সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। পোস্ট অফিসে চাকরি পাওয়ার দারুন সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়া যাবে। এখন বর্তমানে IPPB GDS Executive Recruitment 2025 এর জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। যার জন্য ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে অবশ্যই সমস্ত কিছু জেনে নাও। আজকের এই পোষ্টের মাধ্যমে এই IPPB GDS Executive Notification সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।
IPPB GDS Executive Recruitment 2025
এখন বর্তমানে IPPB অর্থাৎ Indian Post Payment Bank এর তরফ থেকে GDS Executive পোস্টে অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। IPPB ব্যাংক এ বিভিন্ন কাজের জন্য ৩৪৮ টি শূন্যপদে GDS Executive নিয়োগ করা হচ্ছে। তাই আগ্রহী প্রার্থীরা ৯ ই অক্টোবর ২০২৫ তারিখ থেকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
WBSSC Group C and D Recruitment 2025| ৮৪৭৭ টি শূন্যপদে রাজ্যের মধ্যে চাকরি
গুরুত্বপূর্ণ তারিখ
Application Start: 09/10/2025
Last Date: 29/10/2025
পোস্টের নাম
IPPB GDS Executive Recruitment 2025 নোটিফিকেশন অনুযায়ী এখানে এক্সিকিউটিভ পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। যারা তোমরা আবেদন করবে তোমাদের চাকরি Executive পোস্টে হবে।
IPPB GDS Executive Recruitment 2025 Total Vacancy (শূন্যপদ)
IPPB ব্যাংকের তরফ থেকে GDS Executive পোষ্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে। যেখানে মোট শূন্যপদ রয়েছে ৩৪৮ টি। দেশের প্রতিটি সার্কেল ও রাজ্য অনুযায়ী শূন্যপদ ভাগ করা রয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
- Andhra Pradesh Andhra Pradesh= 8
- Assam Assam= 12
- Bihar Bihar =17
- Chhattisgarh Chhattisgarh= 9
- Gujarat Dadra And Nagar Haveli= 1
- Gujarat= 29
- Haryana Haryana= 11
- Himachal Pradesh Himachal Pradesh= 4
- Jammu And Kashmir Jammu And Kashmir =3
- Jharkhand Jharkhand =12
- Karnataka Karnataka= 19
- Kerala Kerala= 6
- Madhya Pradesh Madhya Pradesh= 29
- Maharashtra Goa= 1
- Maharashtra= 31
- North East
- Arunachal Pradesh= 9
- Manipur= 4
- Meghalaya =4
- Mizoram= 2
- Nagaland =8
- Tripura =3
- Odisha Odisha= 11
- Punjab Punjab= 15
- Rajasthan Rajasthan= 10
- Tamil Nadu Tamil Nadu =17
- Telangana Telangana =9
- Uttar Pradesh Uttar Pradesh =40
- Uttarakhand Uttarakhand =11
- West Bengal( Sikkim) =1
- West Bengal = 12
Total Vacancy= 348 (GDS Executive)
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীরা এখানে IPPB GDS Executive Recruitment 2025 এর জন্য Eligible হলে আবেদন করতে পারবে।
আবেদন করার জন্য শিক্ষার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এখানে Graduation Regular/Distance থেকে করলে হবে।
বয়সসীমা (০১-০৮-২০২৫)
GDS Executive পোস্টে আবেদন করার জন্য মিনিমাম বয়স লাগবে ২০ বছর। এবং উর্ধ্ব সীমা হতে হবে ৩৫ বছর। অর্থাৎ তোমাদের বয়স সীমা যদি ২০-৩৫ বছরের মধ্যে হয়ে থাকে, এখানে আবেদন করতে পারবে। তবে বয়সসীমা ক্যালকুলেশন করতে হবে ০১-০৮-২০২৫ তারিখ অনুযায়ী।
IPPB GDS Executive Recruitment 2025 Apply Online
এখানে যোগ্য শিক্ষার্থীরা IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার আগে অফিশিয়াল নোটিফিকেশন যাচাই করতে হবে। যদি যোগ্য হয়ে থাকো এখানে অনলাইন আবেদন করতে পারো। কিভাবে অনলাইনে ধাপে ধাপে আবেদন করতে হবে নিচে আলোচনা করা হলো।
১) প্রথমত, IPPB Official Website এ যেতে হবে। তারপর নিচের দিকে এসে Apply Online অপশনে ক্লিক করতে হবে।
