Hdfc Parivartan Scholarship: পাবেন ৭৫০০০ টাকা! কিভাবে আবেদন করবেন?

Spread the love

আমাদের দেশের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্কলারশিপ রয়েছে। যার দ্বারা মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো Hdfc Parivartan Scholarship. তোমরা যারা অন্যান্য সরকারি স্কলারশিপ এর জন্য আবেদন করেছো, তোমরা এই প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। যেখানে আবেদন করলে পড়াশোনার আর্থিক সহায়তার জন্য ৭৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। এই HDFC Scholarship এর জন্য ক্লাস ১- মাস্টার ডিগ্রী কোর্স পর্যন্ত আবেদন করা যায়। তাই তোমরা যারা ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছো, তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। তবে আবেদন করার আগে এই স্কলারশিপ সম্বন্ধে এবং কিছু গুরুত্বপূর্ণ শর্ত সম্বন্ধে জানা দরকার। যাতে আবেদন করার সময় কোনোরকম অসুবিধা না হয়।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই Hdfc Parivartan Scholarship সম্বন্ধে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো।

সম্পর্কিত পোস্ট পড়ুন

WB পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন| কি ডকুমেন্টস লাগবে?

Hdfc Parivartan Scholarship কি?

আমাদের ভারতের মধ্যে ব্যাংক গুলির মধ্যে HDFC একটি অন্যতম ব্যাংক। এই HDFC Bank এর তরফ থেকে চালু করা হয়েছে Hdfc Bank Parivartan Scholarship. যেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজের ছাত্র-ছাত্রীরা এবং এবং বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারা আবেদন করতে পারে। এই এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ প্রতি বছর দেওয়া হয়। সেই অনুযায়ী ২০২৫-২৬ সেশনের জন্য চালু হয়েছে এই HDFC Scholarship Online Apply. বর্তমানে দুস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার আর্থিক সহায়তার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।

কেন এই স্কলারশিপ দেওয়া হয়?

দেশের মেধাবী এবং গরিব ছেলেমেয়েদের আর্থিক সহায়তার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার কাজে এই টাকা লাগাতে পারে। এই টাকা পাওয়ার ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় কাজে লাগাতে পারে। এবং তারা বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারে। তাই সবার জন্য এই স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ।

Hdfc Parivartan Scholarship Eligibility (কারা আবেদন করতে পারবে?)

এখানে তিন ধরনের প্রোগ্রাম অনুযায়ী আবেদন করা যায়। এবং সেই মতো স্কলারশিপের বৃত্তি দেওয়া হয়।

  • Parivartan ECSS Programme for School Students (Merit-cum-Need Based) 2025-26
  • Parivartan ECSS Programme for Undergraduate Courses(Merit-cum-Need Based) 2025-26
  • Parivartan ECSS Programme for Postgraduate Courses(Merit-cum-Need Based) 2025-26

এবার এই প্রতিটি প্রোগ্রাম অনুযায়ী কারা কারা আবেদন করতে পারবে নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

Parivartan ECSS Programme for School Students (Merit-cum-Need Based) 2025-26

এই স্কলারশিপ প্রোগ্রাম এর জন্য প্রথম শ্রেণী থেকে- দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী, আইটিআই, স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা এবং পলিটেকনিক ছাত্র-ছাত্রীরা ও আবেদন করতে পারে।

তবে আবেদনকারী কে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলতে হবে।

  • অবশ্যই  ভারতীয় নাগরিক হতে হবে।
  • শিক্ষার্থীকে পূর্ববর্তী ক্লাসে ৫৫% নাম্বার পেয়ে পাস করতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার নিচে হতে হবে।
  • আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের আগে অগ্রাধিকার দেওয়া হবে।

Parivartan ECSS Programme for Undergraduate Courses(Merit-cum-Need Based) 2025-26

শিক্ষার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ডিগ্রী কোর্স এবং পেশাদার কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে। সাধারণ কোর্স যেমন – BA, BSC, BCOM,BCA, etc. এবং পেশাদার কোর্স যেমন – B.tech, MBBS, LLB, Nursing,etc.

