SC ST OBC Scholership|আবেদন শুরু! কিভাবে আবেদন করবেন?

Spread the love

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্কলারশিপ গুলির মধ্যে একটি অন্যতম স্কলারশিপ হলো SC ST OBC Scholership অথবা Oasis Scholarship. তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। এটি মাধ্যমিকের পর যেকোনো স্তরের শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে SC/ST/OBC সম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এই বৃত্তির জন্য কখন আবেদন করা যায়?

সাধারণত জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

কোথায় আবেদন করতে হবে?

এই স্কলারশিপে আবেদন করতে হলে আপনাদের ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/ -এ।

কারা কারা আবেদন করতে পারবে?

এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে SC/ST/OBC সম্প্রদায়ের শিক্ষার্থী হতে হবে অর্থাৎ আপনাদের কাছে যদি SC/ST/OBC সার্টিফিকেট থেকে থাকে এবং বার্ষিক আয় যদি ২.৫ লাখের কম হয় তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

কত টাকা বৃত্তি দেওয়া হয়?

এই স্কলারশিপ এর জন্য আবেদন করলে এখানে ৪০০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।

কি কি নথি পত্র লাগবে?

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • SC/ST সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • ব্যাংক একাউন্ট নাম্বার
  • পাসপোর্ট সাইজ ছবি

কিভাবে আবেদন করতে হবে?

১) প্রথমত, Oasis Official Website এ ভিজিট করতে হবে।

২) তারপর, Students Registration অপশন এ ক্লিক করতে হবে।

৩) রেজিস্ট্রেশন করার পর, Register Student login অপশনে ক্লিক করতে হবে।

৪) এবং User ID and password দিয়ে Login করতে হবে।

৫) তারপর যাবতীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিলাপ করতে হবে। যেমন – পূর্ববর্তী ক্লাসের তথ্য, ব্যাংক একাউন্টের তথ্য, ঠিকানা, ইত্যাদি।

৬) ফর্ম সাবমিট করার পর Application Form এবং Acknowledgments Slip ডাউনলোড করতে হবে। এবং আবেদন ফর্ম সমেত যাবতীয় ডকুমেন্টস আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠানে জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী

  1. আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে।
  2. অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর , লিঙ্গ এবং জন্ম তারিখ , আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে লিখুন। জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে।
  3. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন, কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
  4. সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকারে আছে, সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে।
  5. একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
  6. আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড এবং ডিবিটি সক্রিয় হতে হবে।
  7. বৃত্তির অর্থ আপনার নিজের আধার যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
  8. বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে। অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।

তাই রাজ্যের যে সমস্ত SC ST OBC শিক্ষার্থীরা রয়েছে তারা চাইলে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারে।

▪️Oasis Official website: Visit Here

▪️আরো স্কলারশিপ: জানুন বিস্তারিত


Spread the love

Leave a Comment