UGC NET Notification 2025|ugc net dec 2025 notification

Spread the love

আপনাদের সবার জন্য খুশির খবর। ugc net dec 2025 notification প্রকাশ করা হয়েছে। যেখানে আপনারা ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবেন। যদি আপনাদের লক্ষ্য হয়ে থাকে কলেজের প্রফেসর হওয়া তাহলে এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পরীক্ষায় পাশ করলেই আপনি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা অর্জন করবেন। এবং তার সঙ্গে Fellowship পাবেন। তাই UGC NET Notification অনুযায়ী বিস্তারিত তথ্যই আলোচনা করবো এই পোষ্টের মাধ্যমে। তাই অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

UGC NET পরীক্ষা কি?

প্রতি বছর NTA অর্থাৎ National Testing Agency এর তরফ থেকে UGC NET পরীক্ষার জন্য দুইবার নোটিফিকেশন প্রকাশ করা হয়। প্রথম নোটিফিকেশন দেওয়া হয় প্রতিবছর জুন মাসে। এবং দ্বিতীয় নোটিফিকেশন প্রকাশ করা হয় ডিসেম্বর মাসে। এখন বর্তমানে ugc net dec 2025 notification প্রকাশ করা হয়েছে। যেমন মোট ৮৫ টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। UGC এর মানে University Grants Commission এবং NET মানে National Eligibility Test. এই UGC NET পরীক্ষা নেওয়ার কারণ Assistant professor এবং গবেষণার (Fellowship) জন্য যোগ্য প্রার্থী নির্বাচন। এটি একটি জাতীয় স্তরের পরীক্ষা। যার জন্য প্রতিবছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন।

সম্পর্কিত পোস্ট পড়ুন

MBA কি? MBA Course Details in Bengali| জানুন বিস্তারিত তথ্য

UGC NET DEC 2025 Notification Overview

Exam Name: UGC-NET (DEC)

Conducting Body: National Testing Agency(NTA)

Registration Start: 07/10/2025

Registration Close: 07/11/2025

Application Mode: Online

Exam Type: National Level

Exam Mode: CBT (Computer Based Test) (Online)

Official Website: https://ugcnet.nta.nic.in

UGC NET Notification 2025 PDF

এই UGC NET পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে NTA (National Testing Agency) এর তরফ থেকে। NTA এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি full নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন। গত ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে ৭ ই নভেম্বর পর্যন্ত। এখানে আবেদন করলে আপনাদের পরীক্ষা আগামী ২০২৬ সালের শুরুর দিকে হতে পারে।

UGC NET DEC Notification Eligibility Criteria

এই UGC NET বসার আগে এই পরীক্ষার যোগ্যতা যাচাই করে নিন। নিচে এই পরীক্ষার যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

UGC NET DEC 2025 Education Qualification

এই পরীক্ষায় বসার জন্য আপনাদের মাস্টার ডিগ্রী পাস করতে হবে ৫৫% নাম্বার পেয়ে। তবে যারা SC/ST/OBC/PWBD ক্যাটাগরি তারা শুধুমাত্র ৫০ শতাংশ নাম্বার পেলে আবেদন করতে পারবে।

এবং যারা Master Degree Appearing Students তারাও এখানে আবেদন করতে পারবে।

UGC NET DEC 2025 Age Limit

এখানে বয়সসীমা তিন ধরনের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা। যেমন –

JRF: ৩০ বছরের উপরে হলে হবে না।

Assistant professor: এখানে আপনি যেকোনো বয়সেই আবেদন করতে পারেন।

Admission To PhD: এখানে আপনি যেকোনো বয়সেই আবেদন করতে পারেন।

UGC NET 2025 Application Process

এই পরীক্ষায় বসার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আপনাদের সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে। কিভাবে কোথায় গিয়ে অনলাইন আবেদন করতে হবে কিভাবে ফর্ম ফিলাপ করবেন দেখে নিন।

UGC NET DEC 2025 apply online

১) প্রথমত, NTA Official Website এ ভিজিট করুন। এবং নিচের দিকে আসার পর Registration for UGC-NET DEC 2025 এই অপশনে ক্লিক করুন।

২) পরবর্তী Official Website পেজ খুলবে, যেখানে আপনাদের সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনাদের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্মতারিখ, ইত্যাদি লাগবে।

৩) Registration Form ফিলাপ করার পর সাবমিট করুন, আপনাদের মোবাইল নাম্বার ও ইমেইল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাঠানো হবে।

৪) তারপর, Login অপশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৫) লগইন করার পর আবেদন ফর্মটি খুলে যাবে। এখানে যাবতীয় সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করুন। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, বিষয় সিলেকশন, পরীক্ষার সেন্টার, ইত্যাদি।

৬) ফরম ফিলাপ করার শেষ পর্যায়ে সঠিক ডকুমেন্টস আপলোড করুন। যেমন – আপনার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, ইত্যাদি।

৭) এবার ফর্মের প্রিভিউ চেক করুন এবং ফর্মটি সাবমিট করুন। সাবমিট করার পর আবেদন ফর্মের প্রিন্ট আউট বের করে রাখুন পরবর্তীকালে কাজে লাগবে।

