লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে আবেদনকারী মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা (UR, OBC) এবং ১২০০ টাকা(SC/ST) দেওয়া হয়। প্রত্যেক মহিলাদের কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ Scheme/প্রকল্প চালু করা হয়েছে যা গরিব মহিলাদের আর্থিক সহায়তা হিসেবে কাজ করে। তাই আপনি যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ক্যাটাগরি অনুযায়ী টাকা ক্রেডিট হবে।
তাই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মধ্য দিয়ে SC/ST মহিলারা প্রতি বছর ১২০০*১২= ১৪৪০০ টাকা এবং UR/OBC/অন্যান্য মহিলারা প্রতি বছর ১০০০*১২ = ১২০০০ টাকা পায়। তবে অনেকেই ভুল করে আবেদন করার ফলে তাদের আবেদন পত্রটি রিজেক্ট করা হয় এবং তারা টাকা পায় না। তাই আপনাদের সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে তবেই আপনি খুব সহজেই টাকা পাবেন আপনার ব্যাংক একাউন্টে।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। যেমন-
এই প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে ?
কিভাবে আবেদন করতে হবে?
কোথায় ফর্ম পাওয়া যাবে?
কোথায় জমা দিতে হবে?
কি কি ডকুমেন্ট লাগবে? ইত্যাদি।
কারা আবেদন করতে পারবে?
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে অথবা স্বাস্থ্য সাথী কার্ডের তালিকায় নাম থাকতে হবে।
- নিজের নামে যে কোনো ব্যাংকের একটি বই থাকতে হবে।
কারা আবেদন করতে পারবে না?
কোন মহিলা যদি সরকারি চাকরি কিংবা সরকারি অধীনে কোন সংস্থায়/দপ্তরে কর্মরত থাকে এবং প্রতি মাসে টাকা উপার্জন করে,তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। যেমন –
- সরকারি স্থায়ী চাকরি
- সরকারি অধীনে চাকরি
- স্বশাসিত সংস্থা
- সরকারি অধীনে শিক্ষা প্রতিষ্ঠান
- পঞ্চায়েত/পৌরসভা/পৌর নিগম
- অবসরপ্রাপ্ত কর্মচারী
কি কি সুবিধা পাবেন?
১) এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মহিলাদের (২৫-৬০) আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।
২) তপশিলি জাতি/আদিবাসী জনজাতি(SC/ST) মহিলাদের প্রতি মাসে ১২০০ টাকা দেওয়া হয়।
৩) তপশিলি জাতি/আদিবাসী জনজাতি(SC/ST) ছাড়া অর্থাৎ (General, OBC)মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া হয়।
কিভাবে আবেদন করতে হবে?
লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কোনরকম অনলাইন আবেদন করা যায় না। এই প্রকল্পের জন্য দুইভাবে আবেদন করা যায়-
১) B.D.O অফিসে ফর্ম জমা করুন
লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম BDO অফিস থেকে সংগ্রহ করুন এবং যাবতীয় তথ্য জানুন।
তারপর ফর্মটি সঠিকভাবে কালো কালির Pen দিয়ে ফিলাপ করুন এবং যাবতীয় ডকুমেন্টস ফর্মের সঙ্গে যুক্ত করুন এবং BDO অফিসে গিয়ে ফর্মটি জমা করুন ।
ফর্ম টি জমা করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি Receipt / Acknowledgement Slip দেওয়া হবে।ওই Acknowledgement Slip সংগ্রহ করুন। যেটা দিয়ে আপনি পরবর্তীতে চেক করতে পারবেন আপনার আবেদন পত্রটি Approved হয়েছে নাকি Reject করা হয়েছে।
২) দুয়ারে সরকারে ফর্ম জমা করুন
আপনি চাইলে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্রটি সংগ্রহ করে এবং সঠিকভাবে ফিলাপ করে যাবতীয় ডকুমেন্টস দিয়ে জমা করতে পারেন।
তবে যেখানেই আবেদন করুন না কেন আপনাদের একটি কথা বলে রাখি, আবেদন করার আগে অবশ্যই যে Bank Account Xerox copy ধর্মের সঙ্গে দেবেন ওই একাউন্টের সঙ্গে Aadhaar card link এবং মোবাইল নাম্বার লিঙ্ক করাটা আবশ্যিক। তাই আবেদন করার আগে এই কাজগুলি করে রাখবেন।
Lakhimir Bhandar Form Fill Up
এই প্রকল্পে সঠিকভাবে আবেদন করলে অবশ্যই এই প্রকল্পের মধ্য দিয়ে আপনি টাকা পাবেন প্রতি মাসে। কিভাবে ধাপে ধাপে এই প্রকল্পের জন্য আপনি ফর্ম ফিলাপ করবেন দেখে নিন-

