আমরা সকলেই জানি Aadhaar Seva Kendra আধার সংক্রান্ত সমস্ত সার্ভিস প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। যেখানে Aadhaar Card এর সমস্ত কাজ করা হয়ে থাকে। আধার কার্ডের নামের ভুল ,ঠিকানার পরিবর্তন, ছবি পরিবর্তন, মোবাইল নম্বর যোগ, মোবাইল নাম্বার পরিবর্তন ,বায়োমেট্রিক, E-mail ID add, নতুন আধার কার্ড তৈরি ,ইত্যাদি যাবতীয় কাজ করা যায় এই আধার সেবা কেন্দ্রে।
তাই এখন বর্তমানে আপনি একটি আধার সেবা কেন্দ্র খুলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সঠিক তথ্য না থাকার জন্য অনেকেই আধার সেবা কেন্দ্র খোলার ইচ্ছা থাকলেও সেন্টার খুলতে পারেনা।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব আপনি কিভাবে এই নতুন বছরে একটি আধার সেবা কেন্দ্র খুলে(How To open aadhaar seva Kendra)খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন, এবং তার সাথে সাথে মানুষজনদের আধার কার্ড সংক্রান্ত সমস্ত পরিষেবা প্রদান করতে পারবেন।
আধার সেবা কেন্দ্র কি?
আধার সেবা কেন্দ্র/Aadhaar Seva Kendra একটি বিশেষ স্থান যেখানে জনগণের আধার কার্ডের সমস্ত রকম কাজ করা হয়ে থাকে, যেমন –
- নতুন আধার কার্ড তৈরি
- আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক
- আধার কার্ডের ঠিকানা পরিবর্তন
- আধার কার্ডের ছবি পরিবর্তন
- আধার কার্ড ট্রান্সফার
- আধার কার্ডের আপডেট
- আধার কার্ড প্রিন্ট
- ইত্যাদি
এবং এই আধার সেবা কেন্দ্র UIDAI( Unique Identification Authority of India)এর অনুমোদন প্রাপ্ত একটি প্রতিষ্ঠান।
সুবিধা(Aadhaar Centre Benefits)
- উপকারিতা: আধার সেবা কেন্দ্র খোলার মাধ্যমে আপনি সরকারি সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করতে পারবেন।
- ব্যবসায়িক সুযোগ: এখনো বর্তমানে এই আধার সেবা কেন্দ্র খুলে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন , কারণ প্রচুর মানুষের আধার কার্ডের সমস্যা রয়েছে এবং পরবর্তীতে প্রচুর মানুষ নতুন আধার কার্ড থেকে শুরু করে ভিন্ন ভিন্ন কাজ আপনার কাছে এসে করবে। তাই এটি একটি লাভজনক ব্যবসা।
- সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ: এই কাজের মধ্য দিয়ে আপনি আপনার স্থানীয় মানুষজনদের সেবা প্রদান করতে পারবেন তার জন্য আপনার সমাজে নামডাক হবে।
আধার সেবা কেন্দ্র খোলার আগে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানা দরকার। যেমন –
সঠিক জায়গা নির্বাচন: যেকোনো ব্যবসা করার আগে সঠিক জায়গা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেখানে বেশি লোকজনের যাওয়া-আসা হয় কিংবা পাশাপাশি বড় কোনো প্রতিষ্ঠান যেমন- হসপিটাল, স্কুল, তার সঙ্গে সঙ্গে বড়ো বাজার সংলগ্ন জায়গা সবথেকে ভালো যে কোন ব্যবসার জন্য। তাই এইরকম একটি জায়গা নির্বাচন করুন আপনার আধার সেবা কেন্দ্র খোলার জন্য।
Room Setup: সঠিক জায়গা নির্বাচন এর পর Room তৈরি করতে হবে। মিনিমাম দুটি Room লাগবে আধার সেবা কেন্দ্রের সমস্ত কাজ গুলো সুষ্ঠু ভাবে করার জন্য।
তাই আধার সেবা কেন্দ্র খোলার আগে এই কাজ গুলো করে রাখবেন।

উপরের দেওয়া ছবিটি অনুযায়ী, আধার সেবা কেন্দ্র খুললে আপনি এইরকম সমস্ত সার্ভিস পাবেন যেগুলির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আপনার আধার সেবা কেন্দ্রে।
Complete Roadmap
আধার সেবা কেন্দ্র খোলার জন্য কিংবা Aadhaar centre registration করার জন্য আপনাকে কি কি Step Follow করতে হবে?, কি কি সার্টিফিকেট তৈরি করতে হবে?, কি পরীক্ষা দিতে হবে? শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ধাপগুলো নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
