আপনারা জানেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে হোক কিংবা বিভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন Website বারবার Google এ Search করতে হয়। যেটা অনেক সমস্যার সৃষ্টি করে। আবার বিভিন্ন ফর্ম ফিলাপ এর সময় Photo এবং Signature Resize করতে, বিভিন্ন File কনভার্ট করতে, Biodata তৈরি করতে আমাদের আলাদা আলাদা App Install করতে হয় এবং বিভিন্ন ওয়েবসাইটে Visit করতে হয় যেটা অনেক সময় সাপেক্ষ এবং জটিল। তাই এই সমস্যাগুলির সমাধান রয়েছে একটি অ্যাপের মধ্যে অ্যাপটির নাম Formmate App.
এই Formmate অ্যাপটির মধ্যে বিভিন্ন চাকরি গুলির Govt Job Official Website এর লিংক থেকে শুরু করে, Photo Resize করা, Signature Resize, Biodata তৈরি করা, Age Calculator ইত্যাদি বিভিন্ন ধরনের Useful Tools রয়েছে যেগুলি ছাত্র-ছাত্রীদের কাজে বিভিন্ন কাজে লাগবে। এবং তার সঙ্গে সবার কাজে লাগবে।
তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা Formmate App সম্বন্ধে বিস্তারিত জানব। এই অ্যাপটি কোথা থেকে কিভাবে Install কিংবা Download করবেন, কিভাবে ব্যবহার করবেন? কোন কোন Features রয়েছে, কিভাবে ব্যবহার করবেন? ইত্যাদি সমস্ত কিছু। তাই আপনি যদি সাধারন নাগরিক হয়ে থাকেন, চাকরিপ্রার্থী হয়ে থাকেন, Students হয়ে থাকেন অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
Formmate App কি?
Formmate App একটি Mobile App যা Android 5.0+ Above Device এ সাপোর্ট করে। অ্যাপটির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস যেমন – Photo Resize, Age Calculator, Biodata Maker Tool, Signature Resize Tool, PDF Converter tool, Etc এবং গুরুত্বপূর্ণ চাকরি এবং অনলাইনে কাজকর্ম করার লিঙ্ক যুক্ত করা রয়েছে যেমন – SSC, Railway, Post office, Defence, Bank, Teaching jobs, Free Skill Learning Portal, Scholarship Portal, Online Portals যুক্ত করা রয়েছে।

যার জন্য আপনি Students, Jobseeker, Govt Exam Applicants, এবং সাধারণ নাগরিক হয়ে থাকেন আপনি খুব সহজেই এই একটি অ্যাপের মধ্যে টুলস এবং Features গুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজকর্ম গুলি খুব সহজেই করতে পারবেন।
Formmate App এর উদ্দেশ্য
Formmate/ ফর্ম-মেট, অ্যাপটি তৈরি করার উদ্দেশ্য হলো যাতে সবাই একটি অ্যাপের মধ্যে সমস্ত প্রয়োজনীয় Tools (Pdf to Jpg , Age Calculator, Photo Resize, biodata Maker, etc) এবং বিভিন্ন সরকারি চাকরি, বিভিন্ন সরকারি পোর্টালের লিংক গুলো পেয়ে যায়। যাতে সবার সুবিধা হয়।
- আর ভিন্ন চাকরি গুলির জন্য আলাদা আলাদা ওয়েবসাইট বারবার সার্চ করতে হবে না।
- ফর্ম ফিলাপের সময় ফটো Resize , Signature Resize করতে, এই অ্যাপটি খুবই Useful.
- কোনো Signup/ Login অপশন নেই, তারজন্য খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
তাই সাধারণ মানুষের সুবিধার্থে, বিভিন্ন চাকরিপ্রার্থীদের জন্য এবং যারা দোকানদার বিভিন্ন অনলাইনের কাজকর্ম করে থাকেন সবার জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে। যাতে এই একটি অ্যাপ এর মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ টুলস এবং ফিচার্স গুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজকর্ম গুলি খুব সহজেই করতে পারেন।
কিভাবে Download করবেন?
