জব কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই কার্ড বিভিন্ন ধরনের কাজে লাগে। সরকারি ১০০দিনে কাজের সাথে সাথে অন্যান্য ক্ষেত্রে এই জব কার্ড দরকার হয়। এবার আপনার যদি জব কার্ড হয়ে থাকে এবং আপনি যদি চান অনলাইন থেকে এই জব কার্ডটি ডাউনলোড করতে, অবশ্যই ডাউনলোড করতে পারবেন। কিভাবে অনলাইন থেকে জব কার্ড ডাউনলোড করবেন? কিভাবে জব কার্ডের তথ্য অনলাইনে চেক করবেন বিস্তারিত জানবো এই পোষ্টের মাধ্যমে।
Job Card Download Online| কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন?

১) প্রথমত, আপনাদের NREGA Official Website এ যেতে হবে।
২) তারপর অফিশিয়াল ওয়েবসাইট এর উপরের দিকে Login অপশন এ ক্লিক করুন। তারপর Quick Access ➡️State Reports.
৩) State Reports অপশন এ ক্লিক করার পর West Bengal অপশনে ক্লিক করুন।
৪) এবার আপনার জেলার নাম ➡️ ব্লকের নাম ➡️ পঞ্চায়েত এর নাম সিলেক্ট করুন।
৫) তারপর Gram Panchayat Reports দেখাবে। এখানে প্রথম সেকশন এর মধ্যে Job Card/Employment Register অপশনে ক্লিক করুন।
৬) আপনার পঞ্চায়েতের অধীনে যতগুলো জব কার্ড রয়েছে সম্পূর্ণ তালিকা খুলে যাবে। এখানে আপনার নাম আছে কিনা সার্চ করুন। যদি নাম থাকে নামের বামদিকে জব কার্ডের নাম্বার পেয়ে যাবেন।
৭) জব কার্ডের নাম্বার এর ওপরে ক্লিক করলে যাবতীয় তথ্য খুলে যাবে। যেমন – পরিবারের সদস্যের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন এর তারিখ, ইত্যাদি।
তাই আপনার যদি একটি মোবাইল থাকে, মোবাইল দিয়ে খুব সহজেই আপনি জব কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে ধাপে ধাপে জব কার্ড ডাউনলোড করবেন কিংবা জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন এই পোস্টে আলোচনা করেছি। যদি আপনাদের এই সম্বন্ধে কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
▪️NREGA Official Website: Visit Here
▪️সরকারি প্রকল্প: জানুন বিস্তারিত

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
 
					