অবিবাহিত সার্টিফিকেট| Unmarried Certificate – কিভাবে আবেদন করবেন?

Spread the love

আমরা প্রত্যেকেই জানি সরকারি ভিন্ন ভিন্ন সার্টিফিকেট এর ভিন্ন ভিন্ন মূল্য রয়েছে। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট গুলির মধ্যে একটি হলো Unmarried Certificate কিংবা অবিবাহিত সার্টিফিকেট। এই সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। যেমন – সরকারি চাকরির ক্ষেত্রে, বিভিন্ন স্কলারশিপ, Visa, এবং বিশেষ করে Indian Army- তে  যোগদানের জন্য। তবে ভাবছেন, যে কিভাবে এই সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হয়? এই পোষ্টের মধ্যে সমস্ত কিছু এই বিষয়ে জানতে পারবেন।

Unmarried Certificate এর প্রয়োজনীয়তা

অবিবাহিত সার্টিফিকেট মানে Unmarried Certificate. এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট। কোনো ব্যক্তি যে অবিবাহিত তার প্রমাণ দেয় এই সার্টিফিকেট। কোন কাজে হয়তো আপনার কাছে অবিবাহিত সার্টিফিকেট চাওয়া হলো। অর্থাৎ ওখানে শুধুমাত্র অবিবাহিত ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে মুখের কথায় না শুনে একটি সার্টিফিকেট আপনাদের দেখাতে হবে। যার নাম হচ্ছে Unmarried Certificate.

তাই এই Unmarried Certificate কতটা গুরুত্বপূর্ণ কিংবা কি কি কাজে লাগে নিচে আলোচনা করা হলো।

১. সেনাবাহিনীতে (Indian Army): বিশেষ করে ইন্ডিয়ান আর্মিতে চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেট এর দরকার হয়। কারণ ইন্ডিয়ান আর্মি চাকরিতে কোন বিবাহিত ছেলে মেয়েদের নেয়া হয় না। তার জন্য প্রমাণ হিসাবে Unmarried Certificate দিতে হয়।

WBPMS Official Website Home Page
WBPMS Official Website Home Page

কারা আবেদন করতে পারবে? (Eligibility)

  • আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • দ্বিতীয়তঃ, আবেদনকারী কি অবিবাহিত হতে হবে।

শুধুমাত্র এই দুটো শর্ত পূরণ হলেই আপনি Unmarried Certificate এর জন্য আবেদন করতে পারবেন।

কি কি ডকুমেন্টস লাগবে?

এই সার্টিফিকেট করার জন্য সঠিকভাবে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। ডকুমেন্টস ঠিকঠাক থাকলে আপনাদের সার্টিফিকেট খুব তাড়াতাড়ি Approved হয়ে যাবে।

Documents List For Unmarried Certificate

এখানে Unmarried Certificate অনলাইন আবেদন করার সময় মোট তিন ধরনের ডকুমেন্টস আপলোড করতে হয়।

WBPMS Portal Certificate Documents Upload
WBPMS Portal Certificate Documents Upload

Documents 1: এখানে বিভিন্ন ডকুমেন্টস গুলির মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। যেমন –

  • Aadhaar Card
  • Voter ID Card
  • Driving License
  • Passport
  • Ration Card With Address
  • Pan Card
  • Current Financial Tax Receipt
  • Kissan Passbook
  • Etc Documents

উপরে দেওয়া যাবতীয় ডকুমেন্টস গুলির মধ্যে যেকোনো একটি Upload করবেন।তা হতে পারে আপনি আধার কার্ড দিতে পারেন।

Documents 2: এখানে ও যাবতীয় নথি পত্র গুলির মধ্যে যেকোনো একটি Documents দিলে হবে।

  • Aadhaar Card
  • Voter ID Card
  • Driving License
  • Passport
  • Ration Card With Address
  • Pan Card
  • Current Financial Tax Receipt
  • Kissan Passbook
  • Etc Documents

এবার Document 1 এ যে ডকুমেন্টস আপলোড করেছেন, ওই ডকুমেন্টস Documents 2 তে আপলোড করবেন না। অন্য একটি ডকুমেন্টস আপলোড করবেন।

