পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন খুশির খবর। এখন বর্তমানে WBSSC Group C and D Notification প্রকাশ করা হয়েছে। আজ ৯ ই অক্টোবর এখানে ৮৪৭৭ টি শূন্যপদে অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো WBSSC বোর্ড। আগ্রহী প্রার্থীরা Clerk এবং Group D পোস্টে অনলাইন আবেদন করতে পারবে। এখানে আবেদন করলে চাকরি পেলে রাজ্যের মধ্যে চাকরি হবে। তবে আবেদন করার আগে এই নোটিফিকেশন সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। যা নিয়ে আজকের এই পোষ্টের মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করবো।
আজকের পোষ্টের আলোচ্য বিষয়গুলি –
কোন কোন পোস্টে আবেদন করা যাবে?
মোট শূন্যপদ সংখ্যা কত রয়েছে?
কারা কারা আবেদন করতে পারবে?
কিভাবে আবেদন করতে হবে?
পরীক্ষা কত নাম্বারের নেওয়া হবে?
আবেদন মূল্য কত? আরো বিস্তারিত তথ্য
সম্পর্কিত পোস্ট পড়ুন
WBSSC গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পরীক্ষার সিলেবাস ও সেরা বইগুলি দেখুন
WBSSC Group C and D Notification PDF
WBSSC অর্থাৎ West Bengal Central School Service Commission এর তরফে Group C and D Notification প্রকাশ করা হয়েছে(1st SLST 2025)। যার জন্য রাজ্যের ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এখানে মোট দুটি পোস্ট রাখা হয়েছে। একটি Group C অর্থাৎ ক্লার্ক পোস্ট এবং Group D পোস্ট। WBSSC Group C and D Notification অনুযায়ী এখানে মোট শূন্যপদ রয়েছে ৮৪৭৭ টি। যেখানে Group C পোস্টে ২৯৮৯ টি এবং Group D পোস্টে ৫৪৮৮ টি।

Important Dates
অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী অনলাইন আবেদন শুরু হবে ৩ ই নভেম্বর থেকে। এবং আবেদন চলবে ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
| Application Start | 03/11/2025 |
| Application Closed | 03/12/2025 |
| Exam Date (Tentative) | January 2026 |
পোস্টের নাম
এখানে মোট দুই ধরনের পোস্ট রাখা হয়েছে। Group C অর্থাৎ ক্লার্ক পোস্ট এবং Group D পোস্ট।
- Group C
- Group D
WBSSC Group C and D Total Vacancy
Official Full Notification অনুযায়ী এখানে মোট শূন্যপদ রয়েছে ৮৪৭৭ টি। তবে Group C পোস্টে ২৯৮৯ টি এবং Group D পোস্টে ৫৪৮৮ টি।
- Group C= 2989
- Group D= 5488
তবে তোমাদের সুবিধার্থে প্রতিটি Region অনুযায়ী এবং পোস্ট অনুযায়ী WBSSC Group C and D Total Vacancy নিচে দেওয়া হলো।

শিক্ষাগত যোগ্যতা
শুধুমাত্র যোগ্য প্রার্থীরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। তবে পোস্ট অনুযায়ী যোগ্যতা ভিন্ন ভিন্ন রয়েছে। তাই অনলাইন আবেদন করার আগে যোগ্যতা দেখে নিন।
Group C ( ক্লার্ক): গ্রুপ-সি পোস্টে আবেদন করার জন্য শিক্ষার্থীকে শিক্ষিত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। মিনিমাম নাম্বার পেয়ে Madhyamik Pass করলেই হবে।
Group D: গ্রুপ-ডি পোস্টে আবেদন করার জন্য শিক্ষার্থীকে স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে। মিনিমাম নাম্বার পেয়ে ক্লাস VIII পাশ করলেই হবে।
বয়সসীমা ( WBSSC Group C and D Age Limit)
WBSSC Group C and D Notification অনুযায়ী এখানে দুটি পোস্টের জন্য বয়সসীমা একই রকম রয়েছে। যেমন –
Group C(ক্লার্ক)= (১৮-৪০) বছর
Group D= (১৮-৪০) বছর
WBSSC Group C and D Apply Online (আবেদন পদ্ধতি)
এই Group C and D পোস্টে অনলাইন আবেদন করার জন্য তোমাদের WBSSC এর Official ওয়েবসাইটে যেতে হবে। কিভাবে অনলাইন আবেদন করতে হবে নিচে দেওয়া হলো।