- CSC ID: আধার সেবা কেন্দ্র পাওয়ার জন্য সবার প্রথম আপনাকে CSC ID নিতে হবে। আবার CSC(Common Service Center)ID নেওয়ার জন্য আপনার কাছে TEC সার্টিফিকেট থাকতে হবে। আবার TEC সার্টিফিকেট পাওয়ার জন্য TEC পরীক্ষায় পাশ করতে হবে। TEC পরীক্ষায় পাশ করলে সার্টিফিকেট দেওয়া হবে, ওই সার্টিফিকেট দিয়ে CSC ID এর জন্য আবেদন করতে হবে অনলাইনে।
- Bank BC ID: CSC ID পাওয়ার পর IIBF Bank BC অর্থাৎ, যেকোনো ব্যাংক-এর BC ID নিতে হবে। যেমন – ICICI Bank, SBI, Axis, PNB, etc
- Aadhaar NSE সার্টিফিকেট/ Aadaaaar Supervisor Certificate: ব্যাংক এর BC ID পাওয়ার পর aadhar NSE সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হবে।
- CSC UCL রেজিস্ট্রেশন: আধার সুপারভাইজার/অপারেটর সার্টিফিকেট পাওয়ার পর CSC UCL এর জন্য আবেদন করতে পারবেন।
- আধার সেবা কেন্দ্র: CSC UCL সার্টিফিকেট এর পর আপনি আধার সেবা কেন্দ্র চালাতে পারবেন।
কি কি Equipment দরকার?
একটি আধার সেবা কেন্দ্রে সঠিকভাবে কাজ করতে হলে অনেক Equipment দরকার। যেমন –
- Laptop/Computer (ভালো কোম্পানির হতে হবে)
- Iris Scanner (চোখের ছবি নেওয়ার জন্য)
- Colour Printer With Scanner
- Fingerprint Device
- Internet Connection
- CCTV
কত টাকা খরচ?
উপরের দেওয়া সমস্ত কিছু Equipment নিয়ে মোট আপনার ৮৫০০০-৯০০০০ টাকা খরচ হতে পারে Aadhar centre খোলার জন্য।
তার সঙ্গে ঘর তৈরি করার খরচ রয়েছে। তবে একবার টাকা খরচ করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। সঠিকভাবে কাজ করলে প্রতি মাসে ২৫-৩০ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন।
তবে আপনাদের একটি কথা বলে রাখি, যেহেতু এখানে টাকা investment করতে হচ্ছে তার জন্য এই Business কিংবা এই Aadhar Seva Kendra ID নেওয়ার আগে অবশ্যই ভাবুন চিন্তা করুন যে আপনার এলাকায় এই আইডি নিয়ে ব্যবসা করলে আপনি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন কিনা? যদি মনে হয় যে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা খুব সহজেই ইনকাম করা যাবে তবেই এই ব্যবসাটি করুন ।
Frequently Asked Questions
আধার সেবা কেন্দ্র কি?
আধার সেবা কেন্দ্র, যেখানে আধার কার্ডের যাবতীয় কাজকর্ম করা হয় যেমন আধার কার্ডের নামের ভুল, ঠিকানা ভুল, মোবাইল নাম্বার যোগ, ফটো পরিবর্তন, Biometric ,ইত্যাদি কাজগুলি করা হয়ে থাকে।
আধার সেবা কেন্দ্রের ID নিয়ে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়?
এটি নির্ভর করে আপনার দোকানে প্রতিদিন কত কাস্টমার আসছে এবং কতজন Correction কিংবা সংশোধন করছে।
Conclusion
পৃথিবীর যেকোনো ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, হিসাব নিকাশ জানতে হবে, ধৈর্য্য ধরে Customer এর সঙ্গে কথা বলতে হবে, Communication skills থাকতে হবে, নতুন ব্যবসার প্রচার করার জন্য পাশাপাশি এলাকায় Banner/Poster লাগাতে হবে, মাইক দিয়ে প্রচার করতে হবে, প্রথম প্রথম খুব কম লাভ রেখে ব্যাবসা করতে হবে, প্রতিদিন দোকান খোলা ও বন্ধ করার জন্য নির্দিষ্ট সময়সূচী/Timetable তৈরি করতে হবে এবং ওই সময় অনুসরণ করতে হবে। তবেই আপনি একজন ভালো দোকানদার, ভালো ব্যাবসায়ী হয়ে উঠবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন।
আমাদের Official Website: ক্লিক করুন
কেন্দ্র সরকারের সরকারি প্রকল্প: দেখুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।