১) প্রথমে Lakhimir Bhandar ফর্ম A4 জেরক্স পেপারে Print করুন।
২) আবেদন পত্র টি সঠিকভাবে ফিলাপ করুন।(আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম, ইত্যাদি)
৩) ফর্মের ২য় পাতা Self declaration ফর্মটি পূরণ করুন।
৪) বাংলা ফর্ম বাংলা ভাষায় পূরন করবেন এবং ইংরেজি ফর্ম ইংরেজি ভাষায় পূরন করবেন।
৫) সঠিকভাবে পুরো ফর্মটি পূরণ করে ফর্মের সাথে যাবতীয় সমস্ত ডকুমেন্টস জমা করুন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প এ অথবা B.D.O অফিসে।
৬) ফর্ম জমা দেওয়ার পর Receipt সংগ্রহ করুন যেটা দিয়ে পরবর্তীতে আপনি Lakhimir Bhandar প্রকল্পের Status চেক করতে পারবেন।
৭) আপনার ফর্মটি Approved হলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে টাকা পাবেন আপনার একাউন্টে।
কি কি ডকুমেন্টস লাগবে ?
লক্ষীর ভান্ডার প্রকল্পের সঠিকভাবে আবেদন করতে হলে, আপনাকে সঠিক ডকুমেন্টস জমা করতে হবে আবেদন ফর্মের সাথে। কি কি ডকুমেন্টস জমা করতে হবে দেখুন-
- স্বাস্থ্য সাথী কার্ড
- আধার কার্ড
- ব্যাংক একাউন্ট
- SC/ST সার্টিফিকেট (যদি থাকে)
- আবেদনকারীর পাসপোর্ট মাপের Colour ফটো
- Lakhimir Bhandar Self declaration ফর্ম
বিঃ দ্রঃ- প্রতিটি ডকুমেন্টস-এর ১ কপি করে জেরক্স করার পর জেরক্সের নিচে আপনার স্বাক্ষর করতে হবে অর্থাৎ Self attested করতে হবে। এবং প্রতিটি ডকুমেন্টস এর Original Copy সঙ্গে রাখবেন।
Lakshmir Bhandar Application Status Check
আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে অবশ্যই পরবর্তীতে চেক করতে হবে আপনাদের আবেদন পত্রটি সঠিকভাবে Submit হয়েছে কিনা, কিংবা আপনার আবেদন পত্রের স্থিতি এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে।
তাই আপনার আবেদন পত্রটি Approved হয়েছে নাকি, Pending রয়েছে নাকি, Rejected করা হয়েছে, কিভাবে আপনি চেক করবেন দেখে নিন-

- প্রথমে লক্ষীর ভান্ডার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর Track Application স্ট্যাটাস অপশনে ক্লিক করুন।

- আপনার Application ID, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার, স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার যেকোনো একটি Select করুন।
- Captcha code দেখে দেখে লিখুন।
- তারপর Search অপশনে ক্লিক করুন।

- যদি আপনার Application Approved হয় তাহলে আপনার Aadhaar number, Account, application status দেখাবে।
Frequently Asked Questions?
লক্ষীর ভান্ডার প্রকল্প কি?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয় যার মধ্য দিয়ে মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়া হয়।
লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন কিভাবে করা যায়?
এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যায় না, আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা BDO অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে।
Conclusion
তাই রাজ্যের মহিলাদের জন্য দারুন সুখবর, আপনার যদি বয়স ২৫ বছর কিংবা তার বেশি আপনি অবশ্যই এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে প্রতি মাসে টাকা পেতে পারেন। ধন্যবাদ।
লক্ষীর ভান্ডার প্রকল্প – Official Website
সরকারি প্রকল্প: এখানে ক্লিক করুন
আমাদের অফিশিয়াল ওয়েবসাইট: ভিসিট করুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।