Graphics Design শিখে ঘরে বসে আয়! (With Mobile Tips)

Spread the love

বর্তমানে ঘরে বসে মোবাইল ব্যবহার করেই Graphics Design শেখা এবং অনলাইনে আয় করা সম্ভব। আপনি যদি যেকোনো Design তৈরি করতে ভালোবাসেন এবং একটি স্মার্টফোন থাকে, তাহলে কোনও কম্পিউটার ছাড়াও মোবাইল অ্যাপ ব্যবহার করে Freelancing, সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি, বা Design Marketplace এ কাজ করে ইনকাম শুরু করতে পারেন।

Graphics Design শিখে ঘরে বসে আয়

মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে টাকা আয় করার পদ্ধতিটি খুবই জনপ্রিয়।বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) শুধু একটি স্কিল নয়, বরং এটি ঘরে বসে আয়ের একটি শক্তিশালী মাধ্যম। বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

So, এই পোস্টের মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য জানবো কীভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখবেন এবং কীভাবে অনলাইনে কাজ করে আয় করবেন — একদম শুরু থেকে শেষ পর্যন্ত।

Graphics Design কী?

Graphics Design মানে হলো একটি সৃজনশীল পদ্ধতি যেখানে ছবি এবং নকশা মিশিয়ে একটি Communication অথবা সংযোগ স্থাপন করা হয়। এবার Graphics Design তৈরি করার জন্য রং, টাইপোগ্রাফি, Layout, এবং ছবি ব্যবহার করে বিভিন্ন Massage উপস্থাপন করা হয়। যেকোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে এবং সহজ সরল ভাবে উপস্থাপন করার জন্য এই Design তৈরি করা হয়।

e.g. – সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, পোস্টার, লোগো, ফ্লায়ার, ই-বুক কভার, ইউটিউব থাম্বনেইল ইত্যাদি।

 

মোবাইল দিয়ে Graphics Design শেখা কি সম্ভব?

Mobile দিয়ে শেখা সম্ভব কি?

অবশ্যই সম্ভব। আজকের দিনে এমন অনেক মোবাইল অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই Professional Graphics ডিজাইন তৈরি করতে পারবেন। But এটি শেখার জন্য কোনোরকম কম্পিউটারের দরকার নেই। শুধু একটি স্মার্টফোন এবং ভালো internet Connection থাকলেই খুব সহজেই এই ডিজাইন শিখতে পারবেন।


কোন ধরনের মোবাইল থাকলে ভালো হয়?

তবে আপনার মোবাইল দিয়ে এই গ্রাফিক্স ডিজাইন Learning এর জন্য Or গ্রাফিক্স ডিজাইন তৈরি করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে যেমন –

  • একটি Android/iOS Phone
  • 4GB RAM কিংবা তার বেশি হলে খুব ভালো হয়।
  • একটি Stylus Pen থাকলে খুব ভালো।
  • Canva, PixelLab, Adobe Express App গুলো যাতে আপনার মোবাইলে খুব ভালোভাবে কাজ করে।
  • Cloud Storage ব্যবহার করতে হবে, e.g.- Google Drive/ Dropbox
  • 5.5 inch Screen অথবা এর বেশি হলে খুব ভালো।

মোবাইলে Graphics Design শেখার সেরা App

মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য and Graphics Design তৈরি করার জন্য অনেক অ্যাপ রয়েছে কিন্তু তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় এবং User Friendly কিছু অ্যাপের কথা নিচে বলা হলো।

Best Apps for Beginners

Canva App

ডিজাইন শেখার জন্য এবং Design তৈরি করার জন্য Canva App সব থেকে বেশি জনপ্রিয়, যেখানে আপনি খুব সহজেই YouTube Thumbnail, Logo, Banner, Social media post, ফ্লায়ার , poster, ইত্যাদি করা যাবে, তার সাথে সাথে এখানে হাজার হাজার Pre-made Template এবং Free Elements রয়েছে যা দিয়ে আপনি একটি ভাল ডিজাইন তৈরি করতে পারবেন।

PixelLab App

এই অ্যাপটি User Friendly এবং মোবাইল User দের জন্য খুবই উপকারী। এখানে আপনি YouTube Thumbnail, Logo, sticker, 3D Text, Remove Background , Shape তৈরি করতে পারবেন।

Snapseed App

যদি আপনি কোনো ছবি Professional Level এর Editing করতে চান তাহলে এটি আপনার জন্য খুব ভালো হবে। এখানে Colour Correction, Lighting, Layer Work করতে পারবেন Advance level এ।

Adobe Express

Professional Design এর জন্য এটি একটি ভালো App, বিশেষ করে Social media Content তৈরি করার জন্য।

Infinite Design

So, এটি একটি খুব ভালো App, যেখানে – বিভিন্ন Design, Vector illustration, Drawing, ইত্যাদি করা যায়।

Desygner

এটি Canva App বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখানে আপনি Poster Design, Banner, flyers, Social media content, Advertising Material, PDF Editing, Resume, ইত্যাদি আরো অনেক ধরনের Design করতে পারবেন।

Photopea(Online)

এটি অনলাইন Browser এ করতে হয়। এটি কিছুটা Snapseed App এর মতো, যেখানে আপনি Photo Resize, Colour Adjusting, Filter, Remove Background, এবং Simple Graphics ব্যবহার করতে পারবেন।


আপনার জন্য– কোনটা ভালো?

