চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে কেন্দ্র সরকারের অধীনে EMRS নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে EMRS (Eklavya Model Residential Schools) এর তরফ থেকে। যেখানে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই তোমরা যারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের চাকরি পেতে চাও অবশ্যই এই Job Vacancy এর জন্য আবেদন করতে পারো।
আজকের এই পোষ্টের মাধ্যমে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত নিয়ে আলোচনা করবো। যেমন –
- কোন পোস্টে আবেদন চলছে?
- মোট শূন্যপদ কত?
- কারা কারা আবেদন করতে পারবে?
- কিভাবে আবেদন করতে হবে?
- সিলেকশন কিভাবে হবে?
- আবেদন করার শেষ তারিখ?
ইত্যাদি সমস্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করবো। তাই অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
EMRS Recruitment 2025 Overview
নিয়োগ সংস্থা | National Education Society for Tribal Students |
পরীক্ষার নাম | EMRS পরীক্ষা ২০২৫ |
মোট শুন্যপদ | ৭২৬৭ টি |
আবেদন | Online Mode |
অফিসিয়াল ওয়েবসাইট | https://nests.tribal.gov.in |
Job Location | All India |
EMRS নিয়োগ 2025 গুরুত্বপূর্ণ তারিখ
Event | Date |
---|---|
Notification Release | 19/09/2025 |
Online Apply Start | 19/09/2025 |
Registration Closed | 23/09/2025 |
Exam Date | To Be Notified |
পোস্টের নাম ( Post)
- Principal
- PGT
- TGT
- Female Staff Nurse
- Hostel Warden
- Accountant
- Junior Secretariat Assistant
- Lab Attendant
মোট শূন্যপদ (EMRS New Vacancy 2025)
এখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৭২৬৭ টি। যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে।
নিচে পোস্ট অনুযায়ী শূন্যপদ সংখ্যা বিশ্লেষণ করা হয়েছে।
Post | Vacancies |
---|---|
Principal | 225 |
PGT | 1460 |
TGT | 3962 |
Female Staff Nurse | 550 |
Hostel Warden | 635 |
Accountant | 61 |
Junior Secretariat Assistant | 228 |
Lab Attendant | 146 |
Total | 7267 |
কারা আবেদন করতে পারবে?(EMRS Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা:
যে সমস্ত পোস্টে কম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে ওইগুলো নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। এবার আপনার উচ্চতর ডিগ্রী যেমন – master degree, B.ed করা থাকলে আপনি High Level পোস্ট, যেমন- Principal, PGT পোস্টটি আবেদন করতে পারবেন।
তাই নিচে কম শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যায় এমন কিছু পোস্ট নিয়ে আলোচনা করা হলো।
Lab Attendant: মাধ্যমিক পাশ করতে হবে Laboratory Technique এ। তবে সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা থাকলে হবে।
অথবা, আপনি যদি উচ্চমাধ্যমিক সায়েন্স বিভাগ থেকে পাশ করে থাকেন, তবুও এখানে আবেদন করতে পারবেন।
Junior Secretariat Assistant: উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তার সঙ্গে Typing চেক করা হবে।
Accountant: গ্রাজুয়েশন ডিগ্রী পাস করতে হবে কমার্স শাখা থেকে। তবেই আপনি আবেদন করতে পারবেন।
Librarian: আপনি যদি ৫০% নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন টা Library science থেকে পাশ করেন, এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
আপনার মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে।
এবং পোস্ট অনুযায়ী Upper Age Limit কোন কোন পোস্টে ৩০ বছর, ৩৫ বছর, ৫০ বছর হতে হবে।
তবে আপনি SC/ST/OBC ক্যাটাগরি হলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন।
কিভাবে আবেদন করতে হবে?
আপনি যদি EMRS Teaching and Non-teaching পোস্টে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে অনলাইন আবেদন করবেন নিচে তথ্য দেওয়া হলো।
১) প্রথমত, NESTS Official Website এ যান। এবং নিচের দিকে আসার পর Apply Online অপশনে ক্লিক করুন।
২) তারপর, Register Youself অপশনে ক্লিক করুন। এবং আপনার নাম, বাবার নাম, জন্মতারিখ, ঠিকানা, ইত্যাদি সমস্ত তথ্য দিয়ে Registration করুন।
৩) এবার Login করে Profile Complete করুন। মোবাইল নাম্বার, e-mail ID ভেরিফাই করুন।এবং Application Form ফিলাপ করুন।
৪) গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি আপলোড করুন। যেমন – Photo and Signature.
৫) এবার Preview চেক করার পর অনলাইনে পেমেন্ট করুন এবং ফরমটি সাবমিট করুন।
অনলাইন আবেদন করার পর, application Form অবশ্যই প্রিন্ট আউট করে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে।
Application Fees
পোস্ট অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

EMRS নিয়োগ ২০২৫ সিলেকশন পদ্ধতি
এখানে আপনি যে কোন পোস্টে আবেদন করুন না কেন, আপনাদের মোট তিনটি ধাপে সিলেকশন হবে।
- Tier I( MCQ Question- Pen & Paper Mode)
- Tier II(Descriptive Question -OMR)
- Interview & Skill Test
বেতন মূল্য (Salary)
নিজে আপনাদের সুবিধার্থে ছবির মাধ্যমে দেখানো হয়েছে কোন পোস্টে কত টাকা আপনি বেতন পাবেন।

Frequently Asked Question
Eklavya Model Residential School
https://nests.tribal.gov.in
তাই তোমরা যারা কেন্দ্রীয় স্কুলে চাকরির জন্য আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। তবে আবেদন সঠিকভাবে করতে হবে। এবার এই Job Vacancy নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
▪️Official Website: Visit Here
▪️ EMRS Online Form: Watch Here
Desclaimer: এই চাকরিতে আবেদন করার আগে অবশ্যই নোটিফিকেশন চেক করুন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করুন। এবং তারপর অনলাইন আবেদন করুন।

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।