কিভাবে YouTube Channel খুলবেন?|প্রতি মাসে ১ লাখ|(২০২৫ গাইড)

Spread the love

প্রতি মাসে ১ লাখ টাকা! হ্যাঁ প্রতিমাসে ১ লাখ কেন 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় শুধুমাত্র একটি YouTube Channel খুলে। তবে সঠিকভাবে, সঠিক উপায়ে ,সঠিক বিষয় নির্বাচন করে ইউটিউব চ্যানেল খুললে তবেই ইনকাম করা সম্ভব।

 

বর্তমান দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলির মধ্যে youtube এমন একটি প্লাটফর্ম যেখানে প্রচুর মানুষ ইউটিউব চ্যানেল খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে প্রতি মাসে, এবং Career গড়ছে।

 

তবে শুধু youtube Channel খুললে হবে না ,কিভাবে চ্যানেল খুলতে হয় সঠিকভাবে? কিভাবে চ্যানেলের বিষয় নির্বাচন করতে হয় ? কিভাবে ভিডিও আপলোড করতে হয় ? ইনকাম কিভাবে শুরু করবেন? ইত্যাদি আপনাকে সমস্ত কিছু জানতে হবে তার জন্য আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বিস্তারিত সমস্ত তথ্য শেয়ার করব যা আমার বিগত ৫ বছরের অভিজ্ঞতা।

YouTube Niche Ideas

সবার প্রথমেই, ইউটিউব চ্যানেল শুরু করার আগে আপনাকে অবশ্যই একটি Niche কিংবা বিষয় নির্বাচন করতে হবে । যে বিষয়ে আপনি পারদর্শী, যে বিষয়ে আপনি youtube ভিডিওগুলি তৈরি করবেন ওই টপিক নির্বাচন করতে হবে। 

 

এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার টপিক অনুযায়ী আপনাকে দর্শক দেখবে , আপনার টপিক অনুযায়ী আপনার ইনকাম কম কিংবা বেশি হবে। তাই আপনার চ্যানেলটি কি ধরনের রাখতে চান আপনাকে প্রথম Decide করতে হবে।

 

আপনাদের সুবিধার্থে নিচে জনপ্রিয় কিছু Niche Ideas কিংবা টপিক নির্বাচন করার List দেওয়া হলো:

  • Tech Review/Mobile Unboxing
  • Educational Video (Class 10, 12, Competitive Exams)
  • Vlogging ( Travel, Food, Daily Life)
  • Gaming ( BGMI, Free fire, Etc)
  • Motivational Speech
  • Recipe Channel/Cooking
  • Animation Video (Cartoon, stories,etc)
  • Fitness
  • Technology/ Digital Marketing
  • Govt Job Update
  • Entertainment

তবে যদি আপনি জানতে চান যে কোন টপিকে ভিডিও করলে সব থেকে বেশি Income হয় তাহলে নিচে আপনাদের জন্য লিস্ট দেওয়া রয়েছে দেখে নিন:

  • Finance & Investing
  • Stock Market/ Crypto currency
  • Business
  • Insurance/ Loan Advice
  • Health and Fitness
  • Real-estate
  • Tech Review/Mobile Unboxing
  • Digital Marketing
  • Software Tutorials (Canva, Video edit software, etc)
  • Education/ Career Guidance
  • Affiliate Marketing.

 

YouTube Channel কিভাবে খুলবেন?

কিভাবে সঠিক পথে আপনি আপনার youtube চ্যানেলটি খুলবেন Step By Step নিচে আলোচনা করা হলো:

1. প্রথম নতুন একটি Gmail Account খুলুন আপনার চ্যানেলের নামে।(যেমন – আপনার চ্যানেলের যদি নাম হয় ABC , তাহলে আপনার Gmail অ্যাকাউন্ট খুলুন abc@gmail.com বা এই ধরনের gmail.