আপনি যদি একটি অ্যাপের মধ্যে সমস্ত কিছু করতে চান e.g. – Social media content, Advertising Material, Banner, Logo, Flyers, Graphics, Presentation, Free Template, Free Useful Elements, etc more, তাহলে আপনি Canva App এবং Desygner App ব্যবহার করতে পারেন।

কীভাবে শিখবেন Graphics Design? (Learning Guide)

শেখার সহজ উপায় কী?

গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য অনেক ছোট-বড়ো কোর্স রয়েছে। But আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে এই গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। কিভাবে ফ্রিতে আপনি এই গ্রাফিক্স ডিজাইন শিখবেন নিচে এই সম্বন্ধে তথ্য দেয়া হলো-

Basic Concepts জানুন

গ্রাফিক্স ডিজাইন শেখার আগে অবশ্যই আপনাদের এই ডিজাইন সম্বন্ধে সাধারণ কিংবা বেসিক ধারণা থাকতে হবে e.g. – Layout কি এবং কিভাবে কাজ করে?, Colour, Typography, Contrast , White space এগুলি কি এবং কেন দরকার ইত্যাদি।

App Interface সম্মন্ধে জানুন

উপরের দেওয়া সমস্ত অ্যাপগুলির মধ্যে আপনি যে অ্যাপটি আপনার মোবাইল ফোনে ব্যবহার করবেন ওই অ্যাপ সম্বন্ধে ভালোভাবে জানুন ,কোনটার কি কাজ কোনটা কিভাবে কাজ করে? কোন অপশনে কি রকম কাজ হয় বিভিন্ন এলিমেন্ট এবং বিভিন্ন Pre-made Template নিয়ে কাজ করুন।

Practice শুরু করুন

শুধু শিখলে হবেনা, আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার জন্য আপনি যে অ্যাপটি ব্যবহার করে ডিজাইন শিখছেন ওই অ্যাপের মাধ্যমে প্রতিদিন একটি করে ডিজাইন তৈরি করে প্র্যাকটিস শুরু করুন। এবার শুরুর দিকে অনেক ভুল হবে কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে আরো ভালোভাবে শেখার চেষ্টা করুন এবং প্র্যাকটিস করুন।


Practice & YouTube Tutorial – একটা ভালো শুরু

এখন বর্তমানে আধুনিক যুগে কোনো কিছু শেখার জন্য কিংবা ওই সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন Social media গুলির মধ্যে Youtube এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যেকোনো বিষয়ে শিখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। তার জন্য আপনি ইউটিউবে এই গ্রাফিক্স ডিজাইন নিজের বাংলা ভাষায় শিখে নিতে পারেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে।

এবার আপনি যে অ্যাপ থেকে ডিজাইন শিখছেন কিংবা প্র্যাকটিস করছেন ওই অ্যাপ সম্বন্ধে youtube এ সার্চ করুন যেমন- “Canva Graphics Design Tutorial”- তাহলে অনেক ভিডিও দেখাবে যেখান থেকে আপনার মন পছন্দ অনুযায়ী টিউটোরিয়াল ভিডিও দেখে শিখতে পারবেন।

কোথায় Graphics Design করে আয় করবেন?

এবার শুধু শিখলেই তো আর হবে না, আপনাকে ইনকাম করতে হবে কিংবা আয় করতে হবে তাই এই গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে কোথা থেকে আয় করবেন নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

Upwork Freelancing Platform

Freelancing Platforms for Beginners

Graphics Design শিখে ঘরে বসে আয় করার জন্য Freelancing Platform আপনাদের জন্য সবথেকে ভালো। কারণ Freelancing এর বিভিন্ন প্লাটফর্ম রয়েছে যেখানে আপনার ডিজাইন আপলোড করে এবং সেল করে ইনকাম করতে পারবেন।

নিচে কয়েকটি Freelancing Platform এর নাম দেওয়া হলো-

  • Fiverr
  • Upwork
  • Freelancer.com
  • Guru.com
  • People per Hour


Social Media থেকেও Client পাওয়া যায়

1.এখন বর্তমানে বিভিন্ন Social Media গুলির মধ্যে youtube, Facebook, Instagram একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম, যেখানে আপনি অনেক Client পাবেন, এই টাকা ইনকাম করতে পারবেন।

