কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে অনেক আগেই। Kolkata Police Constable এর পরীক্ষা রয়েছে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে। তবে এখন বর্তমানে Kolkata Police Constable Admit Card Download সংক্রান্ত নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে WBPRB বোর্ডের তরফ থেকে। তাই নতুন পদ্ধতি অনুযায়ী কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে? কি ডকুমেন্ট লাগবে? এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টের মাধ্যমে।
Kolkata Police Constable/Lady Constable পরীক্ষার তারিখ কবে?
পরীক্ষার দিন: ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার)
সময়: দুপুর ১২:০০টা থেকে ১:০০টা পর্যন্ত
অ্যাডমিট কার্ড কবে পাবেন?
অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু: ৬ ডিসেম্বর ২০২৫
এখন নতুন নোটিশ অনুযায়ী Kolkata Police Constable/ Lady Constable এর জন্য এডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
SSC MTS Exam Date 2025| MTS Slot Selection| কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন?
এডমিট কার্ড ডাউনলোড করার জন্য কি লাগবে?
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে আপনাকে দিতে হবে:
- আবেদন নম্বর (Application Sl. No.)
- জন্মতারিখ (Date of Birth)
তবে Admit Card Download করার জন্য আরো কিছু তথ্য লাগবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
১) আধার নম্বর (Aadhaar Number)
২) আধার লিঙ্কড মোবাইল নম্বর (Aadhaar Linked Mobile Number)
আপনাকে নতুন পদ্ধতিতে Admit Card Download করতে হবে।
কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন?
Kolkata Police Constable/Lady Constable Admit Card কিভাবে ডাউনলোড করবেন নিচে আলোচনা করা হয়েছে।
১) প্রথমত আপনাদের WBPRB Official Website এ যেতে হবে।
২) Kolkata Police Constable/ Lady Constable Admit Card লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজ খুলবে, যেখানে Kolkata Police Constable এর Application Number এবং Date of birth দিয়ে Submit অপশন এ ক্লিক করতে হবে।
৪) তারপর, Application Details দেখা যাবে। যেমন – পরীক্ষার্থীর নাম, এপ্লিকেশন নম্বর, রাজ্যের নাম, জেলার নাম, জন্মতারিখ, ইত্যাদি।
এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। এবং যদি আপনি OBC ক্যাটাগরি হয়ে থাকেন ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন।
সমস্ত কিছু বসানোর পর, নিচে Submit অপশনে ক্লিক করুন।
৫) আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ও ইমেইল আইডিতে ওটিপি যাবে। ওটিপি দিয়ে Verify OTP অপশনে ক্লিক করতে হবে।
ভেরিফাই করলে আপনার কলকাতা পুলিশ কনস্টেবল এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
- ১৯ বছরের দেবব্রত মহেশ রেখে: ২০০ বছর পর সম্পন্ন করলেন ঐতিহাসিক Dandakrama Parayanam|Who is Devavrat Mahesh Rekhe?
- ভোটার লিস্ট 2025 পশ্চিমবঙ্গ ডাউনলোড|voter list 2025 west bengal pdf download with photo
- কম পড়াশোনা করেও এই ৭টি স্কিল শিখে চাকরি ছাড়াও আয় করুন|Best 7 Skills To Earn Money
- Kolkata Police Constable/Lady Constable Admit Card Download| KP Constable Admit Card 2025
- ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক| Mobile Number Link With Voter ID Card
Kolkata Police Constable Application No হারিয়ে গেছে?
যে সমস্ত পরীক্ষার্থীর Kolkata Police Constable/lady কনস্টেবল এর Application Number হারিয়ে গেছে, তাদের কি করতে হবে? কিভাবে তারা নাম্বারটি পাবে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত WBPRB Apply Online ওয়েবসাইটে ভিজিট করুন।
২) আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে Submit অপশন এ ক্লিক করুন।
৩) নিচের দিকে যাবতীয় তথ্যগুলি দেখতে পাবেন। যেমন – আপনার Application Number, নাম, বাবার নাম, ইমেইল আইডি।
এই পদ্ধতি ফলো করে আপনি খুব সহজেই আপনার Application Number টি পেতে পারেন।
পরীক্ষার দিনে কী নিয়ে যেতে হবে?
পরীক্ষার দিনে আপনাকে নিতে হবে:
- অ্যাডমিট কার্ড (Print Copy)
- আধার কার্ড (Original)
- পাসপোর্ট সাইজের রঙ্গিন ফটো
পরীক্ষার সেন্টারে কী নিষিদ্ধ?
নিচের কোনো জিনিস আনলে গুরুতর ব্যবস্থা নেওয়া হবে:
মোবাইল ফোন
স্মার্ট ওয়াচ
ডিজিটাল ঘড়ি
ক্যালকুলেটর
ইয়ার ডিভাইস / ব্লুটুথ
যেকোনো চিটিং সরঞ্জাম
উঁচু হিলের জুতো।
তাই পরীক্ষার দিনে অবশ্যই আপনার Admit Card কালার প্রিন্ট আউট, আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। এবং উপযুক্ত নিয়ম মেনে পরীক্ষা দেবেন। পরীক্ষার জন্য আগাম শুভ কামনা রইলো। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Kp constable new Notice: Download
▪️Admit Card: Download Now
▪️WBPRB Official Website: Visit Here
▪️আরো চাকরির খবর: এখানে পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।