Formmate App টি খুব সহজেই আপনি ডাউনলোড করতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো –
- Google Play Store এ গিয়ে Search করুন Formmate
- অ্যাপটির Logo দেখে Install করুন এবং Open করুন।
- App টি Open করার সঙ্গে সঙ্গে অ্যাপটির Dashboard খুলবে।
- এখানে আপনাদের কোন Sign-up/Login করতে হবে না।
- App টির মধ্যে সমস্ত Features and Tools ব্যবহার করুন।
Formmate Official App (Google Play Store)
আপনি চাইলে এই Formmate App টি Download & Install অপশনে ক্লিক করে খুব সহজেই Google Play Store থেকে App টি Install করতে পারেন।
Formmate App এর মূল পরিষেবা/Features
সাধারণ মানুষের সুবিধার্থে এবং সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এই অ্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ পরিষেবা/ Features যুক্ত করা হয়েছে, যা প্রতিনিয়ত কাজে লাগবে।
নিচে সমস্ত Tools, Features/ পরিষেবা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Formmate Photo Resize Tool
এই টুল খুব প্রয়োজনীয় একটি Tool, যা বিশেষ করে যেকোনো ফর্ম ফিলাপ এর কাজে লাগবে। আপনার চাহিদা অনুযায়ী আপনি যেকোনো ছবির Height and Width কমাতে বাড়াতে পারবেন এবং Resize করতে পারবেন।
বিভিন্ন চাকরির ফর্ম ফিলাপ, বিভিন্ন যোজনার ফর্ম ফিলাপ এর সময় Applicants এর Photo নির্দিষ্ট kB এর মধ্যে, নির্দিষ্ট Dimensions এর মধ্যে Crop করে Upload করতে হয়। তার জন্য এই Formmate/ফর্ম মেট অ্যাপটি আপনার কাজে দেবে।
Formmate Signature Resize Tool
Photo Resize Tool এর মতো Signature Resize Tool একটি দরকারি Features যা বিভিন্ন ফর্ম ফিলাপ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয়। এই অ্যাপটির মধ্যে Signature Resize করার জন্য আপনার প্রয়োজন মত Signature Height and Width বসিয়ে খুব সহজেই Resize করতে পারবেন।
Formmate Biodata Maker Tool
আপনারা অবশ্যই জানেন বিভিন্ন চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে বায়োডাটা নিয়ে যেতে হয়, তেমনি আবার ভিন্ন ভিন্ন ফর্ম ফিলাপের ক্ষেত্রে Biodata Upload করতে হয়। তাই এটি সবার কাজে লাগে এবং যা খুব সহজেই অনলাইনে ফ্রিতে তৈরি করা যায় না, তাই সবার সুবিধার্থে Formmate App এর মধ্যে Free Biodata Maker Tool রয়েছে, যে টুলটি ব্যবহার করে আপনি খুব সহজে এক মিনিটের মধ্যে একটি Simple Biodata PDF আকারে আপনার ফোনে Save করতে পারবেন।

এবং Bonus Point এইটাই যে এই বায়োডাটা তৈরি করার সময় আপনি চাইলে ছবি এবং সিগনেচার আপলোড করে Biodata তে বসাতেও পারবেন।
JPG To PDF/ PDF to Jpg Tool
আপনি এই টুলটির মধ্য দিয়ে আপনার যেকোনো ছোটো কিংবা বড়ো File JPG থেকে PDF এক ক্লিকে করতে পারবেন এবং PDF থেকে JPG Convert খুব সহজেই করতে পারবেন।
Age Calculator Tool
বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে বয়স গণনা / Calculation করার ক্ষেত্রে এই টুলটি খুবই কাজে লাগে। তাই আপনি Formmate App এর মধ্যে থাকা Age Calculator Tool টি ব্যবহার করে, As on Date অনুযায়ী আপনার বয়স গণনা খুব সহজেই করতে পারবেন।
শুধুমাত্র আপনার জন্ম তারিখ(DD/MM/YYYY) বসাবেন, এবং কোন তারিখ অনুযায়ী (As On Date) আপনি আপনার বয়স গণনা করতে চাইছেন ওই তারিখটি দেবেন, এবং ক্যালকুলেশন বাটনে ক্লিক করলেই আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন Result দেখিয়ে দেবে।
Reduce Image Size