তবে Clients পাওয়ার জন্য আপনাকে YouTube, Facebook, Instagram এ Profile তৈরি করতে হবে এবং প্রতিদিন পোস্ট শেয়ার করতে হবে।

2. তাছাড়া আপনি চাইলে, আপনার এলাকার মধ্যে ছোট ব্যবসা, দোকান, কোচিং সেন্টার, ইত্যাদির জন্য Flyers Design, Poster, ও অন্যান্য design তৈরি করে দিতে পারেন।

3. এছাড়াও নিজের Digital Product বিক্রি করে ইনকাম করতে পারেন। যেমন – Logo Template, Social media content, Instagram story design, Custom Logo design pack, etc.

বিভিন্ন Micro Marketplace

Micro মানে ছোটো, অর্থাৎ ছোটো Marketplace এ আপনার তৈরি করা ডিজাইন Upload করে Passive Income করতে পারবেন। শুধুমাত্র একবার আপনার গ্রাফিক্স ডিজাইন গুলি আপলোড করবেন, এবং আপনার ডিজাইন যতবার মানুষজন ডাউনলোড করবে আপনার ততবার টাকা ইনকাম হতে থাকবে।

বিভিন্ন নামিদামি কিছু Micro Marketplace:

  • Adobe stock
  • Shutterstock
  • Alamy
  • Freepik
  • Istock
  • Getty images

📷 ছবি বিক্রি করে ইনকাম করুন!

Mobile দিয়ে Graphics Design – Requirment

মোবাইল Configuration কেমন হওয়া দরকার?

  • 4 GB RAM তবে এর বেশি হলে আরো ভালো হয়।
  • 5.5 Inch Screen (Full HD)
  • Good Storage Option Available(Storage Minimum 64 GB)


ভালো ডিজাইনের জন্য কি কি লাগবে?

  • Good Internet Connection
  • Stylus Pen For Better Experience
  • User Friendly Designer App(Like – Canva)

Frequently Asked Questions

Q1. Graphics Design শিখে ঘরে বসে আয় করার জন্য কম্পিউটার দরকার?

Ans: না, কম্পিউটার না থাকলেও মোবাইল দিয়ে এই ডিজাইন শেখা এবং ডিজাইন তৈরি করা সম্ভব।

Q2. Graphics Design শিখতে কথা সময় লাগে?

Ans: মিনিমাম ১৫-২০ দিন, কিন্তু আরো ভালোভাবে শেখার জন্য ২-৩ মাস শেখার জন্য সময় দিতে পারবেন।

Q3. গ্রাফিক্স ডিজাইন শিখতে কত টাকা লাগে?

Ans: Beginner Level এ মোবাইল দিয়ে শেখার জন্য কোনরকম টাকা লাগেনা আপনি সম্পূর্ণ ফ্রিতে এই ডিজাইন শিখতে পারেন। তবে যদি আপনি Advence Level এর Graphics Design শিখতে চান তাহলে 5000- 50000 টাকা পর্যন্ত খরচ হতে পারে।

Conclusion

তাই আপনি যদি মোবাইল দিয়ে এই গ্রাফিক্স ডিজাইন ফ্রিতে শিখে Earning করতে চান বাড়িতে বসে, তাহলে অবশ্যই আজ থেকে শেখা শুরু করুন এবং প্র্যাকটিস করুন এবং ইনকাম শুরু করুন। তবে যদিও আপনাকে অবশ্যই সময় দিতে হবে কারণ যে কোন জিনিস শিখতে হলে এবং ওই বিষয়ে Experience করতে হলে আপনাকে সময় দিতেই হবে।

তবে একটি কথা, এই গ্রাফিক্স ডিজাইনের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল তাই আজই শুরু করুন এই গ্রাফিক্স ডিজাইন আপনার মোবাইল দিয়ে। পরে যখন আপনি ইনকাম শুরু করবেন, চাইলে কম্পিউটার কিনে আরো Advance level Design করতে পারেন।

তাই আপনার Graphics Design ক্যারিয়ারে আপনাকে আগাম শুভেচ্ছা। ধন্যবাদ।

 

কিভাবে YouTube Channel খুলে ইনকাম করবেন?: বিস্তারিত পড়ুন

 

আমাদের Website Hompage: Visit Here

আরো এইধরনের পোস্ট: এখানে পড়ুন

Latest Govt Scheme: Details Information

Career Related Post: Visit Here

 


Spread the love

1 thought on “Graphics Design শিখে ঘরে বসে আয়! (With Mobile Tips)”

Leave a Comment