শ্রমশ্রী প্রকল্প- পাবেন ৫০০০ টাকা|Samashree কিভাবে আবেদন করবেন?

Spread the love

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ই আগস্ট ২০২৫ তারিখে চালু করলেন নতুন একটি প্রকল্প যার নাম হলো শ্রমশ্রী প্রকল্প। এই Samashree প্রকল্পের জন্য আবেদন করলে এককালীন পাবেন ৫ হাজার টাকা এবং প্রতি মাসে পাবেন পাঁচ হাজার টাকা। রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য এই প্রকল্প চালু করা হলো। তাই আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এই প্রকল্পের লাভ উঠাতে পারেন। তবে এখানে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যা নিয়ে এই পোস্টে আলোচনা করেছি। তাই অবশ্যই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

What is Samashree Prakalpa (শ্রমশ্রী প্রকল্প কি?)

আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্প যার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। যারা দিনমজুর এবং যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা রাজ্যের বাইরে কাজ করতে গেছেন এবং কাজ হারা হয়ে বাড়ি ফিরছেন তাদের জন্য চালু করা হয়েছে এই samashree প্রকল্প। পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার জন্য এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা রাজ্যের শ্রমিক, যারা দিনমজুর যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করছেন তাদের সাহায্যের জন্য এই প্রকল্প অর্থাৎ শ্রমশ্রী প্রকল্প।

সম্পর্কিত পোস্ট

শ্রমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন

কাদের জন্য এই প্রকল্প?

পশ্চিমবঙ্গ রাজ্যের যারা শ্রমিক, দিনমজুর এবং পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা বাইরে কাজ করছেন কিংবা বাইরে কাজ করে ফিরেছেন তাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। তবে তাদেরকে অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবেই তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

প্রায় ২.২৪ লক্ষ (২২৪,০০০) পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন।

samashree prakalpa parijayi shramik
Image Source: Egiye Bangla X Page

শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্য?

বাংলার যেসব পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন তারা রাজ্য ফিরে আসতে চাইলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এই প্রকল্প চালু করা হয়। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে –

  • বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে জীবিকার জন্য সাহায্য করা
  • যারা ফিরে আসবেন তাদের এককালীন ভ্রমণ সাহায্য হিসেবে ৫,০০০ টাকা দেওয়া হবে
  • ফিরে আসার পর প্রথম এক বছর পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা না হলে, মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
  • উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ফিরে আসা শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করে ভবিষ্যৎ কাজে যুক্ত করা হবে।

 

Samashree Prakalpa Required Documents (কি কি ডকুমেন্টস লাগবে?)

শ্রমশ্রী প্রকল্পের জন্য এখনো পর্যন্ত Official পোর্টাল চালু করা হয়নি। কিংবা অফিসিয়াল কোনো বিস্তারিত নোটিশ ও দেওয়া হয়নি।

তবে শুধুমাত্র এই প্রকল্পের জন্য ঘোষণা করা হয়েছে। এবং উদ্দেশ্য সম্বন্ধে বলা হয়েছে এবং কত টাকা দেওয়া হবে ওই সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের জন্যও আপনি নিচে দেওয়া ডকুমেন্টস গুলি আগে থেকে গুছিয়ে রাখতে পারেন।

  • আধার কার্ড বা ভোটার কার্ড (ID প্রমাণ)
  • শ্রমিক হিসেবে কাজ করার প্রমাণপত্র
  • ব্যাংক একাউন্টের ডিটেইলস (যেখানে টাকা যাবে)
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণ (যেমন ration card, domicile certificate)
samashree prakalpa benefits
Image Source: Egiye Bangla X Page

কিভাবে আবেদন করতে হবে?

এই শ্রমশ্রী প্রকল্পের জন্য অফলাইন এবং অনলাইনে আবেদন করা যাবে। শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডে এবং আমার পাড়া  আমাদের সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে আপনি অফলাইনে ফর্ম জমা করতে পারেন।

তাছাড়া রাজ্য সরকারের তরফ থেকে খুব শীঘ্রই অনলাইন পোর্টাল চালু করা হবে, যেখান থেকে আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন।

নিচের ধাপ গুলি দেখুন-

Samashree Prakalpa online apply

১. খুব শীঘ্রই শ্রমশ্রী পোর্টাল খোলা হবে, সেখানে অনলাইনে আবেদন করতে পারবে।

২. যদি তুমি আগে কোনো পরিযায়ী-সংক্রান্ত সরকারি পোর্টালে নাম রেখেছিলে, সেখান থেকেও আবেদন করার সুযোগ থাকবে।

৩. “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির মাধ্যমে খোঁজ নেওয়া হবে—এতে স্থানীয় BDO বা প্রতিনিধি তোমার নাম নথিভুক্ত করতে সাহায্য করবে।

তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি অফলাইনে ফর্ম জমা করুন কিংবা অনলাইনে ফর্ম ফিলাপ করুন আপনাকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে আবেদন করতে হবে। আর না হলে আপনার ফর্মটি রিজেক্ট করা হবে।

তাই এই প্রকল্পের আয়তায় সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনি সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করবেন এবং সঠিক ডকুমেন্টস সাবমিট করবেন।

কি কি সুবিধা পাওয়া যাবে?

