সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর, এখন বর্তমানে ভারত সরকারের তরফ থেকে নতুন যোজনা চালু করা হয়েছে যার নাম ফ্রি কোচিং যোজনা। এই যোজনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা পেতে পারেন। এবং যার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। তবে অনলাইন আবেদন করার আগে অবশ্যই যোগ্যতা যাচাই করতে হবে। এই Free Coaching Yojana এর বিভিন্ন শর্ত উল্লেখ করা হয়েছে, ওই শর্ত পূরণ করলেই টাকা দেওয়া হবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই ফ্রি কোচিং যোজনা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।
Free Coaching Yojana কি?
Free Coaching Yojana হল কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীরা বিনামূল্যে কোচিং করার সুযোগ পান। সরকার এই স্কিমের মাধ্যমে UPSC, SSC, Railways, Banking, NEET, JEE এবং রাজ্যস্তরের বিভিন্ন পরীক্ষার জন্য মানসম্মত কোচিং দেওয়ার ব্যবস্থা করে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল যোগ্য কিন্তু অর্থের অভাবে কোচিং করতে না পারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। অনেক স্কিমে কোচিং ফি ছাড়াও স্টাইপেন্ড পর্যন্ত দেওয়া হয়, যাতে পড়াশোনার সময়েও আর্থিক চাপ না পড়ে।
সরকার অনুমোদিত কোচিং সেন্টারে ভর্তির সুযোগ পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হয়।
সোজা কথায়, Free Coaching Yojana হল একটি সুযোগ যেখানে টাকা ছাড়াই উচ্চ মানের কোচিং নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করা যায়।
কারা কারা আবেদন করতে পারবে? Free Coaching Yojana Eligibility Criteria
১) আর্থিকভাবে দুর্বল পরিবার
যাদের পরিবারের বার্ষিক আয় সাধারণত ৮ লক্ষ টাকার নিচে, তারা এই স্কিমের জন্য যোগ্য। কিছু রাজ্যে আয়সীমা আরও কম হতে পারে।
২) SC / ST / OBC / Minority ক্যাটেগরির প্রার্থীরা
কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বেশিরভাগ ফ্রি কোচিং স্কিম মূলত এই ক্যাটেগরির ছাত্রছাত্রীদের জন্য।
তবে কিছু রাজ্যে General Category-র দরিদ্র ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারে।
তাই সবার প্রথমেই ছাত্র-ছাত্রীদের Community/ Caste List চেক করতে হবে। যদি তার community/caste লিস্টের মধ্যে থাকে তাহলেই সে আবেদন করতে পারবে।
👉 রাজ্য অনুযায়ী Community/Caste List: Download Now
৩) এই স্কিমের জন্য যোগ্য হতে প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস হতে হবে অথবা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত থাকতে হবে।
৪) প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা
যেমন:
UPSC
SSC
Railway
Banking
JEE
NEET
State PSC
Police, Teacher, Clerk ইত্যাদি
৫) বয়স ও যোগ্যতার শর্ত পূরণকারী
যে পরীক্ষার জন্য কোচিং নেওয়া হবে, সেই পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা মানতে হবে।
৬) আগে থেকে কোনো পেইড কোচিং না নেওয়া প্রার্থী
অনেক স্কিমেই বলা থাকে, আপনি এর আগে সরকার অনুমোদিত নয় এমন অন্য কোনো কোচিং নিলে এই সুবিধা পাবেন না।
৭) স্থানীয় বাসিন্দা (Domicile)
রাজ্য সরকারের Free Coaching Yojana-তে আবেদন করতে হলে সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কোন কোর্সে কত সহায়তা পাবেন? Free Coaching Yojana Fees Assistance
| Course Name | Maximum Course Fees | Minimum Duration of the Course (in months) |
| RRB And State Police | ₹40,000/- | 06 Months |
| Banking / Insurance / CLAT | ₹50,000/- | 06 Months |
| JEE Mains & NEET | ₹1,20,000/- | 09 Months |
| TOEFL / SAT | ₹35,000/- | 03 Months |
| CA-CPT | ₹75,000/- | 09 Months |
| CPL Courses | ₹30,000/- | 06 Months |
| NDA | ₹50,000/- | 03 Months |
কি কি ডকুমেন্টস লাগবে? Required Documents List For Free Coaching Yojana 2025
১) সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
4.5 cm × 3.5 cm
ফটো সাইজ 100 KB-এর কম হতে হবে
২) পরিচয় প্রমাণ (ID Proof)
Voter ID Card
জন্ম সনদ
রেশন কার্ড
(এগুলোর যেকোনো একটি)
৩) DNT/NT/SNT সার্টিফিকেট
DNT, NT বা SNT উপজাতির প্রমাণপত্র
অথবা কাস্ট সার্টিফিকেটে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে আবেদনকারী এই কমিউনিটির
সার্টিফিকেট Tehsildar/BDO/অথবা উপযুক্ত সরকারি কর্তৃপক্ষ থেকে নিতে হবে
