প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম কি?|PM Internship Scheme 2024|

Spread the love

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের নাম হলো প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম বা PM internship Scheme. এই স্কিমে আবেদন করলে প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই এই স্কিমে আবেদন করার আগে এই স্কিম বা প্রকল্প (PM Internship Scheme 2024)সম্বন্ধে সমস্ত কিছু জানার জন্য পোস্টটি ভালোভাবে পড়ুন।

 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম কি?

PM internship Scheme 2024: প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম হলো ভারতের তরুণ প্রজন্মের জন্য একটি বিশাল কর্মসংস্থান ও প্রশিক্ষণ মূলক প্রকল্প। এই স্কিমের লক্ষ্য তরুণদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা দেওয়া এবং তাদের কর্ম দক্ষতাকে বৃদ্ধি করা। এবং তার জন্য এই স্কিমের আওতায় আগামী পাঁচ বছরে মোট এক কোটি যুবক যুবতীদের এই ইন্টার্নশিপ দেওয়া হবে নামিদামি ৫০০ টি কোম্পানিতে, যেমন – Wipro, Tata, Reliance, HCl, Hindustan petroleum, Jindal steel, Etc. এই সমস্ত নামকরা কোম্পানির এর তরফ থেকে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পর সার্টিফিকেট ও দেওয়া হবে যেটা পরবর্তীতে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কাজে লাগবে।

 

PM internship scheme Eligibility Criteria

এই ইন্টার্নশিপ স্কিমে আবেদন করার জন্য কি কি যোগ্যতা দরকার নিচে বিস্তারিত দেওয়া রয়েছে- 

শিক্ষাগত যোগ্যতা/Education Qualification:

আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ITI কিংবা পলিটেকনিক ডিপ্লোমা পাশ করতে হবে তাছাড়া গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় ও এখানে আবেদন করা যাবে। যেমন – B.A, B.sc, B.com, BBA, B.pharma, BCA,Etc

বয়স সীমা/Age Limit;

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে চায় তাদের বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

তবে যারা সম্পূর্ণকালীন ভাবে (Full Time) কাজের সঙ্গে যুক্ত কিংবা সম্পূর্ণকালীন ভাবে(Full Time)পড়াশোনা করছে, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। তবে যদি আপনি অনলাইন কিংবা Distance এ  পড়াশোনা করে থাকেন কিংবা Part-time কাজ করে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন।

 

কারা আবেদন করতে পারবে না?/ In Eligibility Criteria

  • IITs, IIMs, National law University, IISER, NITS, IIITs- থেকে গ্র্যাজুয়েশন পাশ
  • যদি আপনার শিক্ষাগত যোগ্যতা – CA, CMA, CS, MBBS, BDS, MBA, Etc কিংবা যেকোনো Master Degree or Higher Degree হয়ে থাকে।
  • যদি বর্তমানে রাজ্যের অথবা কেন্দ্র সরকারের কোনো Skills, Apprentice, Internship ট্রেনিং চলছে।
  • যারা আগে NATS or NAPS থেকে Apprentice, ট্রেনিং করেছে ।
  • পরিবারের মধ্যে যেকোনো সদস্যদের বার্ষিক আয় ৮ লাখ টাকা এর নিচে হতে হবে।
  • পরিবারের মধ্যে যদি কেউ সরকারি চাকরি কর্মরত হয়ে থাকে।

 

PM internship scheme Registration Date

  • রেজিস্ট্রেশন শুরু হয়েছে: ১২ অক্টোবর ২০২৪ থেকে।
  • রেজিস্ট্রেশন শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৪

তাই এই দারুন সুযোগটি কেউ মিস করবেন না যদি আপনি Eligible হয়ে থাকেন  তাহলে অবশ্যই এই ইন্টার্নশিপ স্কিমের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কিংবা আবেদন করতে পারেন।

PM internship Scheme Registration Process/কিভাবে আবেদন করতে হবে?

