সরকারি ও বেসরকারি স্কলারশিপ গুলির মধ্যে SBI Asha Scholership খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ। যার জন্য আবেদন করলে ১৫ হাজার টাকা – ২০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। তবে এই SBI Scholarship এর আবেদন সঠিকভাবে করতে হবে। আবেদন ভুল করলে স্কলারশিপের টাকা পাওয়া যাবে না। দেশের মেধাবী ও গরিব ছেলেমেয়েদের আর্থিক সহায়তা করার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। ক্লাস 9-12, undergraduate, post graduation, medical এর ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে SBI Asha Scholership 2025 নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই তোমরা যারা এই স্কলারশিপের আওতায় টাকা পেতে চাও এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ে নাও।
SBI Asha Scholership কি?
আমরা প্রত্যেকেই জানি, SBI অর্থাৎ State Bank of India আমাদের ভারতবর্ষের মধ্যে বড়ো এবং জনপ্রিয় একটি ব্যাংক। এই ব্যাংকের প্রচুর শাখা পুরো ভারতবর্ষে জুড়ে রয়েছে। এবার প্রতিবছরের মতো এই বছরও SBI ব্যাংকের তরফ থেকে চালু করা হয়েছে SBI Asha Scholership Online Apply. যেখানে ক্লাস ৯ থেকে উচ্চমাধ্যমিক, UG, PG, Medical, IIT,IIM কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারা আবেদন করতে পারবে। তবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যা মেনে আবেদন করলে টাকা পাওয়া যাবে।
কেন এই স্কলারশিপ দেওয়া হয়?
SBI Foundation এর মধ্যে দিয়ে বিভিন্ন সময় শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহায্য করা হয়। তেমনি ভাবে এই SBI Asha Scholership ও চালু করা হয়েছে, শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। মেধাবী ও দুস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। যাতে তারা পড়াশোনার কাজে এই টাকা লাগাতে পারে।
সম্পর্কিত পোস্ট পড়ুন
HDFC Parivartan Scholarship: পাবেন ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করতে হবে?
SBI Asha Scholership Eligibility Criteria (কারা আবেদন করতে পারবে?)
এই SBI Scholarship এর জন্য আবেদন করতে হলে এর Eligibility Criteria সম্বন্ধে জানতে হবে। যে প্রার্থী যোগ্য হবেনা তাদের ফর্ম বাতিল করা হবে। তাই তোমাদের সুবিধার্থে এই SBI Asha Scholership এর জন্য eligibility Criteria নিয়ে আলোচনা করা হয়েছে।

এখানে ক্লাস এবং কোর্স অনুযায়ী যোগ্যতার তারতম্য রয়েছে। যেমন –
SBI Platinum Jubilee Asha Scholarship for School Students 2025-26
শিক্ষার্থীদের নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী এর মধ্যে পড়াশোনা করতে হবে। তাছাড়া ও কিছু শর্ত রয়েছে। যেমন –
- ভারতীয় নাগরিক হতে হবে।
- পূর্ববর্তী ক্লাসে ৭৫% নাম্বার পেয়ে পাশ করতে হবে।
- শিক্ষার্থীর পারিবারিক বাৎসরিক আয় ৩ লাখ টাকার নিচে হতে হবে।
SBI Platinum Jubilee Asha Scholarship for Undergraduate Students 2025-26
- ছাত্র-ছাত্রীদের UG কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে। এবং ভারতীয় নাগরিক হতে হবে।
- পূর্ববর্তী ক্লাসে ৭৫% নাম্বার পেয়ে পাস করতে হবে।
- পারিবারিক বাৎসরিক আয় ৬ লাখ টাকার নিচে হতে হবে।
SBI Asha Scholership PG, Medical, IIT, IIM, Overseas Students 2025-26
পড়ুয়াদের PG, Medical, IIT, IIM, Overseas কোর্স নিয়ে পড়াশোনা করতে হবে।
- পূর্ববর্তী ক্লাসে ৭৫% নাম্বার পেয়ে পাস করতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ৬ লাখ টাকার নিচে হতে হবে।
Important Notes :
ক্যাটাগরি অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে। যেমন –
১) SC/ST শিক্ষার্থীদের জন্য ১০% ছাড়ের ব্যবস্থা রয়েছে।
২) ৫০% আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
৩) ৫০% আসন SC/ST এর জন্য সংরক্ষিত।
SBI Asha Scholership Benefits (কত টাকা বৃত্তি দেওয়া হবে?)