  • অবশ্যই  ভারতীয় নাগরিক হতে হবে।
  • পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসে ৫৫% নাম্বার পেয়ে পাস করতে হবে।
  • আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের আগে অগ্রাধিকার দেওয়া হবে।

Parivartan ECSS Programme for Postgraduate Courses(Merit-cum-Need Based) 2025-26

শিক্ষার্থীদের পোস্ট গ্রাজুয়েশন কোর্স এ সাধারণ কোর্স অথবা পেশাদার কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে। সাধারণ কোর্স যেমন – MA, Mcom, etc. পেশাদার কোর্স যেমন – M.tech, MBA, etc

  • ভারতীয় নাগরিক হতে হবে।
  • পূর্ববর্তী ক্লাসে ৫৫% নাম্বার পেয়ে পাস করতে হবে।

Hdfc Parivartan Scholarship Benefits (কত টাকা বৃত্তি দেওয়া হবে?)

এবার কোন কোর্স নিয়ে পড়লে কত টাকা স্কলারশিপ বৃত্তি পাওয়া যাবে নিচে আলোচনা করা হয়েছে।

Course NameScholarship Amount
Class 1-615000/- Rupees
Class 7- 12, Diploma, ITI, Polytechnic18000/- Rupees
General Undergraduate Courses30000/-Rupees
Professional Undergraduate Courses50000/-Rupees
General Post Graduate Courses35000/-Rupees
Professional Post Graduate Courses75000/-Rupees

কি কি ডকুমেন্টস লাগবে?

যেকোনো স্কলারশিপের আবেদন করতে হলে সঠিক ডকুমেন্টস লাগে। কারণ ডকুমেন্টস ভুল হলে Application Form রিজেক্ট হয়। তাই সঠিক ডকুমেন্টস এবং সঠিকভাবে আবেদন করলেই স্কলারশিপের টাকা পাওয়া যায়। এবার এই HDFC Parivartan scholership এর জন্য কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, নিচে আলোচনা করা হলো।

১) Passport size photo: আবেদনকারীর রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি দরকার অনলাইন আবেদন করার সময়। ছবি অবশ্যই তিন মাসের মধ্যে তোলা হতে হবে। বেশি পুরনো ছবি হলে হবে না।

২) Previous Year Marksheet: শিক্ষার্থী যে ক্লাস কিংবা যে কোর্সের জন্য এই স্কলারশিপে আবেদন করছে, তার পূর্ববর্তী ক্লাসের মার্কশিট লাগবে। এই মার্কশিট দেখেই প্রমাণ হবে শিক্ষার্থী এই স্কলারশিপ এর জন্য যোগ্য কিনা।

৩) Identity Proof Documents: পরিচয় পত্রের প্রমাণ হিসাবে ডকুমেন্টস সাবমিট করতে হবে। যেমন – আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি।

৪) Current year Admission Proof: শিক্ষার্থী যে ক্লাসে কিংবা যে কোর্সে ভর্তি হয়েছে, তার প্রমাণপত্র হিসাবে Admission Receipt, Admission latter, etc লাগবে।

৫) Bank Account Details: আবেদনকারীর একটি ব্যাংক পাস বই লাগবে। যেখানে টাকা পাঠানো হবে। তবে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে।

৬) Income Proof: পারিবারিক আয়ের প্রমাণপত্র হিসাবে ইনকাম সার্টিফিকেট দরকার। গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, DM, SDM, Ward Counsellor সার্টিফিকেট এর মধ্যে যেকোনো একটি থাকলে হবে।

৭) তাছাড়া, পারিবারিক আর্থিক সংকটের কোনো প্রমাণপত্র থাকলে দিতে পারো। তবে এটি বাধ্যতামূলক নয়।

How To Apply For HDFC Parivartan Scholarship (কিভাবে আবেদন করবেন?)

এই HDFC Scholarship এর জন্য তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন সঠিকভাবে করলেই টাকা পাওয়া যাবে। এবার তোমরা দেখে নাও কিভাবে ধাপে ধাপে অনলাইন আবেদন করতে হয়।

১) প্রথমত, Buddy 4 Study এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং রেজিস্ট্রেশন না করে থাকলে এর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে করতে পারো।

২) এবার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ করার পর Login করতে হবে।

৩) login হওয়ার পর HDFC Parivartan ECSS Programme এর জন্য ফর্ম ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ করার সময় যাবতীয় তথ্যগুলি সঠিকভাবে দিতে হবে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ক্যাটাগরি, বাবার নাম, ইত্যাদি।

৪) ফর্মটি সঠিকভাবে পূরণ হয়ে যাওয়ার পর প্রিভিউ চেক করতে হবে এবং নির্দিষ্ট ডকুমেন্টস আপলোড করতে হবে।

৫) সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করার পর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে।