Application Fees

UGC NET DEC 2025 Online Apply করার সময় আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি পেমেন্ট করতে হবে। কোন ক্যাটাগরি অনুযায়ী কত টাকা application Fees পেমেন্ট করতে হবে নিচে দেওয়া হলো ।

CategoryFee Amount
GeneralRs. 1150/- (One Thousand One Hundred Fifty)
OBC-(NCL)/EWSRs. 600/- (Six Hundred)
SC / ST / Person with Disability (PwD) / Person with Benchmark Disability (PwBD) / Third GenderRs. 325 /- (Three Hundred Twenty Five)

UGC NET DEC 2025 Notification All Subject List

এই পরীক্ষা মোট ৮৫ টি বিষয়ের ওপর নেওয়া হবে। আপনারা শুধুমাত্র এই ৮৫ বিষয়ের মধ্যে যেকোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেন। এখানে কোন কোন বিষয়গুলির ওপর পরীক্ষা দেওয়া যাবে নিচে লিস্ট দেওয়া হলো।

S. No. –Subject Subject —Code

1 Adult Education / Continuing Education / Andragogy / Non-Formal Education 46

2 Anthropology 07

3 Arab Culture and Islamic Studies 49

4 Arabic 29

5 Archaeology 67

6 Assamese 36

7 Bengali 19

8 Bodo 94

9 Buddhist, Jaina, Gandhian and Peace Studies 60

10 Chinese 32

11 Commerce 08

12 Comparative Literature 72

13 Comparative Study of Religions 62

14 Computer Science and Applications 87

15 Criminology 68

16 Defence and Strategic Studies 11

17 Dogri 33

18 Economics / Rural Economics / Co-operation / Demography / Development Planning / Development Studies / Econometrics / Applied Economics / Development Economics / Business Economics 01

19 Education 09

20 Electronic Science 88

21 English 30

22 Environmental Sciences 89

23 Folk Literature 71

24 Forensic Science 82

25 French (French Version) 39

26 Geography 80

27 German 44

28 Gujarati 37

29 Hindi 20

30 Hindu Studies 102

31 History 06

32 Home Science 12

33 Human Rights and Duties 92

34 Indian Culture 50

35 Indian Knowledge System 103

36 Japanese 45

37 Kannada 21

38 Kashmiri 84

39 Konkani 85

40 Labour Welfare / Personnel Management / Industrial Relations / Labour and Social Welfare / Human Resource Management 55

41 Law 58

42 Library and Information Science 59

43 Linguistics 31

44 Maithili 18

45 Malayalam 22

46 Management (including Business Administration, Marketing, Industrial Relations, Personnel Management, Financial Management, Co-operative Management) 17

47 Manipuri 35

48 Marathi 38

49 Mass Communication and Journalism 63

50 Museology & Conservation 66

51 Music 16

52 Nepali 34

53 Oriya 23

54 Pali 83

55 Performing Art – Dance / Drama / Theatre 65

56 Persian 42

57 Philosophy 03

58 Physical Education 47

59 Political Science 02

60 Politics including International Relations / International Studies / Defence / Strategic Studies / West Asian Studies / Southeast Asian Studies / African Studies / South Asian Studies / Soviet Studies / American Studies 90

61 Population Studies 15

62 Prakrit 91

63 Psychology 04

64 Public Administration 14

65 Punjabi 24

66 Rajasthani 43

67 Russian 41

68 Sanskrit 25

69 Sanskrit Traditional Subjects (Jyotisha, Vyakarna, Mimansa, Navya Nyaya, Sankhya Yoga, Vedanta, etc.) 73

70 Santali 95

71 Sindhi 101

72 Social Medicine & Community Health 81

73 Social Work 10

74 Sociology 05

75 Spanish 40

76 Tamil 26

77 Telugu 27

78 Tourism Administration and Management 93

79 Tribal and Regional Language / Literature 70

80 Urdu 28

81 Visual Art (Drawing & Painting / Sculpture / Graphics / Applied Art / History of Art) 79

82 Women Studies 74

83 Yoga 100

84 Disaster Management 104

85 Ayurveda Biology 105

উপরের দেওয়া সাবজেক্ট গুলি অনুযায়ী বিস্তারিত সিলেবাস ডাউনলোড করুন ।👉 Download Syllabus

UGC NET DEC 2025 Exam Pattern

এই পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। অর্থাৎ CBT (Computer Based Test) পরীক্ষা দিতে হবে। এখানে প্রশ্নপত্র অবজেক্টিভ টাইপের হবে। নিচে পরীক্ষার প্যাটার্ন দেওয়া হলো।

  • এখানে দুটি পার্টে পরীক্ষা হবে। Part -I এবং Part- II
  • Part -I পরীক্ষা ৫০ এই প্রশ্ন ১০০ নাম্বারের থাকবে।
  • Part -ii পরীক্ষা ১০০ টি প্রশ্ন ২০০ নম্বরের পরীক্ষা।
  • এখানে মোট সময় দেওয়া হবে ৩ ঘন্টা।

Important Dates

Application Start: 07/10/2025

Application Closed: 07/11/2025

Edit Window: 10/11/2025- 12/11/2025

Exam Date: Coming soon


▪️Official Website: Visit Here

▪️UGC NET DEC 2025: Apply Online

▪️More Govt Jobs: Apply Here



Spread the love

Leave a Comment