শিক্ষার্থীদের ক্লাস ও কোর্স অনুযায়ী স্কলারশিপ বৃত্তি দেওয়া হবে। এখানে ১৫০০০ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। এবার কোন কোর্সে ভর্তি হলে কত টাকা দেওয়া হবে নিচে দেওয়া হলো।
কোর্স এবং ক্যাটাগরি | স্কলারশিপ টাকার পরিমাণ |
---|---|
School Students | 15000/- Rupees |
Undergraduate Students | 75000/- Rupees |
Post Graduate Students | 250000 Rupees (2.5 Lakh) |
Medical Students | 450000 Rupees (4.5 Lakh) |
IIT Students | 200000 Rupees (2 Lakh) |
IIM Students | 500000 Rupees (5 Lakh) |
Overseas Students | 2000000 Rupees (20 Lakh) |
SBI Asha Scholership Required Documents List (কি ডকুমেন্টস লাগবে?)
এই স্কলারশিপ এর জন্য অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে নিচে আলোচনা করা হয়েছে।
১) Passport size photo: আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি লাগবে। বেশি পুরনো ছবি হলে হবে না।
২) Academic Records: পূর্ববর্তী ক্লাসের মার্কশিট লাগবে। Marksheet থেকে প্রমাণ হবে তুমি ৭৫% নাম্বার পেয়ে পাস করছো।
৩) Identity Proof: পরিচয় পত্রের প্রমাণ হিসাবে শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে।
৪) Admission Proof Documents: যে ক্লাসে কিংবা যে কোর্সের জন্য তোমরা ভর্তি হয়েছো, তার Receipt লাগবে।
৫) Bank Account Details: স্কলারশিপ বৃত্তির টাকা সরাসরি ছাত্র ছাত্রীদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে। তাই Bank Passbook দরকার।
৬) Income Proof Documents: পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র হিসাবে ইনকাম সার্টিফিকেট লাগবে।
৭) Caste Certificate: যে সমস্ত শিক্ষার্থীরা SC/ST ক্যাটাগরি থেকে আবেদন করবে তাদের সার্টিফিকেট লাগবে। এটি সবার জন্য বাধ্যতামূলক নয়।
- WB টোটো অনলাইন রেজিস্ট্রেশন: কিভাবে আবেদন করবেন? বিস্তারিত তথ্য জানুন
- বিদেশে পড়ার জন্য এডুকেশন লোন(Education Loan): জানুন আবেদন ও ডকুমেন্ট চেকলিস্ট
- সাইবার সিকিউরিটি কোর্স (Cyber Security Course Admission): জানুন ভর্তি, ফি এবং ক্যারিয়ারের সুযোগ
- গঙ্গাসাগর মেলা ২০২৬: তারিখ, পুণ্য স্নান, রুট ও নিরাপত্তা|Gangasagar Mela 2026
- পোস্ট অফিসে চাকরি|IPPB GDS Executive Recruitment 2025
SBI Asha Scholership Apply Online ( কিভাবে আবেদন করতে হবে?)