২) Apply Online অপশনে ক্লিক করলে আবেদন করার পোর্টাল খুলে যাবে।
৩) এবার সবার প্রথম, New Registration অপশনে ক্লিক করতে হবে, এবং রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি লাগবে।
৪) রেজিস্ট্রেশন হওয়ার পর লগইন করে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে সঠিকভাবে। এখানে ফর্ম ফিলাপ করার কয়েকটি ধাপ রয়েছে। যেমন –
- Basic information
- Photo & Signature
- Education Qualification
- Other Information
- Documents Upload
- Online Payment
৫) অনলাইন ফর্ম ফিলাপ করার পর, অবশ্যই প্রিভিউ চেক করে নেবে। যদি সমস্ত কিছু তথ্য ঠিক থাকে তাহলে ফর্মটি সাবমিট করতে হবে।
৬) ফর্মটি সাবমিট করার পর আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হওয়ার পর Application Form এর প্রিন্ট আউট বের করে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগবে।
Application Fees
GDS Executive পোস্টে আবেদন করার সময় তোমাদের অনলাইনে আবেদন পেমেন্ট করতে হবে।
আবেদন মূল্য= ৭৫০ টাকা। তুমি যেকোনো ক্যাটাগরি থেকে আবেদন করো না কেন, তোমাদের সবাইকে এই ৭৫০ টাকা ফি পেমেন্ট করতে হবে।
সিলেকশন পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি হবে। মানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র আবেদন করলেই এখানে চাকরি হবে। এবার একটাই প্রশ্ন তাহলে এখানে আবেদন করার পর সিলেকশন কিভাবে হবে?
এই IPPB GDS Executive Recruitment 2025 এর জন্য আবেদন করলে এখানে Merit অনুযায়ী সিলেকশন হবে। অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যত % নাম্বার রয়েছে ওই নাম্বারের ভিত্তিতে সিলেকশন করা হবে। গ্রাজুয়েশন নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ওই লিস্টে নাম থাকলে তোমাদের চাকরি হবে।
Note: তবে ব্যাংক চাইলে একটি অনলাইন টেস্ট নিতে পারে।
যারা বর্তমানে GDS পোস্টে কর্মরত কিংবা GDS পোস্টে কাজ করেছে, তারাই শুধুমাত্র এই Job Vacancy এর জন্য আবেদন করতে পারবে।
IPPB GDS Executive Selection
- Online Application
- Application Shortlisted
- Merit List Published
- Selected as a GDS Executive
IPPB GDS Executive Salary (বেতন মূল্য)
এখানে চাকরি পাওয়ার পর, IPPB এর থেকে প্রতি মাসে ৩০০০০ টাকা বেতন দেওয়া হবে। যা অবশ্যই খুব ভালো বেতনের চাকরি। এর সাথে বেতন প্রতিবছর বৃদ্ধি পাবে।
IPPB GDS Executive Online Apply Last Date?
পোস্ট অফিসে GDS executive পোস্টটি আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে। আবেদন চলবে ২৯ অক্টোবর ২০২৫ তারিখে।
Last Date: 29/10/2025
Frequently Asked Questions
IPPB এর পুরো নাম কি?
Indian Post Payment Bank
এখানে দুটি আলাদা সার্কেলের জন্য আবেদন করা যাবে?
না, শিক্ষার্থীকে যেকোনো একটি সার্কেল থেকে আবেদন করতে হবে।
GDS এর পুরো নাম কি?
Gramin Dak Sevak
তাই তোমরা যারা লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরি পেতে চাও, এখানে অবশ্যই আবেদন করতে পারো। এই GDS Executive পোস্টে চাকরি হলে india post payment bank এর অধীনে চাকরি হবে। যেখানে বেতন মূল্য খুব ভালো রয়েছে। তাই ইচ্ছুক শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে অনলাইনে। আবেদন করলে নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী merit ভিত্তিতে চাকরি হবে। এই চাকরি সম্বন্ধে তোমাদের কি মতামত নিচে আমাকে কমেন্ট করতে পারো। এইরকম আরো পোস্ট পাওয়ার জন্য আমাদের Examrasta অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো।
▪️IPPB Official Website: Visit Here
▪️GDS Executive: Online Apply
▪️Official Notification: Download
▪️আরো চাকরির খবর: এখানে দেখুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।