Tips: আবেদন ফর্মটি সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে ভেরিফাই অথবা চেক করে নেবেন।

Hdfc bank Parivartan ECS scholarship Selection Procedure

এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে অনলাইন আবেদন করলে কিভাবে আমাদের সিলেকশন করা হবে?। এই স্কলারশিপের সিলেকশন পদ্ধতি কয়টি ধাপে করা হয়। তা নিয়ে নিজে আলোচনা করা হলো।

১) Shortlisted Candidates: প্রথমত শিক্ষার্থীদের আবেদন ফর্ম বাছাই করা হয় তাদের যোগ্যতা অনুযায়ী। অর্থাৎ এই স্কলারশিপ এর জন্য যে eligibility Criteria রয়েছে তা পূরণ করলে, শিক্ষার্থীদের Shortlisted করা হয়।

২) Documents Verification: অনলাইন আবেদন করার সময় যে ডকুমেন্টস দিয়ে তথ্যগুলি দিয়েছো, ওই সমস্ত ডকুমেন্টস ভেরিফাই কিংবা যাচাই করা হবে। ডকুমেন্টস কোনো ভুল থাকলে তোমাকে এই স্কলারশিপ থেকে বাতিল করা হবে।

৩) Personal Interview: ডকুমেন্টস ভেরিফিকেশনে পাস করলে ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউতে।

৪) Final List: শেষ পর্যায়ে একটি ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। এই লিস্টে যে সমস্ত শিক্ষার্থীদের নাম থাকবে তারা স্কলারশিপের বৃত্তি পাবে।

HDFC Bank Parivartan Scholarship Last Date 2025

এই স্কলারশিপের জন্য এখন বর্তমানে আবেদন করা যাবে। আগের যে তারিখ দেয়া হয়েছিল ওই শেষ তারিখ বাড়ানো হয়েছে। এখন বর্তমানে নতুন তারিখ অনুযায়ী এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ হলো – ৩০/১০/২০২৫ তারিখ। অর্থাৎ ৩০ শে অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

Desclaimer: এই HDFC স্কলারশিপের আবেদন করার আগে নিজে সমস্ত কিছু তথ্য চেক করে নেবে। HDFC Parivartan এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত বিস্তারিত জানতে পারো।

Frequently Asked Questions

HDFC Bank Parivartan Scholarship কি?

এই স্কলারশিপ HDFC Bank এর তরফ থেকে দেওয়া হয়। গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবে?

মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা, যারা প্রথম শ্রেণী থেকে মাস্টার ডিগ্রী কোর্স গুলোর মধ্যে যেকোনো একটি কোর্সে পড়াশোনা করছে।

এই HDFC Scholarship এ কত টাকা পাওয়া যাবে?

শিক্ষার্থীদের কোর্স অনুযায়ী টাকা দেওয়া হয়। ১৫০০০ টাকা থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।

আমি অন্য স্কলারশিপের টাকা পেলে কি এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবো?

হ্যাঁ, এটি একটি প্রাইভেট স্কলারশিপ। তাই অন্য স্কলারশিপের আবেদন করার পরও এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

উপসংহার (conclusion)

তাই তোমরা যারা শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে কিংবা বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করছো, অবশ্যই এখানে আবেদন করতে পারো। তবে অবশ্যই আবেদন করার জন্য পূর্ববর্তী ক্লাসে ৫৫ % নাম্বার থাকতে হবে। এবং পারিবারিক আয় ২.৫ লাখ টাকার নিচে হতে হবে। এই স্কলারশিপ মেধাবী ও দুস্থ পরিবারের ছেলেমেয়েদের জন্য দেওয়া হয়। এই HDFC Parivartan Scholarship এর অনলাইন আবেদন করার জন্য Buddy 4 Study এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আর যদি এই স্কলারশিপ সম্বন্ধে কোনো তথ্য জানতে চাও নিচে আমাকে কমেন্ট করতে পারো।

HDFC Parivartan Scholarship Online Apply 2025

▪️HDFC Parivartan Official Website; Visit Here

▪️Buddy 4 Study Website: Apply Here

▪️আরো সরকারি প্রকল্প: জানুন বিস্তারিত

আরো পোস্ট পড়ুন

পশ্চিমবঙ্গের সেরা পাঁচটি স্কলারশিপ| জানুন বিস্তারিত তথ্য


Spread the love

2 thoughts on “Hdfc Parivartan Scholarship: পাবেন ৭৫০০০ টাকা! কিভাবে আবেদন করবেন?”

Leave a Comment