ভিস দোকান করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তবে সরঞ্জাম গুলির দাম কম বেশি হতে পারে। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি সমস্ত কিছু কিনবেন।

সমস্ত সরঞ্জাম এর দাম (Equipment Price)
- Computer Setup: 30000 Rupees (Approx)
- Mini Xerox Machine: 22-25 Thousand Rupees (Approx)
- Colour Printer: 15000/- Rupees (Approx)
- School Stationary Products: 10000/- Rupees (Approx)
- Mobile Accessories: 10000/- Rupees (Approx)
- Lamination machine: 3500/- Rupees (Approx)
- Computer Table: 6500/- Rupees (Approx)
- Wall Rack: 10000/- Rupees (Approx)
- Light Setup: 2000-2500/- Rupees (Approx)
এবার দোকান করার জন্য আপনার যদি নিজস্ব জায়গা না থাকে, তাহলে রুম ভাড়া নিয়েও ব্যবসাটি শুরু করতে পারেন।
আপনার নিজস্ব জায়গা থাকলে, ছোট্ট একটি দোকান ঘর তৈরি করতে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা খরচ হতে পারে।
তাই আপনি যদি উপরের দেওয়া সমস্ত কিছু সার্ভিস গুলি আপনার দোকানের মধ্যে রাখতে চান, তাহলে দোকানটা শুরু করতে আপনার মিনিমাম ১.৫ লাখ টাকা খরচ হতে পারে।
গুরুত্বপূর্ণ লাইসেন্স
আপনার দোকানের জন্য কোনো ডকুমেন্টস করুন কিংবা না করুন, একটি Licence অবশ্যই লাগবে। যেটা হলো Trade লাইসেন্স। ওই ট্রেড লাইসেন্সের জন্য বর্তমানে অনলাইনে Apply করা যায়। এবং আপনি যদি নিজস্ব জায়গায় দোকান করে থাকেন, আপনার ওই জায়গার ট্যাক্স কাটতে হবে পঞ্চায়েতে গিয়ে।
কিভাবে ব্যবসা করবেন?(Strategy)
যেকোনো ব্যবসা করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে মাথায় রাখতে হবে। যেগুলো সঠিকভাবে করলে আপনি ব্যবসায় সফলতা অর্জন করবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
সঠিক জায়গা নির্বাচন
যেকোনো দোকান ব্যবসা করার জন্য সবার প্রথম আপনাকে সঠিক জায়গা সিলেক্ট করতে হবে। আপনি নিজেই ভাবুন, যেখানে School, College, Office, Tution Centre, বড়ো বাজার রয়েছে ওইখানে বেশি Sell হবে নাকি? যেখানে কোনো এইরকম জায়গা নেই ওইখানে বেশি Sell হবে?
তাই সঠিক জায়গা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেকোনো সফল ব্যবসার জন্য।
সঠিক দাম নির্ধারণ
ব্যাবসার শুরুর দিকে সব জিনিসের দাম একটু কম রাখুন। যাতে আপনার দোকানে Customer বেশি আসে। For example – আপনার এলাকায় অন্য দোকানদার জেরক্স Per page 2 টাকা নিলে, আপনি 1 টাকা Per page নিতে পারেন। কিংবা দুটি Page 3 টাকা নিতে পারেন। এভাবে প্রত্যেকটি জিনিসের দাম কম রাখুন, এবং Service ভালো ভাবে দিন।
Time Management
আপনার দোকানটি সকাল এবং সন্ধ্যা সময় মতো খুলুন। যেমন সকাল ৭:০০ থেকে ১২:৩০ টা পর্যন্ত। এবং বিকেল ৪:৩০ থেকে রাত ৯:০০ পর্যন্ত। এবং এই Timing Maintain করে চলুন। তাহলে আপনার গ্রাহক বুঝতে পারবে আপনি প্রতিনিয়ত সময় মতো দোকান খোলেন। তাহলে Customer বাড়বে, আপনার Customer অন্য কোথাও যাবে না।
ভালো Products নির্বাচন
আপনার মাল্টি সার্ভিস দোকান এ সমস্ত Product ভালো নির্বাচন করুন। যেমন – ভালো Xerox Paper, Photo Paper, Quality Stationary Products, ইত্যাদি।
চাহিদা অনুযায়ী Products রাখুন
আপনার এলাকায় আপনার মত দোকানে কোন কোন জিনিসপত্রের চাহিদা রয়েছে, এইটা আগে দেখুন। সেই মতো সঠিকভাবে প্রোডাক্ট আপনার দোকানে রাখুন। এবং ওইটা কম দামে বিক্রি করুন
প্রতিমাসে ২৫ হাজার টাকা ইনকাম করুন(income)
