WBSEDCL Bill Payment: এবার নতুন পদ্ধতিতে পেমেন্ট করতে হবে! কিভাবে বিল জমা করবেন?

Spread the love

এখন বর্তমানে ইলেকট্রিক বিল জমা দেওয়ার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে WBSEDCL এর তরফ থেকে। WBSEDCL Bill Payment আগে যেমন অনলাইনে জমা দেওয়া যেত, এখন বর্তমানে কিছু পরিবর্তন এসেছে। সবাইকে এখনো নতুন পদ্ধতিতে বিল পেমেন্ট করতে হবে। তাই নতুন পদ্ধতি কি রয়েছে? কিভাবে ধাপে ধাপে বিল পেমেন্ট করবেন? সমস্ত কিছু নিয়ে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে। তাই শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।

WBSEDCL Bill Payment

আমরা প্রত্যেকেই জানি, ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য WBSEDCL Official Website এ গিয়ে পেমেন্ট করা যায়। WBSEDCL অর্থাৎ West Bengal State Electricity Distribution Company Limited একটি বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। যে অফিশিয়াল ওয়েবসাইটে নতুন মিটারের আবেদন, বিল পেমেন্ট এবং অন্যান্য সমস্ত যাবতীয় কাজ করা যায়। এখন বর্তমানে এই অফিশিয়াল ওয়েবসাইটে বিল পেমেন্ট করার জন্য নতুন আপডেট দেওয়া হয়েছে। গ্রাহকদের নতুন পদ্ধতিতে বিল পেমেন্ট করতে হবে।

সম্পর্কিত পোস্ট পড়ুন

WhatsApp থেকে আধার কার্ড ডাউনলোড করুন| জানুন বিস্তারিত তথ্য

কিভাবে নতুন পদ্ধতিতে বিল পেমেন্ট করবেন?

WBSEDCL Bill Payment New update

১) প্রথমত, WBSEDCL Official Website এ ভিসিট করতে হবে।

২) তারপর Online payment অপশনে ক্লিক করতে হবে।

৩) এবার, Quick Pay (Postpaid Energy bill) অপশনে ক্লিক করুন।

৪) তারপর আবার পুনরায়, Postpaid Energy bill অপশন এ ক্লিক করুন। এবং আপনার Consumer ID দিয়ে Submit অপশনে ক্লিক করুন।

৫) Captcha code দেখে লেখার পর Verity অপশনে ক্লিক করুন।

৬) আপনার যাবতীয় তথ্য দেখতে পাবেন। যেমন- গ্রাহকের নাম, Consumer ID, মোবাইল নাম্বার ইমেইল আইডি, Address, ইত্যাদি। এই সমস্ত কিছু যাচাই করার পর যদি ঠিক থাকে Proceed অপশন এ ক্লিক করুন।

৭) তারপর Enter Amount এর জায়গায় আপনার মন পছন্দ অনুযায়ী যত টাকা পেমেন্ট করতে চান ওই টাকাটা লিখুন। এখানে সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত দেওয়া যাবে।

আগে তিন মাসের পেমেন্ট আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া থাকতো। এখন নতুন নিয়ম অনুযায়ী আপনার পছন্দমতো আপনি টাকা পেমেন্ট করতে পারেন। ধরুন আপনার তিন মাসের বিল এসেছে ৪৪০ টাকা। তাহলে এখন নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি চান ১৫০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকা, আবার পুরো টাকাটাও দিতে পারেন। যত টাকা পেমেন্ট করতে চান ৫০ টাকার উপরে পেমেন্ট করতে পারেন।

৮) টাকার Amount বসানোর পর, Pay Bill অপশনে ক্লিক করুন, পেমেন্ট করার জন্য।

৯) এবার Billdesk/ SBI এর মধ্যে যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। এবং পেমেন্ট করার জন্য make payment অপশনে ক্লিক করুন।

১০) পেমেন্ট করার জন্য যেকোনো একটি মাধ্যম সিলেক্ট করুন। যেমন – Credit card/ Debit card/ NET banking/ UPI/QR code.

১১) এবার আপনার টাকাটা পেমেন্ট করুন। Payment Successful হলে ইলেকট্রিক বিলের receipt ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

এইভাবে নতুন পদ্ধতিতে আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন এবং ইলেকট্রিক বিল এর টাকা জমা করতে পারবেন।

আরো পোস্ট পড়ুন

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন| New Voter ID Card Online Apply

WBSEDCL এর গুরুত্বপূর্ণ নোটিশ

এখন বর্তমানে WBSEDCL এর অফিশিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। বর্তমানে বিভিন্ন অপশন যুক্ত হওয়ার কারণে এবং অন্যান্য কারণে ২০ অক্টোবর থেকে ২৭ শে অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত কেউ বিল পেমেন্ট করবেন না। ২৮ শে অক্টোবর থেকে বিল পেমেন্ট করা যাবে।

WBSEDCL Bill Payment 2025 New Update

গ্রাহকদের ইলেকট্রিক বিল জমা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। যা নিয়ে নিচে আলোচনা করা হলো।

১) গ্রাহকরা বর্তমানে তাদের বিল অনুযায়ী ইচ্ছেমতো টাকা পেমেন্ট করতে পারবেন।

২) তবে সর্বনিম্ন ৫০ টাকা পেমেন্ট করা যাবে। এবং সর্বোচ্চ ১ লাখ টাকা পেমেন্ট করা যাবে।

৩) পেমেন্ট করার পর payment history অপশনে ক্লিক করে history চেক করা যাবে।

তাই যে সমস্ত গ্রাহকরা WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে পেমেন্ট করতেন এখন নতুন পদ্ধতিতে পেমেন্ট করতে হবে। তবে অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী ২৮ শে অক্টোবর থেকে এই বিল পেমেন্ট করা যাবে। আপনাদের এই আপডেট কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের এই রকম আপডেট ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফলো করতে পারেন।


▪️সরকারি প্রকল্প: বিস্তারিত জানুন এখানে

▪️সরকারি চাকরির খবর: জানুন বিস্তারিত

▪️Examrasta: Official Website


Spread the love

Leave a Comment