ITI কোর্স করার আগে অনেকের প্রশ্ন থাকে “ITI করে কোন চাকরি পাওয়া যায়?” এই প্রশ্নটি আজকাল অনেক ছেলে মেয়েদের মনেই ঘুরপাক খায়। অনেকের ধারণা, ITI মানেই শুধু একটি সাধারণ ডিপ্লোমা, যার পরে ওয়ার্কশপে কাজ ছাড়া অন্য কোনও option নেই। কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম! Best ITI Trade নিয়ে কোর্স করার পর বিভিন্ন ধরনের বিভিন্ন Field এ অপশন রয়েছে। এবং কাজের সুযোগ রয়েছে। যেখান থেকে আপনার Career খুব সহজেই গড়তে পারেন।
ভারত আজ “Skill India” মিশনের মাধ্যমে দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এগোচ্ছে। Industrial Training Institute (ITI)-কে কেবল একটি সার্টিফিকেট ভাবলে ভুল হবে; এটি manufacturing, infrastructure থেকে শুরু করে technology-র মতো sector-গুলিতে একটি মজবুত ভিত্তি গড়ে দিতে পারে। এই ব্লগ পোস্টে, আমরা শুধুমাত্র চাকরির তালিকা নয়, বরং কোন sector-এ সবচেয়ে বেশি opportunity আছে, বেতন কেমন, এবং ক্যারিয়ারকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়? Best ITI Trade গুলো কি কি রয়েছে ?– সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো।
গুরুত্বপূর্ণ তথ্য
এখানে ITI দুই ধরনের সার্টিফিকেট কোর্স করা যায়।
১) ITI NCVT Approved Certificate: এটি কেন্দ্র স্তরের Certificate. NCVT (National Council for Vocational Training ) যার মূল্য সব থেকে বেশি।
২) ITI SCVT Approved Certificate: এটি বিশেষ করে রাজ্য স্তরের সার্টিফিকেট। SCVT ( State Council for Vocational Training). যেমন – আমাদের পশ্চিমবঙ্গের জন্য WBSCVT অর্থাৎ West Bengal State Council for Vocational Training রয়েছে। তেমনি প্রতিটি রাজ্যের মধ্যে এইরকম Govt Body রয়েছে।
সম্পর্কিত পোস্ট
ITI পাশ করার পর Job Sectors
ITI-র সবচেয়ে বড় advantage হলো এর বিভিন্ন ধরনের সুযোগ। আপনি চাইলে সরকারি চাকরি, public sector, private company, বা নিজের business—সব দিকেই যেতে পারেন।

