WB টোটো অনলাইন রেজিস্ট্রেশন: কিভাবে আবেদন করবেন? বিস্তারিত তথ্য জানুন

Spread the love

এখন বর্তমানে পরিবহন দপ্তরের নতুন নোটিশ অনুযায়ী সমস্ত টোটো চালকদের নাম্বার পেটের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই অনলাইন রেজিস্ট্রেশন না করলে Toto চালাতে দেওয়া হবে না। তাই এটি সবার জন্য বাধ্যতামূলক। রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জন্য বর্তমানে WB Toto Online Registration শুরু করা হয়েছে। এই WB টোটো অনলাইন রেজিস্ট্রেশন ১৩ অক্টোবর থেকে ১৩ ই নভেম্বর পর্যন্ত চলবে।

তাই এই Toto রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে?

কত টাকা খরচ হবে?

প্রতিমাসে কত টাকা ট্যাক্স দিতে হবে?

গুরুত্বপূর্ণ কি কি নিয়ম গুলি মানতে হবে?

যাবতীয় সম্পূর্ণ তথ্য নিয়ে এই প্রশ্নের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন: Birth certificate online apply

WB Toto Online Registration কি?

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে চালু করা হয়েছে Toto Online Registration. দিনের পর দিন টোটো কিংবা E-rickshaw এর সংখ্যা বেড়েই চলেছে, যার জন্য রাস্তাঘাটে অন্যান্য যানবাহনের সমস্যা দেখা দেয়। তাই অনিয়ন্ত্রিত টোটো গুলিকে নিয়ন্ত্রণে আনার জন্য এই পদক্ষেপ। যাতে সুষ্ঠুভাবে নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট টোটো চলতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে সরকারের অধীনে Toto অথবা E-rickshaw এর পরিসংখ্যান কত তার তথ্য থাকে। এবং যার জন্যই দেওয়া হচ্ছে বর্তমানে অস্থায়ী নাম্বার প্লেট। এবং এই নাম্বার প্লেট পাওয়ার জন্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন না করলে নাম্বার প্লেট দেওয়া হবে না। এবং নাম্বার প্লেট না থাকলে রাস্তায় টোটো চলতে দেওয়া হবে না। এবং যার জন্য টোটো চালকদের ১৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে WB Toto/E-rickshaw online registration করতে হবে

কি জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে?

এখন বর্তমানে গ্রাম ও শহরের প্রতিটি রাস্তায় টোটো চলতে দেখা যায়। এবং যা দিনের পর দিন বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছে ঠিকই তবে, অনেক অসুবিধার ও সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় সময় সময় অভিযোগ উঠেছে,  ছোট গাড়ি এবং বাস চালকদের কাছ থেকে। আর এমনিতেই সাধারণভাবে রাস্তায় প্রচুর পরিমাণে টোটো চলাচলের কারণে রাস্তায় jam সৃষ্টি হয়। আবার আগের তুলনায় ছোট গাড়ি এবং বাসে যাতায়াত করার লোকজন কমে গেছে। এর প্রধান কারণ হলো এই E-rickshaw বা টোটো। ফলে ছোট বড়ো গাড়ি এবং বাস চালকরা অভিযোগ জানাচ্ছে। এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এইরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যেহেতু এই টোটো চালিয়ে অনেক মানুষজন তাদের জীবিকা বহন করে, তাই এটি বন্ধ না করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে।

কত টাকা খরচ হবে?

এবার প্রশ্ন একটাই, এই Toto Online Registration করার জন্য কত টাকা খরচ হবে? এবং কত টাকা ট্যাক্স দিতে হবে? দেখুন এখন বর্তমানে রিপোর্ট অনুযায়ী, WB Toto Online Registration করার জন্য প্রথমবার ১০০০ টাকা দিতে হবে। তারপর ৬ মাস পর, প্রতি মাসে ট্যাক্স হিসাবে ১০০ টাকা করে দিতে হবে। মানে ১২ মাসে ১২০০ টাকা ট্যাক্স লাগবে। এবং তার সাথে টোটো চালকদের বিমার আয়তায় আনা হবে বলে জানা যাচ্ছে। এই অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলেই, সমস্ত কিছু প্রক্রিয়া ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এবার যেহেতু রাজ্যের মধ্যে লক্ষ লক্ষ টোটো কিংবা ই-রিক্সা রয়েছে তাই সময়ও একটু বেশি লাগতে পারে।

কিভাবে Toto Online Registration করতে হবে?

এই WB Toto Online Registration অনলাইনে করতে হবে। এবার অনলাইনের পাশাপাশি বিভিন্ন সরকারি সহায়তা কেন্দ্রে রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পর একটি অস্থায়ী নাম্বার প্লেট দেওয়া হবে। তার সঙ্গে প্রতিটি টোটো এর  গায়ে একটি QR কোড থাকবে।

WB Toto Online Registration official website
WB TTEN Official Website Homepage

WB Toto Online Registration Process

১) প্রথমত, TTEN Official Website এ ভিজিট করতে হবে।

২) তারপর, Apply For TTEN Now অপশনে ক্লিক করতে হবে।

৩) আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল ওটিপি দিয়ে লগইন করতে হবে।

৪) আপনার সামনে আবেদন ফর্মটি খুলে যাবে। Application Form টি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। যেমন – আপনার নাম, ঠিকানা, টোটো কোন কোম্পানির, কোন রং, Toto information, ইত্যাদি।

৫) ফর্ম ফিলাপ করার পর সঠিকভাবেই নির্দিষ্ট ডকুমেন্টস আপলোড করতে হবে।

৬) তারপর ফর্মটি সাবমিট করার পর অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনাদের অপেক্ষা করতে হবে, কিছুদিন পর আপনাদের সার্টিফিকেটে দেওয়া হবে।


⚠️ বাধ্যতামূলক নির্দেশিকা

  • সকল আবেদনের জন্য বৈধ আধার যাচাই প্রয়োজন।
  • টোটোর গতি নিয়ম অনুযায়ী ২৫ কিমি/ঘণ্টার বেশি হবে না।
  • টোটো গাড়িতে সর্বাধিক ৪ জন যাত্রী বহন করা যাবে।
  • মাসিক চার্জ নিয়মিত পরিশোধ করতে হবে, নাহলে ৫০০ টাকা জরিমানা।
  • মিথ্যা তথ্য প্রদান করলে ৫,০০০ টাকা জরিমানা এবং ট্যান বাতিল হতে পারে।
  • রাজ্য/জাতীয় মহাসড়কে অনুমতি ছাড়া টোটো চালানো নিষিদ্ধ।

তাই আপনারা যারা টোটো চালকরা রয়েছেন আপনাদের সবাইকে এই রেজিস্ট্রেশন করতে হবে। TTEN Official website এ এখন বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। টোটো রেজিস্ট্রেশন করার শেষ তারিখ রয়েছে ১৩ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন।

▪️ TTEN Official website: Visit Here

▪️ Trending News: Read Here

▪️টোটো অনলাইন রেজিস্ট্রেশন: এখানে আবেদন করুন


Spread the love

Leave a Comment