শুরু হলো শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন। আপনারা প্রত্যেকেই জানেন গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হয়। যার নাম হলো শ্রমশ্রী প্রকল্প। এখন বর্তমানে এই Shramashree Prakalpa এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। এবং Shramashree App লঞ্চ করা হয়েছে। আপনারা খুব সহজেই এখানে আবেদন করতে পারেন।
Shramashree Prakalpa
রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন প্রকল্প অর্থাৎ শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়। যার মূল উদ্দেশ্য হলো পরিযায়ী শ্রমিকদের আর্থিকভাবে সহায়তা করা। যারা রাজ্যের বাইরে কাজ করতে গিয়েছেন কিংবা কাজ করে বাড়ি ফিরেছেন তাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। এই শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন করলে প্রতি মাসে ৫০০০ টাকা পাবেন।

Important Documents for Shramashree Prakalpa
এই শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন করার আগে আপনাদের জানতে হবে কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে Online Apply করার সময়। কারণ ডকুমেন্টস ভুলভাল দিলে আপনাদের ফর্মটি Reject করা হবে। নিচে important documents গুলি নিয়ে আলোচনা করা হলো।
- আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড
- আবেদনকারী রাজ্যের বাইরে কাজ করেন তার প্রমাণ পত্র।
- Bank Account
- Mobile Number
- Passport size photographs, etc
সম্পর্কিত পোস্ট
শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন কিভাবে করবেন?
এই প্রকল্পের জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা মোবাইল অ্যাপ থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাদের সঠিকভাবে, সঠিক ডকুমেন্টস এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। শ্রমশ্রী আবেদন করার জন্য আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার ইত্যাদি সমস্ত কিছু তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
তবে আপনি চাইলে এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবার অফলাইনে ও আবেদন করতে পারেন। দুটি পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত Step By Step আলোচনা করা হলো।
Shramashree App Download
এখন বর্তমানে শ্রমশ্রী প্রকল্প আবেদন করার জন্য নতুনভাবে Shramashree App লঞ্চ করা হয়েছে। আপনার মোবাইল থেকে এই অ্যাপটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ফর্ম ফিলাপ করতে পারবেন। কিভাবে, কোথা থেকে ডাউনলোড করবেন নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখানো হলো।
- প্রথমত KARMASATHI(Parijayee Shramik) পোর্টালে যান।
- What’s New অপশনের নিচে Shramashree Mobile App is Now Available রয়েছে।
- Click Here To Download অপশনে ক্লিক করুন।
- Shramashree App Download হয়ে যাবে আপনার মোবাইল ফোনে।
- Install করুন এবং আবেদন করুন।
শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন( Samashree Prakalpa apply online)
Shramashree Prakalpa অনলাইন আবেদন করার জন্য Shramashree App টি Open করুন।
আপনার যদি নামটি পরিযায়ী শ্রমিকের Official Portal এ রেজিস্টার করা থাকে আপনারা লগইন করবেন। এবং আপনারা যারা নতুন ভাবে এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান রেজিস্টার অপশনে ক্লিক করবেন।

Shramashree App এ কিভাবে Login করবেন?
আপনি যদি আগে থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করে থাকেন। আপনার ওই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে OTP দিয়ে এখানে শ্রমশ্রী প্রকল্পের অ্যাপে লগইন করতে পারবেন।
- Shramashree App টি খুলুন।
- Login এর নিচে আপনার Register Mobile number দিন।
- Generate OTP তে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি যাবে।
- Enter OTP এর এর জায়গায় আপনার ওটিপি বসানো।
- এবার Validate OTP তে ক্লিক করুন।
- Validate করার সঙ্গে সঙ্গে শ্রমশ্রী আবেদন ফর্ম টি খুলে যাবে।
- এখানে আপনাকে ধাপে ধাপে সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।
শ্রমশ্রী প্রকল্প নতুনভাবে রেজিস্ট্রার করুন