2. YouTube App এ যান তারপর নিচের ডানপাশে আপনার email id ছবিতে ক্লিক করে, Create Channel এ ক্লিক করুন।

3. এবার আপনার চ্যানেলের নাম দিন। এবং চ্যানেল Create করুন।

 

4. আপনার চ্যানেলের Brand অনুযায়ী চ্যানেলের  Logo এবং Banner আপলোড করুন এবং সেভ করুন।

5. About Section- এ গিয়ে আপনার চ্যানেল অনুযায়ী, চ্যানেল সম্বন্ধে লিখুন এবং আপনি আপনার চ্যানেলে কি টপিক নিয়ে YouTube Video দেবেন, প্রতি সপ্তাহে কয়টি ভিডিও দেবেন ইত্যাদি এই সমস্ত তথ্য যোগ করুন।

6. এরপর YouTube Studio যেকোনো একটি Browser খুলে Open করুন। Left Side Below Settings icon এ ক্লিক করুন।

7. এবার অনেক অপশন গুলির মধ্যে Channel Option Choose করুন এবং Features Eligibility অপশনে ক্লিক করে Mobile Number Verify করুন।

 

8. তারপর Basic Info তে গিয়ে আপনার YouTube Channel Keyword দিন এবং Save করুন।

9. Upload Default Option ক্লিক করুন Advanced Setting এ গিয়ে আপনার চ্যানেলের ক্যাটাগরি Select করুন এবং আপনার চ্যানেলের Language Choose করুন।

10. Upload Default এর Basic Info তে ক্লিক করে Channel Related Tags এবং Visibility – Unlisted রাখুন, ভিডিও আপলোড করার পর আপনি যখন ভিডিও পাবলিশ করবেন তখন YouTube Studio App এ ভিডিও Unlisted অপশনটি সিলেক্ট করে Public অপশন Selection করে Save করবেন তাহলে আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে।

11. Channel Customisation এ ক্লিক করে Profile Tab এ আপনার চ্যানেলের Watermark Add করুন এবং Social media link Add করুন।

 

 

12. এবার আপনার Channel Dashboard এ আসুন, এবং Create অপশন এ ক্লিক করে আপনার ভিডিও আপলোড করুন। তবে আপনাকে বলবো চ্যানেল খোলার ২৪ ঘন্টা পর আপনি ভিডিও আপলোড করবেন , শুরুতে প্রতিদিন YouTube Video Upload করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে।

 

তাহলে এতক্ষণ আমরা জানলাম দুটি ধাপ। প্রথমত, আপনারা কিভাবে আপনার চ্যানেলের টপিক নির্বাচন করবেন এবং দ্বিতীয়ত, কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন।

 

How To Create a YouTube Video?

এবার তৃতীয়ত বলবো, আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার পর কিভাবে প্রথম ইউটিউব ভিডিও বানাবেন?

সফল Youtuber Channel তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ভালো ভালো Content কিংবা ভালো ভিডিও আপনার চ্যানেলে দিতে হবে যেটা থেকে দর্শকরা সঠিক Valuable information পাবে।

YouTube channel এ ভিডিও করার জন্য আপনি দুটি পদ্ধতিতে ভিডিও করতে পারেন –

  • YouTube Face Video
  • YouTube Faceless Video

এবার উপর দেওয়া সমস্ত Niche গুলির মধ্যে আপনার পছন্দের যেকোনো একটা Niche বেছে নিয়ে আপনি ওই টপিকে ভিডিওগুলি বানাতে পারেন।

ভিডিও বানানোর জন্য কি দরকার?

Requirements

  • YouTube Video Recording করার জন্য Smartphone/Camera এবং Mic দরকার। কিন্তু যদি আপনি Faceless Video করেন তাহলে শুধু Mic হলে চলবে।
  • এবার ভিডিও রেকর্ডিং করার পর ওই Video Editing করার জন্য আপনি যেকোনো একটি Software ব্যবহার করতে পারেন যেমন:- Kinemaster, VN editor, Capcut, Inshot, etc আর Computer এ Edit করার জন্য – Filmora, Capcut, DaVinci Resolve, Adobe Premiere Pro, etc.
  • এবার Face Video করলে Lighting দরকার, আপনি শুরুতে Ring light ব্যবহার করতে পারেন।

 