এই স্কলারশিপ এর জন্য অনলাইন আবেদন করতে হবে। SBI Asha Scholership Online Apply করার জন্য Buddy 4 Study এর Official Website এ গিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে। কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে নিচে আলোচনা করা হয়েছে।

১) প্রথমত, Buddy 4 Study এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর SBI Platinum Jubilee Asha Scholarship 2025-26 এর জন্য রেজিস্টার করতে হবে। এখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, দিয়ে রেজিস্টার করা যাবে।
৩) রেজিস্টার করার পর লগইন করতে হবে।
৪) এরপর SBI Asha Scholership Application Form সঠিকভাবেই ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার সময় যাবতীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ক্যাটাগরি, Bank Details, ইত্যাদি।
৫) ফর্ম ফিলাপের শেষ পর্যায়ে নির্দিষ্ট ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে। এবং ফর্মের Preview চেক করতে হবে। Preview দেখার সময় সমস্ত কিছু ইনফরমেশন ভালোভাবে ভেরিফাই কিংবা যাচাই করে নেবে।
৬) Application Preview চেক করার পর ফর্মটি সাবমিট করতে হবে।
অনলাইন আবেদন সঠিকভাবে করতে হবে। আবেদন ভুল হলে স্কলারশিপ দেওয়া হবে না। এই স্কলারশিপ এর জন্য আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যাবতীয় তথ্য চেক করে নেবে।
Asha Scholarship Selection Procedure ( কিভাবে টাকা দেওয়া হবে?)
এই SBI Scholarship এর অনলাইন আবেদন করার পর কয়েকটি ধাপে সিলেকশন করা হয়। যেমন ধাপগুলো হলো –
১) Shortlisted Candidates: শিক্ষার্থীরা অনলাইন আবেদন করার পর আবেদন ফ্রম গুলি বাছাই করা হয়। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক আয়ের উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের Shortlisted করা হয়।
২) Telephonic Interview: বাছাই করা সমস্ত শিক্ষার্থীদের এই Telephonic Interview নেওয়া হয়। যেখানে ইন্টারভিউ ফোনের মাধ্যমে কিংবা ভিডিও কলের মাধ্যমে কমপ্লিট করানো হয়।
৩) Documents Verification: যে সমস্ত ডকুমেন্টস এর তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করেছো সমস্ত যাবতীয় ডকুমেন্টস ভেরিফাই করা হবে। তার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রেডি রাখতে হবে।
যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাদের ব্যাংক একাউন্টে টাকা ক্রেডিট হবে।
৪) Final List: যোগ্য প্রার্থীদের জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই মেরিট লিস্ট অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হবে।
SBI Asha Scholership Online Apply 2025 Last Date
এখন বর্তমানে এই SBI Scholarship এর জন্য অনলাইন আবেদন চলছে। অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
Last Date: 15-11-2025
Frequently Asked Questions
SBI Asha Scholership কি?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে আশা স্কলারশিপ চালু করা হয়েছে। যেখানে ক্লাস নবম শ্রেণী থেকে 12th, UG, PG Medical, IIT, IIM, Overseas Students রা আবেদন করতে পারবে।
কত টাকা দেওয়া হবে?(Scholarship Amount)
Claas (IX- XII) এবং UG PG, Medical, IIT, IIM, Overseas ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা টাকা দেওয়া হয়। এখানে ১৫০০০ টাকা – ২০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়।
কত % নাম্বার দরকার?
এখানে আবেদন করার জন্য ৭৫% নাম্বার দরকার। যে কোর্সে কিংবা যে ক্লাসে পড়াশোনা করছে তার পরবর্তী ক্লাসে ৭৫% নাম্বারে পাশ করতে হবে।
উপসংহার (Conclusion)
তাই যেসমস্ত পরীক্ষার্থী ৭৫% নাম্বার পেয়ে পাশ করেছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে ক্লাস IX থেকে 12th, UG, PG, Medical, IIT, IIM, Overseas ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করলে ১৫০০০ টাকা – ২০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। এই SBI Asha Scholership এর অনলাইন আবেদন করার জন্য Buddy 4 Study এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যদি তোমাদের এই স্কলারশিপ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারো।
▪️ক্যারিয়ার সংক্রান্ত পোস্ট: এখানে পড়ুন
▪️Buddy 4 Study: Official Website
▪️SBI Asha Scholership: Check Details

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।