আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন সরকারি স্কিমে কাস্ট সার্টিফিকেট এর গুরুত্বটা কতখানি। কাস্ট সার্টিফিকেট থাকলে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণ কিংবা ছাড় পাওয়া যায়। এখন বর্তমানে SC/ST/OBC কাট সার্টিফিকেট বানানো সহজ হয়ে গেছে। আপনি খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং অনলাইনে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট এর আবেদন করতে চান এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
কাস্ট সার্টিফিকেট কী এবং কেন প্রয়োজন?
কাস্ট সার্টিফিকেট হলো একটি সরকারি নথি যা প্রমাণ করে আপনি SC, ST বা OBC কমিউনিটির অন্তর্গত। এটি বিভিন্ন সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রকল্পের জন্য রিজার্ভেশন সুবিধা পেতে প্রয়োজন।
পড়াশোনা ও চাকরিতে এর গুরুত্ব
- সরকারি চাকরির রিজার্ভ কোটা পাওয়ার জন্য আবশ্যক।
- কলেজ/ইউনিভার্সিটিতে ভর্তি ও স্কলারশিপের টাকা পাওয়ার জন্য প্রয়োজন।
- বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করে।
- তাছাড়াও এই কার্ড সার্টিফিকেট এর বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
সম্পর্কিত পোস্ট
WB Domicile Certificate: কিভাবে আবেদন করবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করবেন?
কি কি ডকুমেন্টস লাগবে?
যেকোনো সার্টিফিকেট এর অনলাইন আবেদন করতে হলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো দরকার। আপনার ডকুমেন্টস ঠিক থাকলে আপনার সার্টিফিকেটটি এপ্রুভ হতে বেশি সময় লাগবে না। তাই এই SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট এর অনলাইন আবেদন করার জন্য কি যাবতীয় ডকুমেন্টস দরকার নিচে দেওয়া হলো।
১) Identity Proof Documents(যেকোনো একটি)
Aadhaar Card, Voter id Card, Driving Licence, Pan Card ,Passport
২) Address Proof Documents(যেকোনো একটি)
Ration Card, Electricity Bill, Voter ID Card,Rent Receipt
৩) পাসপোর্ট সাইজের ছবি
৪) বংশে যদি কারোর সার্টিফিকেট থাকে তার সার্টিফিকেট।
৫) জন্ম প্রমাণপত্র হিসাবে- জন্ম সার্টিফিকেট/ স্কুল সার্টিফিকেট
৬) আবেদনকারীর পিতা-মাতার আধার কার্ড এবং ভোটার কার্ড।
৭) আপনার ক্যাটাগরির দুইজন পাড়া-প্রতিবেশীর নাম সহ ডকুমেন্টস(aadhaar, voter id card)
৮) আপনি যদি 1st Generation কাস্ট সার্টিফিকেট আবেদন করে থাকেন তাহলে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি ওই ক্যাটাগরি। যেমন – আপনার দলিল/পর্চা , বংশ তালিকা (যদি বংশের কারোর সার্টিফিকেট থেকে থাকে)।
৭) বংশে যদি সার্টিফিকেট না থাকে Court affidavit লাগবে।
৮) BDO ইনকাম সার্টিফিকেট( OBC দের জন্য)
৯) ইত্যাদি
কিভাবে আবেদন করবেন?(SC/ST/OBC Certificate Online Apply)
SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট এর অনলাইন আবেদন করা খুবই সহজ। আপনাদের ধাপে ধাপে বলছি দেখে নিন।
১) প্রথমত, https://castcertificatewb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) SC/ST কাস্ট সার্টিফিকেট এর আবেদন করার জন্য SC ST অপশনে ক্লিক করুন। OBC কাস্ট সার্টিফিকেট এর আবেদন করার জন্য Apply for OBC অপশনে ক্লিক করুন।
৩) আবেদন ফর্মটি খোলার পর যাবতীয় তথ্য দিন। যেমন – আপনার নাম, বাবার নাম, ঠিকানা, কাস্ট এর তথ্য, ইনকামের তথ্য, ইত্যাদি।
৪) এবার যাবতীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। যেমন – পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, ভোটার কার্ডের নাম্বার, বংশ তালিকা, ইনকাম সার্টিফিকেট, ইত্যাদি।
৫) সম্পূর্ণ ফর্মটি ফিলাপ হওয়ার পর সাবমিট করুন। এবং Acknowledgments Slip, Application Form ডাউনলোড করে প্রিন্ট আউট করুন।
ফর্ম কোথায় জমা দেবেন?
ফর্মটি প্রিন্ট আউট করার পর তার সাথে যাবতীয় ডকুমেন্টস গুলি attached করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে জমা দিন।
BDO অফিসে ফর্ম জমা নেওয়ার পর আপনাকে acknowledgments Slip দেবে। ওইটা গুছিয়ে রাখুন পরবর্তীতে কাজে লাগবে।
কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
SC ST Application Status Check
১) প্রথমে, https://castcertificatewb.gov.in এই অফিসের ওয়েবসাইটে যান।
২) SC/ ST অপশনে ক্লিক করুন। নিচের দিকে আসার পর application check অপশনে ক্লিক করুন।
৩) আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন।(যা আপনার acknowledgments Slip এ রয়েছে)
৪) আপনি আপনার আবেদন ফর্মের স্ট্যাটাস দেখতে পাবেন।
OBC Application Status Check
১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
২) OBC অপশনে ক্লিক করুন।
৩) এবার Application Check অপশনে ক্লিক করুন।
৪) আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসান এবং সার্চ অপশনে ক্লিক করুন। আপনি আবেদন ফর্মের স্ট্যাটাসটি দেখতে পাবেন।
যদি আপনার এপ্লিকেশনটি এপ্রুভ হয়ে যায়, তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। একই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করুন এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে সার্টিফিকেটটি ডাউনলোড করুন।
Frequently Asked Questions
SC= Scheduled Caste, ST= Scheduled Tribe, OBC= Other Backward Classes
মিনিমাম ২০ থেকে ৩০ দিন লাগতে পারে। আবার তার থেকেও বেশি সময় লাগতে পারে। আপনার যদি ডকুমেন্টস সমস্ত ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সার্টিফিকেটটি।
উপসংহার
তাই আপনি যদি এই SC ST OBC কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন। প্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদন ফর্মটি BDO অফিসে জমা করতে হবে। তারপর অনলাইনে আপনি স্ট্যাটাস চেক করবেন। যদি অ্যাপ্রুভ হয় তাহলে সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবার যদি আপনাদের এই সম্বন্ধে কোন প্রশ্ন থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারেন।
আরো পোস্ট পড়ুন
সরকারি প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস দরকার? দেখুন সম্পূর্ণ তালিকা

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।
1 thought on “SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন|কি কি ডকুমেন্টস লাগবে?”