এবার আপনাদের বলে দিই, আপনি এই ব্যবসাটি করে কিভাবে প্রতি মাসে ২৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে এই দোকান ব্যবসাটি শুরুর দিকে হয়তো প্রতি মাসে ২৫ হাজার টাকা হবে না ।কিন্তু ধীরে ধীরে আপনি সঠিকভাবে কাজ করলে, সঠিকভাবে সার্ভিস গুলো দিলে আপনার দোকানে বেশি বেশি পরিমাণে লোক আসবে। তবে আপনি প্রতি মাসে ২৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আপনাদের সুবিধার্থে নিচে একটি ছোট্ট হিসাব নিকাশের তথ্য দিয়ে হলো।
Monthly Target: প্রতি মাসে ২৫০০০ টাকা
Per Day Target: ২৫০০০ ÷ ৩০ দিন= ৮৩৩ টাকা
কোন সার্ভিস থেকে কত টাকা ইনকাম(প্রতি দিন)
জেরক্স+ Colour Xerox= ১০০ টাকা (পরে বাড়বে)
ফটো প্রিন্টিং= ১৫০ টাকা (পরে বাড়বে)
লেমিনেটিং= ১০০ টাকা (পরে বাড়বে)
Mobile Accessories= ১৫০ টাকা (পরে বাড়বে)
School Stationary= ১০০ টাকা (পরে বাড়বে)
অনলাইনে কাজ= ১০০ টাকা (পরে বাড়বে)
Recharge, SIM তৈরি, Bill payment= ১০০ টাকা(পরে বাড়বে)
তবে যেকোনো ব্যবসা করলে সব দিন সমান ইনকাম হয় না। কোনদিন আপনার ১০০০ টাকা ইনকাম হতে পারে। আবার কোনদিন ৫০০ টাকা ইনকাম হতে পারে।
তাই ধৈর্য ধরে, বুদ্ধি দিয়ে, Planning করে সঠিকভাবে ব্যবসাটি শুরু করুন। প্রতিনিয়ত দোকান খুলুন। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তাহলে অবশ্যই আপনি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
সম্পর্কিত পোস্ট
ব্যবসার প্রচার(Promotion)
আপনি যখন আপনার এলাকায় নতুন একটি দোকান ব্যবসা করবেন, আপনার এলাকার কিছু সংখ্যক লোক বাদে আর কেউ জানে না যে আপনার ব্যবসাটি নতুন করেছেন। তাই আপনাকে আপনার ব্যবসার প্রচার ভালোভাবে করতে হবে। যাতে আশেপাশের এলাকার লোক জানে যে আপনার দোকানে কি কি ধরনের কাজ হয়ে থাকে।
তাই কিছু Working Method নিচে দেওয়া হলো। যাত্রা আপনি আপনার দোকানের প্রমোশন করতে পারবেন।
১) দোকানের Banner তৈরি: আপনার দোকানের একটি ভালো নাম রাখুন। এবং ওই নামে একটি ব্যানার তৈরি করুন। ওই ব্যানারটি 6 ft * 4 ft হলে ভালো হয়। সবাই যেমন দোকানের উপরে ফেস্টুন / Banner টি রাখে ওইভাবে ব্যানারটি রাখুন।

২) পোস্টার তৈরি করুন: এবার ৬ ফুট লম্বা এবং ১.৫ ফুট লম্বা একটা Banner poster তৈরি করুন। যেখানে আপনার দোকানে কি কি কাজ করা হয় সমস্ত কিছু লেখা থাকবে। এবং ওইটা দোকানের ঠিক বাইরের দিকে রাখুন। যাতে লোকজন রাস্তায় চলাচল করার সময় দেখতে পায়।
৩) Light Banner: যদি আপনার বাজেট থাকে, তাহলে একটি লাইট ব্যানার ও তৈরি করতে পারেন। এই লাইট ব্যানার করলে রাত্রিতে আপনার দোকানের সামনে দিয়ে কেউ গেলে সহজেই দেখতে পারবেন- আপনার দোকানের নাম, আপনার দোকানে কি কাজ হয়, ইত্যাদি সমস্ত কিছু।
৪) Social Media: এখন বর্তমানে আধুনিক যুগে স্মার্টভাবে আপনার ব্যবসার প্রচার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। যেমন – আপনি ফেসবুকে একটি আপনার দোকানের নামে FB পেজ খুলতে পারেন। যেখানে প্রতিনিয়ত আপনার দোকানের আপডেট দিতে পারেন। তাহলে আপনার আশেপাশের লোকজন খুব সহজেই জানতে পারবে যে আপনার দোকানটি নতুন হয়েছে। সঙ্গে WhatsApp এ আপনার দোকানের কিছু ফটো Status দিতে পারেন।
৫) Google Maps Listing: আপনার দোকানের নাম Google My Business এ Register করুন। যাতে গুগল ম্যাপসে আপনার দোকানের নাম সার্চ করলে map এর মধ্যে দেখায়। এটি কিভাবে করতে হয় আপনি খুব সহজে ইউটিউব থেকে শিখে নিতে পারেন। তাছাড়া আপনি চাইলে কমেন্ট করতে পারেন, আমি এই টপিকে একটি পোস্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি।
৬) মাইকিং করুন: ব্যবসা শুরুর দিকে আপনি চাইলে, মাইকিং করে আপনার দোকানের প্রচার করতে পারেন।
Frequently Asked Questions
১) মাল্টি সার্ভিস দোকান বলতে কি বোঝায়?