YouTube Video Structure

1. Hook (প্রথম 5–10 সেকেন্ডে কভার করুন viewer কী পাবে)

2. Main Content (Step-by-step, clear explanation)

3. CTA (Like, Comment, Subscribe বলুন শেষের দিকে)

4. Video Length শুরুর দিকে ছোটো রাখার চেষ্টা করুন

আপনি চাইলে ভিডিও রেকর্ডিং করার আগে YouTube Video Scripting (5W1H method)করতে পারেন অর্থাৎ আপনি যে ভিডিও বানাবেন ওই Topic রিসার্চ করে আপনার নোটবুক কিংবা আপনার যে কোনো একটা খাতায় ওই বিষয়ে Video Outline এবং ভিডিওতে কি কি বলবেন, কোন Part এ কি কি বলবেন এগুলো আগে থেকে লিখে রাখতে পারেন তাহলে ভিডিও করার সময় সুবিধা হবে।

 

এবার আপনাদের বলছি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর আপনি কিভাবে কয়টি পথে টাকা ইনকাম করতে পারবেন?  কিংবা টাকা ইনকামের কি কি শর্ত রয়েছে?

YouTube Monetization Criteria:

YouTube থেকে টাকা Income  করার জন্য আপনার চ্যানেলটি Monetize করতে হবে। এবার Monetization চালু করার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন- আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ১ হাজার হতে হবে এবং লাস্ট ৩৬৫ দিনের মধ্যে আপনার চ্যানেলের ভিডিও গুলির Watch time  মোট 4000 ঘন্টা হতে হবে, তবেই আপনি ইউটিউব মনিটাইজেশন এর জন্য Apply করতে পারবেন।

এবার যদি আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি ঠিক থাকে,  ভিডিওগুলি ভালো থাকে,  ভিডিওগুলির মধ্যে সঠিক Information থাকে,  তাহলে আপনার চ্যানেলটি Monetization On করে দেওয়া হবে এবং আপনি Adsense Ads লাগিয়ে ইনকাম করতেও পারবেন।

Next আপনাকে বলছি youtube চ্যানেলের মাধ্যমে আপনি কয়টা উপায়ে টাকা Income করতে পারবেন:

  1. YouTube Partner Programme(YPP)
  2. Affiliate Marketing
  3. Brand Promotion
  4. Own Product/ Course Selling
  5. YouTube Membership & Super Thanks টা

 

YouTube Video SEO Tips

তবে একজন Sucessful Youtuber হওয়ার জন্য আপনাকে ভালো SEO জানতে হবে অর্থাৎ আপনার ভিডিওটি Ranking এ আনার জন্য ভিডিওতে SEO(Search Engine Optimization)করতে হয়।

Video SEO Tips:

  • Video Topic অনুযায়ী Keyword Research করুন।
  • আপনার YouTube Video তে Title, Description, Tags দিন।
  • আপনার ভিডিওর টপিক অনুযায়ী Viral Hastag (#)ব্যবহার করুন।

যেমন যদি আপনার ভিডিও Sumsung Mobile Unboxing নিয়ে হয় – তাহলে প্রথমেই Keyword Research করে জানাতে হবে আপনার topic related মানুষ আর কি কি search করে।

এই রকমের keyword মিনিমাম ১০-১৫ সংগ্রহ করুন। এবং আপনার ওই keyword গুলোর মধ্যে ২ টি ভালো keyword দিয়ে video title তৈরি করুন।

আপনার ভিডিও সম্বন্ধে ২-৪ Line লিখুন Video Description Box এ ।

এবং আপনার ওই ১৫ টি Tags YouTube Video Tag Option এ দিন।

তবে আরো ভালোভাবে YouTube video SEO, Keyword Research করার জন্য আপনি কিছু SEO Tools ব্যবহার করতে পারেন যেমন- Tube Buddy, VidIQ.

 

YouTube Video Thumbnail

আপনার ভিডিওতে কতজন ক্লিক করে আপনার ভিডিওটি দেখবেন তার জন্য Thumbnail একটি গুরুত্বপূর্ণ Factor হিসেবে কাজ করে। তাই একটি ভালো Thumbnail আপনাকে তৈরি করতে হবে আপনার YouTube video topic অনুযায়ী।

YouTube Video Thumbnail তৈরি করার জন্য আপনি – Canva, PixelLab ব্যবহার করতে পারেন।

 

সফল Youtuber কিভাবে হবেন?