এই প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। যেমন –

১. আর্থিক সহায়তা: পরিযায়ী শ্রমিক যারা বাড়ি আসতে চান কিংবা যারা বাড়ি এসেছেন তাদের এককালীন 5000 টাকা দেওয়া হবে এবং তার পরবর্তীতে বারো মাস ভাতা হিসাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। ওই শ্রমিক যতদিন পর্যন্ত কাজের সুযোগ না পাচ্ছেন ততদিন পর্যন্ত এই টাকা দেওয়া হবে।

২. ট্রেনিং দেওয়ার সুযোগ: উৎকর্ষ বাংলার তরফ থেকে ভিন্ন ভিন্ন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। পরিযায়ী শ্রমিকদের মধ্যে যারা শিক্ষিত এবং যারা ট্রেনিং নেওয়ার উপযুক্ত তাদের skill ট্রেনিং দিয়ে কাজেরও ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।

৩. খাদ্য সাথী এবং স্বাস্থ্য সাথীর সুবিধা।

৪. শ্রমিকদের সন্তান কন্যাশ্রী, মেধাশ্রী এর মত বিভিন্ন স্কলারশিপের সুবিধা পাবেন।

৫. অন্যান্য সুযোগ-সুবিধা: শ্রমিকরা যদি খুব সমস্যায় পড়েন তাদের সন্তানদের পড়াশোনা, এবং জরুরী খরচের জন্য সহায়তা করা হবে।

Frequently Asked Questions

শ্রমশ্রী প্রকল্প কি?

আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্প যার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। যারা দিনমজুর এবং যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা রাজ্যের বাইরে কাজ করতে গেছেন এবং কাজ হারা হয়ে বাড়ি ফিরছেন তাদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্প।

শ্রমশ্রী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি তবে অন্যান্য প্রকল্পের মতো আপনি – আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পরিযায়ী শ্রমিক হিসাবে প্রমাণপত্র, তাই বাসিন্দার সার্টিফিকেট, রেশন কার্ড, ইত্যাদি আগে থেকে গুছিয়ে রাখবেন।

এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন?

যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যারা পরিযায়ী শ্রমিক যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের এই প্রকল্পের মধ্য দিয়ে টাকা দেওয়া হবে।

শ্রমশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হবে?

প্রথমে এককালীন ৫  হাজার টাকা দেওয়া হবে এবং তারপর আগামী ১২ মাস পর্যন্ত প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতা হিসেবে দেওয়া হবে।

Conclusion

তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে এই প্রকল্প অর্থাৎ শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্য দিয়ে দরিদ্র শ্রমিক অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা সুযোগ সুবিধা পাবেন। তার জন্য আপনি যদি এই প্রকল্পের জন্য Eligible হয়ে থাকেন অবশ্যই আবেদন করতে পারেন এবং এই প্রকল্পের লাভ উঠাতে পারেন।

আরো বিস্তারিত পরবর্তী আপডেটগুলি পাবার জন্য আমাদের ওয়েবসাইটটি Follow করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিংক

Our Official Website: Visit Here

আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প: বিস্তারিত জানুন


Spread the love

6 thoughts on “শ্রমশ্রী প্রকল্প- পাবেন ৫০০০ টাকা|Samashree কিভাবে আবেদন করবেন?”

  1. আমি মিজানুর রহমান
    টাকা অভাবে বা সংসার চালানোর জন্য অন্ন রাজে কাজ করতে আসছি কাজ হারিয়ে যাবার কারণে মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনতী যে আমাদের West Bengal কাজ নাহলে আথিক ভাবে সাহায্য করা হক

    Reply
  2. দাদা আমি কাজ করি। ঝাড়খণ্ডের একটা পাহাড়ে মানে পাথরের খাদানে। সেখানে এখান থেকে যদি আমি একটা কিছু আনি ডকুমেন্ট সেটা দিয়ে এপ্লাই করা যাবে তো।

    Reply

Leave a Comment