Multi Services দোকান হলো এমন একটি দোকান যেখানে বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হয়। যেমন – জেরক্স করা, ফটো তোলা, অনলাইনে ফর্ম ফিলাপ করা, স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা, Stationary Products বিক্রি করা, ইত্যাদি।
২) এইরকম দোকান খুলতে কত টাকা খরচ হতে পারে?
আপনার দোকানে কি ধরনের সরঞ্জাম রাখছেন, আপনি কি কি পরিষেবা দেবেন ওইটা অনুযায়ী আপনার খরচ হবে। তবে এই পোষ্টের মধ্যে যে সমস্ত পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে, সমস্ত কিছু পরিষেবা রাখলে আপনার মোট ১.৫ লাখ টাকা খরচ হতে পারে।
৩) দোকানে ব্যবসা করে প্রতি মাসে ২৫ হাজার টাকা আয় করা সম্ভব?
হ্যাঁ অবশ্যই সম্ভব। তবে সঠিক প্লানিং করে ভালোভাবে পরিষেবা দিয়ে আপনাকে ব্যবসাটি চালাতে হবে। সঠিকভাবে গ্রাহকদের আনতে পারলে প্রতি মাসে ২৫ হাজার টাকারও বেশি ইনকাম করতে পারেন।
৪) এই ব্যবসা করতে কি লাইসেন্স লাগবে?
এইরকম মাল্টি সার্ভিস দোকান করার জন্য আপনার দোকানের নামে একটি ট্রেড লাইসেন্স লাগবে। এবং আপনার দোকান যদি আপনার নিজস্ব কিংবা আপনার বাবার নামে জায়গা হয়ে থাকে তাহলে ওই জায়গার প্রতিবছর পঞ্চায়েত ট্যাক্স কাটতে হবে।
৫) কোন কোন সার্ভিস গুলি বেশি লাভজনক?
জেরক্স করা ,ফটো তোলা, অনলাইনের যাবতীয় কাজ, মোবাইলের বিভিন্ন সরঞ্জাম বিক্রি, school Stationary, Lamination, ইত্যাদি।
Important Tips
যদি বলি আমার কথা, আমি দোকানটা শুরু করেছিলাম শুধুমাত্র জেরক্স, ফটো এবং অনলাইনের কাজকর্ম দিয়ে। তারপরে দোকানের যখন ইনকামটা ভালোভাবে শুরু হলো, স্কুল Stationary প্রোডাক্ট রাখতে শুরু করলাম। এবং মোবাইলের বিভিন্ন সরঞ্জাম রাখলাম। সাথে ইলেকট্রনিক্সের জিনিসপত্র যেমন – লাইট, ছোট ছোট ব্লুটুথ বক্স ইত্যাদি।
এই সমস্ত দোকানের যে গুরুত্বপূর্ণ কাজগুলি গ্রাহকদের করে দিতে হয় যেমন – অনলাইনের কাজ, লেমিনেশন করা, ভালোভাবে ফটো তুলে এডিটিং করে প্রিন্ট করা ইত্যাদি। এই কাজগুলি আপনি ভালোভাবে করুন। ভালোভাবে পরিষেবা দিন। তার জন্য যদি ৬ মাস কোথাও শিখতে হয় অবশ্যই শিখুন। কারণ সবাই ভালো পরিষেবা চায়। আপনি পরিষেবা ভালো দিলে অন্য এলাকার মানুষজন আপনার দোকানে আসবে।
Conclusion
মাল্টি সার্ভিস দোকান এখন বর্তমানে একটি ট্রেনিং দোকান ব্যবসা। যার মধ্য দিয়ে আপনি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারেন। তবে বুদ্ধি করে, প্লানিং করে, আপনার এলাকার চাহিদা অনুযায়ী সঠিক জায়গায় দোকানটি করলে, তবেই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে শেষ কথা এটাই বলব পৃথিবীর মধ্যে যেকোনো ধরনের ছোট কিংবা বড় ব্যবসা করতে হলে আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। ভালো পরিষেবা দিতে হবে। ভালো প্ল্যানিং করতে হবে। মানুষের বিশ্বাস জিততে হবে। ব্যবসার জন্য Good Quality Products ব্যবহার করতে হবে।
তাই এই ২০২৫ সালে আপনি যদি একটি মাল্টি সার্ভিস দোকান খুলতে চান অবশ্যই এই ব্যবসাটি শুরু করতে পারেন। আপনার ব্যবসার সফলতার জন্য আগাম শুভকামনা রইল। ধন্যবাদ।।
▪️আরো এরকম পোস্ট পড়ুন: এখানে
▪️Our Official Website: Visit Here
▪️বিভিন্ন সরকারি প্রকল্প : বিস্তারিত জানুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।