ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক| Mobile Number Link With Voter ID Card

Spread the love

Mobile Number Link With Voter ID Card : ভোটার কার্ডের যাবতীয় কাজকর্ম গুলি করার জন্য মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অতি আবশ্যিক। এখন বর্তমানে নতুন পদ্ধতি চালু করা হয়েছে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য। এখন বর্তমানে আধার e-sign দিয়ে খুবই তাড়াতাড়ি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে। মাত্র এক থেকে দুই দিনের মধ্যে লিঙ্ক হয়ে যাবে। তাই নতুন পদ্ধতি অনুযায়ী নিজের মোবাইল দিয়ে কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করবো।

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক

যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ভোটার কার্ডের বিভিন্ন সার্ভিস খুব সহজে ব্যবহার করতে পারবেন। যেমন – E-Epic/Voter ID Card Download, Voter Enumeration Form Fill Up, বিভিন্ন সুবিধা।

তবে সবার প্রথমে আপনাদের চেক করতে হবে, আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা? তাই কিভাবে চেক করবেন? যদি লিংক না থাকে কিভাবে লিংক করবেন? কিভাবে লিংকের স্ট্যাটাস চেক করবেন? সমস্ত কিছু নিচে আলোচনা করা হলো।

Voter Mobile Link Check Online

এবার আপনাদের বলে দিচ্ছি, কিভাবে আপনি অনলাইনে চেক করবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিংক আছে কিনা?

ভোটার মোবাইল লিঙ্ক স্ট্যাটাস চেক

১) প্রথমত, Voter Card Official Portal এ ভিজিট করুন।

২) তারপর, Login করতে হবে Id এবং password দিয়ে। যদি Login id না থাকে, Signup করতে হবে এবং তারপর login করতে হবে।

৩) এবার ডানদিকে, নিচের দিকে আসার পর, E-Epic Card Download অপশনে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আপনার ভোটার কার্ডের নাম্বার দিন এবং রাজ্যের নাম সিলেক্ট করে Search অপশনে ক্লিক করুন।

৫) এবার নিচে যদি আপনার নাম, Reletive Name, Ac, State, এবং তার পাশাপাশি মোবাইল নাম্বার দেখায় তাহলে বুঝবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে।

আর যদি, মোবাইল নাম্বার না দেখায়, এবং Form No 8 ফিলিং করতে বলা হয়, তাহলে বুঝবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই।

কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন?

অনলাইনে চেক করার পর, যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিভাবে অনলাইনে সঠিক পদ্ধতিতে লিঙ্ক করবেন নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত Voter Portal Official Website ভিসিট করুন।

২) এবার যদি এই ওয়েবসাইটে sign-up করা না থাকে তাহলে mobile number, Voter id card, e-mail ID, দিয়ে signup করে নেবেন। এবং তারপর register mobile number এবং OTP দিয়ে Login করে নেবেন।

৩) তারপর, FORMS অপশনের নিচে Correction of entries এর মধ্যে Fill FORM No 8 অপশনে ক্লিক করুন।

৪) এখানে Self অপশনে ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে সাবমিট করুন। আপনার ভোটার কার্ডের যাবতীয় তথ্য দেখতে পাবেন। এখানে ok অপশনে ক্লিক করুন।

৫) তারপর, Application For অপশনের নিচে দ্বিতীয় অপশন Correction of Entries in Existing Electoral Roll সিলেট করে নিচে ok অপশনে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজ খুলবে, যেখানে Form No 8 সঠিকভাবে তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

৬) এখানে C এর পয়েন্টে Mobile Number অপশনে ঠিক চিহ্ন দিয়ে আপনার মোবাইল নাম্বার বসান। এবং নিচের দিকে আসার পর OTP দিয়ে ফর্মটি সাবমিট করুন।

৭) এবার Aadhaar e-sign করে Final Submit করুন। তবে আধার ই-সাইন করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।

৮) Application Form Submit করার পর একটা Reference Number দেওয়া হবে। ওই নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন।

কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্গ হয়েছে কিনা আপনি খুব সহজে চেক করতে পারেন। মোটা কারের সঙ্গে মোবাইল লিঙ্ক চেক করার জন্য আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে দেখুন। এই পোষ্টের উপরে এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায় তাহলে, আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।

তবে মোবাইল নাম্বার লিঙ্ক করার মাত্র 24 থেকে 48 ঘণ্টার মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়। তাই আপনি যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কিংবা আপনার পরিবারের সদস্যদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান খুব সহজেই লিংক করতে পারেন। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

▪️Voter ECI: Official Website

▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন


Spread the love

Leave a Comment