যে সমস্ত পরীক্ষার্থীরা WBSSC 2nd SLST এর জন্য পরীক্ষা দিয়েছিল, এখন বর্তমানে West Bengal School Service Commission এর তরফ থেকে ৭ ই নভেম্বর ২০২৫ তারিখে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তাই সবাইকে পরীক্ষার রেজাল্ট চেক করতে হবে WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে।
WBSSC 2nd SLST 2025
গত কয়েকদিন আগেই এই 2nd SLST অর্থাৎ Assistant Teacher (XI-XII) এর জন্য আবেদন নেওয়া হয়েছে। যার জন্য পরীক্ষা হয়েছিল গত ১৪ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে। এর জন্য এখন বর্তমানে রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
- WBCS Notification Out 🎉|রাজ্যের মধ্যে চাকরি|WBCS New Vacancy|Apply Now!
- প্যান-আধার কার্ড লিঙ্ক: জানুন অনলাইন পদ্ধতি ও জরিমানা| Pan Card Link With Aadhaar
- চাকরির জন্য সেরা স্কিল ডেভেলপমেন্ট কোর্স|Skill Development Courses
- ২০০২ ও ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড|WB 2002 Voter List Download|WB 2025 Voter List
- রেলের গ্রুপ-ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড|RRB Group D Exam City Intimation Slip
কিভাবে রেজাল্ট চেক করবেন?
এবার স্টেপ বাই স্টেপ কিভাবে রেজাল্ট চেক করবেন নিচে আলোচনা করা হয়েছে।
WBSSC SLST Result 2025 PDF Download
১) প্রথমে আপনাদের, WBSSC Official Website ভিসিট করতে হবে।
২) এবার আপনাদের Login করতে হবে, ID and password দিয়ে।
৩) তারপর Dashboard খুলবে, এখানে বামদিকে View Result অপশন এ ক্লিক করবেন। এবং আপনার রোল নাম্বার সিলেক্ট করে View Result অপশনে ক্লিক করতে হবে।
৪) View Result অপশনে ক্লিক করার পর, রেজাল্ট দেখা যাবে।
৫) Examination Details এর নিচে মোট কত নাম্বারের পরীক্ষা এবং আপনি কত নাম্বার পেয়েছেন সমস্ত কিছু দেখতে পাবেন।
এবার আপনি আপনার রেজাল্টের প্রিন্ট আউট বের করতে চাইলে, নিচে প্রিন্ট অপশনে ক্লিক করে রেজাল্ট প্রিন্ট করতে পারেন।
SLST Preliminary Interview List
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, খুব তাড়াতাড়ি এই Preliminary Interview List প্রকাশ করা হবে। বিস্তারিত জানার জন্য https://www.westbengalssc.com এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
2nd SLST Documents Verification Date
নোটিফিকেশন অনুযায়ী, 2nd SLST এর জন্য Documents Verification হবে আগামী ১৭ ই নভেম্বর ২০২৫ তারিখে। যার জন্য অবশ্যই আপনাদের সমস্ত যাবতীয় ডকুমেন্টস গুছিয়ে রাখতে হবে।
তাই যে সমস্ত পরীক্ষার্থী এই SLST 2025 এর জন্য পরীক্ষা দিয়েছিলেন, অবশ্যই এখন বর্তমানে আপনার রেজাল্ট চেক করে নিন। কিভাবে রেজাল্ট চেক করতে হবে? কবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে? কবে লিস্ট প্রকাশ করা হবে? সমস্ত কিছু বলে দিলাম। যদি আপনাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
▪️WBSSC: Official Website Link
▪️WB 2nd SLST: Result Check Now
▪️আরো চাকরির খবর: এখানে পড়ুন
▪️বিভিন্ন চাকরির পরীক্ষা: বিস্তারিত জানুন

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।