আজকের দিনে বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কারণে অনেকেই লোন নিয়ে থাকেন। এবার লোন বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাই আপনি যে কাজের জন্য কিংবা যে প্রয়োজনে লোনটা নেবেন আপনাকে ওই ধরনের লোনের জন্য আবেদন করতে হবে তা হতে পারে বিভিন্ন ব্যাংকে, NBFC কোম্পানির মাধ্যমে, Microfinance Company.
লোন কি?/What is Loan?
লোন বা ঋণ(Loan) মানুষের অর্থনৈতিক প্রয়োজন মেটাতে সাহায্য করে। এই লোন বা ঋণ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন উদ্দেশ্যে নেওয়া হয়। এবং এই উদ্দেশ্য অনুযায়ী লোন বিভিন্ন প্রকারের হয়ে থাকে।
যেকোনো ব্যক্তি তার নিজ নিজ কারণে(শিক্ষার জন্য, বাড়ি তৈরি করার জন্য, ইত্যাদি)। ব্যাংক কিংবা অন্যান্য প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা সুদ সহ লোন পরিশোধ করতে হয়।
Loan is Financial Arrangement where an individual or organizations borrows a sum of money for a fixed period and repays it with interest.

- যেকোনো ব্যাক্তি তার নিজস্ব কোনো কারনে যেমন- বাড়ি কেনা, গাড়ি কেনা, চিকিৎসার জন্য) লোন নিতে পারেন।
- আবার যেকোনো ব্যবসায়িক সংস্থা অথবা Business organisations ব্যবসা সম্প্রসারণের জন্য লোন নিতে পারেন।
- এবং যেকোনো ছাত্র ছাত্রী তাঁর পড়াশোনার জন্য লোন নিতে পারেন।
তাই শুধুমাত্র যখন খুব টাকার প্রয়োজন হয় যেকোনো কারনে তখন অবশ্যই লোন নিতে পারেন। তবে লোন নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা জানা দরকার যেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। নিচে সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
লোন কোথা থেকে পাওয়া যাবে?
- ব্যাংক: সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক একাউন্ট থেকে ঋণ/Loan পাওয়া যায়।
- NBFC : ব্যাংক ছাড়াও বিভিন্ন NBFC কোম্পানি রয়েছে যারা লোন বা ঋণ প্রদান করে।
- Microfinance কোম্পানি : যেকোনো ছোটো ধরনের লোন পাওয়া যায়। কম পরিমাণ টাকার লোন গুলো এই Microfinance কোম্পানি দিয়ে থাকে।

লোনের প্রকারভেদ ?
বিভিন্ন উদ্দেশ্য ও টাকার পরিমাণ অনুযায়ী লোন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন-
- ব্যক্তিগত লোন (Personal Loan)
- বাড়ি লোন (House Loan)
- গাড়ি লোন (Car Loan)
- শিক্ষা লোন(Education Loan)
- ব্যবসায়িক লোন (Business Loan)
- গোল্ড লোন (Gold Loan)
লোন নেওয়ার পদ্ধতি?
লোন পাওয়ার জন্য আপনাকে সবার প্রথম লোনের আবেদন করতে হবে। তা হতে পারে আপনি ব্যাংক আবেদন করুন কিংবা NBFC কোম্পানি কিংবা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে আবেদন করুন, সমস্ত ক্ষেত্রেই সবার প্রথম আপনাকে লোন নেওয়ার জন্য আবেদন করতে হবে।
- WBSSC Group C & D Syllabus: সিলেবাস অনুযায়ী বাংলা বই দেখুন
- WB টোটো অনলাইন রেজিস্ট্রেশন: কিভাবে আবেদন করবেন? বিস্তারিত তথ্য জানুন
- বিদেশে পড়ার জন্য এডুকেশন লোন(Education Loan): জানুন আবেদন ও ডকুমেন্ট চেকলিস্ট
- সাইবার সিকিউরিটি কোর্স (Cyber Security Course Admission): জানুন ভর্তি, ফি এবং ক্যারিয়ারের সুযোগ
- গঙ্গাসাগর মেলা ২০২৬: তারিখ, পুণ্য স্নান, রুট ও নিরাপত্তা|Gangasagar Mela 2026
তাই লোন পাওয়া পর্যন্ত যে সমস্ত স্টেপগুলো Follow করা হয় নিচে সেগুলো নিয়ে আলোচনা করা হলো-
- আবেদন জমা করা: ব্যাংক কিংবা NBFC Company কিংবা Microfinance Company তে আবেদন পত্র জমা করুন।
- আবেদন পর্যালোচনা: এই পর্যায়ে আবেদনকারীর আয় , Credit Score এবং সমস্ত ডকুমেন্টস, অন্যান্য যোগ্যতা যাচাই করবে।
- লোন অনুমোদন: সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এবং শর্তাবলী পূরণ হলে সংস্থার তরফ থেকে শর্ত অনুযায়ী লোন অনুমোদন করা হয়ে থাকে।
- লোন পরিশোধ: লোন দেওয়ার সময় শর্ত অনুযায়ী ওই লোন সহ সুদ সংস্থাকে পরিশোধ করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে।
ব্যাঙ্ক অথবা ফাইন্যান্স কোম্পানিগুলোতে লোন নেওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা করতে হয়, এবং পর্যাপ্ত ডকুমেন্টস অনুযায়ী আবেদনকারীকে লোন দেওয়া হয়ে থাকে।
এবার আমরা জানব যে কোন লোনের আবেদন করার জন্য আবেদনকারীর কাছে কি কি উপযুক্ত ডকুমেন্টস থাকা দরকার।