১. সরকারি Sector-এ ITI করে চাকরি (Government Jobs after ITI)
সরকারি sector হলো ITI পাশ candidates এর জন্য একটি দারুন সুযোগ। এখানে job security, fixed salary, এবং social security-এর সুবিধা রয়েছে।
Indian Railways
আমাদের দেশের মধ্যে সবথেকে বড় Recruitment Agency হলো Indian Railways. যার মধ্যে দিয়ে প্রতিবছর কয়েক লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী কাজের সুযোগ পায়। Railway তে Fitter, Electrician, Welder, Mechanic Motor Vehicle trade-এর candidates-দের জন্য প্রতি বছর হাজার হাজার vacancy আসে। পদগুলো হয় Technician, Junior Engineer, ইত্যাদি। তাই সরকারি চাকরিগুলির মধ্যে এটা একটি অন্যতম দারুন সুযোগ। যেখানে ITI পাশ করা ছাত্র-ছাত্রীদের চাকরির সুযোগ রয়েছে।
তাছাড়াও বিশেষ করে, রেলের Group D চাকরির ক্ষেত্রে ৯০% পোস্ট ITI Pass Candidates দের জন্য। এবার আপনি যদি ITI পাশ করার পর, Railway Apprentice করে থাকেন, তাহলে এই Group D চাকরিতে ২০% Reservation পেয়ে যাবেন।
Indian Armed Forces (Army, Navy, Air Force)
ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীতে technical trade-এ সরাসরি recruitment হয়। Electrician, Electronics Mechanic, Machinist trade-এর students-দের জন্য এটি একটি চমৎকার ক্যারিয়ার option।
BSNL, IOCL, ONGC, NTPC-র মতো Public Sector Undertakings (PSUs)
এই সংস্থাগুলো তাদের plant এবং operation-এর জন্য skilled ITI diploma holders-দের নিয়োগ করে। সাধারণত Trade Apprentice হিসাবে join করা যায়, যা পরে permanent position-এ কাপ পাওয়া যায়। যার জন্য বছরের বিভিন্ন সময় বিজ্ঞপ্তি বের করা হয়।
State Electricity Boards (WBSEDCL, DVC ইত্যাদি)
Electrician trade-এর students-দের জন্য এটি আদর্শ workplace। সরকারি ওয়ার্কশপ এবং মন্ত্রণালয়: বিভিন্ন সরকারি department-এর নিজস্ব maintenance workshop থাকে, যেখানে ITI পাস candidates-দের প্রয়োজন পড়ে।
২. Private Sector-এ ITI চাকরি (Private Sector Opportunities)
Private sector-তে opportunities এবং salary growth দুটোই অনেক বেশি। বিশেষ করে manufacturing এবং automation industry-তে ITI graduates-দের চাহিদা ব্যাপক রয়েছে।
Automobile Industry (TATA Motors, Mahindra, Maruti Suzuki)
Mechanic Motor Vehicle, Diesel Mechanic, Painter General trade-এর students-দের জন্য এই industry-তে ব্যাপক demand রয়েছে। পদ হতে পারে Assembly Operator, Service Technician, ইত্যাদি।
Electronics & Hardware Manufacturing (Samsung, LG, Foxconn)
Electronics Mechanic, IT & EMS (Electronics Mechanical System) trade-এর students-রা এই sector-তে technician, assembly line operator, quality control inspector হিসাবে কাজ পাওয়া যায়।
Power & Energy Sector (Siemens, L&T, Schneider Electric)
Electrician, Wireman, Instrument Mechanic trade-এর students-দের জন্য এই sector-তে কাজের বিশাল scope রয়েছে।
Construction & Infrastructure (L&T, DLF, Shapoorji Pallonji): Civil trade-এর students-রা Civil Supervisor, Mason, Bar Bender হিসাবে construction project-এ join করতে পারে।
Construction & Infrastructure (L&T, DLF, Shapoorji Pallonji)
Civil trade-এর students-রা Civil Supervisor, Mason, Bar Bender হিসাবে construction project-এ join করতে পারে।
Production & Manufacturing: যেকোনো factory বা production plant-এ Fitter, Turner, Machinist, Welder trade-এর professionals-দের প্রয়োজন পড়ে machine maintenance এবং production line চালানোর জন্য।
৩. স্বনিযুক্তি (Entrepreneurship)
ITI শেখার সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি চাইলে নিজেই নিজের boss হয়ে যেতে পারেন। একটি ছোট্ট ওয়ার্কশপ দিয়ে শুরু করা যায়।

Electrician trade-এর student electrical contracting-এর work নিতে পারেন।
- Mechanic trade-এর student নিজের একটি bike বা car repair shop খুলতে পারেন।
- Welder বা Fitter structural fabrication-এর work করতে পারেন।Computer Operator and Programming Assistant (COPA) trade-এর student cyber café, DTP shop, বা freelancing শুরু করতে পারেন।
- Computer Operator and Programming Assistant (COPA) trade-এর student cyber café, DTP shop, বা freelancing শুরু করতে পারেন।
তাই এখানেই বুঝতে পারছেন, কত ধরনের সুযোগ রয়েছে ITI কোর্স করার পর। তবে আপনাকে সঠিক ITI Trade নিয়ে ITI পাশ করতে হবে। যার চাহিদা পরবর্তীতে বেশি থাকবে।
- PM Kisan যোজনা কি? ৬০০০ টাকা দেওয়া হবে?
- ITI করে কোন চাকরি পাওয়া যায়? Best ITI Trade
- NEET পরীক্ষা কি? বিস্তারিত তথ্য জানুন বাংলাতে
- জেরক্স ও অনলাইন দোকান কিভাবে খুলবেন? প্রতি মাসে ২০ হাজার টাকা
- পশ্চিমবঙ্গে BDO অফিসার কিভাবে হবেন? বিস্তারিত জানুন
জনপ্রিয় ITI Trade
যখন আপনারা একটি আইটি কলেজে ভর্তি হতে যাবেন ওখানে বিভিন্ন ধরনের ট্রেড অনুযায়ী কোর্স করানো হয়। যেমন: E Group & M Group. আবার এই দুটি গ্রুপের মধ্যে Technical & Non-technical Trade রয়েছে। তবে আপনাদের সঠিক Trade নিয়ে পড়াশোনা করতে হবে, যার চাহিদা পরবর্তীতে রয়েছে। নিচে এই সম্বন্ধে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো।
Best ITI Trade List
- Electrician
- Fitter

- Diesel Mechanic : 1 বছরের কোর্স
- COPA Trade : 1 বছরের কোর্স
- Turner: 2 বছরের কোর্স
- Welder : 1 বছরের কোর্স