- Shramashree App টি খুলুন।
- নিচের দিকে রেজিস্টার অপশন এ ক্লিক করুন।
- আপনার মোবাইল নাম্বার দিয়ে, Generate OTP অপশন এ ক্লিক করুন। চার সংখ্যার ওটিপি আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে।
- OTP টি enter OTP এর ঘরে বসিয়ে validate অপশন এ ক্লিক করুন।
- পরবর্তী পেজটি খুলে যাবে।
- এখানে আপনার নাম, আধার নাম্বার, এবং বাবার নাম বসিয়ে,sign up অপশন এ ক্লিক করুন।
- এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন ।তাহলে শ্রমশ্রী প্রকল্পের আবেদন ফর্মটি খুলে যাবে।
- এবার ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করুন এবং সাবমিট করুন।
অফলাইনে আবেদন করুন(offline)
এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন অনলাইনেও করা যায় আবার অফলাইনে করা যায়। এই প্রকল্পের অফলাইন আবেদন করতে হলে আপনাকে দুয়ারে সরকারে ফর্ম জমা করতে হবে। তাছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্যে এই ফর্মটি জমা করতে পারেন। তবে সব থেকে ভালো হবে আপনি দুয়ারে সরকারি ফর্ম জমা করুন কিংবা অনলাইনে ফর্ম ফিলাপ করুন। আপনি যেকোনো উপায়ে ফর্মটি জমা করুন না কেন, যদি আপনার ফর্ম সঠিক থাকে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন।
- WB টোটো অনলাইন রেজিস্ট্রেশন: কিভাবে আবেদন করবেন? বিস্তারিত তথ্য জানুন
- বিদেশে পড়ার জন্য এডুকেশন লোন(Education Loan): জানুন আবেদন ও ডকুমেন্ট চেকলিস্ট
- সাইবার সিকিউরিটি কোর্স (Cyber Security Course Admission): জানুন ভর্তি, ফি এবং ক্যারিয়ারের সুযোগ
- গঙ্গাসাগর মেলা ২০২৬: তারিখ, পুণ্য স্নান, রুট ও নিরাপত্তা|Gangasagar Mela 2026
কিভাবে টাকা পাবেন?
শুধুমাত্র এই প্রকল্পের অনলাইন আবেদন করলে হবে না ।আপনি এই প্রকল্পের যোগ্য হলেই তবেই টাকা পাবেন।
অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করার পর আপনার আবেদন পত্রটি ভেরিফাই করা হবে। কর্তৃপক্ষ যদি মনে করেন আপনার Application Form সঠিক রয়েছে ,যাবতীয় ডকুমেন্টস ঠিক রয়েছে তাহলে আপনি টাকা পাবেন। শ্রমশ্রী প্রকল্পের টাকা আপনার দেওয়া ব্যাংক একাউন্টে আসবে।
কি কি সুবিধা পাওয়া যাবে?
এই প্রকল্পের আবেদন করলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। নিচে এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করা হলো।
আর্থিক সহায়তা: শ্রমশ্রী প্রকল্পের আবেদন করলে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এবং তার সাথে আগামী ১২ মাস ভাতা টাকা হিসাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন।
Skill Training এর সুযোগ: আবেদনকারীর মধ্যে উপযুক্ত আবেদনকারীকে ট্রেনিং দেওয়া হবে। এবং কাজের সন্ধানও দেওয়া হবে। অর্থাৎ উৎকর্ষ বাংলার তরফ থেকে ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
খাদ্য সাথী ও স্বাস্থ্য সাথী: এই প্রকল্পের আওতায় আবেদনকারীকে খাদ্য সাথী এবং স্বাস্থ্য সাথী সম্পর্কে সহায়তা করা হবে। তার সঙ্গে তাদের বাসস্থানের ও সুযোগ করে দেওয়া হবে।
স্কলারশিপ: পরিযায়ী শ্রমিকদের যদি কোনো ছেলে মেয়ে সন্তান থেকে থাকে ,তাদের মেধাশ্রী, কন্যাশ্রী ইত্যাদি বিভিন্ন স্কলারশিপের সুযোগ করে দেওয়া হবে। যার মধ্য দিয়ে টাকা পাওয়া যাবে।
এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
Frequently Asked Questions
রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা বাইরে কাজ করতে গেছেন কিংবা কাজ করে বাড়ি ফিরেছেন। তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে।
KARMASATHI ওয়েবসাইটে গিয়ে Shramashree App Download করুন। এবং ওই অ্যাপ থেকে অনলাইনে আবেদন করতে পারেন।
KARMASATHI Parijayee Shramik অফিসের ওয়েবসাইটে গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি শ্রমিককে প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এবং আগামী ১২ মাস পর্যন্ত প্রতিমাসে ভাতা হিসেবে ৫ হাজার টাকা পাবেন।
Conclusion
তাই এই শ্রমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন করার আগে নোটিফিকেশন চেক করুন। আপনি যদি eligible হয়ে থাকেন অবশ্যই Apply করুন। তবে আমার মতে, এখন যেহেতু নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে দুই থেকে- তিন দিন প্রতীক্ষা করুন এবং তারপরে আবেদন করুন। যখন অ্যাপটি ভালোভাবে কাজ করবে তখন আবেদন করুন।
▪️Shramashree App Download: এখানে
▪️ অফিশিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করুন
▪️ অন্যান্য প্রকল্প: বিস্তারিত জানুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।