Practically একজন Successful Youtuber হওয়ার জন্য আপনাকে কিছু কথা মাথায় রেখে ভিডিও বানাতে হবে:

1. ভিডিওগুলি নিজের তৈরি করুন এবং ভিডিওর মধ্যে Valuable information দিন যাতে দর্শকরা আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারে।

2. Consistency বজায় রাখুন অর্থাৎ আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন আবার যদি দুই দিন অন্তর ভিডিও দিচ্ছেন তাহলে প্রতি দুই দিন অন্তর অবশ্যই ভিডিও পাবলিশ করুন।

 

3. ভিডিও তৈরি করার জন্য আপনি একটি Content Calendar তৈরি করতে পারেন যেখানে আপনি পরবর্তী 50-100 টি কোন কোন টপিকে ভিডিও তৈরি করবেন তার একটা লিস্ট তৈরি করতে পারেন।

4. কিভাবে একটি সুন্দর Thumbnail তৈরি করতে হয় প্রথমে শিখুন এবং তারপরে অবশ্যই ওইভাবে YouTube Thumbnail তৈরি করুন।

5. প্রথমের দিকে ভিডিওতে Views না এলে Demotivate হবেন না এটা সবারই হয়ে থাকে, তাই অবশ্যই Motivated হয়ে আপনি Continue ভিডিও পাবলিশ করুন।

 

6. আপনার Published করা ভিডিওগুলি Analysis করুন YouTube Studio App থেকে। কোন ভিডিও কত View, Click Through Rate (CTR), Audience Retention, Best Keyword, ইত্যাদি।

7. ভিডিওগুলি যাতে দর্শকদের Boaring না লাগে ভিডিওগুলি ভালোভাবে Editing করুন Video Editing না পারলে Editing কিভাবে করতে হয় শিখুন এবং তারপরে Video Editing করুন।

8. আপনার ভিডিওর Viewers দের কমেন্টের রিপ্লাই করুন এবং যদি কোন ভিডিওতে সমস্যা হচ্ছে ভিডিওর Quality ধীরে ধীরে Improve করুন।

 

9. আপনার চ্যানেলের রিলেটেড যে সমস্ত বড় বড় Youtuber রয়েছে তাদের Follow করুন তারা কিভাবে ভিডিও করছে, এডিটিং কিভাবে করছে , কত মিনিটের ভিডিও,  ইত্যাদি Analysis করুন এবং আপনার চ্যানেলে Apply করুন।

10. চ্যানেলের শুরুর দিকে Evergreen Content কিংবা ভিডিও দেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ যে ভিডিওগুলি সারাজীবন মানুষ সার্চ করবে, যে সমস্ত ভিডিওগুলি সারা জীবন দেখা যাবে যেমন- How To Write a Resume? How to Create a YouTube channel?

 

Frequently Asked Questions

How To Earn Money from YouTube?

5 Way To Earn Money from YouTube:

YouTube Monetization (YPP), Affiliate Marketing, Brand Promotion, Own Product Sell, Membership

For YouTube Monetization: You Must Complete 1000 Subscribers & 4000 Hours Watch time.

Best Keyword Tool for YouTube?

Tube buddy, VidIQ

What is the Best Thumbnail Editing Software?

Canva, PixelLab

What is the Best Tool for YouTube Video SEO?

Tube buddy, VidIQ

What is the Best YouTube video editing software?

Kinemaster, VN editor, Capcut. But For Computers – Filmora, Capcut, Adobe Premiere pro, etc

 

Conclusion

YouTube এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি যদি মন দিয়ে min 5-6 মাস ভালোভাবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটি Monetize হয়ে যাবে এবং আপনি ইনকাম শুরু করতে পারবেন। তাই সঠিকভাবে সঠিক পদ্ধতি Follow করে ভিডিও তৈরি করুন এবং পাবলিশ করুন। এবার ধীরে ধীরে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার Video Quality Improve করুন এবং এগিয়ে যান অবশ্যই সফল হবেন।

আপনার YouTube Journey এর জন্য আগাম শুভকামনা রইলো। ধন্যবাদ।

আমাদের Website Hompage: Visit Here

কিভাবে Tshirt Business করবেন? পোস্টটি পড়ুন

Career related Posts: Visit Here


Spread the love

1 thought on “কিভাবে YouTube Channel খুলবেন?|প্রতি মাসে ১ লাখ|(২০২৫ গাইড)”

Leave a Comment