- RAC Mechanic
- Instrument Mechanic
- Wireman
- Mechanic (Motor Vehicle)
উপরের দেওয়া দশটি Best ITI Trade গুলি বাদেও অন্যান্য অনেক চাহিদা সম্পূর্ণ ট্রেড রয়েছে। যেগুলিতে আপনারা ITI কোর্সটি করতে পারেন।

তাই আপনার যোগ্যতা অনুযায়ী ফর্ম ফিলাপ করুন। ITI Choice Filling করার সময় আপনার বাড়ির কাছাকাছি কলেজ গুলি ( Govt ITI, Govt ITI Under PTP, IMC Quota, Private collage , Management Quota) এবং আপনার পছন্দের ITI Trade সিলেকশন করুন।
আপনি যদি জানতে চান কোন কলেজে ভর্তি হলে কোন ট্রেড নিয়ে ভর্তি হলে কত টাকা খরচ হয় ভর্তি হওয়ার সময় কত টাকা দিতে হয় এই সম্বন্ধে আপনি কমেন্ট করলে অবশ্যই একটি পোস্ট নিয়ে আসবো। কিংবা এই সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের Examhelpbangla YouTube Channel Follow করতে পারেন।
Eligibility Criteria For ITI
ITI Admission নেওয়ার জন্য আপনাকে এর যোগ্যতা সম্বন্ধে জানতে হবে। সাধারণত এখানে দুটি Group অনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হয়।
শিক্ষাগত যোগ্যতা
- E Group: শুধুমাত্র Viii পাশ যোগ্যতায় এই গ্রুপের ট্রেড গুলিতে Admission নেওয়া যায়।
- M Group: শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এই গ্রুপের ট্রেড গুলিতে ভর্তি হওয়া যায়।
More Details – ITI Wikipedia Page
বয়সসীমা (Age Limit)
এখানে যে কোন ট্রেড নিয়ে পড়াশোনা করার জন্য আপনার বয়স মিনিমাম ১৪ বছর হতে হবে। There is No Upper Age Limit. অর্থাৎ ১৪ বছরের উপরে আপনার যেকোনো বয়স হলেই এখানে ভর্তি হতে পারবেন।
ITI Job-এ Salary কেমন?
এটি একটি very common question। Salary আপনার trade, company, location, এবং নিজের skill-এর ওপর নির্ভর করে।
শুরুর Salary (Entry-Level)
সাধারণত একজন ITI graduate ₹12,000 থেকে ₹18,000 monthly salary-তে তার career শুরু করতে পারে।
Experienced Professionals
২-৩ বছরের experience-এর পর, salary ₹20,000 থেকে ₹35,000 তারও বেশি হতে পারে।
High-Demand Trade: CNC Operator, Instrument Mechanic, বা Advanced Welding-এ specialization থাকলে salary আরও বেশি হয়। কিছু PSUs বা large MNCs-তে salary package আরও attractive।
সরকারি sector-এ, pay scale central বা state government-এর pay commission-এর norms-এর ওপর ভিত্তি করে fixed থাকে, এবং এর সাথে allowancesও যোগ হয়।
Frequently Asked Questions
ITI এর মানে কি?
Industrial Training Institute
এই ITI করার যোগ্যতা কি রয়েছে?
এখানে ২ ধরনের Group রয়েছে: E Group & M Group. E Group এর জন্য ক্লাস Viii পাশ এবং M Group এর জন্য মাধ্যমিক পাশ।
Best ITI Trade For Govt Jobs?
ITI Best Trade: Electrician, Fitter, Welder, COPA, Diesel Mechanic, Turner, Etc
Conclusion
তাই এই ITI করার পর কাজের অভাব নেই। শুধু আপনাদের একটি ভালো ট্রেড নিয়ে আইটিআই ভালোভাবে করতে হবে। যে সমস্ত Best ITI Trade গুলো রয়েছে আপনাদের সমস্ত কিছু বললাম। এবার আপনার যেটা ভালো লাগবে আপনি যে ট্রেড নিয়ে এই কোর্সটা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। তবে এখানে একটাই সাজেশন, যখন এই কোর্সটি করবেন মনোযোগ দিয়ে Theory and Practical করবেন। যা পরবর্তীতে আপনাকে কাজে দেবে। তাই আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে , তা হতে পারে অষ্টম শ্রেণী পাশ, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পরে একটি ভালো ITI Trade নিয়ে কোর্স করুন। যাতে আপনার আগামী দিনের Career ভালোভাবে গড়তে পারেন। ধন্যবাদ।।
▪️Career Related Post: বিস্তারিত পড়ুন
▪️Homepage: Visit Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।