আপনার ছবিটি নির্দিষ্ট Size এর মধ্যে নির্দিষ্ট KB এর মধ্যে আনার জন্য এই টুলটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ছবির সাইজ হয় 100 kB, এবার আপনি চাইছেন আপনার ছবিটি 50 KB করতে, তাহলে আপনি খুব সহজে Formmate App এর Reduce Image Size Tool টি ব্যবহার করে আপনার ইচ্ছেমতো Photo Size কমাতে পারবেন।
CM To Feet Calculator Tool
যেকোনো জিনিসের দৈর্ঘ্য সেমি থেকে ফুট এ Convert করার জন্য এই টুলটি গুরুত্বপূর্ণ। ধরুন আপনার Height 167 CM রয়েছে আপনি এটি Feet এ Convert করতে চাইছেন, তাহলে খুব সহজে এই টুলটি ব্যবহার করে আপনি CM To Feet এ Convert করে নিতে পারেন।
All Govt Job & Online Portal
বিভিন্ন চাকরির অনলাইন আবেদন করতে হলে এবং অনলাইনে বিভিন্ন প্রকল্প কিংবা ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটে ভিজিট করতে হয় যার জন্য সবার সমস্যা হয়, আবার অনেক সময় ওয়েবসাইটের কথা মনে থাকেনা।
তাই Formmate App এর মধ্যে সরকারি চাকরির প্রায় সমস্ত Official Website(SSC , Railway , Post office, WB Govt Job, Defence, Police ,etc) এর লিংক, অনলাইন যাবতীয় কাজকর্ম করার জন্য গুরুত্বপূর্ণ লিংক (Aadhaar Card Portal, Voter service, ই-শ্রম কার্ড, স্কলারশিপ পোর্টাল, E-Distric , Free Skill Learning Portal, Etc) দেওয়া হয়েছে যা সবার কাজে লাগবে।
CGPA To Percentage Calculator
বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন করার সময়, বিভিন্ন চাকরির ফর্ম ফিলাপ করার সময় CGPA থেকে Percentage Calculation করে নাম্বার ইনপুট করতে হয় তার জন্য এই টুলটি প্রয়োজনে আসবে। এই টুলটি ও Formmate App এর মধ্যে রয়েছে।
Formmate App এর সুবিধা
এই অ্যাপটি সমস্ত নাগরিকদের জন্য সহজ পরিষেবা প্রধানের একটি Platform, যেখানে বিভিন্ন চাকরির অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে Utility Tools যুক্ত করা হয়েছে। একটি অ্যাপের মধ্যে সমস্ত কিছু কাজ গুলো করা যাবে। এই অ্যাপটির মধ্যে বিশেষ ধরনের যে সুবিধা গুলি রয়েছে নিজে আলোচনা করা হলো-
১) এই অ্যাপটির মধ্যে কোনরকম Sign-up/ Login অপশন নেই, ফলে কোনরকম ঝামেলা ছাড়াই প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে খুব সহজভাবেই ব্যবহার করা যাবে।
২) Formmate App টি Light weight হওয়ার কারণে যে কোন Android Mobile এ খুবই ভালোভাবে অ্যাপটি ব্যবহার করা যাবে।
৩) বিভিন্ন ধরনের সরকারি চাকরির এবং অন্যান্য অনলাইন পোর্টালের লিংক এর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ টুলস গুলি থাকার কারণে একটি অ্যাপের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, ফলে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে হয় না, ভিন্ন ভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয় না। এই Formmate App থেকে এই সমস্ত কিছু কাজ গুলি করা যায়।
৪) Formmate App টি সম্পূর্ণ ফ্রি App. ফলে এই অ্যাপটির ব্যবহার করার জন্য কিংবা এই অ্যাপের মধ্যে থাকা টুলস গুলো ব্যবহার করতে হলে কোনোরকম টাকা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে একটি ব্যবহার করা যায়।
৫) Formmate App টির Size মাত্র 11.84 MB ফলে 6-10 Sec এর মধ্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন Google Play Store থেকে।
৬) যে সমস্ত Tools(Photo Resize, Biodata Maker, Age Calculator, PDF Converter, Reduce Image Size, CM To Feet Calculator, etc) গুলো এই অ্যাপটির মধ্যে যুক্ত করা হয়েছে প্রত্যেকটির UI Design খুবই Simple এবং Responsive তৈরি করা হয়েছে যার জন্য যে কেউ এখানে টুলগুলি খুব সহজেই ব্যবহার করতে পারবে।

Formmate App কেন এত জরুরী ?