১. প্রথমত WBSSC Official Website এ যেতে হবে। এবং Apply Now অপশন এ ক্লিক করতে হবে।
২. তারপর Register অপশনে ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যাবতীয় তথ্য লাগবে যেমন- আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ইত্যাদি।
৩) রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের মোবাইল নাম্বারে ID and password পাঠানো হবে। এই id, password and তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে।
৪) লগইন করার পর সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ সঠিকভাবে করতে হবে। যেমন – পোষ্টের নাম, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, আবেদনকারীর ছবি, ঠিকানা, ইত্যাদি।
৫) ফর্ম ফিলাপ করার সময়, মোবাইল নাম্বার এবং email id ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।
৬) ফর্ম ফিলাপের শেষ পর্যায়ে প্রিভিউ অপশনে ক্লিক করে সমস্ত কিছু তথ্য একবার যাচাই করতে হবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে ফর্মটি সাবমিট করতে হবে।
৭) Application Form সাবমিট করার পর অনলাইনে পেমেন্ট করতে হবে। এবার অনলাইন পেমেন্ট ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা রয়েছে। তাই তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যত টাকা লাগবে ওই টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।
৮) Successful Payment হওয়ার পর আবেদন ফর্মের প্রিন্ট আউট বের করে রাখতে হবে, যা পরবর্তীতে কাজে লাগবে।
Application Fees (আবেদন ফি)
অনলাইনে আবেদন করার সময় Application fees পেমেন্ট করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য আলাদা আলাদা রয়েছে।
Group C Application Fees
General/OBC/EWS= ৪০০ টাকা
SC/ST/PH = ১৫০ টাকা
Group D Application Fees
General/OBC/EWS= ৪০০ টাকা
SC/ST/PH = ১৫০ টাকা
সিলেকশন পদ্ধতি
এখানে দুটি পোস্টের জন্য সিলেকশন পদ্ধতি আলাদা আলাদা রয়েছে। Group C ক্লার্ক পোস্টে আবেদন করলে মোট তিনটি ধাপে সিলেকশন করা হবে। গ্রুপ ডি পোস্টে আবেদন করলে মোট দুটি ধাপে সিলেকশন করা হবে।
Group C ( ক্লার্ক) Selection
- Written Test (লিখিত পরীক্ষা)
- Skill Test/Typing Test
- Interview
Group D (গ্রুপ-ডি পোস্ট) Selection
- Written Test
- Interview
- আধার মোবাইল নাম্বার লিঙ্ক শুরু হলো! Aadhaar Link With Mobile Number
- মোবাইল দিয়ে আয়ের ৫টি বাস্তব উপায় | Earn Money Online With Mobile
- নিজের তৈরি নোট PDF করে অনলাইনে বিক্রি করুন (সম্পূর্ণ পদ্ধতি)
- intelligence bureau ib mts recruitment|IB MTS New Vacancy 2025
- KVS & NVS Recruitment 2025: যাবতীয় তথ্য, শূন্যপদ, যোগ্যতা, ফি, সিলেকশন- সম্পূর্ণ গাইড
পরীক্ষার প্যাটার্ন এবং নাম্বার
যেকোনো পরীক্ষায় সফল হওয়ার জন্য ওই পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস জানাটা খুব দরকার। তাই WBSSC Group C and D Notification অনুযায়ী এখানে কত নাম্বারের পরীক্ষা নেওয়া হবে? কোন Part এ কত নাম্বার থাকবে? কোন বিষয়গুলি পড়তে হবে জেনে নাও।
WBSSC Group C (ক্লার্ক)
- Written Exam (OMR Based): 60 Marks
- Academic Qualification = 10 Marks
- Experience= 5 Marks
- Oral Interview= 10 Marks
- Computer typing= 15 Marks
WBSSC Group D (গ্রুপ-ডি)
- Written Exam (OMR Based): 40 Marks
- Similar experience= 5 Marks
- Oral Interview= 5 Marks
এখানে তোমাদের সিলেবাস এর মধ্যে নিচে দেওয়া টপিকগুলি Follow করতে হবে।
General knowledge, Current affairs, Arithmetic, General english.
বেতন মূল্য
Group C: ২২৭০০ টাকা – ২৬০০০ টাকা (প্রায়)
Group D: ২০০৫০ টাকা (প্রায়)
WBSSC Group C and D Apply Last Date?
এখানে অনলাইন আবেদন শুরু হবে ৩ অক্টোবর ২০২৫ তারিখে। এবং আবেদন চলবে ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
Last Date; 03/12/2025
Frequently Asked Questions
WBSSC Official Website থেকে নোটিফিকেশন ডাউনলোড করা যাবে।
West Bengal School Service Commission
Last Date: 03/12/2025
এখানে দুটি পোষ্টের জন্য সমান বয়সসীমা রাখা হয়েছে। বয়স সীমা লাগবে (১৮-৪০) বছর।
উপসংহার (Conclusion)
তাই তোমরা যারা রাজ্যের মধ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও, এই Job Vacancy এর জন্য আবেদন করতে পারো। রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। শুধুমাত্র অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে। এবং চাকরি হলে রাজ্যের মধ্যেই চাকরি হবে। তাই আগ্রহী প্রার্থীরা আগামী ৩ অক্টোবর থেকে অনলাইন আবেদন করতে পারবে। এবার যদি তোমাদের এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, নিচে আমাকে কমেন্ট করতে পারো।
▪️ গ্রুপ-সি এবং গ্রুপ-ডি: অনলাইন আবেদন
▪️ WBSSC Old Website: Visit Here
▪️WBSSC Official Website: Visit Here
▪️আরো চাকরির খবর: এখানে দেখুন
▪️Official Notification: Download

আমি Biswajit Mandal, একজন অভিজ্ঞ Content Creator, YouTuber, এবং Professional Content Writer। গত ৪ বছরেরও বেশি সময় ধরে আমি নিয়মিতভাবে সরকারি প্রকল্প, চাকরি সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইড, স্কলারশিপ, ও অনলাইন ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করে আসছি।