উদাহরণস্বরূপ, Documents 1 যদি Aadhaar Card দিয়ে থাকেন, তাহলে Documents 2 PAN Card দিতে পারেন, কিংবা অন্য Documents দিতে হবে।

GS Member Certificate: এটি সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই Documents Upload করলেই আপনার কাজটি হয়ে যাবে।

এই GS Member Certificate আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার Member এর কাছ থেকে সংগ্রহ করতে পারেন।

Applicant Photo: আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। অবশ্যই 100 KB এর মধ্যে আপলোড করবেন।

এবং উপরে দেওয়া তিনটি ডকুমেন্ট 2 MB এর মধ্যে PDF আপলোড করতে হবে।

Unmarried Certificate অনলাইন আবেদন

এই Unmarried Certificate এর জন্য কিভাবে ধাপে ধাপে মোবাইল/ কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে আবেদন করবেন দেখে নিন।

  • প্রথমে WBPMS এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • Citizen Corner এ ক্লিক করুন।
  • পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে I Would Like to Apply অপশনে ✔️ চেক করে Proceed অপশনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নাম্বার দিয়ে , OTP বসিয়ে Sign up করুন। এবং Verify and Proceed অপশনে ক্লিক করুন।
  • Unmarried certificate আবেদন করার ফর্মটি খুলে যাবে।
  • সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন। আপনার নাম, বাবার নাম, পঞ্চায়েত ঠিকানা, ইত্যাদি। তবে Certificate Apply For এখানে Unmarried Certificate সিলেক্ট করে নেবেন।
  • ডকুমেন্টস গুলি সঠিকভাবে আপলোড করুন। এবং সাবমিট করুন।
  • আপনার আবেদন পত্রটি Successfully Submit হয়ে যাবে।
wb Unmarried Certificate Application
Unmarried Certificate Application

Application Status Check

যদি আপনি সঠিকভাবে আবেদন করে থাকেন। সঠিক ডকুমেন্টস আপলোড করে থাকেন, তাহলে এক থেকে দুই দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটি Approved হয়ে যাবে। তাই আপনার সার্টিফিকেট এর স্ট্যাটাস কিভাবে চেক করবেন দেখে নিন।

WBPMS পোর্টালে যান, এবং Citizen Corner এ ক্লিক করুন।

নিচের দিকে I Would like to apply অপশনে ✔️ চেক করে Proceed অপশনে ক্লিক করুন।

আপনারা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে Verify and Proceed করুন।

উপরের দিকে Application Status & Certificate Download অপশনে ক্লিক করুন।

আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন

Unmarried Certificate Download করুন

Application Status চেক করার পর । যদি Approved হয়ে যায়, আপনি ওইখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। Unmarried certificate download PDF টি আপনার মোবাইল ডিভাইসে সেভ হয়ে যাবে।

এবার ওই Unmarried Certificate টি Colour Xerox Print out করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন।

Frequently Asked Questions

Unmarried Certificate কি?

যেকোনো ব্যক্তি অবিবাহিত তার প্রমাণপত্র হিসাবে Panchayat এ যে সার্টিফিকেট এর জন্য আবেদন করতে হয়, তার নাম Unmarried Certificate.

এই সার্টিফিকেট কি কি কাজে প্রয়োজন?

সরকারি চাকরির ক্ষেত্রে, স্কলারশিপ, Indian Army, বিদেশে Visa, ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজে এই সার্টিফিকেট দরকার হয়।

How To Apply an  Unmarried Certificate ?

এই সার্টিফিকেট এর আবেদন করার জন্য WBPMS Official ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে।

Conclusion

তাই অন্যান্য সার্টিফিকেট গুলির মধ্যে এই Unmarried Certificate ও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিংবা সার্টিফিকেট। যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রয়োজন হয়ে পড়ে। তাই আপনার প্রয়োজনে, আপনি খুব সহজেই এই সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যার সমস্ত কিছু বৃত্তান্ত এই পোষ্টের মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করলাম।

▪️পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট: অনলাইন আবেদন

▪️সরকারি বিভিন্ন প্রকল্প: এখানে বিস্তারিত পড়ুন

▪️Our Official Website: Homepage


Spread the love

Leave a Comment