(লিস্ট দেওয়া আছে সরকারি PDF-এ)
৪) মাধ্যমিকোত্তর শিক্ষার প্রমাণ
ক্লাস ১২ পাশ হলে 12th Marksheet
বর্তমানে ক্লাস 12-এ পড়লে এই বছরের Admission Proof
৫) পরিবারের আয়ের প্রমাণ (Income Proof)
নিচের যেকোনো একটি লাগবে:
Tehsildar-এর নিচের পদমর্যাদার নয় এমন Revenue Officer কর্তৃক দেওয়া Income Certificate
মা-বাবা চাকরিজীবী হলে তাঁদের Employer থেকে আয়ের সার্টিফিকেট
চাকরিজীবী বাবা-মার ক্ষেত্রে অতিরিক্ত আয়ের উৎস থাকলে Revenue Officer থেকে Consolidated Income Certificate
৬) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য
Aadhaar-linked ব্যাংক অ্যাকাউন্ট
ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি
৭) কোচিং ইনস্টিটিউট থেকে Admission Confirmation Letter
ইনস্টিটিউট নিশ্চিত করবে যে আপনাকে ভর্তি করা হবে
ফি বা কোচিং চার্জ উল্লেখ থাকা ভালো
৮) নিজ দায়িত্বে ঘোষণাপত্র (Self Declaration)
অন্য কোনো সরকারি স্কিম থেকে আর্থিক সাহায্য নিচ্ছেন না—এটি লিখিতভাবে ঘোষণা করতে হবে
৯) Disability Certificate (যদি প্রযোজ্য হয়)
যদি আবেদনকারী 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধী হন
সরকারি অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া PwD Certificate প্রয়োজন
কিভাবে আবেদন করবেন? Free Coaching Yojana Online Apply 2025
এই দুজনার সুযোগ সুবিধা পাবার জন্য সঠিকভাবে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে অনলাইন আবেদন করতে হবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১) প্রথমত buddy4study official website এ ভিজিট করুন।
২) আবেদন করার আগে যাবতীয় তথ্য, যেমন- যোগ্যতা, সুযোগ সুবিধা, বিভিন্ন শর্তগুলি চেক করুন।
৩) তারপর অনলাইন আবেদন করার জন্য Apply Now অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজ খুলবে যেখানে আপনাকে নাম, e-mail ID, mobile no, password দিয়ে signup করতে হবে।
৫) তারপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৬) এবার Start Application অপশনে ক্লিক করুন তাহলে পরবর্তী আবেদন ফর্মটি খুলে যাবে।
৭) আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করুন এবং যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফর্মটি সাবমিট করুন।
৮) Application Form ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই একবার রিভিউ চেক করে নেবেন।
৯) আবেদন ফর্মটি সাবমিট করার পর ফর্মের Receipt ডাউনলোড করে কাছে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।
Frequently Asked Questions
১) Free Coaching Yojana কী?
এটি সমাজ ন্যায় ও অধিকারিতা মন্ত্রকের একটি বিশেষ স্কিম, যেখানে DNT, NT এবং SNT শ্রেণির শিক্ষার্থীরা বিনামূল্যে কোচিং সুবিধা পায়। সরকারি বা স্বীকৃত কোচিং সেন্টারের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।
২) কারা এই যোজনায় আবেদন করতে পারবে?
যে শিক্ষার্থীরা DNT/NT/SNT কমিউনিটির, পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকা বা তার কম, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং করতে চায়, তারা আবেদন করতে পারবে।
৩) কোচিং ফি কত পর্যন্ত সরকার দেয়?
সরকার নির্ধারিত সীমা অনুযায়ী কোচিং ফি প্রদান করে। বিভিন্ন কোর্সের জন্য ফি সহায়তা আলাদা, যেমন UPSC, SSC, Banking বা অন্যান্য কোর্সের জন্য নির্দিষ্ট পরিমাণ ফি রিইম্বার্স করা হয়।
৪) আবেদন করতে কি নথি লাগবে?
পরিচয়পত্র, ক্যাস্ট সার্টিফিকেট (DNT/NT/SNT), আয় সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, এবং কোচিং সেন্টারের অ্যাডমিশন লেটার লাগবে।
৫) আবেদন প্রক্রিয়া কীভাবে হয়?
আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যায়। অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করতে হয়। তারপর প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করতে হয়। যাচাইয়ের পর নির্বাচিত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়।
তাই যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন চাকরির জন্য কোচিং সেন্টারে প্রস্তুতি নিচ্ছে, তারা চাইলেই এই যোজনার জন্য আবেদন করতে পারে। এই যোজনার জন্য আবেদন করার পর সরকারের তরফ থেকে টাকা দিয়ে সহায়তা করা হবে।
▪️Free Coaching Yojana: বিস্তারিত তথ্য
▪️Online Apply: Official Website
▪️সরকারি প্রকল্প: আরো পোস্ট পড়ুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।