ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড: জানুন অনলাইন পদ্ধতি (West Bengal)

Spread the love

এখন আপনারা খুব সহজেই আপনার মোবাইল থেকে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসেই এই কাজটি অনলাইনে করতে পারবেন। আপনি যদি রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন করে থাকেন, আপনার রেশন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। তাই কিভাবে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করবেন তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ডিজিটাল রেশন কার্ড কী?

ডিজিটাল রেশন কার্ড হলো রেশন কার্ডের অনলাইন কপি। যা অনলাইন থেকে ডাউনলোড করা যায়। সরকারি সমস্ত রকম সার্ভিস জনগণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এই ডিজিটাল ব্যবস্থা চালু হয়েছে। যেমনভাবে, আমরা আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি কার্ড গুলি অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারি, তেমনিভাবে এই রেশন কার্ড ও অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করা যায়। এই ডিজিটাল রেশন কার্ড আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। এবং আপনি এই ডিজিটাল রেশন কার্ড দিয়ে রেশন দোকান থেকে চাল, ডাল,আটা, ইত্যাদি সংগ্রহ করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

ই-শ্রম কার্ড কি? কি কি সুবিধা পাবেন? সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি| বিস্তারিত তথ্য

এর সুবিধা এবং গুরুত্ব

ডিজিটাল রেশন কার্ডের গুরুত্বটা অনেকখানি। এই ডিজিটাল রেশন কার্ডের সুযোগ সুবিধা অনেক ধরনের রয়েছে। নিচে আলোচনা করা হলো।

১. সব সময় মোবাইলে রাখা যায়

২. হারিয়ে গেলে সহজেই ডাউনলোড করা যায়

৩. সরকারি কাজে সমানভাবে গ্রহণযোগ্য

ডাউনলোডের আগে কী কী প্রয়োজন?

আপনারা রেশন কার্ডটি ডিজিটাল ভাবে ডাউনলোড করার জন্য মাত্র দুটি জিনিসের প্রয়োজন হবে। যেমন –

১) আপনার রেশন কার্ড নম্বর

এটি ৮-সংখ্যার ডিজিটাল নম্বর, যা আপনার পুরানো রেশন কার্ড বা SMS-এ পাওয়া যাবে। অথবা যদি আপনি নতুন রেশন কার্ডের আবেদন করে থাকেন, আপনার স্ট্যাটাস চেক করলে আপনি আপনার কার্ডের নাম্বার পেয়ে যাবেন। ওই কার্ডের নাম্বারটি লাগবে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার জন্য।

২) লিঙ্ক করা মোবাইল নম্বর

আপনার পরিবারের রেশন কার্ডের সঙ্গে যে সমস্ত মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বার প্রয়োজন।Register মোবাইল নম্বরে OTP যাবে। তাই সেটি অ্যাকটিভ থাকতে হবে।

ডিজিটাল রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতি (Step-by-Step)

এবার কিভাবে আপনার মোবাইল থেকে খুব সহজেই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করবেন, তা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১. প্রথমে আপনাদের https://food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. নিচের দিকে আসার পর Special Service ➡️ e-Ration Card অপশনে ক্লিক করতে হবে।

৩) পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসার পর Click To Download e-Ration Card অপশনে ক্লিক করুন।

৪) তারপর, Enter ration card number এর জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বার দিন। এবং Captcha code লিখে Search অপশনে ক্লিক করুন।

৫) আপনার পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ডের সঙ্গে যুক্ত আধার নাম্বার বের হবে। নিচের দিকে আসার পর দেখবেন রেশন কার্ডের সঙ্গে লিংক থাকা মোবাইল নাম্বার দেখাবে।

৬) আপনার পরিবারের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ওই মোবাইল নাম্বারে ওটিপি পাঠান। Send OTP অপশনে ক্লিক করুন।

৭) চার সংখ্যার ওটিপি দিয়ে Verify করুন।

৮) আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের নাম্বার এবং Download অপশন আসবে।

এবার আপনি যার ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে চান ওই সদস্যের নামের ডান দিকে ডাউনলোড অপশন ক্লিক করুন। ডিজিটাল রেশন কার্ডের পিডিএফ আপনার মোবাইলে সেভ হয়ে যাবে।

ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার পর কি করবেন?

ডিজিটাল রেশন এর PDF আপনি আপনার নিকটবর্তী জেরক্স দোকান থেকে কালার প্রিন্ট আউট করুন। আপনি চাইলে ওই রেশন কার্ডটি ছোট করে PVC card এর মতো তৈরি করতে পারেন।

তবে ডিজিটাল রেশন কার্ডটি ডাউনলোড করার পর অবশ্যই চেক করে নেবেন। আপনার নাম, জন্ম তারিখ, Dealer name, Address, সমস্ত তথ্য ঠিক আছে কিনা।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

e-Ration Card কি সব জায়গায় বৈধ?

হ্যাঁ, সরকারি কাজে এটি সম্পূর্ণ বৈধ।

রেশন কার্ড নম্বর ভুলে গেলে কী করব?

Official website-এ Search Beneficiary অপশনে গিয়ে আপনার নাম ও জেলা দিয়ে খুঁজে বের করতে পারবেন।

ডাউনলোডের জন্য কি কোনো ফি লাগে?

না, এটি সম্পূর্ণ বিনামূল্যে।

আশা করি আপনাদের খুব সহজ ভাবে বোঝাতে পারলাম, কিভাবে একটি ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে হয়। এবং রেশন কার্ড ডাউনলোড করার পর কিভাবে এটি ব্যবহার করতে হয়। যদি আপনাদের এই সম্বন্ধে কোন কিছু প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন। এই পোস্টটি পুরো পড়ার জন্য আপনাদের ধন্যবাদ।

▪️অফিশিয়াল ওয়েবসাইট: এখানে যান

▪️সরকারি প্রকল্প: বিস্তারিত তথ্য জানুন

আরো পোস্ট পড়ুন

SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন| কি কি ডকুমেন্টস লাগবে?


Spread the love

Leave a Comment