Loan Required Documents List
- পরিচয়পত্র (ID Proof Document): আধার কার্ড, ভোটার id কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স।
- ঠিকানার প্রমাণ (Address Proof): ইলেকট্রিক বিল ,গ্যাস বিল, বাড়ির রেজিস্ট্রেশন পেপার, আধার ও পাসপোর্ট।
- আয় সংক্রান্ত ডকুমেন্টস (income Proof document): বেতন স্লিপ (Salary slip), Bank Statement, আয়কর রিটার্ন, ইত্যাদি।
- প্যান কার্ড: যেকোনো লোন পাওয়ার জন্য প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তাই লোনের আবেদন করার জন্য প্যান কার্ড থাকতেই হবে।
- ছবি এবং সিগনেচার (Photo & signature): আবেদনকারীর ছবি এবং Valid সিগনেচার লাগবে।
- ক্রেডিট স্কোর (Credit score): যেকোনো লোন অনুমোদন করার আগে ব্যাংক কিংবা সংস্থা সবার প্রথম আবেদনকারীর ক্রেডিট স্কোর চেক করে থাকে। তাই ক্রেডিট স্কোর ভালো থাকা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ। আবেদনকারীর যদি ক্রেডিট স্কোর ৭৫০ কিংবা তার বেশি থাকে তাহলে লোন অনুমোদন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবুও যদি আপনার ক্রেডিট স্কোর 700 থেকে 750 এর মধ্যে হয়ে থাকে তবু আপনি লোন পেতে পারেন খুব সহজে।
এখন বর্তমানে লোন দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি রয়েছে। তবে লোন নেওয়ার আগে অবশ্যই চেক করতে হবে কোন ব্যাংক বিশ্বাসযোগ্য এবং কত % সুদের হারে লোন দিচ্ছে।
লোন দেওয়া ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির নাম
নিচে কয়েকটি বিশ্বাসযোগ্য ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির নাম দেওয়া হল-
কিছু বিশ্বাসযোগ্য ব্যাংক এর নাম
- State Bank of India (SBI)
- HDFC Bank
- ICICI Bank
- Punjab National Bank (PNB)
বিশ্বাসযোগ্য NBFC Company
- Bajaj Finserv
- Muthoot Finance
- TATA Capital
- HDB Financial Services
এগুলো ছাড়াও Personal Loan নেওয়ার জন্য প্রচুর ছোটো বড়ো Micro finance কোম্পানি রয়েছে যেখানে আবেদন করার জন্য Third party app Use করতে পারবে। Play Store ও অনেক App রয়েছে যেখানে Personal loan এর জন্য অনলাইনে আবেদন করা যায়।
Frequently Asked Questions
আপনার যদি ক্রেডিট স্কোর ৬৫০-৭৫০ এর মধ্যে হয়ে থাকে আপনি খুব সহজেই যে কোন ব্যাংক কিংবা NBFC কোম্পানি থেকে লোন নিতে পারেন।
লোন সাধারণত তিনটি জায়গা থেকে নিতে পারেন- Bank, NBFC Company, Microfinance Company.
Conclusion
তবে লোন নেওয়ার আগে একটা কথা মনে রাখবেন, যেখান থেকে লোন নিচ্ছেন ওই সংস্থার বা ব্যাংকের সুদের হার কি রয়েছে, প্রোসেসিং ফি কি রয়েছে, EMI সুবিধা কিরকম, ইত্যাদি এগুলো যাচাই করা দরকার।
তাই খুব জরুরী দরকার হলে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লোন নিতে পারেন। তবে লোন নেওয়ার আগে সমস্ত কিছু একবার যাচাই করা অবশ্যই প্রয়োজন।
For More Visit Official Website: Click Here
Career Related Post: Visit Here

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।