রেলের TC/TTE নিয়োগ ২০২৫|RRB NTPC Undergraduate Vacancy 2025| Apply Now!

Spread the love

রেলওয়ে বোর্ডের তরফ থেকে আবার পুনরায় RRB NTPC Undergraduate পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আবেদন করলে রেলের ক্লার্ক, টিকিট কালেক্টর, TTE হওয়া যাবে। যে সমস্ত শিক্ষার্থীরা রেলের চাকরি পেতে চায়, তাদের সবার জন্য দারুন খুশির খবর। এই RRB NTPC Undergraduate Vacancy এর মধ্যে মোট চার ধরনের পোষ্টের জন্য অনলাইন আবেদন চালু হয়েছে। যার জন্য ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই রেলের এই NTPC New Vacancy সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করবো এই পোষ্টের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ২৮ শে অক্টোবর ২০২৬

শেষ তারিখ: ২৭ শে নভেম্বর ২০২৫

অনলাইন পেমেন্ট শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৫

সংশোধন তারিখ: ৩০ নভেম্বর – ৯ ই ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত পোস্ট পড়ুন

RRB NTPC Graduate Level Online Form| RRB NTPC ফর্ম ফিলাপ ২০২৫

RRB NTPC Undergraduate Vacancy 2025 Details

Railway Recruitment Board এর তরফ থেকে NTPC ( Non Technical Popular Categories) 12th Level এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে। যার জন্য আজ ২৮ শে অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা RRB Official Website এ গিয়ে অনলাইন আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করা যাবে ২৭ শে নভেম্বর পর্যন্ত।

পোস্টের নাম (RRB NTPC Undergraduate Post)

  • Commercial Cum Ticket Clerk
  • Account Clerk cum typist
  • Junior Clerk Cum Typist
  • Trains Clerk

মোট শূন্যপদ (RRB NTPC Undergraduate Level Total Vacancy)

NTPC 12th Level Post= ৩০৫৮ টি অর্থাৎ সমস্ত পোস্ট মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৩০৫৮ টি।

নিচে পোস্ট অনুযায়ী শূন্য পদ সংখ্যা আলোচনা করা হলো।

  • Commercial Cum Ticket Clerk = 2024
  • Account Clerk cum typist = 394
  • Junior Clerk Cum Typist= 163
  • Trains Clerk = 77

শিক্ষাগত যোগ্যতা ( RRB NTPC Undergraduate Education Qualification)

RRB NTPC (12th): এই ক্যাটাগরির মধ্যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ৫০% নাম্বার পেয়ে।

তবে SC/ST ক্যাটাগরি হলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। তবে General/OBC/EWS ক্যাটাগরির ছাত্র-ছাত্রীরা যদি গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন করে থাকে তাহলেও উচ্চমাধ্যমিকের কোনো নাম্বার পার্সেন্টেজ দেখা হবে না।

বয়সসীমা (RRB NTPC 12th Level Age Limit)

NTPC (12th): (১৮-৩০) বছর

এখানে যেকোনো পোস্টে আবেদন করার জন্য মিনিমাম বয়স লাগবে ১৮ বছর, এবং ৩০ বছর বয়সের নিচে হতে হবে।

আরো পোস্ট পড়ুন

বিদেশে পড়ার জন্য Education Loan| কিভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

কিভাবে আবেদন করবেন? ( RRB NTPC Undergraduate Level Online Apply)

১) প্রথমত, RRB Official Website এ ভিজিট করতে হবে।

২) তারপর, Create an Account অপশন এ ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে। যেমন- তোমাদের নাম, বাবার নাম, আধার নম্বর, জন্মতারিখ, ইত্যাদি

৩) এবার Login করতে হবে। Dashboard এ যাওয়ার পর online application অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর পোষ্টের নাম সিলেক্ট করে RRB সিলেক্ট করতে হবে।

৫) আবেদন ফর্মটি খুলে যাবে, যেখানে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। যেমন – শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি, পরীক্ষার সেন্টার, পরীক্ষার ভাষা, ঠিকানা, ইত্যাদি।

৬) এবারও যাবতীয় সমস্ত ডকুমেন্টস গুলোই আপলোড করতে হবে সঠিকভাবে। যেমন – মার্কশিট, ছবি, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ইত্যাদি।

৭) তারপর Application Preview চেক করবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে ফর্মটি সাবমিট করবেন। সাবমিট হওয়ার পর তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে পেমেন্ট করতে হবে।

৮) অনলাইনে টাকা পেমেন্ট করার পর, আবেদন ফর্মের ফাইনাল প্রিন্ট আউট বের করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে।

আবেদন ফি (NTPC 12th Level Application Fees)

এখানে আবেদন করার জন্য অনলাইনে টাকা পেমেন্ট করে আবেদন করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য আলাদা আলাদা রয়েছে। যেমন –

Gen/OBC/EWS = ৫০০ টাকা। তবে 1st Stage CBT পরীক্ষা দেওয়ার পর ৪০০ টাকা ব্যাংক একাউন্টে ফেরত  দেওয়া হবে।

SC/ST/PWBD/Female/EBC /Ex-servicemen/Transgender= ২৫০বিস টাকা। তবে পরীক্ষা দেওয়ার পর ২৫০ টাকা ব্যাংক একাউন্টে ফেরত দেওয়া হবে।

সিলেকশন পদ্ধতি ( RRB NTPC 12th Level Selection Procedure)

  • 1st Stage CBT
  • 2nd Stage CBT
  • Skill/CBAT Test
  • Documents Verification
  • Medical Examination

সিলেবাস ও বই (RRB NTPC Details Syllabus and Books)

এখানে CBT I এবং CBT II পরীক্ষার বিষয় বস্তু একই, তবে Number Pattern একটু আলাদা।

  • 1st Stage CBT= ১০০ নাম্বার
  • 2nd Stage CBT= ১২০ নাম্বার

CBT পরীক্ষার বিষয়:

১) General Awareness

২) Mathmatics

৩) General intelligence & Reasoning

টপিক অনুযায়ী বাংলা ভাষার বিস্তারিত সিলেবাস ও সেরা কি কি বইগুলি রয়েছে তা জানতে নিজের লিংকে ক্লিক করে ভিডিও দেখতে পারো।

👉বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: Watch Here (YouTube video)

তাই যে সমস্ত আগ্রহী প্রার্থীরা রেলের অধীনে ভিন্ন ভিন্ন পোস্টে চাকরি করতে চায়, অবশ্যই এই Job Vacancy এর জন্য আবেদন করতে পারো। এবং যদি এই চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো।


▪️RRB NTPC Undergraduate Online Form: Watch Here ( YouTube video)

▪️Official Notification: Download

▪️Online Apply: Official Website

▪️আরো চাকরির খবর: এখানে পড়ুন


Spread the love

Leave a Comment