  • প্রথমে https://www.pminternship.mca.gov.in – ওয়েবসাইটে যান।
  • রেজিস্টার অপশনে ক্লিক করুন।
  • মোবাইল নাম্বার দিয়ে Submit করুন। OTP বসিয়ে পুনরায় Submit করুন।
  • Password নিজের মতো করে বানিয়ে নিন।
  • Aadhaar Based e-kyc  করুন।
  • Digi Loker Account Login করে Consent দিন।
  • মোবাইল নাম্বার ও Password দিয়ে login করুন।
  • পরবর্তী পেজ টি খুলে যাবে।
  • আপনার সমস্ত তথ্য, যেমন – Personal Details, Address Details, Education Qualification, Bank Details, Skills, ইত্যাদি সমস্তকিছু দিয়ে সঠিকভাবে ফর্ম ফিলাপ করুন।
  • তারপর সমস্ত কিছু চেক করার পর সাবমিট অপশনে ক্লিক করুন।
  • আপনার CV Download করুন।
  • Internship Opportunities অপশন-এ ক্লিক করুন।
  • এবং আবেদন করুন।

 

প্রয়োজনীয় নথি পত্র/important Documents

এই স্কিমে অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন যাবতীয় ডকুমেন্টস কিংবা কাগজপত্র লাগবে যেমন-

  • Aadhaar Card (Mobile Number Link With Aadhaar Card)
  • Educational Documents(Marksheet, Certificate,Etc)
  • Bank Account Passbook(Aadhaar and Mobile Number Link with Bank account)
  • Mobile Number

 

PM Internship Scheme Duration/সময়সীমা

এই স্কিমে আবেদন করার পর সিলেকশন পেলে আপনাদের মোট ১২  মাসের জন্য ইন্টার্নশিপ দেওয়া হবে। অর্থাৎ এক বছরের মধ্যে এখানে ইন্টার্নশিপ Complete হয়ে যাবে।

PM internship scheme 2024 Benefit/সুযোগ সুবিধা

কেন্দ্র সরকারের এই স্কিমে অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যেমন-

মাসিক ভাতা:

এই ইন্টার্নশিপ চলাকালীন প্রত্যেককে প্রতি মাসে ৫০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হবে 4500 টাকা এবং কোম্পানির তরফ থেকে দেওয়া হবে 500 টাকা। এই পাঁচ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে প্রতি মাসে দেওয়া হবে ।তবে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাংক একাউন্টে এই পাঁচ হাজার টাকা দেওয়া হবে।

Grant of Incidental/অনুদান:

এই ইন্টার্নশিপ চলাকালীন প্রতি ইন্টার্নকে এককালীন ৬০০০ টাকা অনুদান দেওয়া হবে।

Insurance Coverage/বীমা সুরক্ষা:

যে সমস্ত প্রার্থীরা এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে অংশগ্রহণ করবে তাদের কেন্দ্র সরকারের তরফ থেকে বিমা সুরক্ষা দেওয়া হবে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোযনা(Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)ও প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা(Pradhan Mantri suraksha Bima Yojana)এর মধ্যে দিয়ে।

এবং তার সঙ্গে সঙ্গে এই ১২  মাসের internship সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হবে, যেটা পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে।

Important Dates

  • Registration Start: 12/10/2024
  • Registration Closed: 25/10/2024
  • Company Selection: 27/10/2024- 07/11/2024
  • Offer Letter Received: 8-15 November 2024
  • Internship Start Date: 02/12/2024

 

Frequently Asked Questions

What is the PM Internship Scheme 2024?

PM Internship Scheme is a Central Govt Scheme Which is Provided by 500 Reputed Company For 12 Months.

How Much Time Duration of PM Internship Scheme?

12 Months

What is the Pradhan Mantri internship scheme Eligibility Criteria ?

High school, Higher secondary school, ITI or Diploma students, or Graduate (B.A, B.sc, B.com, BBA,BCA, B.Pharma, Etc) Students Can Apply this Scheme.

PM internship scheme Registration Last Date?

25/10/2024

More Govt Job Update: Visit Here

Official Website Link: Click Here

 

 


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top