সমস্ত মানুষের সুবিধার্থে এই অ্যাপটির মধ্যে গুরুত্বপূর্ণ চাকরিগুলির লিংক এবং অনলাইনে কাজকর্ম করার লিংকগুলি যুক্ত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ১০ টির ও বেশি Useful Tools যুক্ত করা হয়েছে। যার জন্য একটি অ্যাপের মধ্যে সমস্ত Features গুলো ব্যবহার করে বিভিন্ন রকম কাজকর্ম করা যাবে। তার জন্য এই অ্যাপটি আপনাদের জন্য খুবই জরুরি।
Formmate App এর ভবিষ্যৎ প্রকল্প?
ভবিষ্যতে এই অ্যাপটির মধ্যে আরও নতুন নতুন Features এবং Tools যুক্ত করা হবে যা আপনাদের কাজে লাগবে। যেমন – খুব শীঘ্রই Suggestions US অপশন যুক্ত করা হবে যার দ্বারা আপনারা বিভিন্ন সাজেশন দিতে পারেন এই অ্যাপ সম্বন্ধে এবং অ্যাপের মধ্যে আরো কি কি যুক্ত করলে ভালো হবে এই সম্বন্ধে লিখে পাঠাতে পারেন, যাতে আপনাদের দেওয়া সাজেশন অনুযায়ী পরবর্তীতে গুরুত্বপূর্ণ Features এবং Useful Tools implement করা যায়।
Frequently Asked Questions
যারা Students, Job Seekers, Govt exam applicants, এবং সাধারণ মানুষদের জন্য।
হ্যাঁ এটি সম্পূর্ণ একটি ফ্রি অ্যাপ, সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন তবে App টির মধ্যে খুব সামান্য Ads লাগানো রয়েছে, যা App টির ভবিষ্যৎ Maintenance এর জন্য জরুরি।
এই অ্যাপটির মধ্যে কোনোরকম Sign-up/Login অপশন নেই, ফলে Users দের কোনো Data Collect করা হয়না, তাই অ্যাপটি সুরক্ষিত।
Photo Resize tool, Signature Resize, Biodata Maker, Age Calculator, Reduce Image Size, CM To Feet Calculator, CGPA To Percentage Calculator, JPG To PDF, PDF to jpg etc Tools যুক্ত করা রয়েছে। তার সঙ্গে Govt Job Portal & Online Portals এর Links রয়েছে।
Conclusion
এককথায় বলতে গেলে Formmate এমন একটি App যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের Tools এবং Features ব্যবহার করে গুরুত্বপূর্ণ কাজ করা যায়। যা অবশ্যই প্রত্যেকের কাজে লাগবে। তাই অ্যাপটি ইন্সটল করুন এবং আজ থেকে ব্যবহার শুরু করুন এবং আপনার সমস্ত কাজগুলি আরো সহজ ভাবে, কম সময়ের মধ্যে করে ফেলুন। ধন্যবাদ।
Formmate Official App: Download
Our Home Page: Visit Here
আরো গুরুত্বপূর্ণ পোস্ট: পড়ুন এখানে

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।